Friday, August 21, 2020

Bengali Current Affairs 22nd August, 2020

 


Bengali Current Affairs 22nd August,

 2020

1. " সদ্ভাবনা দিবস "  কবে পালিত হয়?

17 আগস্ট

18 আগস্ট

19 আগস্ট

20 আগস্ট✓

 20 আগস্ট প্রতিবছর রাজীব গান্ধীর জন্ম বার্ষিকী উপলক্ষে সদ্ভাবনা দিবস উদযাপন করা হয়।

 2020 সালের 20 আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 76 তম জন্মবার্ষিকী পালিত হল

 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার মৃত্যুর এক বছর পর ১৯৯২ সাল থেকে রাজীব গান্ধী সদভাবনা পুরষ্কার দেওয়া শুরু করে।

 দেশের সমস্ত জাতির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য তৈরিতে এবং শান্তি ও জাতীয় সংহতিতে উৎসাহিত করতে দিনটি উদযাপন করা হয়।




2. কোন সংস্থা Covid-19এর বিরুদ্ধে লড়াই করার জন্য  " Pavitrapati "& " Aushada Tara " তৈরি করল?

 AIIMS

 DIAT✓

 DRDO

 IIT Bombay


 DIAT - Defence Institute of Advanced Technology

✎ " Pavitrapati " একটি আয়ুর্বেদিক ভিত্তিক বায়ো-ডিগ্রেডেবল ফেস মাস্ক যা ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের জন্য একটি ভাইরাস নাশক হিসেবে কাজ করবে

✎ “Aushada tara” is an anti-microbial body suit which comprises of superhydrophobic, breathing, anti-microbial, comfort feeling properties.


3. National Sports Awards Selection Committee ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020  কতজন খেলোয়াড় কে সুপারিশ করল?

 3

 4✓

 2

 1

 ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, টেবিল টেনিস প্লেয়ার মণিকা বাত্রা, প্যারা অলিম্পিক হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু ও রেসলার ভিনেশ ফোগাত এই চারজনের নাম সুপারিশ করেছে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 জন্য

 কিংবদন্তি শচীন টেন্ডুলকার ,এমএস ধোনি, ও বিরাট কোহলির পর চতুর্থ ক্রিকেটার রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন।

 রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম প্রাপক ছিলেন দাবা গ্রান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ

 রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বছরে সর্বোচ্চ তিন জনকে দেওয়া যেতে পারে

 কিন্তু এবছর ৪ টি ক্রীড়াবিদের নাম এর জন্য সুপারিশ করা হয়েছে

  এর আগে ২০১৬ সালে, পিভি সিন্ধু, দীপা কর্মকার, জিতু রাইসাক্ষী মালিক একসঙ্গে এই পুরস্কার পেয়েছিলেন। 


 ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)। কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের (Dhyan Chand) জন্মদিন উপলক্ষে দিনটি পালিত হয়।



4 . Luis Abinader  (লুইস অবিনাডার) Dominican Republic এর কততম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?

 53

 54✓

 51

 50


 Dominican Republic এর Vice President : Raquel Peña Rodríguez (রাকেল পেঁয়া রদ্রেগিজ)

 Dominican Republic Capital : Santo Domingo (সান্টো ডোমিংগো)

  Dominican Republic Currency : Peso





5. উত্তরপ্রদেশে মান্ডুয়াডিহ স্টেশনের নাম বদলে কি রাখা হলো?

 মহেন্দ্র সিং নগর

 সুভাষ নগর

 বেনারস✓

 যোগীনগর

 ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ের স্টেশনের নাম পরিবর্তন হয়েছিল। স্টেশনটির নাম দীনদয়াল উপাধ্যায় জংশন নামকরণ করা হয়েছে।


6. ভারতে আধুনিক হাই স্পিড Delhi - Meerat Regional Rapid Transit System নির্মাণে সহায়তার জন্য ADB কত টাকা ঋণ অনুমোদন করলো?

 2 বিলিয়ন মার্কিন ডলার

 3 বিলিয়ন মার্কিন ডলার

 1 বিলিয়ন মার্কিন ডলার✓

 চার বিলিয়ন মার্কিন ডলার


 ADB Full Form : Asian Development Bank

 ADB এর সদর দপ্তর : মান্দালুইয়ং শহর, মেট্রো ম্যানিলা, ফিলিপাইন

 ADB এর President : Masatsugu Asakawa (মাসাটসুগু আসাকাওয়া)

 গঠিত  - ১৯ ডিসেম্বর,১৯৬৬

সদস্যপদ - ৬৮ টি দেশ




7. কোন IIT অ্যালকোহলহীন স্টেরিলাইজার তৈরি করল যা 10 দিনের জন্য ব্যাকটেরিয়া এবং ভাইরাসমুক্ত রাখতে পারে?

 IIT Bombay✓

 IIT Kanpur

 IIT Kharagpur

 IIT Guwahati


 IIT বোম্বে দুটি স্টার্টআপ অ্যালকোহলমুক্ত স্টেরিলাইজার Avran তৈরি করেছে যা 10 দিনের জন্য ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত রাখতে পারে


 15 ই আগস্ট চালু করা Avran ন্যানো প্রযুক্তি দ্বারা চালিত ভাইরাস নাশক




8. কোন ভারতীয় খেলোয়াড় Sports eyewear brand " Oakley "এর brand ambassador পদে নিযুক্ত হলেন?

 রোহিত শর্মা✓

 বিরাট কোহলি

 যুবরাজ সিং

 মহেন্দ্র সিং ধোনি


 রোহিত শর্মা দু'বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন

 এই কোম্পানিটি মূলত খেলাধুলার বিভিন্ন সামগ্রী তৈরি করে

 Oakleyএর সদরদপ্তর -ক্যালিফোর্নিয়া,  ইউনাইটেড স্টেট

 প্রতিষ্ঠা- 1975

 প্রতিষ্ঠাতা - James  Jannard (জেমস জ্যানার্ড)





9. "A bend in time : Writings by Children on the Covid-19 Pandemic " বইটির লেখক কে?

 Chetan Bhagat

 Ruskin Bond

 Banwari Lal Purohit

 Bijal Vachcharajani✓(বিজাল বাচ্চারাজনী)


 The book , titled "A bend in time" :  writings by children on the covid 19 pandemic, is a collection of 12  engrossing stories and essays by children and young adults from across the country . It's introduction is written by our winning children's authors Bijal Vachcharajani


10. কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রশাসন "Dhanvantari Rath " নামে একটি মোবাইল ইউনিট আয়ুর্বেদ স্বাস্থ্যসেবা পরিষেবা চালু করল?

 হরিয়ানা পুলিশ

দিল্লি পুলিশ✓

জম্মু-কাশ্মীর পুলিশ

উড়িষ্যা পুলিশ


 দিল্লি পুলিশ প্রশাসন "  Dhanvantari Rath "চালু করার জন্য All India Institute of Ayurveda (AIIA) এর সঙ্গে MoU স্বাক্ষর করলো

 দিল্লির মুখ্যমন্ত্রী:  অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির রাজ্যপাল : অনিল বাইজাল 








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...