Monday, September 28, 2020

SLST/ NET/SET HISTORY MCQ প্রাচীন ভারতীয় ইতিহাস Set-11

 


SLST/ NET/SET HISTORY MCQ

               প্রাচীন ভারতীয় ইতিহাস

                            Set-11                                                   

১) কালিদাস সৃষ্ট চরিত্র অগ্নিমিত্র কোন বংশের সাথে সম্পর্কিত?

ক) নন্দ

খ) শুঙ্গ✓

গ) সাতবাহন

ঘ) গুপ্ত


২) ভারতের কোন মন্দির টি নাগরা আর্ট এর অন্তর্গত নয়?

ক) ভিগাওয়া,মধ্যপ্রদেশ

খ) নাচনা ,রাজস্থান

গ) দেওঘর ,উত্তর প্রদেশ

ঘ) মামলাপুরম, তামিলনাড়ু✓


৩) মান্দাসোর লিপির স্রষ্টা কে?

ক) বীর সেন✓

খ) বানভট্ট

গ) কৌটিল্য

ঘ) হরি সেন


৪) নাগরা আর্ট সাধারণত দেখা যায় কোন অঞ্চলে?

ক) পূর্ব ভারত

খ) পশ্চিম ভারত

গ) উত্তর ভারত✓

ঘ) দক্ষিণ ভারত


৫) কুমারসম্ভব গ্রন্থে কার জন্মের কথা পাওয়া যায়?

ক) কার্তিক✓

খ) প্রদ্যুন্ম

গ) অভিমুন্য

ঘ) সনৎ কুমার


৬) গুপ্ত যুগের নীতিসার গ্রন্থের রচয়িতা কে?

ক) হরি সেন

খ) কামন্দক✓

গ) ভাজ্জিকা

ঘ) বানভট্ট


৭) প্রাচীন বাংলার সর্ব শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়?

ক) বল্লাল সেন 

খ) গোপাল

গ) ধর্মপাল✓

ঘ) লক্ষণ সেন


৮) নিম্নের কোনটি সঠিক নয়?

ক) ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয় সংস্কার করেন

খ) প্রথম মহীপালকে বলা হয় সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা

গ) ধর্মপাল রাজা মিহির ভোজ কে পরাজিত করেন

ঘ) ধর্মপালের পিতামহ গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা✓


৯) দ্বিতীয় মহিপাল এর সময় হওয়া কৈবর্ত বিদ্রোহের কথা আমরা কোথা থেকে জানতে পারি?

ক) রামচরিত ✓

খ) দানসাগর

গ) রামচরিত মানস

ঘ) গীতগোবিন্দ


১০) বাদল স্তম্ব লিপি থেকে কোন পাল রাজার কথা জানা যায়?

ক) ধর্মপাল

খ) রামপাল

গ) দেবপাল✓

ঘ) মহিপাল


১১) ওদন্তপুরী বিহার এর প্রতিষ্ঠাতা কে?

ক) গোপাল✓

খ) রামপাল

গ) দেবপাল

ঘ) ধর্মপাল


১২) নিম্নের কোনটি সঠিক নয়?

ক) পাল বংশের শেষ রাজা মদন পাল

খ) পাল সাম্রাজ্যের রাজধানী ছিল মুঙ্গের

গ) পাল শব্দের অর্থ রক্ষাকারী

ঘ) দেবপাল বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন✓


১৩) নিম্নের কোনটি সঠিক নয়?

ক) ধর্মপালের মন্ত্রী ছিলেন গর্গ ভট্ট

খ) দ্বিতীয় মহিপাল চোলদের দ্বারা পরাজিত হয়✓

গ) নালন্দা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ ছিলেন শান্তিরক্ষী ত

ঘ) ধর্মপাল শৈব ধর্মাবলম্বী হলেও বৌদ্ধধর্ম কে সমর্থন করেন।


১৪) " কৈবর্ত " কথাটির অর্থ কি?

ক) মাঝি

খ) কৃষক

গ) জেলে✓

ঘ) শ্রমিক


১৫) সমগ্র রাঢ় অঞ্চলের স্বাধীন সেন বংশ প্রতিষ্ঠা করেন কে?

ক) বিজয় সেন✓

খ) বল্লাল সেন

গ) সামন্ত সেন

ঘ) লক্ষণ সেন


১৬) নিম্নের কোনটি সঠিক নয়?

ক) সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন।

খ) বল্লাল সেন দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থের রচয়িতা।

গ) বল্লাল এর পুত্র লক্ষণ সেন 60 বছর বয়সে সিংহাসনে আরোহন করেন।

ঘ) জয়দেব রচিত গ্রন্থ পবনদূত।✓


১৭) বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে?

ক) মদন পাল

খ) বল্লাল সেন

গ) লক্ষণ সেন✓

ঘ) বিজয় সেন


১৮) "বল্লাল চরিত" এর রচয়িতা কে?

ক) অষ্টাধ্যায়ী

খ) আনন্দ ভট্ট✓

গ) শূলপাণি

ঘ) চক্রপাণি


১৯) " কথাসরিৎসাগর" এর রচয়িতা কে?

ক) সোমদেব ভট্ট✓

খ) হলায়ুধ

গ) জয়দেব

ঘ) অনিরুদ্ধ


২০) বক্তিয়ার খলজি কার সময় বাংলা আক্রমণ করেন?

ক) লক্ষণ সেন✓

খ) বিজয় সেন

গ) বল্লাল সেন

ঘ) কেউ নয়












No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...