Friday, August 21, 2020

SLST/ NET/SET HISTORY MCQ ইউরোপ বিশ্বের ঘটনাপঞ্জী Set-1

 



SLST/ NET/SET HISTORY MCQ            ইউরোপ বিশ্বের ঘটনাপঞ্জী     Set-1


১) ফরাসি বিপ্লব হয় কোন ফরাসি সম্রাটের সময় কালে?

ক) পঞ্চদশ লুই

খ) ষোড়শ লুই✓

গ) সপ্তদশ লুই

ঘ) অষ্টাদশ লুই




২) ষোড়শ লুই কোন বংশের সম্রাট ছিলেন?

ক) অরেঞ্জ বংশ

খ) স্যাভয় বংশ

গ) বুরবো বংশ✓

ঘ) কোনোটিই নয়




৩) কবে ফরাসি বিপ্লব হয়?

ক) 1688 খ্রিস্টাব্দ

খ) 1760 খ্রিস্টাব্দ

গ) 1789 খ্রিস্টাব্দে✓

ঘ) 1857 খ্রিস্টাব্দে




৪) কিসের নাম অনুসারে বুরবো বংশের নামকরণ হয়?

ক) বুরবনে স্থান✓

খ) বুন্দেস্টাগ আইনসভা

গ) বোনাপার্ট নাম থেকে

ঘ) সবকটি সঠিক




৫) অষ্টাদশ শতকে ফ্রান্সের সমাজে কত গুলি এস্টেট ছিল?

ক) ২টি

খ) ৩টি✓

গ) ৪টি

ঘ) ৫ টি




৬) অর্থের বিনিময়ে যে সকল ব্যক্তি অভিজাত  সম্প্রদায়ভুক্ত হতেন তাদের কি বলা হত?

ক) পোশাকি অভিজাত✓

খ) অসিধারি অভিজাত

গ) সাকুলাৎ

ঘ) লেবোরার



৭) ফ্রান্সে পরোক্ষ কর আদায় দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা কি নামে পরিচিত ছিল?

ক) স্টেটস জেনারেল

খ) ফারমার্স জেনারেল✓

গ) গভর্নর জেনারেল

ঘ) কোনোটিই নয়




৮) বুর্জোয়া শব্দটির বুৎপত্তিগত অর্থ কি?

ক) শ্রমিক

খ) কৃষক

গ) ভবঘুরে

ঘ) নাগরিক✓




৯) মূলধনের লগ্নি কারবারি ও স্বাক্ষর সম্পত্তির অধিকারী বুর্জোয়াদের কি বলা হত?

ক) নিষ্ক্রিয় বুর্জোয়া✓

খ) সক্রিয় বুর্জোয়া

গ) নিম্ন বুর্জোয়া

ঘ) কোনোটিই নয়




১০) কে বলেছেন "রাষ্ট্র কি? আমিই রাষ্ট্র"?

ক) চতুর্দশ লুই ✓

খ) পঞ্চদশ লুই

গ) ষোড়শ লুই

ঘ) অষ্টাদশ লুই




১১) ফ্রান্সের যে সকল কৃষকেরা ভাগ চাষ করতেন এবং নিজস্ব জমির মালিকানা ছিল না তাদেরকে কি বলা হত?

ক) লেবোরার

খ) সাকুলাৎ

গ) মেতায়ের ✓

ঘ) কোনোটিই নয়





১২) দক্ষিণ ফ্রান্সের সচ্ছল কৃষকরা কি নামে পরিচিত ছিল?

ক) লেবোরার✓

খ) সাকুলাৎ

গ) মেতায়ের 

ঘ) কোনোটিই নয়




১৩) ফ্রান্সের সাবেকি অভিজাতদের কি বলা হত?

ক) পোশাকি অভিজাত

খ) অসিধারী অভিজাত✓

গ) উৎকৃষ্ট অভিজাত

ঘ) কোনোটিই নয়





১৪) কাকে বলা হয় " ফরাসি বিপ্লবের জনক"?

ক) মন্টেস্কু

খ) ভলতেয়ার

গ) ষোড়শ লুই

ঘ) রুশো✓




১৫) টাইদ (Tithe) কি কর?

ক) ধর্মকর✓

খ) লবণ কর

গ) সম্পত্তি কর

ঘ) কোনোটিই নয়




১৬) ফ্রান্সের যাজকদের রাজকোষে স্বেচ্ছা কর প্রদানের যে ব্যবস্থা হয় 1569 খ্রিস্টাব্দে, কোন চুক্তি অনুসারে তা হয়?

ক) ব্রানস উইক মেনিফেস্টো

খ) পোয়েসি চুক্তি✓

গ) বুখারেস্টএর চুক্তি

ঘ) কোনোটিই নয়





১৭) কে বলেন " আমার পরই ধ্বংস "( After me, the deluje) ?

ক) চতুর্দশ লুই

খ) পঞ্চদশ লুই✓

গ) ষোড়শ লুই

ঘ) নেপোলিয়ন





১৮) কোনটি প্রত্যক্ষ কর নয়?

ক) গ্যাবেলা✓

খ) টেইলি

গ) ভিংটিয়েম

ঘ) ক্যাপিটেশন




১৯) কোনটি পরোক্ষ কর নয়?

ক) টেইলি✓

খ) গ্যাবেলা

গ) কর্ভে/ করভি

ঘ) কোনোটিই নয়




২০) বিনা পারিশ্রমিকে এ বাধ্যতামূলক বেকার শ্রমকে কি কর হিসেবে গণ্য করা হতো?

ক) টাইদ

খ) কর্ভে/ করভি✓

গ)  ভিংটিয়েম

ঘ)  টেইলি












No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...