Friday, September 25, 2020

Bengali Current Affairs 26th September, 2020

 



Bengali Current Affairs 26th September, 2020

1.Bah Ndaw (বাহ এনডাও) কোন দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ ভিয়েনা

ⓑ মালি✓

ⓒ জাপান

ⓓ বেইরুট

তিনি মালির প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।

 এনার সাথে উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন Assimi Goita (অসীমি গোয়েতা)।

 রাজধানী- Bamako

 মুদ্রার নাম-West African CFA franc

2.IMF Executive Director-এর উপদেষ্টা (advisor to executive director)  হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Sohini Kumar

ⓑ Simanchala Dash (সিমঞ্চলা দাশ)

ⓒ Riti Singh

ⓓ Suman Yadav

 IMF-এর পুরো কথা- International Monetary Fund

 হেডকোয়াটার- ওয়াশিংটন, ইউনাইটেড স্টেটস

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর

 সদস্য রাষ্ট্র- ১৮৯টি

 বর্তমান ম্যানেজিং ডিরেক্টর- Kristalina Georgieva (ক্রিস্টালিনা জর্জিভা)

 চিফ-ইকনমিস্ট- গীতা গোপীনাথ

3.সম্প্রতি Golf Club Championship জয়ী Ashleigh Barty (অ্যাশলেই বার্টি) কোন দেশের টেনিস তারকা?

ⓐ জাপান

ⓑ অস্ট্রেলিয়া✓

ⓒ চীন

ⓓ সার্বিয়া


 Ashleigh Barty (অ্যাশলেই বার্টি) বিশ্বের এক নম্বর মেয়ে টেনিস খেলোয়াড় 20 সেপ্টেম্বর গলফ ক্যারিয়ারের প্রথম খেতাবটি জয় লাভ করলেন।

 তিনি ক্রিকেটও খেলেছেন।

 অস্ট্রেলিয়ার রাজধানী- ক্যানবেরা

 মুদ্রার নাম- অস্ট্রেলিয়ান ডলার

 প্রধানমন্ত্রী- স্কট মরিসন

4. রয়াল অস্ট্রেলিয়ান নেভির সঙ্গে ‘PASSEX’ - নামে নৌসেনা মহড়া শুরু করলো কোন দেশ?

ⓐ বাংলাদেশ

ⓑ ভারত✓

ⓒ শ্রীলংকা

ⓓ ইন্দোনেশিয়া

 এটি পূর্ব ভারত মহাসাগরে অনুষ্ঠিত হচ্ছে।

5. Central Pollution Control Board 23 September কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল?

ⓐ 46 তম✓

ⓑ 40 তম

ⓒ 35 তম

ⓓ 38 তম

 The Central Pollution Control Board (CPCB) of India is a statutory organisation under the Ministry of Environment, Forest and Climate Change (Mo.E.F.C). 

 It was established in 1974 under the Water (Prevention and Control of pollution) Act, 1974.

 Formed  : 22 September 1974

 Head office : New Delhi, (with seven zonal offices and 5 laboratories)


6. United Nations Environment Programme (UNEP)- Tunza Eco- Generation কাকে ভারতের আঞ্চলিক রাষ্ট্রদূত ( regional ambassador for India) হিসেবে নিয়োগ করলো?

ⓐ Khushi Chindaliya✓

ⓑ Deepika Padukone

ⓒ Priyanka Chopra

ⓓ Greta Thunberg


 Khushi Chindaliya গুজরাটের বাসিন্দা

 উদ্দেশ্য -জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং পরিবেশগত ধন সম্পদ রক্ষায় প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

 UNEP Headquarter: Nairobi, Kenya

 UNEP Head: Inger Andersen

 UNEP Founded :5 June, 1972

7.সম্প্রতি প্রয়াত অভিনেত্রী Ashalata Wabgaonkar (আশালতা ওয়াবগাঁওকার), প্রধানত কোন ভাষার সিনেমায় অভিনয় করতেন?

ⓐ গুজরাটি

ⓑ মারাঠী✓

ⓒ তেলেগু

ⓓ তামিল

❍ অবশ্য তিনি বলিউডেও কাজ করেছেন যেমন-'Apne Paraye', 'Zanjeer, 'Namak Halal', 'Sharaabi'

 তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৯ বছর


8.AK Das কোন ব্যাঙ্কের নতুন অ্যাডমিনিস্টেটর হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ HDFC Bank

ⓑ PMC Bank✓

ⓒ SBI

ⓓ Axis Bank

 এর আগে এই পদে নিযুক্ত ছিলেন JB Bhoria

 AK Das Union Bank of India এর ex General manager

 Punjab and Maharashtra co-operative Bank head quarter : Mumbai ,Maharashtra

 Founded :1984


9.গেমিং কোম্পানী ZeniMax- কে ৭.৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিল কোন কোম্পানী?

ⓐ Google

ⓑ Microsoft✓

ⓒ Facebook

ⓓ Apple

 হেডকোয়াটার- Redmond, Washington

 প্রতিষ্ঠা সাল- ১৯৭৫ সালের ৪ঠা এপ্র্রিল

 প্রতিষ্ঠাতা- Bill Gates, Paul Allen

 বর্তমান CEO- সত্য নাদেলা


10. ‘মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা’ শুরু হতে চলেছে কোন রাজ্যে?

ⓐ মহারাষ্ট্র

ⓑ গুজরাট

ⓒ মধ্যপ্রদেশ✓

ⓓ পাঞ্জাব

 রাজধানী- ভোপাল

 মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান

 রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল

11. সম্প্রতি DRDO যে 'হাইস্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট' ড্রোন এর সফল পরীক্ষা করল তার নাম কি?

ⓐ ABHAS

ⓑ ABHYAS✓

ⓒ SOHOJ

ⓓ SHAKTI

 উড়িষ্যার বালাসরে অবস্থিত সেনার অন্তর্বর্তীকালীন রেঞ্জ থেকে এই ড্রোনের পরীক্ষা চালানো হয় 23 সেপ্টেম্বর।

 DRDO Headquarter: New Delhi

12. সম্প্রতি কোথায় সিটি ফরেস্ট আনন্দ বনের উদ্বোধন করা হলো?

ⓐ উত্তরাখণ্ড ✓

ⓑ উত্তর প্রদেশ

ⓒ হিমাচল প্রদেশ

ⓓ মধ্যপ্রদেশ

 উত্তরাখণ্ডের রাজধানী : দেরাদুন

 উত্তরাখণ্ডের  রাজ্যপাল : বেবি রানি মৌর্য

 মুখ্যমন্ত্রী : ত্রিবেন্দ্র সিং রাওয়াত

13. Emmy award 2020 এ বছর কততম?

ⓐ 72 তম✓

ⓑ 70 তম

ⓒ 65 তম

ⓓ 68 তম

14. কোন শহরে Ayurveda educational and Research institute স্থাপন করা হবে?

ⓐ জামনগর✓

ⓑ সুরাট

ⓒ কলকাতা

ⓓ ব্যাঙ্গালোর

15. কোন রাজ্য সরকার রাজ্য শিক্ষক পুরষ্কার আইন 2020 চালু করল?

ⓐ রাজস্থান

ⓑ পাঞ্জাব

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ হরিয়ানা✓

 হরিয়ানার রাজধানী : চণ্ডীগড়

 হরিয়ানার  রাজ্যপাল : জগন্নাথ পাহাড়িয়া     হরিয়ানার মুখ্যমন্ত্রী : ভূপিন্দর সিং হুদা 


16. কোন শহরে কুকুরের জন্য ব্লাড ব্যাংক তৈরি হল?

ⓐ কলকাতা

ⓑ লুধিয়ানা✓

ⓒ মুম্বাই

ⓓ চেন্নাই 










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...