Friday, September 18, 2020

Bengali Current Affairs 19th September, 2020

 



Bengali Current Affairs 19th September, 2020

1.সম্প্রতি কোন IIT নিজে নিজেই covid-19 test করার জন্য self check kiosk মেশিন তৈরি করল?

ⓐ IIT Guwahati✓
ⓑ IIT Delhi
ⓒ IIT Kanpur
ⓓ IIT Roorkee

 Established :1994
 Chairman : T. G .Sitharam
 Director : T. G .Sitharam


2. ‘10th DTTI Group Meeting’ ভার্চুয়ালি অনুষ্ঠিত করলো কোন কোন দেশ?

ⓐ জাপান ও ভারত
ⓑ ভারত ও আমেরিকা✓
ⓒ বাংলাদেশ ও ভারত
ⓓ শ্রীলংকা ও পাকিস্তান

DTTI-এর পুরো কথা- Defense Technology and Trade Initiative


3.এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ভারতের জন্য Country Director হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Simon Koel
ⓑ Takeo Konishi (টেকো কোনিশি)
ⓒ Susi Glutteries
ⓓ David Malpass

 হেডকোয়াটার- Mandaluyong, Philippines
 প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর
 বর্তমান প্রেসিডেন্ট- Masatsugu Asakawa (মাসাটসুগু আসাকাওয়া)

4.করোনা ভাইরাস ছড়ানো রুখতে ‘My Family, My Responsibility’-নামে ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ কেরালা
ⓑ কর্নাটক
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ সিকিম

 রাজধানী- মুম্বাই
 মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray
 রাজ্যপাল- Bhagat Singh Koshyari


5.সম্প্রতি প্রয়াত Sadashiv Patil (সদাশিব পাতিল) , কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ দাবা
ⓑ ফুটবল
ⓒ ক্রিকেট✓
ⓓ হকি

 ১৯৫২-৫৩ সালে প্রথম মহারাষ্ট্রের হয়ে ক্রিকেটে প্রবেশ করেন
 ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলেন
মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৬ বছর

6. ‘GIGAnet’-নামে ইন্টিগ্রেটেড 4G নেটওয়ার্ক লঞ্চ করলো কোন টেলিকম কোম্পানী?

ⓐ VI✓
ⓑ Airtel
ⓒ JIO
ⓓ Tata Cell

 নতুন ট্যাগ লাইন- Together for Tomorrow
 হেডকোয়াটার- গান্ধীনগর
 প্রতিষ্ঠা সাল- ২০১৮ সালের  আগস্ট
 বর্তমান CEO হলেন- Ravinder Takkar (রবীন্দ্র টক্কার)

7.Petronet’s LNG Limited-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?

ⓐ বিনোদ কুমার মিশ্র✓
ⓑ বিবেক কুমার শর্মা
ⓒ বিনোদ মোহান্তি
ⓓ আকাশ গুপ্ত

 হেডকোয়াটার- নিউ দিল্লি

8.কার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘অন্ন উৎসব’ পালন করছে মধ্যপ্রদেশ সরকার?

ⓐ রামনাথ কোবিন্দ
ⓑ লালজী ট্যান্ডন
ⓒ নরেন্দ্র মোদী✓
ⓓ সর্দার বল্লভভাই প্যাটেল

 জন্মতারিখ :: ১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর
 তাঁর ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মধ্যপ্রদেশ সরকার 'অন্ন উৎসব' স্কিমের আওতায় গরিবদের ১টাকা কেজি দরে চাল ও গম প্রদান করবে
 একজন ব্যক্তি ১ মাসে মোট ৫ কেজি শস্য পাবে
 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 70 তম জন্মদিন উপলক্ষে 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
 এই দিন গুলিতে ভারতীয় জনতা পার্টি সমস্ত গরিব মানুষদের মাস্ক, ঔষধ ও স্যানিটাইজার প্রদান করছে।

 মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল
 মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান
 রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল

9.2020 Dayton Literary Peace Prize পেলেন Margaret Atwood, তিনি কোন দেশের লেখিকা?

ⓐ আমেরিকা
ⓑ ফ্রান্স
ⓒ কানাডা✓
ⓓ জাপান

 রাজধানী- Ottawa
 মুদ্রার নাম- কানাডিয়ান ডলার
 বর্তমান প্রধানমন্ত্রী- Justin Trudeau (জাস্টিন ট্রুডো)

10.Facebook India-র গ্লোবাল বিজনেস গ্রুপের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অগ্নিকুমার সেন
ⓑ অরুণ শ্রীনিবাস✓
ⓒ সুনীল কামাথ
ⓓ অরুণ জয়্শাল

 ফেসবুকের হেডকোয়াটার- মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া
 প্রতিষ্ঠা সাল- ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারী
 প্রতিষ্ঠাতা ও বর্তমান CEO- মার্ক জুকারবার্গ

11 . Titan company কোন ব্যাংকের সহযোগিতায় ভারতের প্রথম contact less payment watches named "Titan pay"চালু করল?

ⓐ PNB
ⓑ Bank of Baroda
ⓒ SBI Bank✓
ⓓ ICICI Bank

 Chairman of Titan company : N. Muruganandam (এন.মুরুগানন্দম)
 Titan company founded: 1984
 Titan company Headquarter : Bengaluru Karnataka
 chairman of SBI: rajnish Kumar
 SBI headquarters: Mumbai, Maharashtra

12. OrCam Technologies এর Brand Ambassador পদে কে নিযুক্ত হলেন?

ⓐ Cristiano Ronaldo
ⓑ Neymar de Silva
ⓒ Lionel Messi (লিওনেল মেসি)
ⓓ Kylian Mbappe

 OrCam founded - 2010
 Headquarter : Jeruzalem, Israel

13. Online poker platform 9stacks এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?

ⓐ সৌরভ গাঙ্গুলী
ⓑ রাহুল দ্রাবিড়
ⓒ মহেন্দ্র সিং ধোনি
ⓓ সুরেশ রায়না✓

 9stacks was founded in 2017 by Sudhir Kamath, Pratik Kumar, and Rishab Mathur, in Delhi, India.

 সুরেশ রায়না Bharat Pe Brand Ambassador পদে নিযুক্ত হন।
 সুরেশ রায়না সম্প্রতি আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

14. উত্তরপ্রদেশের মোঘল মিউজিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হলো?

ⓐ অটল বিহারী বাজপাই মিউজিয়াম
ⓑ প্রণব মুখার্জি মিউজিয়াম
ⓒ অরুণ জেটলি মিউজিয়াম
ⓓ ছত্রপতি শিবাজী মহারাজ মিউজিয়াম✓

 উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল
 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী: যোগী আদিত্যনাথ

15. কোন রাজ্য সরকার স্মার্ট রেশন কার্ড প্রকল্প চালু করেছে?

ⓐ গুজরাট
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ পাঞ্জাব✓
ⓓ উত্তর প্রদেশ

 পাঞ্জাবের রাজধানী: চন্ডিগড়
 পাঞ্জাবের রাজ্যপাল : ভি পি সিং বাদনরে
 পাঞ্জাবের মুখ্যমন্ত্রী : অমরিন্দর সিং












No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...