Thursday, September 24, 2020

Bengali Current Affairs 25th September, 2020

 


Bengali Current Affairs 25th September, 2020

1.‘International Day of Sign languages’ পালন করা হয় কবে?

ⓐ ২০শে সেপ্টেম্বর

ⓑ ২৩শে সেপ্টেম্বর✓

ⓒ ২২শে অক্টোবর

ⓓ ২৩শে অক্টোবর

☑ ২০২০ সালের থিম ছিল- ‘Sign Languages Are for Everyone!’


2.বিহারে ‘Ghar Tak Fibre’ স্কিম লঞ্চ করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী✓

ⓑ নীতিশ কুমার

ⓒ ভেঙ্কাইয়া নাইডু

ⓓ রামনাথ কোবিন্দ

 এই স্কিমের আওতায় বিহারের ৪৫,৯৪৫টি গ্রামে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে

 বিহারের রাজধানী- পাটনা

 মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

 রাজ্যপাল- ফাগু চৌহান


3. World rhino day কবে পালিত হয়?

ⓐ 21 সেপ্টেম্বর

ⓑ 22 সেপ্টেম্বর✓

ⓒ 23 সেপ্টেম্বর

ⓓ 24 সেপ্টেম্বর

 এই দিনটি rhinoceros এর পাঁচটি বর্তমান প্রজাতির সুরক্ষার প্রয়োজনীয়তা সচেতনতা বাড়ানোর জন্য উদযাপন করা হয়।

4.  "Voices of Dissent "বইটির লেখক কে?

ⓐ রোমিলা থাপার✓

ⓑ বিকাশ খান্না

ⓒ বারাক ওবামা

ⓓ বিমল জানা

 বইটি প্রকাশিত হবে অক্টোবর 2020

 রোমিলা থাপার 2005 সালে পদ্মভূষণ পুরস্কার পান।


5.ব্যবসায়িক সম্পর্ক উন্নতি করতে মালদ্বীপের সঙ্গে প্রথমবার কার্গো ফেরী সার্ভিস লঞ্চ করলো কোন দেশ?

ⓐ ইন্দোনেশিয়া

ⓑ ভারত✓

ⓒ বাংলাদেশ

ⓓ শ্রীলংকা

 মালদ্বীপের Kulhudhuhfushi (কুলহুদুহ্ফুশি )এবং Male বন্দরের সাথে ভারতের কোচিন বন্দরকে সংযুক্ত করবে এই ফেরী সার্ভিস।

 এই ফেরী সার্ভিস পরিচালনা করবে- Shipping Corporation of India (SCI)

 হেডকোয়াটার- মুম্বাই

 প্রতিষ্ঠা সাল- ১৯৫০

 বর্তমান চেয়ারম্যান- Mrs H.K.Joshi

6.ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার স্ট্রিম-এর অবজার্ভার পদে প্রথমবার মহিলা হিসাবে নিযুক্ত হলেন কে/কারা?

ⓐ কুমুদিনী ত্যাগী

ⓑ রীতি সিং

ⓒ উভয়েই✓

ⓓ এদের কেউ না

 নৌবাহিনী প্রধান- অ্যাডমিরাল করমবীর সিং

 নৌবাহিনী ডেপুটি চিফ- M S Pawar

 হেডকোয়াটার- নিউ দিল্লী


7.কৃষকদের জন্য ‘e-Peek Pahani’-নামে অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ মহারাষ্ট্র✓

ⓑ গুজরাট

ⓒ পাঞ্জাব

ⓓ হরিয়ানা

 এই অ্যাপটি কৃষকদেরকে তাদের পণ্যের সঠিক দাম ও বাজার ক্ষেত্রের পরিচয় করাবে।

 মহারাষ্ট্রের রাজধানী - মুম্বাই

 মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে

 রাজ্যপাল - ভগৎ সিং কোশিয়ারি


8.সম্প্রতি প্রয়াত নেপালের পর্বতারোহী Ang Rita Sherpa কতবার এভারেস্ট জয় করেছেন?

ⓐ ৯ বার

ⓑ ১০ বার✓

ⓒ ১৫ বার

ⓓ ৭ বার

 তিনি 'Snow Leopard' নামেও পরিচিত

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭২ বছর


9.কালচার সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কোন অবসরপ্রাপ্ত আই.এ.এস অফিসার?

ⓐ কৌশল দে

ⓑ রাঘবেন্দ্র সিং✓

ⓒ সুমন খান্দেকার

ⓓ রাঘব পাখিরা


10.ভারতের প্রথম কোস্ট গার্ড অ্যাকাডেমী প্রতিষ্ঠিত হতে চলেছে কোথায়?

ⓐ ব্যাঙ্গালুরু

ⓑ ম্যাঙ্গালুরু✓

ⓒ হায়দ্রাবাদ

ⓓ তিরুবন্তপুরম

 কোস্ট গার্ডের হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৭৮ সালের ১৮ই আগস্ট

 ডিরেক্টর জেনারেল- Krishnaswamy Natarajan (কৃষ্ণস্বামী নাটারাজন)


11. কোন কেন্দ্রশাসিত অঞ্চল National generic document registration system চালু করল?

ⓐ দিল্লি

ⓑ জম্মু-কাশ্মীর✓

ⓒ লাদাখ

ⓓ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

 জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর : মনোজ সিনহা

 এই ব্যবস্থায় এখনও অবধি পাঞ্জাব রাজস্থান ,মহারাষ্ট্র  তিনটি রাজ্যে গৃহীত হয়েছে।


12. "Kitchens of Gratitude" বইটির লেখক কে?

ⓐ Chetan Sharma

ⓑ Vimal Jana

ⓒ Suman Majumdar

ⓓ Vikas Khanna✓

 2021 সালেই বইটি প্রকাশিত হবে

 সম্প্রতি তিনি 2020 সালে Asia Game Changer Award এ ভূষিত হন।










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...