Thursday, September 17, 2020

Bengali Current Affairs 18th September, 2020

 



Bengali Current Affairs 18th September, 2020

1. 'আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস’ পালিত হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ১৪ই সেপ্টেম্বর

ⓑ ১৪ই ফেব্রুয়ারী

ⓒ ১৬ই সেপ্টেম্বর✓

ⓓ ১৫ই সেপ্টেম্বর

১৯৯৪ সালে এই দিনটি পালনের ঘোষণা করে UN General Assembly

 ওজোন স্তরে হ্রাস ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে দিনটি পালন করা


2. Tech জায়ান্ট অ্যামাজনের ডিভাইস এ্যালেক্সার প্রথম কোন ভারতীয় সেলিব্রিটি কণ্ঠস্বর শোনা যাবে?

ⓐ আয়ুষ্মান খুরানা

ⓑ অমিতাভ বচ্চন✓

ⓒ শাহরুখ খান

ⓓ হৃত্বিক রোশন


 অমিতাভ বচ্চনের কণ্ঠে শোনা যাবে জোকস, আবহাওয়ার আপডেট, শায়েরী

 আগামী বছর থেকে ফিচার পাওয়া যাবে এ্যালেক্সার ডিভাইসে

 Amazon CEO : Jeff Bezos (জেফ বেজোস)

 Amazon founder : Jeff Bezos

 Amazon founded : 5th July, 1994

 Amazon Headquarter : Washington, United State

 2019 সালে অমিতাভ বচ্চন দাদাসাহেব ফালকে পুরস্কার পান।

 2015 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান।

 2001 সালে পদ্মভূষণ পুরস্কার পান।

 1984 সালে পদ্মশ্রী পুরস্কার পান।


3. কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা উৎকষ যোজনা চালু করল?

ⓐ পাঞ্জাব

ⓑ হরিয়ানা

ⓒ গুজরাট✓

ⓓ উত্তরাখণ্ড

 এই যোজনার আওতায় মহিলারা ১০লক্ষ টাকা লোন পাবে

 রাজধানী- গান্ধীনগর

 মুখ্যমন্ত্রী- বিজয় রূপানি

 রাজ্যপাল- Acharya Devvrat


4. কোন রাজ্য একটি বিশেষ সুরক্ষা বাহিনী গঠন করল যা কোন warrant ছাড়াই অনুসন্ধান এবং গ্রেপ্তার করার অনুমতি পাবে?

ⓐ মধ্যপ্রদেশ

ⓑ উত্তর প্রদেশ✓

ⓒ মহারাষ্ট্র

ⓓ গুজরাট

 উত্তর প্রদেশের রাজধানী লকনো। লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত

 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী -যোগী আদিত্যনাথ

 উত্তর প্রদেশের রাজ্যপাল -আনন্দদিন প্যাটেল

5.‘Euromoney Awards of Excellence 2020’ দ্বারা সম্মানিত হলেন কে?

ⓐ অমিতাভ ঘোষ

ⓑ আদিত্য পুরী✓

ⓒ শচীন বানশাল

ⓓ রাজনিস কুমার

 তিনি HDFC ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর

 HDFC ব্যাঙ্কের হেডকোয়াটার- মুম্বাই

 ট্যাগ লাইন- 'We Understand Your World'

 প্রতিষ্ঠা সাল- আগস্ট, ১৯৯৪

6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে 15th সেপ্টেম্বর 2020  সালে seven urban infrastructure project লঞ্চ করলেন?

ⓐ বিহার✓

ⓑ মহারাষ্ট্র

ⓒ উত্তর প্রদেশ

ⓓ গুজরাট

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের seven urban infrastructure project উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

 অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উপস্থিত ছিলেন।


7.আমেরিকায় কার্য পরিচালনার জন্য TikTok কোম্পানীর টেকনোলজি পার্টনার হলো কে?

ⓐ Microsoft

ⓑ Apple

ⓒ JIO

ⓓ Oracle✓

 হেডকোয়াটার- সান্টা ক্ল্যারা, ক্যালিফোর্নিয়া

 প্রতিষ্ঠা সাল- ১৯৭৭ সালের ১৬ই জুন

 বর্তমান CEO হলেন- Larry Ellison(ল্যারি এলিসন)


8.জাতি সংঘের Commission on Status of Women (CSW)-এর সদস্য হিসাবে নির্বাচিত হলো কোন দেশ?

ⓐ আফগানিস্তান

ⓑ চীন

ⓒ ভারত✓

ⓓ বাংলাদেশ


9.১ বছর ধরে মেডিক্যাল অক্সিজেন বহনকারী যান গুলিকে অ্যাম্বুলেন্সের মর্যাদা দিল কোন রাজ্য সরকার?

ⓐ মহারাষ্ট্র✓

ⓑ কেরালা

ⓒ কর্নাটক

ⓓ অন্ধ্রপ্রদেশ

 রাজধানী- মুম্বাই

 মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray

 রাজ্যপাল- Bhagat Singh Koshyari

10.Great Learning কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ শচীন তেন্ডুলকার

ⓑ বিরাট কোহলী✓

ⓒ আমির খান

ⓓ অমিতাভ বচ্চন


11. Thomas Cup ও Uber Cup 2021 কোথায় অনুষ্ঠিত হবে?

ⓐ ডেনমার্ক✓

ⓑ ফ্রান্স

ⓒ ইটালি

ⓓ চীন

 Thomas CupUber Cup 2020 3rd অক্টোবর থেকে 11 ই অক্টোবর ডেনমার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল

 Covid-19 মহামারীর কারণে এই খেলা 2021 সালে অনুষ্ঠিত হবে।

 Badminton World Federation founded : 5th July ,1934

 Badminton World Federation president- Erik Hoyer Larsen(এরিক হোয়ার লারসেন)

 Badminton World Federation Headquarter : Kuala Lumpur ,Malaysia


12. প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা আওতায় বিহারের কোথায় নতুন All India institute of Medical sciences (AIIMS ) তৈরি করা হবে?

ⓐ মোজাফফরপুর 

ⓑ ভাগলপুর

ⓒ দ্বারভাঙ্গা✓

ⓓ নালন্দা

 AIIMS তৈরি করতে মোট খরচ হবে 1264 কোটি টাকা

 বিহারের মুখ্যমন্ত্রী -নীতীশ কুমার

 বিহারের রাজ্যপাল-  ফাগু চৌহান









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...