Bengali Current Affairs 19th September, 2020
1.সম্প্রতি কোন IIT নিজে নিজেই covid-19 test করার জন্য self check kiosk মেশিন তৈরি করল?
ⓐ IIT Guwahati✓
ⓑ IIT Delhi
ⓒ IIT Kanpur
ⓓ IIT Roorkee
❍ Established :1994
❍ Chairman : T. G .Sitharam
❍ Director : T. G .Sitharam
2. ‘10th DTTI Group Meeting’ ভার্চুয়ালি অনুষ্ঠিত করলো কোন কোন দেশ?
ⓐ জাপান ও ভারত
ⓑ ভারত ও আমেরিকা✓
ⓒ বাংলাদেশ ও ভারত
ⓓ শ্রীলংকা ও পাকিস্তান
❍ DTTI-এর পুরো কথা- Defense Technology and Trade Initiative
3.এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ভারতের জন্য Country Director হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ Simon Koel
ⓑ Takeo Konishi (টেকো কোনিশি)✓
ⓒ Susi Glutteries
ⓓ David Malpass
❍ হেডকোয়াটার- Mandaluyong, Philippines
❍ প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর
❍ বর্তমান প্রেসিডেন্ট- Masatsugu Asakawa (মাসাটসুগু আসাকাওয়া)
4.করোনা ভাইরাস ছড়ানো রুখতে ‘My Family, My Responsibility’-নামে ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ কেরালা
ⓑ কর্নাটক
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ সিকিম
❍ রাজধানী- মুম্বাই
❍ মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray
❍ রাজ্যপাল- Bhagat Singh Koshyari
5.সম্প্রতি প্রয়াত Sadashiv Patil (সদাশিব পাতিল) , কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ দাবা
ⓑ ফুটবল
ⓒ ক্রিকেট✓
ⓓ হকি
❍ ১৯৫২-৫৩ সালে প্রথম মহারাষ্ট্রের হয়ে ক্রিকেটে প্রবেশ করেন
❍ ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলেন
❍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৬ বছর
6. ‘GIGAnet’-নামে ইন্টিগ্রেটেড 4G নেটওয়ার্ক লঞ্চ করলো কোন টেলিকম কোম্পানী?
ⓐ VI✓
ⓑ Airtel
ⓒ JIO
ⓓ Tata Cell
❍ নতুন ট্যাগ লাইন- Together for Tomorrow
❍ হেডকোয়াটার- গান্ধীনগর
❍ প্রতিষ্ঠা সাল- ২০১৮ সালের আগস্ট
❍ বর্তমান CEO হলেন- Ravinder Takkar (রবীন্দ্র টক্কার)
7.Petronet’s LNG Limited-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?
ⓐ বিনোদ কুমার মিশ্র✓
ⓑ বিবেক কুমার শর্মা
ⓒ বিনোদ মোহান্তি
ⓓ আকাশ গুপ্ত
❍ হেডকোয়াটার- নিউ দিল্লি
8.কার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘অন্ন উৎসব’ পালন করছে মধ্যপ্রদেশ সরকার?
ⓐ রামনাথ কোবিন্দ
ⓑ লালজী ট্যান্ডন
ⓒ নরেন্দ্র মোদী✓
ⓓ সর্দার বল্লভভাই প্যাটেল
❍ জন্মতারিখ :: ১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর
❍ তাঁর ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মধ্যপ্রদেশ সরকার 'অন্ন উৎসব' স্কিমের আওতায় গরিবদের ১টাকা কেজি দরে চাল ও গম প্রদান করবে
❍ একজন ব্যক্তি ১ মাসে মোট ৫ কেজি শস্য পাবে
❍ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 70 তম জন্মদিন উপলক্ষে 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
❍ এই দিন গুলিতে ভারতীয় জনতা পার্টি সমস্ত গরিব মানুষদের মাস্ক, ঔষধ ও স্যানিটাইজার প্রদান করছে।
❍ মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল
❍ মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান
❍ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল
9.2020 Dayton Literary Peace Prize পেলেন Margaret Atwood, তিনি কোন দেশের লেখিকা?
ⓐ আমেরিকা
ⓑ ফ্রান্স
ⓒ কানাডা✓
ⓓ জাপান
❍ রাজধানী- Ottawa
❍ মুদ্রার নাম- কানাডিয়ান ডলার
❍ বর্তমান প্রধানমন্ত্রী- Justin Trudeau (জাস্টিন ট্রুডো)
10.Facebook India-র গ্লোবাল বিজনেস গ্রুপের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ অগ্নিকুমার সেন
ⓑ অরুণ শ্রীনিবাস✓
ⓒ সুনীল কামাথ
ⓓ অরুণ জয়্শাল
❍ ফেসবুকের হেডকোয়াটার- মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া
❍ প্রতিষ্ঠা সাল- ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারী
❍ প্রতিষ্ঠাতা ও বর্তমান CEO- মার্ক জুকারবার্গ
11 . Titan company কোন ব্যাংকের সহযোগিতায় ভারতের প্রথম contact less payment watches named "Titan pay"চালু করল?
ⓐ PNB
ⓑ Bank of Baroda
ⓒ SBI Bank✓
ⓓ ICICI Bank
❍ Chairman of Titan company : N. Muruganandam (এন.মুরুগানন্দম)
❍ Titan company founded: 1984
❍ Titan company Headquarter : Bengaluru Karnataka
❍ chairman of SBI: rajnish Kumar
❍ SBI headquarters: Mumbai, Maharashtra
12. OrCam Technologies এর Brand Ambassador পদে কে নিযুক্ত হলেন?
ⓐ Cristiano Ronaldo
ⓑ Neymar de Silva
ⓒ Lionel Messi (লিওনেল মেসি) ✓
ⓓ Kylian Mbappe
❍ OrCam founded - 2010
❍ Headquarter : Jeruzalem, Israel
13. Online poker platform 9stacks এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
ⓐ সৌরভ গাঙ্গুলী
ⓑ রাহুল দ্রাবিড়
ⓒ মহেন্দ্র সিং ধোনি
ⓓ সুরেশ রায়না✓
❍ 9stacks was founded in 2017 by Sudhir Kamath, Pratik Kumar, and Rishab Mathur, in Delhi, India.
❍ সুরেশ রায়না Bharat Pe Brand Ambassador পদে নিযুক্ত হন।
❍ সুরেশ রায়না সম্প্রতি আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।
14. উত্তরপ্রদেশের মোঘল মিউজিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হলো?
ⓐ অটল বিহারী বাজপাই মিউজিয়াম
ⓑ প্রণব মুখার্জি মিউজিয়াম
ⓒ অরুণ জেটলি মিউজিয়াম
ⓓ ছত্রপতি শিবাজী মহারাজ মিউজিয়াম✓
❍ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল
❍ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী: যোগী আদিত্যনাথ
15. কোন রাজ্য সরকার স্মার্ট রেশন কার্ড প্রকল্প চালু করেছে?
ⓐ গুজরাট
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ পাঞ্জাব✓
ⓓ উত্তর প্রদেশ
❍ পাঞ্জাবের রাজধানী: চন্ডিগড়
❍ পাঞ্জাবের রাজ্যপাল : ভি পি সিং বাদনরে
❍ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী : অমরিন্দর সিং
.
No comments:
Post a Comment