Wednesday, September 30, 2020

MOCK TEST- 8

 MOCK TEST- 7

২৪) কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় ? 

ক) কুট্টিকে

খ) শঙ্করকে

গ) চণ্ডী লাহিড়ীকে

ঘ) গগনেন্দ্রনাথকে✓

MOCK TEST- 8

১) সবচেয়ে হালকা ধাতু হলো -

ক) লিথিয়াম✓

খ) অ্যালুমনিয়াম

গ) গ্যালিয়াম

ঘ) সিজিয়াম


২) তড়িত প্রবাহের হলে অত্যন্ত তাপ সৃষ্টি হলেও বৈদুতিক বাল্ব এর ফিলামেন্ট গলে বা পুড়ে যায় না কেন ?

ক) বাল্বের ভিতরে O2 নেই✓

খ) বাল্বের ভিতরে CO2 নেই

গ) বাল্বের ভিতরে H2 নেই

ঘ) বাল্বের ভিতরে SO2 নেই


৩) " টেবিল সল্ট " কাকে বলে ?

ক) ম্যাগনেসিয়াম ক্লোরাইড

খ) ম্যাগনেসিয়াম ব্রমাইড

গ) সোডিয়াম ক্লোরাইড✓

ঘ) সোডিয়াম ব্রমাইড


৪) শাকসব্জি সবুজ রাখতে ব্যবহার করা হয় ?

ক) জিঙ্ক সালফেট

খ) কপার সালফেট✓

গ) সোডিয়াম সালফেট

ঘ) ম্যাগনেসিয়াম সালফেট


৫) নিচের কোনটি অধিক শক্তিশালি রশ্মি ?

ক) গামা রশ্মি✓

খ) বিটা রশ্মি

গ) আলফা রশ্মি

ঘ) এক্স রশ্মি


৬) ঘন কোন এর একক কি ?

ক) স্টেরাডিয়ান ✓

খ) রেডিয়ান 

গ) ডিগ্রী 

ঘ) স্টেডিয়া


৭) একটি রুপার গহনাতে সোনার লেপন দিতে কাকে কোথায় রাখতে হবে ?

ক)  গয়না টিকে আনোডে এবং সোনার পাত কে ক্যাথডে 

খ) উভয় কে আনোডে

গ) উভয় কে ক্যাথডে

ঘ) গয়না টিকে ক্যাথডে এবং সোনার পাত কে আনোডে ✓


৮) জলের তড়িৎ বিশ্লেষন করলে উৎপন্ন অক্সিজেন হাইড্রোজেন এর কম হয় কারণ ?

ক)  অক্সিজেন এর আয়তন কম 

খ) অক্সিজেন জলে কিছু পরিমান দ্রবীভূত হয় ✓

গ) হাইড্রজেন এর আয়তন বেশি 

ঘ) কোনটিই  নই 


৯) লোহার গলনাঙ্ক কত ?

ক) ১৫৩০ ডিগ্রী সেলসিয়াস ✓

খ) ১৫৪০ ডিগ্রী সেলসিয়াস 

গ) ১৫২০ ডিগ্রী সেলসিয়াস 

ঘ) ১৫১৫ ডিগ্রী সেলসিয়াস 


১০) কার্বন ডাই অক্সাইড এর কঠিন অবস্থা কে শুস্ক বরফ বলা হয় কেন ?

ক) সৃষ্ট বস্তুটি শুকনো থাকে 

খ) উহাতে জল থাকে না 

গ) শুস্ক বরফ তরলে পরিনত না হয়ে সোজা গ্যাসে পরিনত হয় ✓

ঘ) তাপমাত্রা খুব কম 


১১) পদার্থের পরিচিত তিনটি অবস্থা ব্যতিত আর দুটি অবস্থা কি কি ?

ক) প্লাজমা ও অতি কঠিন অবস্থা 

খ) সুপার আটম ও সুপার লিকুইড 

গ) প্লাজমা ও অতিতরল অবস্থা ✓

ঘ) প্লাজমা ও অতি নরম অবস্থা 


১২) কস্টিক সোডার আপেক্ষিক গুরত্ব কত ?

ক) 1.13 

খ) 4.13✓

গ) 3.13

ঘ) 2.13


১৩) শক্তিশালী জল বলা হয় যে আসিডকে তা হলো -

ক) সালফিউরিক আসিড 

খ) হাইড্রক্লোরিক আসিড

গ) কার্বনিক আসিড

ঘ) নাইট্রিক আসিড✓


১৪) নিম্নলিখিত কোন গুলির মধ্যে সবচেয়ে বেশি কার্বন আছে ?

ক) ঢালাই লোহা ✓

খ) কাঁচা লোহা 

গ) স্টিল 

ঘ) স্টেইনলেস স্টিল 


১৫) কোনটি মৌলিক কার্বনের উদাহরণ ?

ক) হীরা ✓

খ) ম্যাগনেসিয়াম 

গ) তামা 

ঘ) চুন 


১৬) দীপন শক্তির একক হলো ?

ক) ডায়প্টার 

খ) লুমেন 

গ) ক্যান্ডেলা ✓

ঘ) কোনোটাই নয়


১৭) সোডিয়াম কে কেরোসিন এর মধ্যে রাখা হয় কেন ? 

ক) এটি বায়ুর সংস্পর্শে মলিন হয় 

খ) এটি বায়ুর সংস্পর্শে জ্বলতে থাকে ✓

গ) এটি সক্রিয় থাকে 

ঘ) এটি বাস্পীভবন থেকে রক্ষা পায় 


১৮) কস্টিক সোডার রং কি ? 

ক) সাদা ✓

খ) নীল্ 

গ) লাল 

ঘ) বেগুনি 


১৯) মোম হলো প্রকৃত পক্ষে ? 

ক) হাইড্রকার্বন ✓

খ) হাইড্রক্লোরাইড 

গ) হাইড্রঅক্সাইড

ঘ) হাইড্রফ্লুরাইড 


২০) ইউরেনিয়ামের কয়টি আইসোটোপ? 

ক) দুইটি✓

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি


২১) টেবিল সুগার কোন প্রকারের সুগার?

ক) সুক্রোজ✓

খ) ফ্রুক্টোজ

গ) গ্যালাকটোজ

ঘ) গ্লুকোজ


২২) দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?

ক) অ্যালবুমিন

খ) গ্লোবিউলিন

গ) ল্যাকটোজ✓

ঘ) কেসিন


২৩) ক্যান্সার সৃষ্টি করতে পারে-

ক) হাইড্রোকার্বন

খ) ক্লোরোবেনজিন✓

গ) কার্বন

ঘ) ক্লোরোফরম


২৪) মৌল রূপে কোনটি তীব্রতম জারক পদার্থ?

ক) ক্লোরিন✓

খ) আয়োডিন

গ) ব্রোমিন

ঘ) ফ্লোরিন


২৫) কোন ধাতুর আকরিক অ্যাজুরাইট?

ক) কপার✓

খ) জিংক

গ) টিন

ঘ) ম্যাগনেসিয়াম


২৬) গোয়াতে ‘International Film Festival of India’-র ৫১তম সংস্করণ অনুষ্ঠিত কবে হবে?

ক) ১২-১৬ই জানুয়ারী, ২০২১

খ) ১৬-২৪শে জানুয়ারী, ২০২১✓

গ) ২০-২৮শে ডিসেম্বর, ২০২০

ঘ) ১৭-২৫শে নভেম্বর, ২০২০


২৭) কোন স্বাধীনতা সংগ্রামীর জীবনীর উপর সিনেমা তৈরী করতে চলেছে বাংলাদেশ?

ক) মাতঙ্গিনী হাজরা

খ) প্রীতিলতা ওয়াদ্দেদার ✓

গ) সরোজিনী নাইডু

ঘ) রানী লক্ষ্মীবাই













No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...