Saturday, September 26, 2020

MOCK TEST- 7

 



MOCK TEST- 7

১) দ্রাঘিমারেখার সংখ্যা কয়টি ?

ক) ১৮০টি

খ) ২৮০টি

গ) ৩৬০টি  ✓

ঘ) ৪৬০টি 


২) শনি গ্রহের বলয় সংখ্যা কয়টি ?

ক) চারটি 

খ) পাঁচটি 

গ) ছয়টি 

ঘ) সাতটি  ✓


৩) বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমন্ডল বলা হয় ?

ক) ট্রপোস্ফিয়ার  ✓

খ) স্ট‍্যাটোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার

ঘ) এক্সোস্ফিয়ার


৪) কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন ?

ক) ভূ-বিজ্ঞানী এরাটোথেনিস

খ) ভূ-বিজ্ঞানী টলেমি  ✓

গ) বিজ্ঞানী এরিস্টটল

ঘ) চিত্রকর পাবালো পিকাসো


৫) সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ যে ফসল আবিষ্কার করেছেন তা হল - 

ক) ধান

খ) পাট

গ) ভুট্টা

ঘ) উচ্চফলনশীল গম  ✓


৬) সুনামি ঘটার কারণ হল  

ক) ভূমিকম্প

খ) মহাজাগতিক উল্কাপিণ্ডের পতন

গ) সমুদ্রতলদেশে অগ্নুৎপাত বিস্ফোরণ সহযোগে

ঘ) উপরের সবকটি ✓


৭) হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ?

ক) বিম্বিসার  ✓

খ) চন্দ্রগুপ্ত

গ) শ্রীগুপ্ত 

ঘ) বিন্দুসার


৮) কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ? 

ক) ১৮৯৫ সালে 

খ) ১৮৯৬ সালে

গ) ১৮৯৭ সালে  ✓

ঘ) ১৮৯৮ সালে 


৯) স্বামী বিবেকানন্দ কত সালে জন্ম গ্রহণ করেন ?

ক) ১৮৬০ খ্রিস্টাব্দে

খ) ১৮৬১ খ্রিস্টাব্দে 

গ) ১৮৬২ খ্রিস্টাব্দে 

ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে  ✓


১০) অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেছেন ?

ক) গুরু রামদাস  ✓

খ) গুরু গোবিন্দদাস

গ) রাধাকান্ত দাস

ঘ) গুরুসদয় দত্ত


১১) কোলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে ?

ক) জব চার্নক  ✓

খ) লর্ড মিঁয়ো

গ) লর্ড ডালহৌসী

ঘ) ওয়ারেং হেস্টিংস


১২) পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছেন ?

ক) রাজা অমর নাথ বর্মন

খ) রাজা রাজ বর্মন

গ) রাজা অনন্ত বর্মন  ✓

ঘ) শশাঙ্ক বর্মন


১৩) ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হল - 

ক) থাইরয়েড

খ) পোলিও

গ) জ্বর

ঘ) ডায়াবেটিস  ✓


১৪) ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ ?

ক) ফড়িং

খ) চিংড়ি

গ) কেঁচো

ঘ) আরশোলা  ✓


১৫) উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয় ?

ক) ক্লোরোসিস  ✓

খ) নেক্রোসিস

গ) মিনামাটা

ঘ) কোনটিই নয়


১৬) পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তিস্থল হল - 

ক) মস্তিষ্ক

খ) রক্ত

গ) থাইরয়েড

ঘ) অগ্নাশয় ✓


১৭) সংবিধানের অভিভাবক কাকে বলা হয় ?

ক) হাইকোর্টকে

খ) সুপ্রিমকোর্টকে  ✓

গ) রাষ্ট্রপতিকে

ঘ) প্রধানমন্ত্রীকে


১৮) সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল ?

ক) ১৯৭৯ সালে  ✓

খ) ১৯৭৮ সালে

গ) ১৯৮০ সালে

ঘ) ১৯৮১ সালে


১৯) কীসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় ?

ক) জরুরী অবস্থায়

খ) আর্থিক জরুরী অবস্থায়  ✓

গ) রাষ্ট্রপতি চাইলেই

ঘ) সবসময়ই


২০) জটায়ু চরিত্রটির স্রষ্টা হলেন - 

ক) প্রেমেন্দ্র মিত্র

খ) সত্যজিৎ রায় ✓

গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়

ঘ) তারাশঙ্কর বন্দোপাধ্যায়


২১) ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন ?

ক) জুভেনিস ✓

খ) কনিষ্ক

গ) চাঁদকীট

ঘ) নিশাচর


২২) জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী ?

ক) বিমল ঘোষ

খ) মান্না দে  ✓

গ) মনীশ ঘটক

ঘ) রাম রাম বসু


২৩) চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেছেন ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) মধুসূদন দত্ত

গ) বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়  ✓

ঘ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ‍্যায়


২৪) কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় ? 

ক) কুট্টিকে

খ) শঙ্করকে

গ) চণ্ডী লাহিড়ীকে

ঘ) গগনেন্দ্রনাথকে✓


২৫) ‘Fed Cup’-এর নাম পরিবর্তন আমেরিকান কোন মহিলা টেনিস খেলোয়াড়ের নামে রাখা হবে?

ক) Sloane Stephens

খ) Billie Jean King (বিলি জিন কিং)

গ) Serena Williams

ঘ) Martina Navratilova


২৬) Italian open 2020 men's singles কে জয়লাভ করলো?

ক) নোভাক জোকোভিচ✓

খ) রাফায়েল নাদাল

গ) অ্যান্ডি মারে

ঘ) দিএগো শোয়ার্জ ম্যান









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...