Bengali Current Affairs 22nd August,
2020
1. " সদ্ভাবনা দিবস " কবে পালিত হয়?
ⓐ 17 আগস্ট
ⓑ 18 আগস্ট
ⓒ 19 আগস্ট
ⓓ 20 আগস্ট✓
✎ 20 আগস্ট প্রতিবছর রাজীব গান্ধীর জন্ম বার্ষিকী উপলক্ষে সদ্ভাবনা দিবস উদযাপন করা হয়।
✎ 2020 সালের 20 আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 76 তম জন্মবার্ষিকী পালিত হল
✎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার মৃত্যুর এক বছর পর ১৯৯২ সাল থেকে রাজীব গান্ধী সদভাবনা পুরষ্কার দেওয়া শুরু করে।
✎ দেশের সমস্ত জাতির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য তৈরিতে এবং শান্তি ও জাতীয় সংহতিতে উৎসাহিত করতে দিনটি উদযাপন করা হয়।
2. কোন সংস্থা Covid-19এর বিরুদ্ধে লড়াই করার জন্য " Pavitrapati "& " Aushada Tara " তৈরি করল?
ⓐ AIIMS
ⓑ DIAT✓
ⓒ DRDO
ⓓ IIT Bombay
✎ DIAT - Defence Institute of Advanced Technology
✎ " Pavitrapati " একটি আয়ুর্বেদিক ভিত্তিক বায়ো-ডিগ্রেডেবল ফেস মাস্ক যা ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের জন্য একটি ভাইরাস নাশক হিসেবে কাজ করবে
✎ “Aushada tara” is an anti-microbial body suit which comprises of superhydrophobic, breathing, anti-microbial, comfort feeling properties.
3. National Sports Awards Selection Committee ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 কতজন খেলোয়াড় কে সুপারিশ করল?
ⓐ 3
ⓑ 4✓
ⓒ 2
ⓓ 1
✎ ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, টেবিল টেনিস প্লেয়ার মণিকা বাত্রা, প্যারা অলিম্পিক হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু ও রেসলার ভিনেশ ফোগাত এই চারজনের নাম সুপারিশ করেছে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 জন্য
✎ কিংবদন্তি শচীন টেন্ডুলকার ,এমএস ধোনি, ও বিরাট কোহলির পর চতুর্থ ক্রিকেটার রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন।
✎ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম প্রাপক ছিলেন দাবা গ্রান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ
✎ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বছরে সর্বোচ্চ তিন জনকে দেওয়া যেতে পারে
✎ কিন্তু এবছর ৪ টি ক্রীড়াবিদের নাম এর জন্য সুপারিশ করা হয়েছে
✎ এর আগে ২০১৬ সালে, পিভি সিন্ধু, দীপা কর্মকার, জিতু রাই ও সাক্ষী মালিক একসঙ্গে এই পুরস্কার পেয়েছিলেন।
✎ ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)। কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের (Dhyan Chand) জন্মদিন উপলক্ষে দিনটি পালিত হয়।
4 . Luis Abinader (লুইস অবিনাডার) Dominican Republic এর কততম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?
ⓐ 53
ⓑ 54✓
ⓒ 51
ⓓ 50
✎ Dominican Republic এর Vice President : Raquel Peña Rodríguez (রাকেল পেঁয়া রদ্রেগিজ)
✎ Dominican Republic Capital : Santo Domingo (সান্টো ডোমিংগো)
✎ Dominican Republic Currency : Peso
5. উত্তরপ্রদেশে মান্ডুয়াডিহ স্টেশনের নাম বদলে কি রাখা হলো?
ⓐ মহেন্দ্র সিং নগর
ⓑ সুভাষ নগর
ⓒ বেনারস✓
ⓓ যোগীনগর
✎ ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ের স্টেশনের নাম পরিবর্তন হয়েছিল। স্টেশনটির নাম দীনদয়াল উপাধ্যায় জংশন নামকরণ করা হয়েছে।
6. ভারতে আধুনিক হাই স্পিড Delhi - Meerat Regional Rapid Transit System নির্মাণে সহায়তার জন্য ADB কত টাকা ঋণ অনুমোদন করলো?
ⓐ 2 বিলিয়ন মার্কিন ডলার
ⓑ 3 বিলিয়ন মার্কিন ডলার
ⓒ 1 বিলিয়ন মার্কিন ডলার✓
ⓓ চার বিলিয়ন মার্কিন ডলার
✎ ADB Full Form : Asian Development Bank
✎ ADB এর সদর দপ্তর : মান্দালুইয়ং শহর, মেট্রো ম্যানিলা, ফিলিপাইন
✎ ADB এর President : Masatsugu Asakawa (মাসাটসুগু আসাকাওয়া)
✎ গঠিত - ১৯ ডিসেম্বর,১৯৬৬
✎ সদস্যপদ - ৬৮ টি দেশ
7. কোন IIT অ্যালকোহলহীন স্টেরিলাইজার তৈরি করল যা 10 দিনের জন্য ব্যাকটেরিয়া এবং ভাইরাসমুক্ত রাখতে পারে?
ⓐ IIT Bombay✓
ⓑ IIT Kanpur
ⓒ IIT Kharagpur
ⓓ IIT Guwahati
✎ IIT বোম্বে দুটি স্টার্টআপ অ্যালকোহলমুক্ত স্টেরিলাইজার Avran তৈরি করেছে যা 10 দিনের জন্য ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত রাখতে পারে
✎ 15 ই আগস্ট চালু করা Avran ন্যানো প্রযুক্তি দ্বারা চালিত ভাইরাস নাশক
8. কোন ভারতীয় খেলোয়াড় Sports eyewear brand " Oakley "এর brand ambassador পদে নিযুক্ত হলেন?
ⓐ রোহিত শর্মা✓
ⓑ বিরাট কোহলি
ⓒ যুবরাজ সিং
ⓓ মহেন্দ্র সিং ধোনি
✎ রোহিত শর্মা দু'বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন
✎ এই কোম্পানিটি মূলত খেলাধুলার বিভিন্ন সামগ্রী তৈরি করে
✎ Oakleyএর সদরদপ্তর -ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট
✎ প্রতিষ্ঠা- 1975
✎ প্রতিষ্ঠাতা - James Jannard (জেমস জ্যানার্ড)
9. "A bend in time : Writings by Children on the Covid-19 Pandemic " বইটির লেখক কে?
ⓐ Chetan Bhagat
ⓑ Ruskin Bond
ⓒ Banwari Lal Purohit
ⓓ Bijal Vachcharajani✓(বিজাল বাচ্চারাজনী)
✎ The book , titled "A bend in time" : writings by children on the covid 19 pandemic, is a collection of 12 engrossing stories and essays by children and young adults from across the country . It's introduction is written by our winning children's authors Bijal Vachcharajani
10. কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রশাসন "Dhanvantari Rath " নামে একটি মোবাইল ইউনিট আয়ুর্বেদ স্বাস্থ্যসেবা পরিষেবা চালু করল?
ⓐ হরিয়ানা পুলিশ
ⓑ দিল্লি পুলিশ✓
ⓒ জম্মু-কাশ্মীর পুলিশ
ⓓ উড়িষ্যা পুলিশ
✎ দিল্লি পুলিশ প্রশাসন " Dhanvantari Rath "চালু করার জন্য All India Institute of Ayurveda (AIIA) এর সঙ্গে MoU স্বাক্ষর করলো
✎ দিল্লির মুখ্যমন্ত্রী: অরবিন্দ কেজরিওয়াল
✎ দিল্লির রাজ্যপাল : অনিল বাইজাল
No comments:
Post a Comment