Wednesday, September 23, 2020

MOCK TEST- 6

 



MOCK TEST- 6

১) প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল-( রেলের গ্রুপ ডি 2018)

ক) মলিশের পরীক্ষা

খ) বিউরেট পরীক্ষা✓

গ) ডি. এন .পি পরীক্ষা

ঘ) বেনেডিক্ট পরীক্ষা


২) কার্সিনোমা ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে?

ক) আবরণী কলা✓

খ) যোগ কলা

গ) পেশী কলা

ঘ) স্নায়ু কলা


৩) কোন জীবের জিন সম্পর্কে জ্ঞান লাভ করাকে কি বলে?

ক) ট্যাক্সোনমি

খ) জেনেটিক্স✓

গ) জিনোম

ঘ) জিন থেরাপি


৪) প্রকৃতিতে কতগুলি অ্যামাইনো এসিড আছে?

ক) ১০

খ) ২০✓

গ) ৩০

ঘ) ৪০

৫) এক্সোবায়োলজি অধ্যায়নের বিষয় কি?

ক) বহি:কোষের গঠন

খ) বহির্বিশ্বের প্রাণী✓

গ) প্রাণীর আচরণ

ঘ) জীবের বহির্গঠন

৬) অপরিহার্য অ্যামাইনো এসিড নিচের কোনটিকে বলা হয়? (WBCS main 2015)

ক) ভিটামিন✓

খ) হরমোন

গ) স্টেরয়েড

ঘ) উৎসেচক

৭) নিচের কোনটি প্রাকৃতিক পলিমার?

ক) টেরিলিন

খ) ওরিয়ন

গ) স্টার্চ✓

ঘ) ডেফরন

৮) মস্তিষ্ক ম্যালেরিয়া কোনটি ঘটায়? WBCS PRE 2015)

ক) প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স

খ) প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম✓

গ) প্লাসমোডিয়াম ম্যালেরিয়া

ঘ) কোনোটিই নয়


৯) ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়-WBCS main 2015

ক) জ্বর বৃদ্ধির এক ঘন্টা পূর্বে

খ) তীব্র জ্বরের 5 ঘণ্টা পর

গ) কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময় ✓

ঘ) যেকোনো সময়

১০) কোন রক্তকণিকা দেহের অক্সিজেন সরবরাহ সঙ্গে যুক্ত?

ক) অনুচক্রিকা

খ) এরিথ্রোসাইট

গ) WBC

ঘ) RBC✓

১১) ম্যাজিক বুলেট কি?

ক) মানুষের নিধনের জন্য ব্যবহৃত বুলেট

খ) কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া নির্ধারিত অঙ্গে ড্রাগ এর ব্যবহার✓

গ) গাইডেড মিসাইল

ঘ) উচ্চক্ষমতাসম্পন্ন আণুবীক্ষণিক যন্ত্র


১২) কোন প্রকার কোষ এলার্জির জন্য দায়ী?

ক) মাস্ট কোষ

খ) বেসোফিল

গ) ফাইব্রোব্লাস্ট কোষ

ঘ) ক ও খ উভয়✓

১৩) নিচের কোন রোগটি জন্মগত? (NTPC 2016)

ক) কালাজ্বর

খ) হাম

গ) মেনিনজাইটিস

ঘ) সিকল সেল এনিমিয়া✓

১৪) অ্যালকোহলিক ব্যক্তির দেহে কোন ভিটামিন ঘাটতি দেখা যায়? (Rail Group D 2018)

ক) ভিটামিন A

খ) ভিটামিন B1✓

গ) ভিটামিন C

ঘ) ভিটামিন B5


১৫) নিচের কোনটি সাইকোলজিকাল রোগ?

ক) সাইকোসিস

খ) সিজোফ্রেনিয়া

গ) BPD

ঘ) সবগুলি✓

১৬) কোষ বিভাজনের কোন দশায় DNAএর দ্বিতন্ত্রী করণ ঘটে?

ক) G1 দশা

খ) G2 দশা

গ) S দশা✓

ঘ) M দশা


১৭) যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয়-

ক) ফ্যাটি এসিড

খ) প্রোটিন

গ) নিউক্লিক অ্যাসিড✓

ঘ) কার্বোহাইড্রেট

১৮) কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়?

ক) ইনসুলিন✓

খ) গ্লুকাগন

গ) থাইরক্সিন

ঘ) ADH


১৯) মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায়?

ক) প্রোফেজ

খ) মেটাফেজ✓

গ) অ্যানাফেজ

ঘ) টেলোফেজ


২০) BCG টিকা কোন রোগ থেকে বাঁচার জন্য দেওয়া হয়ে থাকে?

ক) পোলিও

খ) অ্যানিমিয়া

গ) যক্ষা✓

ঘ) ম্যালেরিয়া

২১) মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব হলো-

ক) 0.25 মিটার✓

খ) 0.25 সেন্টিমিটার

গ) 2.5 সেন্টিমিটার

ঘ) 2.5 মিটার


২২) চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে-

ক) পিউপিল

খ) রেটিনা

গ) সিলিয়ারি পেশী✓

ঘ) আইরিশ

২৩)রক্তের কোনটির পরিমাণ বেশি থাকলে চুলকানির সৃষ্টি হয়?

ক) ফসফেট✓

খ) ক্যালসিয়াম

গ) সালফেট

ঘ) সালফার


২৪) কোন দেশে বিশ্বের প্রথম ভাসমান Apple Store খোলা হল?

ক) জাপান

খ) চীন

গ) সিঙ্গাপুর✓

ঘ) লন্ডন


২৫) Human capital index 2020 ভারতের স্থান কত?

ক) 112

খ) 116✓

গ) 114

ঘ) 111












No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...