Tuesday, September 22, 2020

Bengali Current Affairs 23rd September, 2020

 



Bengali Current Affairs 23rd September, 2020

1.‘আন্তর্জাতিক শান্তি দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ২০শে সেপ্টেম্বর
ⓑ ২১শে সেপ্টেম্বর✓
ⓒ ১৪ই নভেম্বর
ⓓ ৫ই সেপ্টেম্বর

 ২০২০ সালের থিম হল-‘Shaping Peace Together’
 আন্তর্জাতিক শান্তি দিবস 1981 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।


2.জম্মু-কাশ্মীরে ক্রিকেট স্কুল তৈরী করতে চলেছেন কোন ক্রিকেটার?

ⓐ শচীন তেন্ডুলকর
ⓑ সুরেশ রায়না✓
ⓒ বিরাট কোহলী
ⓓ মনোজ তিওয়ারি

 মোট ৫টি স্কুল খোলার অনুমতি পেয়েছেন
 জম্মু-কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর- মনোজ সিনহা।


3.জিঙ্ক এয়ার ব্যাটারি তৈরী করতে কোন প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশীপ গড়লো Ashok Leyland এবং Hindustan Zinc?

ⓐ IIT-Madras✓
ⓑ IIT-Roorkey
ⓒ IIT-Kanpur
ⓓ IIT-Bombay


4.Company Law Committee-র কার্যকালের মেয়াদ আরো কত বছর বৃদ্ধি করলো কেন্দ্র?

ⓐ ২ বছর
ⓑ ৩ বছর
ⓒ ১ বছর✓
ⓓ ৪ বছর

 ২০১৯ সালে ১১ জন সদস্যের এই কমিটিতৈরী হয়েছিল
 হেড- রাজেশ বর্মা


5.National Technical Research Organisation-এর নতুন প্রধান কর্মকর্তা হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Asish Bhatia
ⓑ Anil Dhasmana✓
ⓒ Ashoke Nar
ⓓ Subhash Verma

 এনার আগে এই পদে ছিলেন- সতীশ চন্দ্র ঝা
 National Technical Research Organisation (NTRO) is a technical intelligence Agency under the National Security Advisor in the Prime Minister's Office, India.
 Motto: Let noble thoughts come to me from all directions
 হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ২০০৪


6.ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হওয়া Indus Water Treaty (IWT)-এর কত বছর পূর্ণ হল?

ⓐ ৫০ বছর
ⓑ ৫৫ বছর
ⓒ ৬০ বছর✓
ⓓ ৪৮ বছর

 ১৯৬০ সালের ১৯শে সেপ্টেম্বর করাচিতে জওহরলাল নেহেরু এবং আয়ুব খান এই চুক্তি স্বাক্ষর করেছিলেন।
 এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভুমিকা নিয়েছিল বিশ্ব ব্যাঙ্ক।


7.পাবলিক ট্রান্সপোর্ট-এর উন্নয়ন, পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রসার ও গ্রিন বিল্ডিং তৈরীর জন্য ভারতকে কত পরিমান মার্কিন ডলার প্রদান করছে IFC?

ⓐ ২ বিলিয়ন
ⓑ ২ ট্রিলিয়ন✓
ⓒ ১০০ মিলিয়ন
ⓓ ২০০ কোটি

 IFC-এর পুরো কথা-International Finance Corporation
 হেডকোয়াটার- ওয়াশিংটন
 প্রতিষ্ঠা সাল- ১৯৫৬ সালের ২০শে জুলাই
 বর্তমান CEO- Philippe Le Houérou (ফিলিপে লে হুরোওর)

8.‘Vikas Laghu Suvarna’-নামে গোল্ড লোন স্কিম লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ Bank of Baroda
ⓑ State Bank of India
ⓒ Karnataka Vikas Grameena Bank✓
ⓓ HDFC Bank

 হেডকোয়াটার- Dharwad
 প্রতিষ্ঠা সাল- ২০০৫ সালের ১২ই সেপ্টেম্বর


9.সম্প্রতি Ice Hockey Association of India-র প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন জেনারেল সেক্রেটারী অক্ষয় কুমার কত বছর বয়সে মারা গেলেন?

ⓐ ৫১ বছর✓
ⓑ ৪৯ বছর
ⓒ ৬৫ বছর
ⓓ ৫৭ বছর


10.পুষ্টি অভিযানে স্থানীয় নেতৃত্বদের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘Poshan Sarkar’ কর্মসূচি লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ গুজরাট
ⓑ মধ্যপ্রদেশ✓
ⓒ উত্তরাখণ্ড
ⓓ জম্মু-কাশ্মীর


11. কোন রাজ্য দেশের মধ্যে কৃষিতে শ্রেষ্ঠ পুরস্কার পেল?

ⓐ গুজরাট
ⓑ মহারাষ্ট্র
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ ঝাড়খন্ড

 কৃষিতে দেশের মধ্যে শ্রেষ্ঠ অবদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে কৃষিকর্মন পুরস্কার পেল।
 পুরস্কারের আর্থিক মূল্য দু'কোটি টাকা।
 এই নিয়ে টানা ছয় বার এই পুরস্কার পেল।


12. A promised land বইটিতে কোন বিখ্যাত ব্যক্তির সম্বন্ধে লেখা আছে?

ⓐ বারাক ওবামা✓
ⓑ নরেন্দ্র মোদি
ⓒ ডোনাল্ড ট্রাম্প
ⓓ শিনজো আবে

  A Promised Land is a forthcoming memoir by Barack Obama
 এই বইটি প্রকাশিত হবে 17 ই নভেম্বর 2020 সালে 25 টি ভাষায়।
 Book by: Khadija Mastoor(খাদিজা মাস্তুর)  
 প্রকাশক : Penguin Random House


13. International coastal cleanup day কবে পালিত হয়?

ⓐ 18 সেপ্টেম্বর
ⓑ 15 সেপ্টেম্বর
ⓒ 21 সেপ্টেম্বর
ⓓ 19 সেপ্টেম্বর✓

 The International Coastal Cleanup began more than 30 years ago.

 জনগণকে মহাসাগর সংরক্ষণ এবং সমুদ্র সৈকতের নোংরা আবর্জনা পরিষ্কার করার লক্ষ্যে পরিবেশ বিষয়ক সংস্থাগুলোকে উৎসাহিত করার জন্য দিনটি পালন করা হয়।

International coastal cleanup dayপ্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার পালিত হয়ে থাকে এবছর 19 সেপ্টেম্বর পালিত হল



14.India's most valuable brand ranking এর শীর্ষস্থানে আছে কোন ব্র্যান্ড?

ⓐ HDFC✓
ⓑ TCS
ⓒ LIC
ⓓ Asian paint

 HDFC Bank  headquartere : Mumbai, Maharashtra
 Founded : August 1994; 26 years ago

 Rank 2020 Brand Brand Value 2020
1 HDFC Bank
2 LIC
3 Tata Consultancy Services
4 Airtel


15. JKLC Sixer cementএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?

ⓐ রোহিত শর্মা✓
ⓑ মহেন্দ্র সিং ধোনি
ⓒ সৌরভ গাঙ্গুলী
ⓓ কপিল দেব

 JKLC SIXER Cement, a quality product from the house of JK Lakshmi Cement Ltd.,

 JKLC SIXER Cement Limited Headquarter: New Delhi
 রোহিত গুরুনাথ শর্মা  মহারাষ্ট্রে জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার।
 ডাকনাম: হিটম্যান
রোহিত শর্মা 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান।










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...