Tuesday, September 29, 2020

Bengali Current Affairs 30th September, 2020

 


Bengali Current Affairs 30th September, 2020

1.‘বিশ্ব পর্যটন দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ২৬শে সেপ্টেম্বর
ⓑ ২৭শে সেপ্টেম্বর✓
ⓒ ২৮শে সেপ্টেম্বর
ⓓ ২৭শে অক্টোবর

পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালিত হয়।
❍ 1980 সাল থেকেই দিনটি পালিত হচ্ছে।

২০২০ সালের থিম হল-‘Tourism and Rural Development’

2.রাজ্যে আগত ভিন রাজ্যের বিমানযাত্রীদের জন্য ‘Visitassam’-নামে অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ আসাম✓
ⓑ ত্রিপুরা
ⓒ উড়িষ্যা
ⓓ পশ্চিমবঙ্গ

রাজধানী- দিসপুর
 মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
 রাজ্যপাল- জগদীশ মুখী

3. ‘ AIFF Player of the Year Award 2019-2020’ পেলেন কোন ফুটবলার?

ⓐ গুরপ্রীত সিং সাঁধু✓
ⓑ সুব্রত পাল
ⓒ সুনীল ছেত্রী
ⓓ উড়ন্ত সিং

তিনি ভারতের জাতীয় পুরুষ ফুটবল টিমের একজন গোলকিপার এবং হরিয়ানার বাসিন্দা
 এবং এনার সাথে সাথে মহিলা বিভাগে এই পুরস্কার পেলেন মিডফিল্ডার সঞ্জু যাদব
 AIFF-এর পুরো কথা- All India Football Federation
 প্রতিষ্ঠা সাল- ১৯৩৭ সালের ২৩শে জুন
 হেডকোয়াটার- দ্বারকা, দিল্লি
 প্রেসিডেন্ট- প্রফুল প্যাটেল
 vice-president - সুব্রত দত্ত


4.উত্তরপ্রদেশের প্রথম শকুন সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হতে চলেছে কোথায়?

ⓐ লক্ষ্ণৌ
ⓑ গোরখপুর✓
ⓒ কানপুর
ⓓ গাজিয়াবাদ

উত্তরপ্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল
 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ


5. ‘MOUSHIK’-নামে মাইক্রো প্রসেসর তৈরী করলো কোন প্রতিষ্ঠান?

ⓐ IIT Bengaluru
ⓑ IIT Madras✓
ⓒ IIT Delhi
ⓓ IIT Kanpur

এই প্রসেসরটি মূলত আই.ও.টি ডিভাইসে ব্যবহার করা হবে।

6.সম্প্রতি প্রয়াত যশবন্ত সিং, কোন রাজনৈতিক দলের অন্যতম একজন প্রতিষ্ঠাতা ছিলেন?

ⓐ কংগ্রেস
ⓑ বিজেপি✓
ⓒ অকালি
ⓓ সমাজপার্টি

তিনি প্রাক্তন ইন্ডিয়ান আর্মি অফিসার এবং ক্যাবিনেট মিনিস্টার ছিলেন।
 তাঁর লেখা একটি বই হল-'Jinnah – India, Partition, Independence'
 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮২ বছর


7.Russian Grand prix 2020 কে জয়লাভ করলো?

ⓐ লিউইস হেমিলটন
ⓑ ভল্টেরি বটটাস✓
ⓒ মাক্স ভার্সটেপেন
ⓓ এলেক্স জর্ডন

দ্বিতীয় স্থানে আছেন মাক্স ভার্সটেপেন
 তৃতীয় স্থানে আছেন লিউইস হেমিলটন


8.এবছর প্রধানমন্ত্রীর ‘Saubhagya’-নামে বিদ্যুৎ যোজনাটি কত বছর সম্পূর্ণ করলো?

ⓐ পাঁচ বছর
ⓑ ছয় বছর
ⓒ তিন বছর✓
ⓓ চার বছর

২০১৭ সালের ২৫শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেদ্র মোদী এই স্কীমটি লঞ্চ করেছিলেন।

9. ‘MedSpark’-নামে দেশের প্রথম মেডিক্যাল ডিভাইস পার্ক তৈরী হতে চলেছে কোথায়?

ⓐ বেঙ্গালুরু
ⓑ কেরালা✓
ⓒ মুম্বাই
ⓓ নিউ দিল্লি

রাজধানী- তিরুবন্তপুরম
 মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan
 রাজ্যপাল- Arif Mohammad Khan


10. প্রথমবার ‘ট্রাম লাইব্রেরি’ লঞ্চ হচ্ছে কোথায়?

ⓐ কলকাতা✓
ⓑ নিউ দিল্লি
ⓒ গুয়াহাটি
ⓓ ভুবনেশ্বর

এটি West Bengal Transport Corporation (WBTC)-এর উদ্যোগে লঞ্চ হবে
 এটি শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাতায়াত করবে

11. World rabies day কবে পালন করা হয়?

ⓐ 22 সেপ্টেম্বর
ⓑ 26 সেপ্টেম্বর
ⓒ 28 সেপ্টেম্বর✓
ⓓ 23 সেপ্টেম্বর

প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় 'বিশ্ব জলাতঙ্ক দিবস'।

গ্লোবাল অ্যালায়েন্স ফর রেবিজ কন্ট্রোল তার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দপ্তর থেকে এই দিবস পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে।

 এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল জলাতঙ্ক রোগের বিষয়ে পর্যালোচনা এবং জনসচেতনতা তৈরি ও বৃদ্ধি করা।

 লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক টিকা আবিষ্কার করেন তার মৃত্যু বার্ষিকীকে স্মরণ করেই দিবস পালন করা হয়।

 Theme : 'End Rabies : collaborate vaccinate'


12. সম্প্রতি কোন রাজ্য সরকার সুস্থ হওয়া করোনা রোগীদের জন্য TB পরীক্ষা বাধ্যতামূলক করল?

ⓐ গুজরাট
ⓑ কেরালা
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ রাজস্থান


13. সম্প্রতি রাজস্থানের কোন শহরে " no mask no service" ক্যাম্পেইন শুরু হলো?

ⓐ বিকানির
ⓑ জয়সলমীর
ⓒ যোধপুর✓
ⓓ জয়পুর

❍ COVID-19 সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে যোধপুর জেলা প্রশাসন " no mask no service" প্রচার শুরু করল।

রাজস্থানের রাজ্যপাল: কলরাজ মিশ্রা
 রাজস্থানের মুখ্যমন্ত্রী : অশোক গেহলট


14. Indian women selection Committee এর head পদে কে নিযুক্ত হলেন?

ⓐ শ্রুতি দাস
ⓑ নিতু ডেভিড✓
ⓒ অর্পিতা অরোরা'
ⓓ বাণী কাঞ্জিলাল

এর আগেই এই পদে নিযুক্ত ছিলেন হেমলতা কলা।
 নিতু ডেভিড বাদে আরো চারজন সদস্য মিঠু মুখার্জী, ভি কল্পনা ,আরতী বিদ্যা ,রেনু মার্গারেট।


 15 . সম্প্রতি কোন রাজ্য সরকার দুর্গাপূজা কমিটি কে 50 হাজার টাকার অনুদানের ঘোষণা করেছে?

ⓐ পশ্চিমবঙ্গ✓

ⓑ ত্রিপুরা

ⓒ আসাম

ⓓ উড়িষ্যা


16. সম্প্রতি কোন রাজ্য পর্যটন সেক্টরকে পুনরুজ্জীবিত করতে উদ্যোক্তাদের লোন প্রদান করবে?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ আসাম✓

ⓒ উত্তর প্রদেশ

ⓓ মধ্যপ্রদেশ

 আসামের রাজ্যপাল : জগদীশ মুখী

 আসামের মুখ্যমন্ত্রী : সর্বানন্দ সোনোয়াল

 আসামের রাজধানী : দিসপুর


17. সম্প্রতি কোন রাজ্যে National Defence University স্থাপনের জন্য সংসদে বিল পাস হলো?

ⓐ গুজরাট✓

ⓑ মহারাষ্ট্র

ⓒ রাজস্থান

ⓓ পাঞ্জাব

 গুজরাটের রাজধানী : গান্ধীনগর

 গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি

গুজরাটের রাজ্যপাল : আচার্য দেব ব্রত


18. সম্প্রতি ADB কোন রাজ্যে পানীয় জলের ব্যবস্থা ও স্বচ্ছতার জন্যে 300 মিলিয়ন ডলার ঋণ দিল?

ⓐ পাঞ্জাব

ⓑ রাজস্থান✓

ⓒ হরিয়ানা

ⓓ বিহার

 রাজস্থানের রাজধানী : জয়পুর

 রাজস্থানের মুখ্যমন্ত্রী: অশোক গেহলট

 রাজস্থানের রাজ্যপাল : কলরাজ মিশ্রা

















No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...