Bengali Current Affairs 9th August ,2020
1.নাগরিকদের জন্য ‘পরিবার পেহেচন পত্র’ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ গুজরাট
ⓑ হরিয়ানা✓
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ পাঞ্জাব
● কেন্দ্র ও রাজ্য সরকারের যাবতীয় স্কিমের সুবিধা পেতে সহায়তা করতেই এই পরিবার পরিচয় পত্র লঞ্চ করলেন
● হরিয়ানার বর্তমান মূখ্যমন্ত্রী-মনোহর লাল খট্টার
● বর্তমান রাজ্যপাল- সত্যদেব নারায়ণ আর্য
● রাজধানী- চন্ডিগড়
2. ভারতের প্রথম তুষার চিতাবাঘ সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হতে চলেছে কোথায়?
ⓐ আসাম
ⓑ উত্তরাখণ্ড✓
ⓒ সিকিম
ⓓ মেঘালয়
● নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, গঙ্গোত্রী ন্যাশনাল পার্কসহ কয়েকটি জায়গায় এই তুষার চিতা দেখা যায়
● উত্তরাখন্ডের রাজধানী- দেরাদুন(শীতকালীন) Gairsain(গ্রীষ্মকালীন)
● বর্তমান মুখ্যমন্ত্রী- ত্রিবেন্দ্র সিং রাওয়াত
● বর্তমান রাজ্যপাল- বেবী রানী মৌর্য্য
3. ‘Future Brand Index 2020’- তে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রির স্থান কত?
ⓐ পঞ্চম
ⓑ তৃতীয়
ⓒ দ্বিতীয়✓
ⓓ চতুর্থ
● এই তালিকায় প্রথমস্থানে আছে- Apple, তৃতীয়স্থানে আছে- Samsung
● রিলায়েন্স ইন্ডাস্ট্রির হেডকোয়াটার- মুম্বাই
● বর্তমান চেয়ারম্যান- মুকেশ আম্বানী
4. 'Amazing Ayodhya’-শিরোনামে বই লিখলেন কে?
ⓐ নিরুপমা যাদব
ⓑ নীনা রাই✓
ⓒ কৃতিকা পান্ডে
ⓓ ফ্রেয়া থাকরাল
● অযোধ্যার বিভিন্ন ইতিহাস বর্ণিত থাকছে এই বইটিতে
5. Nippon Life India Asset Management-এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সুপ্রিয় দেশমুখ
ⓑ সুমিত অধিকারী
ⓒ পরেখ আশ্বিন✓
ⓓ সঞ্জীব আগার্বল
6.সম্প্রতি প্রয়াত Shivajirao Patil Nilangekar (শিবাজিরাও পাতিল নীলাঙ্গেকর) , কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?
ⓐ কেরালা
ⓑ মহারাষ্ট্র✓
ⓒ কর্নাটক
ⓓ দিল্লি
● তিনি ১৯৮৫ সালের জুন মাস থেকে ১৯৮৬ সালের মার্চ মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন
● মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৮৮ বছর
● মহারাষ্ট্রের রাজধানী- মুম্বাই
● বর্তমান মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray
● বর্তমান রাজ্যপাল-Bhagat Singh Koshyari
7.UPSC এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
ⓐ অনিল আহুজা
ⓑ অনিল শর্মা
ⓒ প্রদীপ কুমার✓
ⓓ মনোজ আহুজা
● UPSC এর হেডকোয়ার্টার - নিউ দিল্লি
● UPSC এর প্রতিষ্ঠা -1 অক্টোবর, 1926
● CBSC এর চেয়ারম্যান - মনোজ আহুজা
8.কত শতাংশ রেপো রেট বহাল রাখলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?
ⓐ ৫%
ⓑ ৪%✓
ⓒ ৩.৫%
ⓓ ৪.৫%
● রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়াটার- মুম্বাই
● বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস
● বর্তমান ডেপুটি গভর্নর- মাইকেল পাত্র
9. ভারতের পর কোন দেশ সম্প্রতি চীনের বিখ্যাত Video sharing app Tiktok বন্ধ করার কথা ঘোষণা করল?
ⓐ রাশিয়া
ⓑ আমেরিকা✓
ⓒ পাকিস্তান
ⓓ বাংলাদেশ
●Tiktok initial release - September 2016
● US President- Donald Trump
● US Capital - Washington DC
● US currency - dollar
10.‘National Handloom Day’ পালন করা হয় কবে?
ⓐ ৬ই আগস্ট
ⓑ ১৭ই জুলাই
ⓒ ৭ই আগস্ট✓
ⓓ ১৫ই আগস্ট
● ১৯০৫ সালের ৭ই আগস্ট স্বদেশী আন্দোলনের শুরুর কথা স্মরনীয় রাখতেই এই দিনটি পালিত হয়
11. Airtel Payments Bank তার খুচরা ব্যবসায়ী ও বণিকদের "Shop insurance " এর জন্য কোন জীবনবীমা কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো?
ⓐ Bajaj Allianz
ⓑ Bharti AXA general insurance✓
ⓒ ICICI Lombard
ⓓ HDFC ERGO
● Airtel Payments Bank এর MD & CEO-অনুব্রত বিশ্বাস
● Airtel Payments Bank Headquarter- নিউ দিল্লি
● Bharti AXA general insurance MD & CEO- সঞ্জীব শ্রীনিবাসন
●Bharti AXA general insurance headquarter- মুম্বাই, মহারাষ্ট্র
12. রাজেশ কুমার কোন রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন?
ⓐ মনিপুর✓
ⓑ গুজরাট
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ উত্তর প্রদেশ
●এর আগে এই পদে নিযুক্ত ছিলেন- জে. সুরেশবাবু
●মনিপুরের মুখ্যমন্ত্রী -এন বীরেন সিং
●মণিপুরে রাজ্যপাল - নাজমা হেপতুল্লা
●ভারতের মধ্যে প্রথম carbon positive গ্রাম Phayeng গ্রাম মণিপুর রাজ্যে অবস্থিত
13. ভারতীয় রেলওয়ে 7.8.2020 থেকে Perishable goods পরিবহনের জন্য " Kisan Rail " পরিষেবা শুরু করল। এই পরিষেবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কে?
ⓐ নরেন্দ্র সিং তোমার
ⓑ পীযূষ গোয়েল
ⓒ নীতিন গড়করি
ⓓ ⓐ & ⓑ✓
● India's first " Kisan Rail " will run between Devlali in Maharashtra's Nashik and will reach Danapur in Bihar
14. রাজস্থান সরকার State judicial service এর চাকরিতে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কত শতাংশ সংরক্ষণ করার কথা ঘোষণা করল?
ⓐ 2 %
ⓑ 3%
ⓒ 4%
ⓓ 5%✓
● রাজস্থানের মুখ্যমন্ত্রী -অশোক গেহলট
● রাজস্থানের রাজ্যপাল - কলরাজ মিশ্রা
● রাজস্থানের রাজধানী - জয়পুর
● জয়পুর কে ভারতের পিংক সিটি বলা হয়
● রাজস্থান রাজ্য প্রতিষ্ঠিত হয় - 30 মার্চ 1949
15. সম্প্রতি প্রকাশিত ICC ODI ranking এ প্রথম স্থানে আছে কোন ব্যাটসম্যান?
ⓐ বিরাট কোহলি✓
ⓑ রোহিত শর্মা
ⓒ বাবর আজম
ⓓ রস টেলর
● ICC ODI ranking এ প্রথম স্থানে বিরাট কোহলি
● ICC ODI ranking এ দ্বিতীয় স্থানে রোহিত শর্মা
● তৃতীয় স্থানে পাকিস্তানের খেলোয়াড় বাবর আজম
● চতুর্থ শ্রেণীর নিউজিল্যান্ডের খেলোয়াড় রস টেইলর
● ICC formation -15 June 1909
● Headquarter- Dubai , United Arab Emirates
● Membership- 104 members
● Official language - English
● Chairman- Imran Khwaja
● CEO - Manu Sawhney
16. World taekwondo Federation (WTF) কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করলেন?
ⓐ Suresh Raina
ⓑ Harmanpreet Kaur
ⓒ Virat Kohli
ⓓ ⓐ & ⓑ ✓
● Harmanpreet Kaur ভারতের মহিলা দলের ক্রিকেট খেলোয়াড়
● পাঞ্জাবের বাসিন্দা ও 2017 সালে অর্জুন পুরস্কার পান
● সুরেশ রায়না উত্তর প্রদেশের বাসিন্দা
● Nickname- Sonu , Chinna thala
17. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক Asian Development Bank and UNICEF এর যৌথ সহযোগিতায় রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে Thermal screening এর ব্যবস্থা করেছে । রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?
ⓐ চেন্নাই
ⓑ ব্যাঙ্গালোর
ⓒ হায়দ্রাবাদ✓
ⓓ দিল্লি
● হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত
● ADB এর সদর দপ্তর - মান্দালুইয়ং শহর, ফিলিপাইন
● President - Masatsugu Asakawa
● Founded - 19 December ,1966
● UNICEF headquarter : New York ,United States
● Founded - 11 December , 1946
No comments:
Post a Comment