Bengali Current Affairs 18th September, 2020
1. 'আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস’ পালিত হয় প্রতি বছর কোন দিন?
ⓐ ১৪ই সেপ্টেম্বর
ⓑ ১৪ই ফেব্রুয়ারী
ⓒ ১৬ই সেপ্টেম্বর✓
ⓓ ১৫ই সেপ্টেম্বর
❍ ১৯৯৪ সালে এই দিনটি পালনের ঘোষণা করে UN General Assembly
❍ ওজোন স্তরে হ্রাস ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে দিনটি পালন করা
2. Tech জায়ান্ট অ্যামাজনের ডিভাইস এ্যালেক্সার প্রথম কোন ভারতীয় সেলিব্রিটি কণ্ঠস্বর শোনা যাবে?
ⓐ আয়ুষ্মান খুরানা
ⓑ অমিতাভ বচ্চন✓
ⓒ শাহরুখ খান
ⓓ হৃত্বিক রোশন
❍ অমিতাভ বচ্চনের কণ্ঠে শোনা যাবে জোকস, আবহাওয়ার আপডেট, শায়েরী
❍ আগামী বছর থেকে ফিচার পাওয়া যাবে এ্যালেক্সার ডিভাইসে
❍ Amazon CEO : Jeff Bezos (জেফ বেজোস)
❍ Amazon founder : Jeff Bezos
❍ Amazon founded : 5th July, 1994
❍ Amazon Headquarter : Washington, United State
❍ 2019 সালে অমিতাভ বচ্চন দাদাসাহেব ফালকে পুরস্কার পান।
❍ 2015 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান।
❍ 2001 সালে পদ্মভূষণ পুরস্কার পান।
❍ 1984 সালে পদ্মশ্রী পুরস্কার পান।
3. কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা উৎকষ যোজনা চালু করল?
ⓐ পাঞ্জাব
ⓑ হরিয়ানা
ⓒ গুজরাট✓
ⓓ উত্তরাখণ্ড
❍ এই যোজনার আওতায় মহিলারা ১০লক্ষ টাকা লোন পাবে
❍ রাজধানী- গান্ধীনগর
❍ মুখ্যমন্ত্রী- বিজয় রূপানি
❍ রাজ্যপাল- Acharya Devvrat
4. কোন রাজ্য একটি বিশেষ সুরক্ষা বাহিনী গঠন করল যা কোন warrant ছাড়াই অনুসন্ধান এবং গ্রেপ্তার করার অনুমতি পাবে?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ উত্তর প্রদেশ✓
ⓒ মহারাষ্ট্র
ⓓ গুজরাট
❍ উত্তর প্রদেশের রাজধানী লকনো। লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত
❍ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী -যোগী আদিত্যনাথ
❍ উত্তর প্রদেশের রাজ্যপাল -আনন্দদিন প্যাটেল
5.‘Euromoney Awards of Excellence 2020’ দ্বারা সম্মানিত হলেন কে?
ⓐ অমিতাভ ঘোষ
ⓑ আদিত্য পুরী✓
ⓒ শচীন বানশাল
ⓓ রাজনিস কুমার
❍ তিনি HDFC ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর
❍ HDFC ব্যাঙ্কের হেডকোয়াটার- মুম্বাই
❍ ট্যাগ লাইন- 'We Understand Your World'
❍ প্রতিষ্ঠা সাল- আগস্ট, ১৯৯৪
6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে 15th সেপ্টেম্বর 2020 সালে seven urban infrastructure project লঞ্চ করলেন?
ⓐ বিহার✓
ⓑ মহারাষ্ট্র
ⓒ উত্তর প্রদেশ
ⓓ গুজরাট
❍ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের seven urban infrastructure project উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।
❍ অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উপস্থিত ছিলেন।
7.আমেরিকায় কার্য পরিচালনার জন্য TikTok কোম্পানীর টেকনোলজি পার্টনার হলো কে?
ⓐ Microsoft
ⓑ Apple
ⓒ JIO
ⓓ Oracle✓
❍ হেডকোয়াটার- সান্টা ক্ল্যারা, ক্যালিফোর্নিয়া
❍ প্রতিষ্ঠা সাল- ১৯৭৭ সালের ১৬ই জুন
❍ বর্তমান CEO হলেন- Larry Ellison(ল্যারি এলিসন)
8.জাতি সংঘের Commission on Status of Women (CSW)-এর সদস্য হিসাবে নির্বাচিত হলো কোন দেশ?
ⓐ আফগানিস্তান
ⓑ চীন
ⓒ ভারত✓
ⓓ বাংলাদেশ
9.১ বছর ধরে মেডিক্যাল অক্সিজেন বহনকারী যান গুলিকে অ্যাম্বুলেন্সের মর্যাদা দিল কোন রাজ্য সরকার?
ⓐ মহারাষ্ট্র✓
ⓑ কেরালা
ⓒ কর্নাটক
ⓓ অন্ধ্রপ্রদেশ
❍ রাজধানী- মুম্বাই
❍ মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray
❍ রাজ্যপাল- Bhagat Singh Koshyari
10.Great Learning কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ শচীন তেন্ডুলকার
ⓑ বিরাট কোহলী✓
ⓒ আমির খান
ⓓ অমিতাভ বচ্চন
11. Thomas Cup ও Uber Cup 2021 কোথায় অনুষ্ঠিত হবে?
ⓐ ডেনমার্ক✓
ⓑ ফ্রান্স
ⓒ ইটালি
ⓓ চীন
❍ Thomas Cup ও Uber Cup 2020 3rd অক্টোবর থেকে 11 ই অক্টোবর ডেনমার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
❍ Covid-19 মহামারীর কারণে এই খেলা 2021 সালে অনুষ্ঠিত হবে।
❍ Badminton World Federation founded : 5th July ,1934
❍ Badminton World Federation president- Erik Hoyer Larsen(এরিক হোয়ার লারসেন)
❍ Badminton World Federation Headquarter : Kuala Lumpur ,Malaysia
12. প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা আওতায় বিহারের কোথায় নতুন All India institute of Medical sciences (AIIMS ) তৈরি করা হবে?
ⓐ মোজাফফরপুর
ⓑ ভাগলপুর
ⓒ দ্বারভাঙ্গা✓
ⓓ নালন্দা
❍ AIIMS তৈরি করতে মোট খরচ হবে 1264 কোটি টাকা
❍ বিহারের মুখ্যমন্ত্রী -নীতীশ কুমার
❍ বিহারের রাজ্যপাল- ফাগু চৌহান
No comments:
Post a Comment