আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৯২
২১) অমরনাথ গুহা কোথায় অবস্থিত?
ক) মহীশূর
খ) চিতোর
গ) কাশ্মীর✓
ঘ) পাঞ্জাব
আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৯৩
১) খাদ্য তৈরিতে সক্ষম এমন প্রাণী হল—
ক)অ্যাজোটোব্যাকটর
খ) ইউগ্লিনা✓
গ) রাইবােজোম
ঘ) হাইড্রিলা
২) এল নিনাে কী?
ক) একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্রস্রোত✓
খ) সুনামির অপর নাম
গ) লবণাক্ত জলের আধিক্য
ঘ) কোনটিই নয়
৩) ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী?
ক) P তরঙ্গ✓
খ) Y তরঙ্গ
গ) B তরঙ্গ
ঘ) X তরঙ্গ
৪) মাছির দ্বারা সংক্রামিত হয়—
ক) ম্যালেরিয়া
খ) যক্ষ্মা✓
গ) ফাইলেরিয়া
ঘ) ডেঙ্গু
৫) নয়নতারা গাছ থেকে কোন রােগের ওষুধ তৈরি হয়?
ক) হাঁপানি
খ) হৃদরােগ
গ) ক্যানসার✓
ঘ) কুষ্ঠ
৬) জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ গােষ্ঠীকে কী বলে?
ক) প্ল্যাংকটন
খ) জুপ্ল্যাংটন
গ) ফাইটোপ্লাংকটন✓
ঘ) বেনথস
৭) নীচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রােগ?
ক) টাইফয়েড✓
খ) পােলিও
গ) ফাইলেরিয়া
ঘ) পক্স
৮) জেনেটিক কোড আবিস্কারের জন্য কোন বিজ্ঞানী নােবেল পুরস্কার পেয়েছেন?
ক) ডারউইন
খ) লফ্রেলােবেন
গ) হরগােবিন্দ খােরানা✓
ঘ) প্রফুল্লচন্দ্র রায়
৯) গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা-
ক) হলুদ হয়✓
খ) ফ্যাকাসে হয়
গ) জালের মত হয়
ঘ) কোনাে পরিবর্তন হয় না
১০) বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি হয় –
ক) বর্জ্য পদার্থ থেকে
খ) কীটনাশক থেকে
গ) ডিটারজেন্ট থেকে
ঘ) যানবাহনের ধোঁয়া ও শিল্পের রাসায়নিক বর্জ্য থেকে✓
১১) শীতপ্রধান দেশে থার্মোমিটারে তরল হিসাবে পারদ অপেক্ষা অ্যালকোহল ব্যবহার করা শ্রেয় কারণ—
ক) অ্যালকোহল তাপের উৎকৃষ্টতর পরিবাহী
খ) অ্যালকোহলকে রঙিন করা যায় এবং সহজে এটির উপরিতল দেখতে পাওয়া যায়
গ) অ্যালকোহলের হিমাঙ্ক অত্যন্ত কম✓
ঘ) অ্যালকোহল পারদ অপেক্ষা সস্তা
১২) নীলগিরি জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত-
ক) সিকিমের বনাঞ্চলে
খ) তামিলনাড়ু বনাঞ্চলে✓
গ) ওড়িশার বনাঞ্চলে
ঘ) দার্জিলিং-এর বনাঞ্চলে
১৩) কোনটি সাবান শিল্পে ব্যবহৃত হয়?
ক) পেট্রোল
খ) কস্টিক সােডা✓
গ) ব্লিচিং পাউডার
ঘ) ইউরিয়া
১৪) যে সকল খাদক শ্রেণি গৌণ খাদকের উপর নির্ভরশীল তারা হল-
ক) গৌণ খাদক
খ) অণু খাদক
গ) প্রগৌণ খাদক ✓
ঘ) প্রাথমিক খাদক
১৫) সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) সমৃদ্ধ স্তরকে বলে-
ক) সিমা
খ) সিয়াল স্তর ✓
গ) কেন্দ্রমণ্ডল
ঘ) কোনোটিই নয়
১৬) প্রথম বাঙ্গালী মহিলা পাইলটের নাম কি?
ক) দূর্বা বন্দোপাধ্যায়✓
খ) আশাপূর্ণা দেবী
গ) ইলা মজুমদার
ঘ) আরতি সাহা
১৭) মোরারজী দেশাই-এর সমাধিস্থলটি কোথায় অবস্থিত?
ক) শক্তি স্থল
খ) বীরভূমি
গ) অভয়ঘাট✓
ঘ) রাজঘাট
১৮) নীচের কোনটি পুনে (মহারাষ্ট্র) তে অবস্থিত?
ক) আর্মি ক্যাডেট কলেজ
খ) ন্যাশনাল ডিফেন্স কলেজ
গ) আর্মি স্কূল অব ফিজিকল ট্রেনিং✓
ঘ) সবকটি
১৯) অনিষিক শুক্রাণু হতে ভ্রণ সৃষ্টির পদ্ধতিকে কি বলে?
ক) অ্যাপোগ্যামি
খ) অ্যাপোস্পোরি
গ) আ্যান্ড্রোজেনেসিস✓
ঘ) ডিপ্রয়েড পার্থোনোজেনেসিস
২০) মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক প্রকাশ ঘটায় মস্তিকের কোন অংশ?
ক) হাইপোথ্যালামাস
খ) থ্যালামাস✓
গ) সেরেবেলাম
ঘ) মেডুলা অবলঙ্গাটা
২১) কোন পলিমারটি প্রাকৃতিকভাবে তৈরি হয়?
ক) স্টার্চ ও লাইনল
খ) স্টার্চ ও সেলুলোজ✓
গ) প্রোটিন ও নাইলন
ঘ)প্রোটিন ও প্রাস্টিক
২২) একগুচ্ছ পুংকেশর দেখা যায় কোথায়?
ক) জবা তে✓
খ) মটরে
গ) অপরাজিতা
ঘ) শসাতে
২৩) ডেসিডুয়াস বৃক্ষ বলতে কী বোঝায়?
ক) যেসকল বৃক্ষ বছরে একবার পাতা ঝরায়✓
খ) বৃহৎ বৃক্ষ
গ) গুল্ম
ঘ) বিক্ষিপ্তভাবে পাওয়া যায় এমন বৃক্ষ
২৪) ইন্ডুসিয়াম কোথায় দেখা যায়?
ক) শৈবাল
খ) মস
গ) ফার্ন✓
ঘ) সাইকাস
২৫) কোন ভারতীয় যুবককে United Nations sustainable development goals এর একজন young leader হিসেবে ঘোষণা করা হলো?
ক) Udit Singhal✓
খ) Amit Awasthi
গ) Sachin pilot
ঘ) Rajesh Khullar
No comments:
Post a Comment