Bengali Current Affairs 23rd September, 2020
1.‘আন্তর্জাতিক শান্তি দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?
ⓐ ২০শে সেপ্টেম্বর
ⓑ ২১শে সেপ্টেম্বর✓
ⓒ ১৪ই নভেম্বর
ⓓ ৫ই সেপ্টেম্বর
❏ ২০২০ সালের থিম হল-‘Shaping Peace Together’
❏ আন্তর্জাতিক শান্তি দিবস 1981 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
2.জম্মু-কাশ্মীরে ক্রিকেট স্কুল তৈরী করতে চলেছেন কোন ক্রিকেটার?
ⓐ শচীন তেন্ডুলকর
ⓑ সুরেশ রায়না✓
ⓒ বিরাট কোহলী
ⓓ মনোজ তিওয়ারি
❏ মোট ৫টি স্কুল খোলার অনুমতি পেয়েছেন
❏ জম্মু-কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর- মনোজ সিনহা।
3.জিঙ্ক এয়ার ব্যাটারি তৈরী করতে কোন প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশীপ গড়লো Ashok Leyland এবং Hindustan Zinc?
ⓐ IIT-Madras✓
ⓑ IIT-Roorkey
ⓒ IIT-Kanpur
ⓓ IIT-Bombay
4.Company Law Committee-র কার্যকালের মেয়াদ আরো কত বছর বৃদ্ধি করলো কেন্দ্র?
ⓐ ২ বছর
ⓑ ৩ বছর
ⓒ ১ বছর✓
ⓓ ৪ বছর
❏ ২০১৯ সালে ১১ জন সদস্যের এই কমিটিতৈরী হয়েছিল
❏ হেড- রাজেশ বর্মা
5.National Technical Research Organisation-এর নতুন প্রধান কর্মকর্তা হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ Asish Bhatia
ⓑ Anil Dhasmana✓
ⓒ Ashoke Nar
ⓓ Subhash Verma
❏ এনার আগে এই পদে ছিলেন- সতীশ চন্দ্র ঝা
❏ National Technical Research Organisation (NTRO) is a technical intelligence Agency under the National Security Advisor in the Prime Minister's Office, India.
❏ Motto: Let noble thoughts come to me from all directions
❏ হেডকোয়াটার- নিউ দিল্লি
❏ প্রতিষ্ঠা সাল- ২০০৪
6.ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হওয়া Indus Water Treaty (IWT)-এর কত বছর পূর্ণ হল?
ⓐ ৫০ বছর
ⓑ ৫৫ বছর
ⓒ ৬০ বছর✓
ⓓ ৪৮ বছর
❏ ১৯৬০ সালের ১৯শে সেপ্টেম্বর করাচিতে জওহরলাল নেহেরু এবং আয়ুব খান এই চুক্তি স্বাক্ষর করেছিলেন।
❏ এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভুমিকা নিয়েছিল বিশ্ব ব্যাঙ্ক।
7.পাবলিক ট্রান্সপোর্ট-এর উন্নয়ন, পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রসার ও গ্রিন বিল্ডিং তৈরীর জন্য ভারতকে কত পরিমান মার্কিন ডলার প্রদান করছে IFC?
ⓐ ২ বিলিয়ন
ⓑ ২ ট্রিলিয়ন✓
ⓒ ১০০ মিলিয়ন
ⓓ ২০০ কোটি
❏ IFC-এর পুরো কথা-International Finance Corporation
❏ হেডকোয়াটার- ওয়াশিংটন
❏ প্রতিষ্ঠা সাল- ১৯৫৬ সালের ২০শে জুলাই
❏ বর্তমান CEO- Philippe Le Houérou (ফিলিপে লে হুরোওর)
8.‘Vikas Laghu Suvarna’-নামে গোল্ড লোন স্কিম লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ Bank of Baroda
ⓑ State Bank of India
ⓒ Karnataka Vikas Grameena Bank✓
ⓓ HDFC Bank
❏ হেডকোয়াটার- Dharwad
❏ প্রতিষ্ঠা সাল- ২০০৫ সালের ১২ই সেপ্টেম্বর
9.সম্প্রতি Ice Hockey Association of India-র প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন জেনারেল সেক্রেটারী অক্ষয় কুমার কত বছর বয়সে মারা গেলেন?
ⓐ ৫১ বছর✓
ⓑ ৪৯ বছর
ⓒ ৬৫ বছর
ⓓ ৫৭ বছর
10.পুষ্টি অভিযানে স্থানীয় নেতৃত্বদের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘Poshan Sarkar’ কর্মসূচি লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ গুজরাট
ⓑ মধ্যপ্রদেশ✓
ⓒ উত্তরাখণ্ড
ⓓ জম্মু-কাশ্মীর
11. কোন রাজ্য দেশের মধ্যে কৃষিতে শ্রেষ্ঠ পুরস্কার পেল?
ⓐ গুজরাট
ⓑ মহারাষ্ট্র
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ ঝাড়খন্ড
❏ কৃষিতে দেশের মধ্যে শ্রেষ্ঠ অবদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে কৃষিকর্মন পুরস্কার পেল।
❏ পুরস্কারের আর্থিক মূল্য দু'কোটি টাকা।
❏ এই নিয়ে টানা ছয় বার এই পুরস্কার পেল।
12. A promised land বইটিতে কোন বিখ্যাত ব্যক্তির সম্বন্ধে লেখা আছে?
ⓐ বারাক ওবামা✓
ⓑ নরেন্দ্র মোদি
ⓒ ডোনাল্ড ট্রাম্প
ⓓ শিনজো আবে
❏ A Promised Land is a forthcoming memoir by Barack Obama
❏ এই বইটি প্রকাশিত হবে 17 ই নভেম্বর 2020 সালে 25 টি ভাষায়।
❏ Book by: Khadija Mastoor(খাদিজা মাস্তুর)
❏ প্রকাশক : Penguin Random House
13. International coastal cleanup day কবে পালিত হয়?
ⓐ 18 সেপ্টেম্বর
ⓑ 15 সেপ্টেম্বর
ⓒ 21 সেপ্টেম্বর
ⓓ 19 সেপ্টেম্বর✓
❏ The International Coastal Cleanup began more than 30 years ago.
❏ জনগণকে মহাসাগর সংরক্ষণ এবং সমুদ্র সৈকতের নোংরা আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে পরিবেশ বিষয়ক সংস্থাগুলোকে উৎসাহিত করার জন্য দিনটি পালন করা হয়।
❏ International coastal cleanup dayপ্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার পালিত হয়ে থাকে এবছর 19 সেপ্টেম্বর পালিত হল
14.India's most valuable brand ranking এর শীর্ষস্থানে আছে কোন ব্র্যান্ড?
ⓐ HDFC✓
ⓑ TCS
ⓒ LIC
ⓓ Asian paint
❏ HDFC Bank headquartere : Mumbai, Maharashtra
❏ Founded : August 1994; 26 years ago
❏ Rank 2020 Brand Brand Value 2020
1 HDFC Bank
2 LIC
3 Tata Consultancy Services
4 Airtel
15. JKLC Sixer cementএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
ⓐ রোহিত শর্মা✓
ⓑ মহেন্দ্র সিং ধোনি
ⓒ সৌরভ গাঙ্গুলী
ⓓ কপিল দেব
❏ JKLC SIXER Cement, a quality product from the house of JK Lakshmi Cement Ltd.,
❏ JKLC SIXER Cement Limited Headquarter: New Delhi
❏ রোহিত গুরুনাথ শর্মা মহারাষ্ট্রে জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার।
❏ ডাকনাম: হিটম্যান
❏ রোহিত শর্মা 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান।
No comments:
Post a Comment