Monday, September 21, 2020

Bengali Current Affairs 22nd September, 2020

 


Bengali Current Affairs 22nd September, 2020

1. 2020 IPL লীগে খেলা প্রথম আমেরিকার খেলোয়াড় আলী খান। ইনি আইপিএলের কোন দলের খেলোয়াড়?

ⓐ Mumbai Indians

ⓑ Chennai Super kings

ⓒ Kolkata Knight Riders✓

ⓓ Royal Challengers Bangalore


❏ Indian premier league এবছর 13 তম

❏ IPL sponsor name- dream11

❏ এবছর আইপিএল খেলা অনুষ্ঠিত হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস।

❏ 2007 সালে প্রথম আইপিএল খেলা চালু হয়।

❏ 2019 সালে আইপিএল জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

2. সম্প্রতি ভারত মহাসাগরে শান্তি ও সুরক্ষা নিশ্চিত করতে আমেরিকা কোন দেশের সঙ্গে defence cooperation চুক্তি স্বাক্ষর করলো?

ⓐ জাপান

ⓑ মালদ্বীপ✓

ⓒ ইটালি

ⓓ ফ্রান্স


❏ মালদ্বীপের রাষ্ট্রপতি : ইব্রাহিম মুহাম্মদ সলিহ

❏ মালদ্বীপের রাজধানী: মালে

❏ মালদ্বীপের মুদ্রা : মালদ্বীপীয় রুফিয়া


3. রাজ্যে বৈদ্যুতিক স্কুটার ও রিকশা ক্রয়কারীদের ভর্তুকি দিতে চলেছে কোন রাজ্য সরকার?

 ⓐ দিল্লি

 ⓑ গুজরাট✓

 ⓒ মহারাষ্ট্র

 ⓓ পাঞ্জাব

❏ পরিবেশ দূষণ কমাতে এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি করতেই এই উদ্যোগ

❏ রাজধানী- গান্ধীনগর

❏ মুখ্যমন্ত্রী- বিজয় রূপানি

❏ রাজ্যপাল- Acharya Devvrat

 4.সম্প্রতি নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘স্বচ্ছতা ক্যাফে’ উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ আসাম

ⓑ হিমাচলপ্রদেশ✓

ⓒ উত্তরপ্রদেশ

ⓓ হরিয়ানা

❏ এটি সোলান জেলায় উদ্বোধন করা হয়েছে

❏ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী- জয়রাম ঠাকুর

❏ হিমাচল প্রদেশের রাজ্যপাল- বন্দারু দত্তাত্রেয়

❏  গ্রীষ্মকালীন রাজধানী -সিমলা

❏ শীতকালীন রাজধানী  -ধর্মশালা

5.দেশের সমস্ত নাগরিকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদানের ঘোষণা করলো কোন দেশ?

 ⓐ জাপান

 ⓑ আমেরিকা✓

 ⓒ ভারত

 ⓓ বাংলাদেশ

 ❏ সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করলেন।

❏ আমেরিকার রাজধানী - ওয়াশিংটন, ডি.সি.


6.সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত শচীন দেশমুখ, কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ ফুটবল

ⓑ ক্রিকেট✓

ⓒ হকি

ⓓ ব্যাডমিন্টন

 ❏ লোকাল ক্রিকেটে তিনি 'Mini Gavaskar' নামে পরিচিত ছিলেন।

❏ তিনি কুচবিহার ট্রফি এবং রঞ্জি ট্রফিতেও খেলেছেন।

❏ তিনি মুম্বাই এবং মহারাষ্ট্র রঞ্জি টিমে ছিলেন।

❏ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৫২বছর।

7.Volvo Car Financial Services লঞ্চ করার জন্য Volvo Car India পার্টনারশীপ গড়লো কোন ব্যাঙ্কের সাথে?

 ⓐ HDFC Bank✓

 ⓑ Axis Bank

 ⓒ State Bank of India

 ⓓ Punjab National Bank


❏ হেডকোয়াটার- মুম্বাই

❏ প্রতিষ্ঠা সাল- আগস্ট, ১৯৯৪

❏ বর্তমান CEO- আদিত্য পুরী

❏ Volvo Car-এর হেডকোয়াটার- গথেনবার্গ, সুইডেন

❏ বর্তমান CEO- Martin Lundstedt (মার্টিন লন্ডস্টেট)

 8. বিশ্বে ধনী ফুটবলারের তালিকায় প্রথমস্থানে আছেন কে?

ⓐ রোনাল্ড

 ⓑ লিওনেল মেসি✓

 ⓒ নেইমার

 ⓓ গ্রিজম্যান

❏ তাঁর মোট উপার্জনের পরিমান ১২৬ মিলিয়ন ডলার।

 ❏ দ্বিতীয়স্থানে আছে পর্তুগালের রোনাল্ড, যাঁর মোট উপার্জনের পরিমান ১১৭ মিলিয়ন ডলার।

❏ এবং তৃতীয়স্থানে আছে ব্রাজিলের নেইমার,যাঁর উপার্জনের পরিমান ৯৬ মিলিয়ন ডলার।


 9.গৌতমবুদ্ধ নগরে দেশের সবথেকে বড়ো ‘ফিল্ম সিটি’ তৈরীর ঘোষণা করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ যোগী আদিত্যনাথ✓

ⓒ সর্বানন্দ সনোয়াল

ⓓ শিবরাজ সিং চৌহান

❏ তিনি উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী


 10. ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে পঙ্কজ সরণের কার্যকালের মেয়াদ আরো কত বছর বৃদ্ধি করলো কেন্দ্র?

 ⓐ ২ বছর

 ⓑ ১ বছর✓

 ⓒ ৩ বছর

 ⓓ ৪ বছর


 ❏ ২০১৮ সালের মে মাসে তিনি এই পদে নিযুক্ত হয়েছিলেন।

❏ তখন তিনি রাশিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত ছিলেন।


11. ভারতের কোন বিমানবন্দরের প্রথম exclusive private jet terminal এর উদ্বোধন করা হলো?

ⓐ Indira Gandhi International Airport✓

ⓑ coaching International Airport

ⓒ kempegowda International Airport

ⓓ Chhatrapati Shivaji Maharaj International Airport


12. Toyota ropesএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?

ⓐ আয়ুষ্মান খুরানা✓

ⓑ সচিন তেন্দুলকার

ⓒ মহেন্দ্র সিং ধোনি

ⓓ রোহিত শর্মা

❏ সম্প্রতি Bajaj Allianz life insurance company এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হন আয়ুষ্মান খুরানা।

 

13. Chemical and fertilizer ministryএর তথ্য অনুযায়ী ভারত কত সালের মধ্যে ফার্টিলাইজার উৎপাদনে আত্মনির্ভর ভারতে পরিণত হবে?

ⓐ 2021

ⓑ 2024

ⓒ 2023✓

ⓓ 2025


❏ Minister ofChemical and fertilizer ministry: Sadananda Gowda (সদানন্দ গৌড়)

14. Google এর Play Store থেকে কোন App কে সরিয়ে দেওয়া হয়েছিল?

ⓐ Paytm✓

ⓑ Google pay

ⓒ Bheem

ⓓ MobiKwik








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...