ভূগোল SLST/NET/SET
MCQ- Set- 35
আঞ্চলিক ভূগোল
Regional Geography
১) কর্ণাটক মালভূমির নিচু ও ঢেউ খেলানো ভূমি কে কি বলা হয়?
ক) মালনাদ✓
খ) ডেকান ট্রাপ
গ) ময়দান
ঘ) কুন্ডা
২) পুলিকট ও কোলেরু হ্রদ কোন উপকূলে অবস্থিত?
ক) করমন্ডল উপকূল
খ) কোঙ্কন উপকূল
গ) অন্ধ্র উপকূল✓
ঘ) উড়িষ্যা উপকূল
৩) মালাবার উপকূলের সমভূমি অঞ্চলের বৃহত্তম উপহ্রদ কোনটি?
ক) অষ্টমুদি
খ) কোলেরু
গ) ভেম্বনাদ✓
ঘ) চিলকা
৪) ভারতের একটি প্রবাল দ্বীপ হল-
ক) আন্দামান ও নিকোবর দ্বীপ
খ) লাক্ষাদ্বীপ✓
গ) শ্রীহরিকোটা দ্বীপ
ঘ) ক্রোকোডাইল দ্বীপ
৫) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
ক) স্যাডেল পিক✓
খ) মাউন্ট পলি ইয়ার
গ) মাউন্ট হ্যারিয়ট
ঘ) কোনোটিই নয়
৬) ভারতের দীর্ঘতম নদী কোনটি?
ক) সিন্ধু
খ) ব্রহ্মপুত্র
গ) গঙ্গা✓
ঘ) গোদাবরী
৭) কোন নদীর উপর ধুয়াধার জলপ্রপাত গড়ে উঠেছে?
ক) নর্মদা✓
খ) কৃষ্ণা
গ) তাপ্তি
ঘ) কাবেরী
৮) দৈর্ঘ্যের নিরিখে "দক্ষিণ ভারতের গঙ্গা " কাকে বলা হয়?
ক) নর্মদা
খ) কাবেরী
গ) কৃষ্ণা
ঘ) গোদাবরী✓
৯) ভারতের বৃহত্তম বৃহত্তম হ্রদ-
ক) চিলকা
খ) কোলেরু
গ) পুলিকট
ঘ) উলার✓
১০) ভারতের জলসেচের জন্য কোন পদ্ধতি অধিক ব্যবহৃত হয়?
ক) কূপ
খ) সেচ খাল✓
গ) নলকূপ
ঘ) জলাশয়
১১) ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
ক) ভাকরা নাঙ্গাল পরিকল্পনা
খ) মহানদী প্রকল্প
গ) দামোদর নদী পরিকল্পনা✓
ঘ) কয়না প্রকল্প
১২) ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
ক) ভাকরা- নাঙ্গাল✓
খ) দামোদর নদী পরিকল্পনা
গ) নাগার্জুন সাগর পরিকল্পনা
ঘ) কয়না পরিকল্পনা
১৩) ভারত কোন জলবায়ুর দেশ?
ক) ক্রান্তীয় জলবায়ু✓
খ) উপক্রান্তীয় জলবায়ু
গ) সাভানা জলবায়ু
ঘ) উপক্রান্তীয় মৌসুমী জলবায়ু
১৪) গ্রীষ্মকালে ভারতে প্রবল উষ্ণ প্রবাহ কে কি বলে?
ক) লু✓
খ) নরওয়ে স্টার
গ) আঁধি
ঘ) কালবৈশাখী
১৫) ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল-
ক) মৌসিনরাম (মেঘালয়)✓
খ) পোর্ট ব্লেয়ার (আন্দামান)
গ) লাদাখ (জম্মু-কাশ্মীর)
ঘ) ডিব্রুগড় (অসম)
১৬) এল নিনোর বছরগুলিতে ভারতের জলবায়ুতে যে প্রভাব গুলি বেশি পড়ে-
ক) বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হয়
খ) বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হয়✓
গ) সারা বছর ঝিরঝিরে বৃষ্টিপাত হয়
ঘ) সারাবছর আরামদায়ক আবহাওয়া থাকে
১৭) ভারতের শীতলতম স্থান হল-
ক) দ্রাস ( জম্মু-কাশ্মীর)✓
খ) কুলু (হিমাচল প্রদেশ)
গ) মানালি (হিমাচল প্রদেশ)
ঘ) ইটানগর (অরুণাচল প্রদেশ)
১৮) মাটির উৎপত্তি প্রত্যক্ষ দুটি নিয়ন্ত্রক হলো-
ক) ভূপ্রকৃতি ও জলবায়ু
খ) সময় ও ভূপ্রকৃতি
গ) জলবায়ু ও জীবজগৎ✓
ঘ) শিলা ও জীবজগৎ
১৯) ভারতের সবচেয়ে অধিক অঞ্চল জুড়ে রয়েছে-
ক) পলিমাটি✓
খ) ল্যাটেরাইট মাটি
গ) কৃষ্ণমাটি
ঘ) লোহিত মাটি
২০) নদী তীরবর্তী নবীন উর্বর পলি মৃত্তিকা কে কি বলা হয়?
ক) খাদার✓
খ) বাগর
গ) ভাঙ্গর
ঘ) ভাবর
No comments:
Post a Comment