Wednesday, September 30, 2020

Bengali Current Affairs 1st October, 2020

 


Bengali Current Affairs 1st October, 2020

1. গান সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পুরস্কার 2020- 21 কে পেলেন?

ⓐ উষা মঙ্গেস্কার✓
ⓑ অল্কা ইয়াগ্নিক
ⓒ কবিতা কৃষ্ণমূর্তি
ⓓ শ্রেয়া ঘোষাল

মহারাষ্ট্র রাজ্য সরকার পুরস্কারটি দিয়ে থাকে। মহারাষ্ট্র রাজ্য সরকার প্রথম পুরস্কার দেয় 1992 সালে।
 1984 সালে প্রথম লতা মঙ্গেশকর পুরস্কার দেওয়া শুরু করে মধ্যপ্রদেশ সরকার।
 পুরস্কারস্বরূপ 5 লক্ষ টাকা নগদ ,একটি শংসাপত্র, একটি স্মারক দেওয়া হয়।

2.Myntra কোম্পানির প্রথম বিউটি ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী?

ⓐ কিয়ারা আদভানি
ⓑ দিশা পাটানী✓
ⓒ পরিনীতি চোপড়া
ⓓ প্রিয়াঙ্কা চোপড়া

হেড কোয়াটার- বেঙ্গালুরু
 প্রতিষ্ঠা সাল- ফেব্রুয়ারী,২০০৭
 বর্তমান CEO- অমর নাগারাম

3. Telecom regulatory authority of India (TRAI) এই চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

ⓐ Satish Narayan
ⓑ Dr P. D. Vaghela✓
ⓒ Sourav Sharma
ⓓ Prokash Mandal

এনার আগে এই পদে ছিলেন- Ram Sewak Sharma (রাম সেবক শর্মা)
 The Telecom Regulatory Authority of India (TRAI) is a statutory body set up by the Government of India.
 TRAI-এর হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ১৯৯৭ সালের ২০শে ফেব্রুয়ারী

4.International Day of awareness on food loss and waste reduction দিনটি কবে পালিত হয়?

ⓐ 24 সেপ্টেম্বর
ⓑ 25 সেপ্টেম্বর
ⓒ 29 সেপ্টেম্বর✓
ⓓ 27 সেপ্টেম্বর

The UN General Assembly, on 19 December 2019, designated 29 September as the International Day of Awareness of Food Loss and Waste.

 International Day of awareness on food loss and waste reduction দিনটি এই বছর প্রথম পালিত হচ্ছে।

 Theme : Stop food loss and waste. For the people. For the planet.

5. অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘রেডিও পাঠশালা প্রোগ্রাম’ লঞ্চ করছে কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ উড়িষ্যা✓
ⓒ আসাম
ⓓ ত্রিপুরা

উড়িষ্যার স্কুল ও জনশিক্ষামন্ত্রী সমীররঞ্জন দাস জানিয়েছেন, ‘‌রেডিও পাঠশালা’‌ কর্মসূচিটি ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
 অল ইন্ডিয়া রেডিও স্টেশন থেকে প্রতিদিন ১৫ মিনিট করে সম্প্রচারিত হবে এই প্রোগ্রাম।
 অডিও প্রোগ্রামটি কেন্দ্রীয় সরকারের DIKSHA অনলাইন প্ল্যাটফর্মেও আপলোড করা হবে।
 উড়িষ্যা রাজ্য সরকার ২০২০–২১ শিক্ষাবর্ষের জন্য সিলেবাস ৩০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

 উড়িষ্যার রাজ্যপাল : গণেশী লাল
 উড়িষ্যার মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়ক
 উড়িষ্যা রাজ্যের রাজধানী : ভুবনেশ্বর

6.রাজস্থানের শহর গুলির জলনিকাসী ব্যবস্থা ও পয়ঃপ্রণালীর উন্নতির জন্য কত মিলিয়ন ডলার লোন দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক?

ⓐ ২০০ মিলিয়ন
ⓑ ৩০০ মিলিয়ন✓
ⓒ ৫০০ মিলিয়ন
ⓓ ১০০ মিলিয়ন

রাজস্থানের রাজধানী- জয়পুর
 মুখ্যমন্ত্রী- অশোক গেহলট
 রাজ্যপাল- কালরাজ মিশ্র
 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর হেডকোয়াটার- Mandaluyong, Philippines
 প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর
 বর্তমান প্রেসিডেন্ট- Masatsugu Asakawa
 সদস্য দেশ- ৬৮টি

7.সম্প্রতি Mustapha Adib (মুস্তাফা আদিব) কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?

ⓐ ভেনেজুয়েলা
ⓑ লেবানন✓
ⓒ গ্রীনল্যান্ড
ⓓ আফগানিস্তান


 রাজধানী- বেইরুট
 মুদ্রার নাম- লেবানিজ পাউন্ড

8. কোন শহরে প্রতিবন্ধী স্পোর্টস সেন্টার স্থাপন করা হবে?

ⓐ কলকাতা
ⓑ মুম্বাই
ⓒ জয়পুর
ⓓ গোয়ালিয়র✓

9.Intellectual Property cooperation-এর জন্য কার সঙ্গে সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করলো ভারত?

ⓐ জার্মানী
ⓑ ইজরায়েল
ⓒ ডেনমার্ক✓
ⓓ মালদ্বীপ

রাজধানী- Copenhagen
 মুদ্রার নাম- Danish krone
 Prime Minister - মিটে ফ্রেদ্রিখসেন

10. সম্প্রতি প্রয়াত মহিলা অর্থনীতিবিদ Dr. Isher Judge Ahluwalia  (ইশার জজ আহলুওয়ালিয়া) , কোন পুরস্কার পেয়েছিলেন?

ⓐ পদ্মশ্রী
ⓑ পদ্ম ভূষণ✓
ⓒ ভারত রত্ন
ⓓ নোবেল

২০০৯ সালে শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে তাঁর কৃতিত্বের জন্যই তিনি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন।
 তিনি দিল্লির Indian Council for Research on International Economic Relations (ICRIER)-এর ডিরেক্টর এবং চেয়ারপারসন হিসাবে কাজ করেছেন।
 মৃত্যুকালীন তাঁর বয়স- ৭৪ বছর

11. চেরুভ নদীর তীরে cable-stayed bridge  উদ্বোধন করলো কোন রাজ্য?

ⓐ তেলেঙ্গানা✓
ⓑ নাগাল্যান্ড
ⓒ হিমাচল প্রদেশ
ⓓ অরুণাচল প্রদেশ

230 মিটার দীর্ঘ, বহু বর্ণের এই সেতুটি একাধিক দর্শনার্থীকে নগরীতে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
 সেতুটি নির্মাণ করতে খরচ হচ্ছে 180 কোটি টাকা।
 তেলেঙ্গানার রাজধানী : হায়দ্রাবাদ
 তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী : কে চন্দ্রশেখর রাও

12. 28 সেপ্টেম্বর কোন ভারতীয় বিপ্লবী জন্মদিন পালন করা হয়?

ⓐ সুভাষচন্দ্র বোস
ⓑ ভগৎ সিং✓
ⓒ ক্ষুদিরাম বসু
ⓓ সূর্যসেন

ভগৎ সিংহ  (২৮ সেপ্টেম্বর ১৯০৭ – ২৩ মার্চ ১৯৩১) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
 জন্মস্থান: লায়ালপুর, পাঞ্জাব,
 মৃত্যুস্থান: লাহোর, পাঞ্জাব

13. কোন রাজ্য সরকার "মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা"  লঞ্চ করল?

ⓐ রাজস্থান
ⓑ মধ্যপ্রদেশ✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ গুজরাট

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান "মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা" লঞ্চ করলেন।
 এই প্রকল্পের অধীনে প্রতিবছর কৃষকের একাউন্টে দুইভাগে 4000 টাকা ফেলা হবে।

14. Khadi and village Industries commission কাকে advisor পদে নিযুক্ত করল?

ⓐ সুনিল শেটি✓
ⓑ রোহিত শর্মা
ⓒ রাজেশ খুল্লার
ⓓ সমীর কুমার খারে

The Khadi and Village Industries Commission (KVIC) is a statutory body, formed in April 1957 (as per an RTI) by the Government of India, under the Act of Parliament, 'Khadi and Village Industries Commission Act of 1956'.
 সুনিল শেটি এক বছরের জন্য এই পদে নিযুক্ত হলেন।
 Chairman of khadi and village Industries commission : Vinay Kumar Saxena

15. World heart day কবে পালিত হয়?

ⓐ 24 সেপ্টেম্বর
ⓑ 27 সেপ্টেম্বর
ⓒ 29 সেপ্টেম্বর✓
ⓓ 30 সেপ্টেম্বর

হার্টের বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে দিনটি পালন করা হয়।
 Theme : " Use Heart to Beat Cardiovascular Disease"







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...