Bengali Current Affairs 27th September, 2020
1.Ishmael Toroama (ইসমাইল তোরোমা) কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন?
ⓐ Newzealand
ⓑ Bougainville (বোগেনভিল)✓
ⓒ Trinidad
ⓓ Buka
▣ Bougainville (দ্বীপ রাষ্ট্র)
▣ রাজধানী- Buka Island
▣ মুদ্রার নাম- PNG kina
2.টাইম ম্যাগাজিনের ‘100 Most Influential People of 2020’ তালিকায় একমাত্র রাজনীতিবিদ হিসাবে স্থান পেলেন কে?
ⓐ নির্মলা সিথারামন
ⓑ নরেন্দ্র মোদী✓
ⓒ কানহাইয়া কুমার
ⓓ রামনাথ কোবিন্দ
▣ এই তালিকায় কলাকার হিসাবে স্থান পেলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।
▣ এছাড়াও এই তালিকায় আছে গুগলের CEO সুন্দর পিচাই।
3. Acer India-র নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা?
ⓐ আয়ুষ্মান খুরানা
ⓑ সোনু সুদ✓
ⓒ বরুন ধাওয়ান
ⓓ আমির খান
▣ Acer India-র হেডকোয়াটার- বেঙ্গালুরু
▣ প্রতিষ্ঠা সাল- ১৯৯৯
4. World pharmacist day কবে পালিত হয়?
ⓐ 22 সেপ্টেম্বর
ⓑ 25 সেপ্টেম্বর✓
ⓒ 18 সেপ্টেম্বর
ⓓ 23 সেপ্টেম্বর
▣ ফার্মাসিস্টদের সম্পর্কে প্রচার চালাতে এবং জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।
▣ Theme: Transforming Global Health
5.১২ই ডিসেম্বর ‘Global Climate Summit’ যৌথভাবে হোস্ট করবে কোন দুটি দেশ?
ⓐ রাশিয়া ও জাপান
ⓑ ব্রিটেন ও যুক্তরাষ্ট্র✓
ⓒ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
ⓓ ভারত ও বাংলাদেশ
6. এ বছর ‘World Maritime Day’ পালন করা হলো কবে?
ⓐ ২৩শে সেপ্টেম্বর
ⓑ ২৪শে সেপ্টেম্বর✓
ⓒ ২রা ফেব্রুয়ারী
ⓓ ৩রা মার্চ
▣ ২০২০ সালের থিম ছিল-‘Sustainable shipping for a sustainable planet’
▣ প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার এই দিনটি পালিত হয়
▣ সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা এবং বিশ্বের অর্থনীতিতে ইন্টারন্যাশনাল মেরিটাইম ইন্ডাস্ট্রির অবদান এর গুরুত্ব তুলে ধরতেই দিনটি পালন করা হয়।
▣ 1971 সালে প্রথম ‘World Maritime Day’ উদযাপিত হয়।
7. কে Advertising Agency Association of India এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন?
ⓐ প্রশান্ত কুমার
ⓑ অনুদ্বীপ ভট্টাচার্য
ⓒ অনুপ্রিয়া আচার্য✓
ⓓ অতুল প্রসাদ যাদব
▣ Advertising Agency Association of India এর vice president পদের জন্য নির্বাচিত হলেন প্রশান্ত কুমার।
▣ Formed - 1945
8.সম্প্রতি প্রয়াত ভুপেশ পান্ডিয়া, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ অভিনয়✓
ⓑ রাজনীতি
ⓒ সাংবাদিকতা
ⓓ ক্রিকেট
▣ 'Vicky Donor' সিনেমা থেকে তার খ্যাতি বহুগুন ছড়িয়ে যায়
▣ National School of Drama-র ২০০১ সালের ব্যাচের তিনি ছাত্র ছিলেন
▣ National School of Drama-র বর্তমান চেয়ারম্যান- পরেশ রাওয়াল
9.ইন্সুরেন্স পলিসি বিক্রির জন্য HDFC Life Insurance কোন ব্যাঙ্কের সাথে চুক্তি করলো?
ⓐ PMC Bank
ⓑ Yes Bank✓
ⓒ HDFC Bank
ⓓ Axis Bank
▣ হেডকোয়াটার- মুম্বাই
▣ বর্তমান CEO- প্রশান্ত কুমার
▣ HDFC Life insurance-এর হেডকোয়াটার- মুম্বাই
▣ বর্তমান CEO- Vibha Padalkar (বিভা পাদালকর)
10.‘AP Police Seva’ অ্যাপ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ মনিপুর
ⓑ নাগাল্যান্ড
ⓒ অন্ধ্রপ্রদেশ✓
ⓓ হিমাচলপ্রদেশ
▣ রাজধানী- Kurnool, Amaravati, Vishakhapatnam
▣ বর্তমান মুখ্যমন্ত্রী-জগনমোহন রেড্ডি
▣ রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন
11. Global peace index 2020 এ ভারতের স্থান কত?
ⓐ 130তম
ⓑ 124তম
ⓒ 139তম✓
ⓓ 125তম
▣ index released by institute for economic and peace
▣ 163 টি দেশের মধ্যে শীর্ষস্থানে আছে আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড, তৃতীয় স্থানে আছে পর্তুগাল।
12. মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন?
ⓐ সঞ্জয় যাদব✓
ⓑ অরুণ শ্রীবাস্তব
ⓒ সঞ্জয় কারল
ⓓ উদয় যাদব
▣ বর্তমানে অজয় কুমার মিত্তাল মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত আছেন। তিনি 30 সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন।তার স্থলে মুখ্য বিচারপতির পদে 1st অক্টোবর থেকে দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি সঞ্জয় যাদব।
13. মোহাম্মদ হোসেন রুবেল কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
ⓐ লেবানন
ⓑ মালি
ⓒ সোমালিয়া✓
ⓓ ইটালি
▣ সোমালিয়ার রাজধানী - মোগাদিশু
▣ সোমালিয়ার মুদ্রা - সোমালি শিলিং
▣ সোমালিয়ার রাষ্ট্রপতি - শরিফ শেখ আহমেদ
14. সম্প্রতি কোন ব্যাংক " Safepay " নামে যোগাযোগ বিহীন ডেবিট কার্ড পেমেন্ট সুবিধা (contactless debit card based payment facility) চালু করল?
ⓐ Axis Bank
ⓑ Karur Vysya Bank
ⓒ IDFC first Bank✓
ⓓ Kotak Mahindra Bank
▣ 2000 টাকা থেকে 20000 টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।
▣ MD and CEO of IDFC First Bank : V
Vaidyanathan
▣ Headquarters of IDFC First Bank : Mumbai, Maharashtra
15. প্রথম ভারতীয় মহিলা ফাইটার হিসেবে কে রাফাল যুদ্ধবিমান চালাবেন?
ⓐ শিবাঙ্গী স্বরূপ
ⓑ শিবাঙ্গী সিং✓
ⓒ ভাবনা কান্ত
ⓓ অবনী চতুর্বেদী
▣ 2017 সালে মহিলা ফাইটার জেট পাইলট হিসেবে প্রথম প্রশিক্ষণ নেওয়া শুরু করেন তিনি।
▣ এর আগে শিবাঙ্গী সিং mig-21 বাইসন চালিয়েছেন।
▣ শিবাঙ্গী সিং বিহারের মোজাফফরপুর এর বাসিন্দা।
16. বিশ্বের প্রবীণতম ব্যক্তি Kane Tanaka কোন দেশের বাসিন্দা?
ⓐ ইটালি
ⓑ ফ্রান্স
ⓒ জাপান✓
ⓓ আমেরিকা
▣ এনার বর্তমান বয়স 117 বছর 263 দিন।
No comments:
Post a Comment