Thursday, October 15, 2020

Bengali Current Affairs 16th October, 2020


Bengali Current Affairs 16th October, 2020

1.‘World Standards Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ১৩ই অক্টোবর

ⓑ ১৪ই অক্টোবর✓

ⓒ ১৪ই নভেম্বর

ⓓ ৪ঠা মার্চ

জাতীয় ও আন্তর্জাতিক মানের উন্নয়নশীল প্রযুক্তি চুক্তির প্রকাশ ও বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।

 ২০২০ সালের থিম ছিল- ‘ Protecting the planet with standards’.

2.কোন ব্যাংক Google pay এর সহযোগিতায় Ace credit card লঞ্চ করল?

ⓐ ICICI Bank

ⓑ Axis Bank✓

ⓒ Kotak Mahindra Bank

ⓓ HDFC Bank

 Axis Bank headquarter : Mumbai, Maharashtra

 Axis Bank MD and CEO : Amitabh Choudhary


3.17th NBA Championship জিতলো কোন বাস্কেটবল টিম?

ⓐ Los Angeles Lakers✓

ⓑ Miami Heat

ⓒ Golden State Warriors

ⓓ Chicago Bulls

 Miami Heat টিমকে পরাজিত করেই তারা এই জয়লাভ করলো।

 NBA-এর পুরো কথা- National Basketball Association

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৬ সালের ৬ই জুন

 হেডকোয়াটার- নিউইয়র্ক

4.কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ব্যাটারি চালিত যানবাহন গুলিতে রোড ট্যাক্স ছাড় এর সিদ্ধান্ত নিয়েছে?

ⓐ রাজস্থান

ⓑ দিল্লি✓

ⓒ গুজরাট

ⓓ পশ্চিমবঙ্গ

 দিল্লির মুখ্যমন্ত্রী: অরবিন্দ কেজরিওয়াল

 Lieutenant governor: অনিল বাইজল

5. ধর্ষণের চূড়ান্ত শাস্তি হিসাবে মৃত্যুদন্ডকে অনুমোদন করলো কোন দেশের মন্ত্রীসভা?

ⓐ বাংলাদেশ✓

ⓑ ভারত

ⓒ পাকিস্তান

ⓓ শ্রীলংকা

 রাজধানী- ঢাকা

 মুদ্রার নাম- টাকা

 প্রধানমন্ত্রী- শেখ হাসিনা

6.সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত C. M. Chang, কোন রাজ্যের পরিবেশ মন্ত্রী ছিলেন?

ⓐ মনিপুর

ⓑ নাগাল্যান্ড✓

ⓒ আসাম

ⓓ মেঘালয়

 তাঁর সম্পূর্ণ নাম হল- Chongshen Mongkosungkum Chang  (চংসেং মংকোসংকুম চাং)

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৭ বছর

 নাগাল্যান্ডের রাজধনী- কোহিমা

 মুখ্যমন্ত্রী-Neiphiu Rio (নীফিউ রিও)

 রাজ্যপাল- RN Ravi

7.PepsiCo কোম্পানী কোন রাজ্যে পটেটো চিপস প্রোডাকশন ইউনিট স্থাপন করতে চলেছে?

ⓐ উত্তরপ্রদেশ✓

ⓑ মহারাষ্ট্র

ⓒ কর্ণাটক

ⓓ পশ্চিমবঙ্গ

 কোশি, মথুরাতে স্থাপিত হবে এই ইউনিট।

 এর জন্য বরাদ্দ মোট ৮১৪ কোটি টাকা।

 PepsiCo- এর হেডকোয়াটার- নিউইয়র্ক

 প্রতিষ্ঠা সাল- ১৯২০ সালের ২৮ শে আগস্ট

 প্রতিষ্ঠাতা- Caleb Bradham (কালেব ব্রধাম)

8.. কোন IIT anti-microbial food wrapping material তৈরি করেছে?

ⓐ IIT Bombay

ⓑ IIT Madras✓

ⓒ IIT Kanpur

ⓓ IIT Delhi

 Established :1959; 61 years ago

 Chairman : Pawan Kumar Goenka

 সমুদ্রের জল থেকে হাইড্রোজেন জ্বালানি উৎপাদন করার জন্য IIT Madras এর গবেষকরা এই ডিভাইস তৈরি করল।

9.বিশ্বে প্রথম কোন দেশ আয়োডিন স্যানিটাইজার বাজারে আনছে?

ⓐ আমেরিকা

ⓑ চীন

ⓒ ভারত✓

ⓓ রাশিয়া

 এটির নাম দেওয়া হয়েছে- I2Cure

 অ্যালকোহল স্যানিটাইজারের থেকে এটি বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী।

10.মহিলাদের সুরক্ষার জন্য মিশন শক্তি লঞ্চ করছেন কে?

ⓐ অরবিন্দ কেজরিওয়াল

ⓑ যোগী আদিত্যনাথ✓

ⓒ উদ্ধব ঠাকরে

ⓓ মমতা ব্যানার্জি

 তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

 এটি মিশন প্রথম লঞ্চ করা হবে শারদীয়া নবরাত্রির দিন থেকে।

11. কে SVAMITVAপ্রকল্পের আওতায় property card  লঞ্চ করলেন?

ⓐ নরেন্দ্র মোদি✓

ⓑ অমিত শাহ

ⓒ স্মৃতি ইরানি

ⓓ ধর্মেন্দ্র প্রধান

 SVAMITVA full form : Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas.

12. কোন কেন্দ্রীয় মন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য leave travel concession LTC cash voucher স্কিম এবং special festival advance স্কিম লঞ্চ করল?

ⓐ অমিত শাহ

ⓑ নির্মলা সীতারামন✓

ⓒ ধর্মেন্দ্র প্রধান

ⓓ স্মৃতি ইরানি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী : নির্মলা সীতারামন










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...