MOCK TEST- 7
১) দ্রাঘিমারেখার সংখ্যা কয়টি ?
ক) ১৮০টি
খ) ২৮০টি
গ) ৩৬০টি ✓
ঘ) ৪৬০টি
২) শনি গ্রহের বলয় সংখ্যা কয়টি ?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি ✓
৩) বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমন্ডল বলা হয় ?
ক) ট্রপোস্ফিয়ার ✓
খ) স্ট্যাটোস্ফিয়ার
গ) মেসোস্ফিয়ার
ঘ) এক্সোস্ফিয়ার
৪) কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন ?
ক) ভূ-বিজ্ঞানী এরাটোথেনিস
খ) ভূ-বিজ্ঞানী টলেমি ✓
গ) বিজ্ঞানী এরিস্টটল
ঘ) চিত্রকর পাবালো পিকাসো
৫) সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ যে ফসল আবিষ্কার করেছেন তা হল -
ক) ধান
খ) পাট
গ) ভুট্টা
ঘ) উচ্চফলনশীল গম ✓
৬) সুনামি ঘটার কারণ হল
ক) ভূমিকম্প
খ) মহাজাগতিক উল্কাপিণ্ডের পতন
গ) সমুদ্রতলদেশে অগ্নুৎপাত বিস্ফোরণ সহযোগে
ঘ) উপরের সবকটি ✓
৭) হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ?
ক) বিম্বিসার ✓
খ) চন্দ্রগুপ্ত
গ) শ্রীগুপ্ত
ঘ) বিন্দুসার
৮) কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৮৯৫ সালে
খ) ১৮৯৬ সালে
গ) ১৮৯৭ সালে ✓
ঘ) ১৮৯৮ সালে
৯) স্বামী বিবেকানন্দ কত সালে জন্ম গ্রহণ করেন ?
ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
খ) ১৮৬১ খ্রিস্টাব্দে
গ) ১৮৬২ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে ✓
১০) অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেছেন ?
ক) গুরু রামদাস ✓
খ) গুরু গোবিন্দদাস
গ) রাধাকান্ত দাস
ঘ) গুরুসদয় দত্ত
১১) কোলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে ?
ক) জব চার্নক ✓
খ) লর্ড মিঁয়ো
গ) লর্ড ডালহৌসী
ঘ) ওয়ারেং হেস্টিংস
১২) পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছেন ?
ক) রাজা অমর নাথ বর্মন
খ) রাজা রাজ বর্মন
গ) রাজা অনন্ত বর্মন ✓
ঘ) শশাঙ্ক বর্মন
১৩) ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হল -
ক) থাইরয়েড
খ) পোলিও
গ) জ্বর
ঘ) ডায়াবেটিস ✓
১৪) ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ ?
ক) ফড়িং
খ) চিংড়ি
গ) কেঁচো
ঘ) আরশোলা ✓
১৫) উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয় ?
ক) ক্লোরোসিস ✓
খ) নেক্রোসিস
গ) মিনামাটা
ঘ) কোনটিই নয়
১৬) পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তিস্থল হল -
ক) মস্তিষ্ক
খ) রক্ত
গ) থাইরয়েড
ঘ) অগ্নাশয় ✓
১৭) সংবিধানের অভিভাবক কাকে বলা হয় ?
ক) হাইকোর্টকে
খ) সুপ্রিমকোর্টকে ✓
গ) রাষ্ট্রপতিকে
ঘ) প্রধানমন্ত্রীকে
১৮) সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল ?
ক) ১৯৭৯ সালে ✓
খ) ১৯৭৮ সালে
গ) ১৯৮০ সালে
ঘ) ১৯৮১ সালে
১৯) কীসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় ?
ক) জরুরী অবস্থায়
খ) আর্থিক জরুরী অবস্থায় ✓
গ) রাষ্ট্রপতি চাইলেই
ঘ) সবসময়ই
২০) জটায়ু চরিত্রটির স্রষ্টা হলেন -
ক) প্রেমেন্দ্র মিত্র
খ) সত্যজিৎ রায় ✓
গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
২১) ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন ?
ক) জুভেনিস ✓
খ) কনিষ্ক
গ) চাঁদকীট
ঘ) নিশাচর
২২) জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী ?
ক) বিমল ঘোষ
খ) মান্না দে ✓
গ) মনীশ ঘটক
ঘ) রাম রাম বসু
২৩) চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেছেন ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মধুসূদন দত্ত
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ✓
ঘ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
২৪) কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় ?
ক) কুট্টিকে
খ) শঙ্করকে
গ) চণ্ডী লাহিড়ীকে
ঘ) গগনেন্দ্রনাথকে✓
২৫) ‘Fed Cup’-এর নাম পরিবর্তন আমেরিকান কোন মহিলা টেনিস খেলোয়াড়ের নামে রাখা হবে?
ক) Sloane Stephens
খ) Billie Jean King (বিলি জিন কিং)✓
গ) Serena Williams
ঘ) Martina Navratilova
২৬) Italian open 2020 men's singles কে জয়লাভ করলো?
ক) নোভাক জোকোভিচ✓
খ) রাফায়েল নাদাল
গ) অ্যান্ডি মারে
ঘ) দিএগো শোয়ার্জ ম্যান
No comments:
Post a Comment