আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৯৬
১) কোন নদীতে নাগার্জুন সাগর প্রোজেক্ট অবস্থিত ?
ক) তাপ্তি নদী, গুজরাট
খ) মাহী নদী, মহারাষ্ট্র
গ) কৃষ্ণা নদী, কর্ণাটক
ঘ) কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ✓
২) আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি ?
ক) বর্ধমান
খ) কচ্ছ✓
গ) বাস্তার
ঘ) লে-লাডাক
৩) লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি ?
ক) কন্নড়
খ) মালয়ালম✓
গ) তামিল
ঘ) মারাঠি
৪) ‘বমডিলা পাস’ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ক) মণিপুর
খ) অরুণাচল প্রদেশ✓
গ) ঝাড়খণ্ড
ঘ) তামিলনাড়ু
৫) ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
ক) পশ্চিমবঙ্গ
খ) আসাম
গ) ঝাড়খণ্ড
ঘ) ওড়িশা ✓
৬) ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি ?
ক) খেদাবন
খ) কাদাবন
গ) বাদাবন✓
ঘ) চাঁদাবন
৭) ‘খাসি’ ও ‘গারো’ উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
ক) কেরালা
খ) মেঘালয়✓
গ) তামিলনাড়ু
ঘ) মিজোরাম
৮) অসমের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি ?
ক) মানস✓
খ) বন্দীপুর
গ) পেরিয়ার
ঘ) দাচিগ্রাম
৯) রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
ক) রাজস্থান
খ) মধ্যপ্রদেশ
গ) উত্তরপ্রদেশ
ঘ) হিমাচল প্রদেশ✓
১০) ভারতের সর্ববৃহৎ মসজিদটির নাম কি ?
ক) আদিনা মসজিদ
খ) জামা মদজিদ✓
গ) নাখোদা মসজিদ
ঘ) জুনাগড় মসজিদ
১১) রাজস্থানের বিখ্যাত জাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায় ?
ক) বক্সাইট
খ) লোহা
গ) জিঙ্ক✓
ঘ) রুপা
১২) কোনটি ভারতের ‘বাগিচা নগরী’ নামে পরিচিত ?
ক) বেঙ্গালুরু✓
খ) ইম্ফল
গ) সিমলা
ঘ) তিরুবানন্তপুরম
১৩) ভারতে প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয় ?
ক) বারাণসিতে
খ) চিত্তরঞ্জনে✓
গ) কলকাতায়
ঘ) ভূপালে
১৪) কোন রাজ্যের উপকূল কে করমন্ডল উপকূল বলা হয়?
ক) কর্ণাটক
খ) তামিলনাড়ু✓
গ) কেরালা
ঘ) ওড়িশা
১৫) কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রাণীকে ভারত-সম্রাজ্ঞীরূপে ঘোষনা করা হয়েছিল ?
ক) 1876-77 খ্রীঃ ✓
খ) 1911 খ্রীঃ
গ) 1921 খ্রীঃ
ঘ) উপরের কোনটিই নয়
১৬) খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে / কারা দিয়েছিলেন ?
ক) সৈয়দ আহমেদ
খ) ইকবাল
গ) মহম্মদ আলি ও সৌকত আলি ✓
ঘ) রহমত আলি
১৭) কে প্রথম ‘ভারতের গভর্ণর জেনারেল’ উপাধি প্রাপ্ত হন ?
ক) লর্ড ক্লাইভ
খ) স্যার জন শোর
গ) ওয়ারেন হেস্টিংস ✓
ঘ) লর্ড কর্ণওয়ালিশ
১৮) চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রম করেছিল?
ক) 1211 খ্রীঃ
খ) 1221 খ্রীঃ✓
গ) 1399 খ্রীঃ
ঘ) 1526 খ্রীঃ
১৯) আদিগ্রন্থ কী ?
ক) শিখদের একটি ধর্মীয় পুস্তক ✓
খ) মানুষের ব্যবহারের মৌলিক বিধি সমন্বিত একটি পুস্তক
গ) মধ্যযুগের ব্যবহারের শাসকদের জন্য একটি পুস্তক
ঘ) উপরের কোনোটিই নয়
২০) পৃথিবীর খনিজ জ্বালানি কত বছরে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?
ক) ৫০ বছরে
খ) ৫০০ বছরে
গ) ১০০ বছরে✓
ঘ) ২০০ বছরে
২১) বৃস্টির জলে কোন গ্যাস দ্রবীভূত থাকে?
ক) CO2
খ) NO2
গ) CO2 ও NO2✓
ঘ) CO
২২) যে সকল পদার্থ এসিডকে প্রশমিত করে এর বৈশিষ্ট্যসূচক ধর্ম বিলুপ্ত করে তাকে কি বলে?
ক) এসিড
খ) ক্ষারক✓
গ) লবণ
ঘ) pH
২৩) গাঢ় নাইট্রিক এসিড কি রংয়ের বোতলে সংরক্ষণ করা হয়?
ক) সাদা
খ) হলুদ
গ) স্বচ্ছ
ঘ) বাদামি✓
২৪) ডিটারজেন্ট কী ধরনের পদার্থ?
ক) পরিষ্কারক
খ) জীবাণুনাশক✓
গ) রোগ-প্রতিরোধক
ঘ) বিস্ফোরক
২৫) লোহা+অক্সিজেন জলীয় বাষ্প?
ক) কার্বন ডাই অক্সাইড
খ) মরিচা✓
গ) ভেজা লোহা
ঘ) পারঅক্সাইড
২৬) ভিটামিন ই এর অভাবে কোনটি হতে পারে?
ক) জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু✓
খ) চোখের কর্নিয়ার আলসার সৃষ্টি
গ) ত্বকের লোমকূপের গোড়ায় ছোটো ছোটো গুটি সৃষ্টি
ঘ) মাড়ি থেকে রক্ত ঝরা
২৭) কোষের গঠন এবং কার্যাবলী কোনটির সাহায্যে নিয়ন্ত্রিত হয়?
ক) ফ্যাট
খ) কার্বোহাইড্রেট✓
গ) ফ্রুক্টোজ
ঘ) সুক্রোজ
২৮) কোন খাদ্যগুলো থেকে ব্যালেন্স ডায়েট পাওয়া যাবে?
ক) রুটি ,ডিম ,সবজি
খ) ডাল ,মাংস ,দুধ
গ) ভাত, রুটি ,আলু
ঘ) দুধ ,ডিম, ঘি✓
২৯) দেহের ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায় কোনটির অভাবে?
ক) শর্করা
খ) আমিষ
গ) ভিটামিন
ঘ) স্নেহপদার্থ✓
৩০) Reserve Bank of India এর ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন?
ক) ডি কে দীক্ষিত
খ) এম রাজেশ্বর রাও✓
গ) বিকাশ ত্রিপাঠী
ঘ) রাকেশ ভাদুরিয়া
৩১) মূক এবং বধির শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের শিখন উপকরণ তৈরী করছে কোন শিক্ষা সংস্থা?
ক) SSC
খ) NCERT✓
গ) SCERT
ঘ) WBCHSE
No comments:
Post a Comment