Wednesday, October 14, 2020

Bengali Current Affairs 15th October, 2020

 


Bengali Current Affairs 15th October, 2020

1. CRI (Commitment to Reducing Inequality Index) এ ভারতের স্থান কত?

ⓐ 144

ⓑ 147

ⓒ 129✓

ⓓ 110

158 টি দেশের মধ্যে প্রথম স্থানে আছে নরওয়ে এবং শেষ স্থানে আছে সাউথ সুদান


2. রাজস্থান রাজ্যের জল সরবরাহের জন্য Asian Development Bank কত মিলিয়ন মার্কিন ডলার লোন অনুমোদন করলো?

ⓐ 250 মিলিয়ন মার্কিন ডলার

ⓑ 300 মিলিয়ন মার্কিন ডলার✓

ⓒ 200 মিলিয়ন মার্কিন ডলার

ⓓ 350 মিলিয়ন মার্কিন ডলার

Asian Development Bank headquarter- Mandaluyong, Philippines

 President of Asian Development Bank :  Masatsugu Asakawa

 Asian Development Bank founded 19 December ,1966

 রাজস্থানের মুখ্যমন্ত্রী: অশোক গেহলট

 রাজস্থানের রাজ্যপাল : কলরাজ মিশ্রা


3.International Day for disaster reduction  কবে পালিত হয়?

ⓐ 12 অক্টোবর

ⓑ 13 অক্টোবর✓

ⓒ 10 অক্টোবর

ⓓ 8 অক্টোবর

 বিপদগ্রস্ত দেশ ও মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সরকার ও জনগণকে আগ্রহী এবং সচেতন করে তোলার জন্য প্রতিবছর এ দিনটি পালন করা হয়।

 Theme :  Disaster risk governance


4. Fleet Award Function(FAF), 2020-তে সেরা জাহাজের তকমা পেল ভারতীয় নেভির কোন দুটি জাহাজ?

ⓐ সহ্যাদ্রি এবং কোরা✓

ⓑ সংকল্প ও বিগ্রহ

ⓒ শক্তিমান ও আন্দোলন

ⓓ সম্প্রীতি ও সূর্য

ভারতীয় নেভির হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী

 চিফ অফ নাভাল স্টাফ- অ্যাডমিরাল করমবীর সিং


5. ভারতের মধ্যে প্রথম গাছ সংরক্ষণের জন্য কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল tree transplantation policy অনুমোদন দিল?

ⓐ জম্মু-কাশ্মীর

ⓑ মহারাষ্ট্র

ⓒ রাজস্থান

ⓓ দিল্লি✓

দিল্লির মুখ্যমন্ত্রী - অরবিন্দ কেজরিওয়াল

 Lieutenant governor-অনিল বাইজল


6.সম্প্রতি প্রয়াত Carlton Chapman,কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ ব্যাডমিন্টন

ⓑ ক্রিকেট

ⓒ ফুটবল✓

ⓓ কাবাডি

7. প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের জন্য ইন্ডিয়ান পোস্টের সঙ্গে টাইআপ করলো কোন রাজ্য?

ⓐ গুজরাট

ⓑ হরিয়ানা

ⓒ গোয়া✓

ⓓ পাঞ্জাব

 রাজ্যের সমস্ত কৃষকদের নথিভুক্ত করতেই ইন্ডিয়ান পোস্টের সঙ্গে এই চুক্তি।

 রাজধানী- পানাজি

 মুখ্যমন্ত্রী- প্রমোদ সাওয়ান্ত

 রাজ্যপাল- ভগৎ সিং কশিয়ারী


8.ভারতে প্রথম পাবলিক শিক্ষাবিভাগকে সম্পূর্ণ ডিজিটাল করলো কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র

ⓑ কর্নাটক

ⓒ কেরালা✓

ⓓ দিল্লি

 রাজধানী- তিরুবন্তপুরম

 মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan

 রাজ্যপাল- Arif Mohammad Khan


9. ইন্টারন্যাশনাল ব্লুফ্ল্যাগ সার্টিফিকেট পাচ্ছে ভারতের মোট কয়টি সমুদ্র সৈকত?

ⓐ ৫টি

ⓑ ৬টি

ⓒ ৮টি✓

ⓓ ৭টি

 সেই গুলি হল- গুজরাটের শিবরাজপুর বিচ, দিউর ঘোঘ্লা বিচ, কর্ণাটকের কাসারকোর এবং পাদুবিদ্রী, কেরালার কাপ্পার বিচ, অন্ধ্রপ্রদেশের রুশিকুন্ডা,উরিষ্যার গোল্ডেন বিচ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাধানগর বিচ।


10.BEML-তে Rail and Metro Business বিভাগের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সৌরভ সাউ

ⓑ অমিত ব্যানার্জী✓

ⓒ আকাশ দুররানি

ⓓ প্রশান্ত কুমার

 BEML-এর হেডকোয়াটার- বেঙ্গালুরু

 চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর- D. K. Hota


11. কোন রাজ্য সরকার mobile water testing laboratory van লঞ্চ করল?

ⓐ হরিয়ানা✓

ⓑ কর্ণাটক

ⓒ কেরালা

ⓓ মহারাষ্ট্র

হরিয়ানার মুখ্যমন্ত্রী - মনোহর লাল খাট্টার

 হরিয়ানার রাজ্যপাল- সত্য দেব নারায়ন আর্য









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...