Bengali Current Affairs 30th September, 2020
1.‘বিশ্ব পর্যটন দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?
ⓐ ২৬শে সেপ্টেম্বর
ⓑ ২৭শে সেপ্টেম্বর✓
ⓒ ২৮শে সেপ্টেম্বর
ⓓ ২৭শে অক্টোবর
❍ পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালিত হয়।
❍ 1980 সাল থেকেই দিনটি পালিত হচ্ছে।
❍ ২০২০ সালের থিম হল-‘Tourism and Rural Development’
2.রাজ্যে আগত ভিন রাজ্যের বিমানযাত্রীদের জন্য ‘Visitassam’-নামে অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ আসাম✓
ⓑ ত্রিপুরা
ⓒ উড়িষ্যা
ⓓ পশ্চিমবঙ্গ
❍ রাজধানী- দিসপুর
❍ মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
❍ রাজ্যপাল- জগদীশ মুখী
3. ‘ AIFF Player of the Year Award 2019-2020’ পেলেন কোন ফুটবলার?
ⓐ গুরপ্রীত সিং সাঁধু✓
ⓑ সুব্রত পাল
ⓒ সুনীল ছেত্রী
ⓓ উড়ন্ত সিং
❍ তিনি ভারতের জাতীয় পুরুষ ফুটবল টিমের একজন গোলকিপার এবং হরিয়ানার বাসিন্দা
❍ এবং এনার সাথে সাথে মহিলা বিভাগে এই পুরস্কার পেলেন মিডফিল্ডার সঞ্জু যাদব
❍ AIFF-এর পুরো কথা- All India Football Federation
❍ প্রতিষ্ঠা সাল- ১৯৩৭ সালের ২৩শে জুন
❍ হেডকোয়াটার- দ্বারকা, দিল্লি
❍ প্রেসিডেন্ট- প্রফুল প্যাটেল
❍ vice-president - সুব্রত দত্ত
4.উত্তরপ্রদেশের প্রথম শকুন সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হতে চলেছে কোথায়?
ⓐ লক্ষ্ণৌ
ⓑ গোরখপুর✓
ⓒ কানপুর
ⓓ গাজিয়াবাদ
❍ উত্তরপ্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল
❍ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
5. ‘MOUSHIK’-নামে মাইক্রো প্রসেসর তৈরী করলো কোন প্রতিষ্ঠান?
ⓐ IIT Bengaluru
ⓑ IIT Madras✓
ⓒ IIT Delhi
ⓓ IIT Kanpur
❍ এই প্রসেসরটি মূলত আই.ও.টি ডিভাইসে ব্যবহার করা হবে।
6.সম্প্রতি প্রয়াত যশবন্ত সিং, কোন রাজনৈতিক দলের অন্যতম একজন প্রতিষ্ঠাতা ছিলেন?
ⓐ কংগ্রেস
ⓑ বিজেপি✓
ⓒ অকালি
ⓓ সমাজপার্টি
❍ তিনি প্রাক্তন ইন্ডিয়ান আর্মি অফিসার এবং ক্যাবিনেট মিনিস্টার ছিলেন।
❍ তাঁর লেখা একটি বই হল-'Jinnah – India, Partition, Independence'
❍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮২ বছর
7.Russian Grand prix 2020 কে জয়লাভ করলো?
ⓐ লিউইস হেমিলটন
ⓑ ভল্টেরি বটটাস✓
ⓒ মাক্স ভার্সটেপেন
ⓓ এলেক্স জর্ডন
❍ দ্বিতীয় স্থানে আছেন মাক্স ভার্সটেপেন
❍ তৃতীয় স্থানে আছেন লিউইস হেমিলটন
8.এবছর প্রধানমন্ত্রীর ‘Saubhagya’-নামে বিদ্যুৎ যোজনাটি কত বছর সম্পূর্ণ করলো?
ⓐ পাঁচ বছর
ⓑ ছয় বছর
ⓒ তিন বছর✓
ⓓ চার বছর
❍ ২০১৭ সালের ২৫শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেদ্র মোদী এই স্কীমটি লঞ্চ করেছিলেন।
9. ‘MedSpark’-নামে দেশের প্রথম মেডিক্যাল ডিভাইস পার্ক তৈরী হতে চলেছে কোথায়?
ⓐ বেঙ্গালুরু
ⓑ কেরালা✓
ⓒ মুম্বাই
ⓓ নিউ দিল্লি
❍ রাজধানী- তিরুবন্তপুরম
❍ মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan
❍ রাজ্যপাল- Arif Mohammad Khan
10. প্রথমবার ‘ট্রাম লাইব্রেরি’ লঞ্চ হচ্ছে কোথায়?
ⓐ কলকাতা✓
ⓑ নিউ দিল্লি
ⓒ গুয়াহাটি
ⓓ ভুবনেশ্বর
❍ এটি West Bengal Transport Corporation (WBTC)-এর উদ্যোগে লঞ্চ হবে
❍ এটি শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাতায়াত করবে
11. World rabies day কবে পালন করা হয়?
ⓐ 22 সেপ্টেম্বর
ⓑ 26 সেপ্টেম্বর
ⓒ 28 সেপ্টেম্বর✓
ⓓ 23 সেপ্টেম্বর
❍ প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় 'বিশ্ব জলাতঙ্ক দিবস'।
❍ গ্লোবাল অ্যালায়েন্স ফর রেবিজ কন্ট্রোল তার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দপ্তর থেকে এই দিবস পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে।
❍ এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল জলাতঙ্ক রোগের বিষয়ে পর্যালোচনা এবং জনসচেতনতা তৈরি ও বৃদ্ধি করা।
❍ লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক টিকা আবিষ্কার করেন তার মৃত্যু বার্ষিকীকে স্মরণ করেই দিবস পালন করা হয়।
❍ Theme : 'End Rabies : collaborate vaccinate'
12. সম্প্রতি কোন রাজ্য সরকার সুস্থ হওয়া করোনা রোগীদের জন্য TB পরীক্ষা বাধ্যতামূলক করল?
ⓐ গুজরাট
ⓑ কেরালা
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ রাজস্থান
13. সম্প্রতি রাজস্থানের কোন শহরে " no mask no service" ক্যাম্পেইন শুরু হলো?
ⓐ বিকানির
ⓑ জয়সলমীর
ⓒ যোধপুর✓
ⓓ জয়পুর
❍ COVID-19 সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে যোধপুর জেলা প্রশাসন " no mask no service" প্রচার শুরু করল।
❍ রাজস্থানের রাজ্যপাল: কলরাজ মিশ্রা
❍ রাজস্থানের মুখ্যমন্ত্রী : অশোক গেহলট
14. Indian women selection Committee এর head পদে কে নিযুক্ত হলেন?
ⓐ শ্রুতি দাস
ⓑ নিতু ডেভিড✓
ⓒ অর্পিতা অরোরা'
ⓓ বাণী কাঞ্জিলাল
❍ এর আগেই এই পদে নিযুক্ত ছিলেন হেমলতা কলা।
❍ নিতু ডেভিড বাদে আরো চারজন সদস্য মিঠু মুখার্জী, ভি কল্পনা ,আরতী বিদ্যা ,রেনু মার্গারেট।
15 . সম্প্রতি কোন রাজ্য সরকার দুর্গাপূজা কমিটি কে 50 হাজার টাকার অনুদানের ঘোষণা করেছে?
ⓐ পশ্চিমবঙ্গ✓
ⓑ ত্রিপুরা
ⓒ আসাম
ⓓ উড়িষ্যা
16. সম্প্রতি কোন রাজ্য পর্যটন সেক্টরকে পুনরুজ্জীবিত করতে উদ্যোক্তাদের লোন প্রদান করবে?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ আসাম✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ মধ্যপ্রদেশ
❍ আসামের রাজ্যপাল : জগদীশ মুখী
❍ আসামের মুখ্যমন্ত্রী : সর্বানন্দ সোনোয়াল
❍ আসামের রাজধানী : দিসপুর
17. সম্প্রতি কোন রাজ্যে National Defence University স্থাপনের জন্য সংসদে বিল পাস হলো?
ⓐ গুজরাট✓
ⓑ মহারাষ্ট্র
ⓒ রাজস্থান
ⓓ পাঞ্জাব
❍ গুজরাটের রাজধানী : গান্ধীনগর
❍ গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি
❍ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেব ব্রত
18. সম্প্রতি ADB কোন রাজ্যে পানীয় জলের ব্যবস্থা ও স্বচ্ছতার জন্যে 300 মিলিয়ন ডলার ঋণ দিল?
ⓐ পাঞ্জাব
ⓑ রাজস্থান✓
ⓒ হরিয়ানা
ⓓ বিহার
❍ রাজস্থানের রাজধানী : জয়পুর
❍ রাজস্থানের মুখ্যমন্ত্রী: অশোক গেহলট
❍ রাজস্থানের রাজ্যপাল : কলরাজ মিশ্রা
No comments:
Post a Comment