আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৮৪
১) তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
ক) বরাকর✓
খ) ভাগীরথী
গ) দামোদর
ঘ) তিস্তা
২) করলা নদী কোন জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে?
ক) কোচবিহার
খ) জলপাইগুড়ি✓
গ) মালদা
ঘ) উত্তর দিনাজপুর
৩) রাজস্থানের কোন জেলায় প্রচুর তামা সঞ্চিত আছে?
ক) জয়পুর
খ) বিকানের
গ) যোধপুর
ঘ) ঝুমঝুনু✓
৪) 1 গাট পাট = কত কেজি পাট?
ক) 150 কেজি
খ) 170 কেজি
গ) 180 কেজি√
ঘ)190 কেজি
৫) মথুরাখালি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
ক) বর্ধমান
খ) হুগলি
গ) বাঁকুড়া
ঘ) বীরভূম✓
৬) সৌরতাপ বণ্টনে বায়ুমন্ডলের কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) কার্বন ডাই অক্সাইড√
ঘ) হাইড্রোজেন
৭) বাইলাডিলা খনি থেকে লৌহ আকরিক জাপান ও দক্ষিণ কোরিয়াতে রপ্তানি হয় কোন বন্দরের সাহায্যে?
ক) হলদিয়া বন্দর
খ) বিশাখাপত্তনম বন্দর✓
গ) পারাদ্বীপ বন্দর
ঘ) মুম্বাই বন্দর
৮) তিরুচিরাপল্লী কিসের জন্য বিখ্যাত?
ক) চুরুট ও সিগারেট√
খ) বাসন
গ) জলপাই
ঘ) তামাক
৯) আনারস সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোথায়?
ক) থাইল্যান্ড√
খ) মালয়েশিয়া
গ) তাইওয়ান
ঘ) কোরিয়া
১০) ঋতু অনুযায়ী সমুদ্র স্রোতের দিক পরিবর্তন দেখা যায় কোন মহাসাগরে?
ক) প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর
গ) ভারত মহাসাগর✓
ঘ) সুমেরু মহাসাগর
১১) ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী "কুইক সিলভার" নামে পরিচিত ছিলেন?
ক) বাসুদেব বলবন্ত ফারকে
খ) খান আবদুল গফফর খান
গ) চন্দ্রশেখর আজাদ √
ঘ) রাসবিহারী ঘোষ
১২) আম্বেদকর কোন হিন্দু পবিত্র গ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ছিলেন?
ক) ভগবত গীতা
খ) মনুস্মৃতি✓
গ) সুলভ সূত্র
ঘ) পরাশর সংহিতা
১৩) মহার আন্দোলন কে শুরু করেছিলেন?
ক) জ্যোতিবা ফুলে
খ) নারায়ণ গুরু
গ) আত্মারাম পান্ডু রঙ্গ
ঘ) বি আর আম্বেদকর√
১৪) চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
ক) গুজরাটের বাহাদুর শাহ ও ঘুমায়
খ) হুমায়ুন ও শের শাহ সুরি√
গ) আকবর ও রানা প্রতাপ
ঘ) জাহাঙ্গীর ও রানা অমর সিং
১৫) নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন?
ক) মুহাম্মদ বিন তুঘলক
খ) আলাউদ্দিন খলজী
গ) ফিরোজ শাহ তুঘলক
ঘ) গিয়াসউদ্দিন বলবন√
১৬) হুন নেতা তোরমান কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
ক) আজীবক ধর্ম
খ) শৈব ধর্ম
গ) জৈন ধর্ম✓
ঘ) বৌদ্ধ ধর্ম
১৭) দেবতার কাছ থেকে হাত বাড়িয়ে প্রসাদ গ্রহণের মুদ্রাটি কোন রাজার?
ক) সমুদ্র গুপ্ত
খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত✓
গ) কুমার গুপ্ত
ঘ) পুরু গুপ্ত
১৮) কে "বর্তমান শাক্য মুনি " নামে পরিচিত?
ক) অশোক
খ) কনিষ্ক
গ) হর্ষবর্ধন
ঘ) ইউ এন সাং✓
১৯) ইলোরার কৈলাস মন্দির _____এর উদাহরণ
ক) ফ্রী স্ট্যান্ডিং মন্দির
খ) রক কাট মন্দির✓
গ) শোর মন্দির
ঘ) নাগারা স্টাইল এর মন্দির
২০) 1792 খ্রিস্টাব্দে"গীতগোবিন্দ "গ্রন্থটি র ইংরেজি অনুবাদ করেন কে?
ক) স্যার উইলিয়াম জোন্স✓
খ) চার্লস উইলকিন্স
গ) স্যার রবার্ট চেম্বার্স
ঘ) এইচ .এইচ. উইলসন
২১) দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়?
ক) ত্বরণ
খ) মন্দন
গ) ভর
ঘ) দ্রুতি✓
২২) ঘনকোণ এর একক কি?
ক) রেডিয়ান
খ) স্টেরেডিয়ান✓
গ) নিউটন
ঘ) জুল
The steradian (symbol: sr) or square radian is the SI unit of solid angle.
২৩) আকাশকে নীল দেখায় বায়ুমন্ডলের কোন উপাদান এর উপস্থিতির জন্য?
ক) অক্সিজেন
খ) জলীয়বাষ্প
গ) ধূলিকণা√
ঘ) কার্বন-ডাই-অক্সাইড
২৪) আকাশে বিদ্যুৎ চমকায়-
ক) দুই খন্ড মেঘ পরস্পর সংঘর্ষ করলে
খ) মেঘের অসংখ্য জলকনা ও বরফ কনার মধ্যে চার্জ সঞ্চিত হলে✓
গ) মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে
ঘ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
২৫) যখন এক টুকরো তামার তার একটি সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে ডুবানো হয় তখন দ্রবণের বর্ণ নীল হয় এর কারণ-
ক) তামার বিজারন এর জন্য
খ) তামার জারণ এর জন্য√
গ) দ্রব্য জটিল যৌগ গঠনের জন্য
ঘ) রুপার জারণ এর জন্য
২৬) ধাতু নিষ্কাশন এর সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ হল-
ক) কাঠ কয়লা
খ) হাইড্রোজেন
গ) ওয়াটার গ্যাস
ঘ) কোক√
২৭) মেঘলা দিনে শিশির কম পড়ে কারণ-
ক) মেঘ আদ্রতা ছড়ায়
খ) জলের ব্যতিক্রমী প্রসারণ
গ) মেঘ শিশির শোষণ করে
ঘ) মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়√
২৮) " মিল্ক অফ ম্যাগনেসিয়া " হলো-
ক) MgCO3
খ) Na2CO3
গ) Ca (OH)2
ঘ) Mg (OH)2√
২৯) রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের কোন সদস্যকে বরখাস্ত করতে পারেন-
ক) নিজের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে
খ) লোকসভার স্পিকারের সাথে আলোচনা করে
গ) প্রধানমন্ত্রীর সুপারিশে✓
ঘ) উপরোক্ত সবকটি ক্ষেত্রে
৩০) নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টে যে কোন পক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন?
ক) উপরাষ্ট্রপতি
খ) সলিসিটর জেনারেল
গ) অ্যাটর্নি জেনারেল✓
ঘ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
৩১) ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে এক ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না?
ক) 14 নম্বর ধারা
খ) 18(2)নম্বর ধারা
গ) 20(1)নম্বর ধারা
ঘ)20(2)নম্বর ধারা √
৩২) জাতীয় সমুদ্র দিবস কবে?
ক) 5 মার্চ
খ) 5 এপ্রিল√
গ) 5 জানুয়ারি
ঘ) 5 ফেব্রুয়ারি
৩৩) কে মোবাইল ফোন আবিষ্কার করেন?
ক) মার্টিন কুপার √
খ) উইলিস ক্যারিয়ার
গ) চার্লস এইচ টাউনস
ঘ) জন নেপিয়ার
৩৪) অমৃতধারা জলপ্রপাত কোন নদীর উপরে?
ক) তাপ্তি
খ) তুঙ্গভদ্রা
গ) হাঁসদেও√
ঘ) গোদাবরী
৩৫) চায়না টাইমস কোথাকার সংবাদপত্র?
ক) চীন
খ) তাইওয়ান √
গ) থাইল্যান্ড
ঘ) জাপান
৩৬) "দি ওভারকোট" গ্রন্থের রচয়িতা কে?
ক) সালমান রুশদি
খ) নিকোলাই গোগল√
গ) টমাস হার্ডি
ঘ) নীরদ সি চৌধুরী
৩৭) নিচের কোন পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দেওয়া হয়?
ক) অর্জুন পুরস্কার
খ) ভারতরত্ন
গ) পদ্মভূষণ
ঘ) শান্তি স্বরূপ ভাটনগর√
৩৮) রেডিফমেইল ( Rediffmail) প্রতিষ্ঠা করেন কে?
ক) অজিত সোয়ামি
খ) অজিত বালাকৃষ্ণন √
গ) অজিত শ্রীনিবাসন
ঘ) অজিত নারায়ন
৩৯) ODBC কথাটির পুরো অর্থ কি?
ক) Object Database Communication
খ) Open Database Communication
গ) Open Database Connectivity✓
ঘ) Object Database Connectivity
৪০) পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত নিম্নলিখিত কোন বোতামটি সাধারণ কম্পিউটার দেখা যায় না?
ক) এন্টার √
খ) ট্যাব
গ) ব্যাক স্পেস
ঘ) স্পেস বার
No comments:
Post a Comment