Friday, October 16, 2020

Bengali Current Affairs 17th October, 2020

 

Bengali Current Affairs 17th October, 2020

1. ‘World Students Day’ পালন করা হয় কোন দিন?

ⓐ ১৪ই নভেম্বর

ⓑ ৫ই সেপ্টেম্বর

ⓒ ১৫ই অক্টোবর✓

ⓓ ২৫শে মার্চ

২০২০ সালের থিম ছিল- ‘learning for people, planet, prosperity and peace’

 ভারতের ১১তম প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জ়ে. আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষ্যেই এই দিনটি পালিত হয়।

 এবছর 89 তম জন্মদিন পালিত হল।

 তাঁর জন্ম:- ১৫ই অক্টোবর ১৯৩১

 তাঁর মৃত্যু:- ২৭শে জুলাই ২০১৫

 ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন

 তাঁর আত্মজীবনীর নাম- 'Wings of Fire'

 তিনি ১৯৮১ সালে পদ্মভূষণ, ১৯৯০ সালে পদ্ম বিভূষণ এবং ১৯৯৭ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন।


2.ইন্ডিয়ান আর্মির সঙ্গে ‘সুরক্ষা কবচ’ নামে সন্ত্রাসবিরোধী অনুশীলনের আয়োজন করলো কোন রাজ্যের পুলিশ?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ মহারাষ্ট্র✓

ⓒ জম্মু-কাশ্মীর

ⓓ তামিলনাড়ু

 ইন্ডিয়ান আর্মির হেডকোয়াটার- নিউ দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৮৯৫ সালের ১লা এপ্রিল

 চিফ অফ ডিফেন্স স্টাফ- বিপিন রাওয়াত


3.ভারতে ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটাতে কোন কোম্পানির সঙ্গে টাইআপ করলো Amazon Pay?

ⓐ OlA

ⓑ OLX

ⓒ Uber✓

ⓓ Zomato

 হেডকোয়াটার- সানফ্রান্সিসকো

 প্রতিষ্ঠা সাল- মার্চ, ২০০৯

 বর্তমান CEO- Dara Khosrowshahi (দারা খোসরোশাহী)

 Amazon-এর হেডকোয়াটার- ওয়াসিংটন

 প্রতিষ্ঠা সাল- ১৯৯৪ সালের ৫ই জুলাই

 বর্তমান CEO- জেফ বেজস


4. ‘Team BharatPe’-নামে টিভি ক্যাম্পেইনের জন্য কতজন ক্রিকেটারকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত করলো BharatPe কোম্পানী?

ⓐ ৫ জন

ⓑ ১০ জন

ⓒ ১১ জন✓

ⓓ ৪ জন

 সেই ১১ জন ক্রিকেটার হলেন- রোহিত শর্মা, যাসপ্রীত বুমরা, কে.এল. রাহুল, মোহাম্মদ শামী, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, শ্রেয়াস আইয়ার, পৃথ্বী সাউ, সঞ্জু স্যামসন, যুবেন্দ্র চাহাল, শুভমান গিল।


5. সম্প্রতি প্রয়াত কৌমুদী মুন্সী, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ অভিনয়

ⓑ নৃত্য

ⓒ সঙ্গীত✓

ⓓ টেবিল টেনিস

 তিনি গুজরাটের নাইটিঙ্গেল নামে পরিচিত।

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯৩ বছর

 গুজরাটের রাজধানী- গান্ধীনগর

 গুজরাটের বর্তমান রাজ্যপাল- আচার্য দেব ব্রত

 গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি


6.International Solar Alliance-এর প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলো কোন দেশ?

ⓐ ফ্রান্স

ⓑ ভারত✓

ⓒ আমেরিকা

ⓓ জাপান

  কো-প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলো-ফ্রান্স।

 হেডকোয়াটার- গুরুগ্রাম

 প্রতিষ্ঠা সাল- ২০১৫ সালের ৩০শে নভেম্বর

 প্রতিষ্ঠাতা- Narendra Modi, François Hollande (ফ্রান্সোইস হল্যান্ড)


7.‘Sujal - Drink from Tap Mission’ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ ত্রিপুরা

ⓒ উড়িষ্যা✓

ⓓ মেঘালয়

 ১৫টি শহরের মানুষের কাছে গুণমান সম্পন্ন জল পৌঁছে দিতেই এই উদ্যোগ।

 রাজধানী- ভুবনেশ্বর

 মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক

 রাজ্যপাল- গনেশী লাল


8. Google Pay এবং Visa-র সহযোগিতায় ‘ACE Credit Card’ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ ICICI Bank

ⓑ Axis Bank✓

ⓒ State Bank of India

ⓓ HDFC Bank

 হেডকোয়াটার- মুম্বাই

 প্রতিষ্ঠা সাল- ১৯৯৩

 বর্তমান CEO- অমিতাভ চৌধুরী


9.সম্প্রতি UN Human Rights Council-এর মেম্বার হিসাবে পুনরায় নির্বাচিত হলো কোন দেশ?

ⓐ ভুটান

ⓑ নেপাল✓

ⓒ মালদ্বীপ

ⓓ মায়ানমার

 রাজধানী- কাঠমান্ডু

 মুদ্রার নাম- নেপালিজ রুপী

 প্রধানমন্ত্রী- K. P. Sharma Oli

 UN Human Rights Council-এর হেডকোয়াটার- জেনেভা

 প্রতিষ্ঠা সাল- ২০০৬ সালের ১৫ই মার্চ

 বর্তমান প্রেসিডেন্ট- Elisabeth Tichy-Fisslberger (এলিসাবেথ টিচি-ফিসলবার্গার)


10.নেদারল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ শ্রীমতি পদ্মজা

ⓑ প্রদীপ কুমার রাওয়াত✓

ⓒ সঞ্জয় সিং

ⓓ প্রকাশ শর্মা

 নেদারল্যান্ডের রাজধানী- আমস্টারডাম

 মুদ্রার নাম- ইউরো

 বর্তমান প্রধানমন্ত্রী- Mark Rutte


11. International day of rural women কবে পালন করা হয়?

ⓐ 11 অক্টোবর

ⓑ 12 অক্টোবর

ⓒ 15 অক্টোবর✓

ⓓ 14 অক্টোবর

 গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে, খাদ্যনিরাপত্তা গ্রামোন্নয়ন এবং কৃষিক্ষেত্রে গ্রামের মহিলাদের অবদান ও গুরুত্ব  তুলে ধরতে প্রতিবছর এ দিনটি পালন করা হয়।


12. World economic forum 2021 এর বার্ষিক সভা দাভোস এর পরিবর্তে সুইজারল্যান্ডের কোন শহরে অনুষ্ঠিত হবে?

ⓐ জুরিখ

ⓑ জেনেভা

ⓒ বার্ন

ⓓ লুসার্ন✓

 World Economic Forum (WEF), founded in 1971.

 World Economic Forum is an international NGO.

 World Economic Forum headquarter:  Cologny, Geneva Canton, Switzerland


13. সম্প্রতি প্রয়াত  John R Reid কোন দেশে প্রাক্তন ক্রিকেট খেলোয়ার?

ⓐ নিউজিল্যান্ড✓

ⓑ দক্ষিণ আফ্রিকা

ⓒ অস্ট্রেলিয়া

ⓓ শ্রীলংকা

 Full name: John Richard Reid

 Born : 3 June 1928, Auckland, New Zealand

 Died : 14 October 2020 (aged 92)

Auckland, New Zealand

 Nickname : Bogo

 তিনি একজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ছিলেন।


14. কোন অনলাইন পেমেন্ট গেটওয়ে Same day bank settlement facility  লঞ্চ করল?

ⓐ Airtel money

ⓑ phone pe

ⓒ Google pay

ⓓ Paytm✓

 Paytm founder : Vijay Shekhar Sharma

 Founded : August, 2010

 CEO : Vijay Shekhar Sharma

Headquarter : Noida ,Uttar Pradesh


15. খাদ্য ও কৃষি সংস্থার 75 তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কত টাকার স্বর্ণ মুদ্রা প্রকাশ করলেন?

ⓐ 150 টাকা

ⓑ 75 টাকা✓

ⓒ 45 টাকা

ⓓ 100 টাকা

খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর -রোম

 খাদ্য ও কৃষি সংস্থার বর্তমান প্রধান - কো দোংইউ

 খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠা -1945


16. পাবলিক পলিসি টেকনোলজির চেয়ারম্যান হিসেবে কাকে ফেসবুক নিয়োগ করেছে?

ⓐ সুনীল আব্রাহাম✓

ⓑ নরেশ প্রভাস

ⓒ গঙ্গান ওজালা

ⓓ রবি কুমার

 ফেসবুক প্রতিষ্ঠা - ৪ ফেব্রুয়ারি ২০০৪; ১৬ বছর আগে

 ফেসবুকের বর্তমান CEO- মার্ক জুকারবার্গ

 ফেসবুক সংস্থার সদর দপ্তর - 

ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র


17. 2020 সালের 13 ই অক্টোবর রাতে কোন গ্রহ সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম আবির্ভূত হয়েছিল?

ⓐ শুক্র

ⓑ শনি

ⓒ মঙ্গল

ⓓ পৃথিবী

 2020 সালের 13 ই অক্টোবর রাতে মঙ্গল গ্রহটিকে পৃথিবী ও সূর্যের সাথে সারিবদ্ধ ভাবে দেখা গিয়েছিল ।

এই ঘটনা প্রতি দুই বছরে একবার ঘটে এবং এটিকে জ্যোতির্বিজ্ঞানের বিরোধিতা বলা হয় । সূর্য এবং মঙ্গল পৃথিবীর বিপরীতে রয়েছে।












No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...