Saturday, October 17, 2020

Bengali Current Affairs 18th October, 2020

 


Bengali Current Affairs 18th October, 2020

1.সম্প্রতি Sooronbai Jeenbekov(সুরনবই জিনবকভ) কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন?

ⓐ আফগানিস্তান
ⓑ কিরগিস্তান✓
ⓒ ইরাক
ⓓ মায়ানমার

রাজধানী- Bishkek
 মুদ্রার নাম- কিরগিস্তানী সোম
 বর্তমান প্রধানমন্ত্রী- Sadyr Zhaparov (সাদির ঝাপারভ)
 Sooronbai Jeenbekov (সুরনবই জিনবকভ) 4 অক্টোবর 2020 সালে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন মাত্র 10 দিন পর তিনি পদত্যাগ করলেন।


2.NTPC–এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে গুরদীপ সিং-এর কার্য কালের মেয়াদ আরো কত বছর বৃদ্ধি করা হলো?

ⓐ ৪ বছর
ⓑ ৫ বছর✓
ⓒ ২ বছর
ⓓ ১ বছর

 তিনি ২০২৫ সালের ৩১শে জুলাই পর্যন্ত এই পদে বহাল থাকবেন।
 NTPC–এর পুরো কথা-National Thermal Power Corporation
 হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ১৯৭৫

3.রাজ্যের প্রতিটা পুলিশ স্টেশনে ‘ওমেন হেল্প ডেস্ক’-এর প্রতিষ্ঠা করলো কোন রাজ্য?

ⓐ গুজরাট
ⓑ উত্তরপ্রদেশ✓
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ মহারাষ্ট্র

 রাজধানী- লক্ষ্ণৌ
 মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ
 রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


4. ‘দীনদয়াল অন্তদয়া যোজনা’-র আওতায় জম্মু-কাশ্মীর এবং লাদাখে কত কোটি টাকার স্পেশাল প্যাকেজ অনুমোদন করলো কেন্দ্র?

ⓐ ৩০০ কোটি
ⓑ ৫২০ কোটি✓
ⓒ ৪৭০ কোটি
ⓓ ২৬৫ কোটি

 জম্মু-কাশ্মীরের গভর্নর- মনোজ সিনহা
 লাদাখের গভর্নর- রাধা কৃষ্ণ মথুর


5.ভারত কোন প্রতিবেশী দেশের নৌবাহিনীকে ‘INS Sindhuvir’-নামে সাবমেরিন প্রদান করলো?

ⓐ ভুটান
ⓑ শ্রীলংকা
ⓒ মায়ানমার✓
ⓓ মালদ্বীপ

 রাজধানী- নেপিডো
 মুদ্রার নাম- বার্মিজ কিয়াত
 রাষ্ট্রপতি - থেইন কিয়াও

6.আব্দুল কালামের জন্মবার্ষিকীতে কী শিরোনামে ডকুমেন্টারী স্ট্রিম করলো Films Division of India?

ⓐ Best President
ⓑ People’s President✓
ⓒ Dear Kalam
ⓓ Missile Man

 ৫২ মিনিটের এবং ইংরাজি ভাষায় এই ডকুমেন্টারী।
 এটির নির্দেশনা করেছেন- পঙ্কজ ব্যাস
 Films Division of India-এর হেডকোয়াটার- মুম্বাই
 প্রতিষ্ঠা সাল- ১৯৪৮


7.‘Red Light On, Gaadi Off’-নামে অভিযান লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র
ⓑ কর্নাটক
ⓒ দিল্লি✓
ⓓ তামিলনাড়ু

 রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকাকালীন গাড়ির ইঞ্জিন বন্ধ রাখার বার্তা পৌছাতেই এই উদ্যোগ।
 মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল
 রাজ্যপাল- অনিল বৈজাল


8.কোন রাজ্যের দুগ্ধ চাষীদের জন্য ‘mooPay’- নামে পেমেন্ট প্লাটফর্ম লঞ্চ করলো Stellapps কোম্পানী?

ⓐ হরিয়ানা
ⓑ রাজস্থান✓
ⓒ গুজরাট
ⓓ পাঞ্জাব

 রাজধানী- জয়পুর
 মুখ্যমন্ত্রী- অশোক গেহলট
 রাজ্যপাল- কালরাজ মিশ্র


9.'Mr Prime Minister, We Shrank the Dragon’-শিরোনামে বই লিখলেন কে?

ⓐ অরুন্ধতী রায়
ⓑ প্রদীপ গুরহ✓
ⓒ প্রকাশ জাভেদকর
ⓓ গৌরী খান

 তাঁর প্রথম বই 'Survival Redux', যেটি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়েছিল।


10. কোন রাজ্য সরকার বিশ্বের বৃহত্তম Greenfield zinc smelter প্রকল্প স্থাপনের কথা ঘোষণা করল?

ⓐ কর্ণাটক
ⓑ গুজরাট✓
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ রাজস্থান

 স্থান : Dosvada, Tapti District, Gujarat
 এই প্রকল্পের ফলে ৫০০০ জন এর কর্মসংস্থান হবে।
  গুজরাটের রাজধানী- গান্ধীনগর
 গুজরাটের বর্তমান রাজ্যপাল- আচার্য দেব ব্রত
 গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি

11. Central Bank of The Year Award 2020 কোন ব্যাংক পেল?

ⓐ Bank of Ghana✓
ⓑ Monetary Authority of Singapore
ⓒ Bangkok Canada
ⓓ HSBC Bank

 Headquarters : Accra, , Ghana
 Established : 1957
 Currency : Ghanaian cedi


12. World food day কবে পালিত হয়?

ⓐ 12 অক্টোবর
ⓑ 15 অক্টোবর
ⓒ 16 অক্টোবর✓
ⓓ 17 অক্টোবর

 বিশ্বব্যাপী ক্ষুধা নিবারণ করতে এবং ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা দিবস কে স্মরণ করে প্রতি বছর এই দিন পালন করা হয়।
 এবছর 75 তম প্রতিষ্ঠা দিবস।
❖ Theme :  " Grow, nourish, sustain. Together.  Our actions are our future."


13. সম্প্রতি প্রয়াত প্রথম অস্কার প্রাপ্ত ভারতীয় ভানু আথাইয়া কোন ছবির জন্য 1982 সালে অস্কার পেয়েছিলেন?

ⓐ Gandhi✓
ⓑ Lekin
ⓒ Lagan
ⓓ Swades

 মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর।
 ব্রেইন ক্যান্সারে তিনি মারা যান।

14. কোন দেশ 'এপিভ্যাক করোনা' (EpiVac Corona)- নামে দ্বিতীয় করোনা ভ্যাকসিন কে অনুমোদন দিল?

ⓐ আমেরিকা
ⓑ রাশিয়া✓
ⓒ ফ্রান্স
ⓓ ইটালি

রাশিয়ার তৈরি প্রথম করোনা ভ্যাকসিনের নাম - স্পুটনিক' ভি
 রাশিয়ার রাজধানী - মস্কো
 রাশিয়ার মুদ্রা- রুবেল
 রাশিয়ার রাষ্ট্রপতি - ভ্লাদিমির পুতিন


15. আন্তর্জাতিক দুর্যোগ হ্রাস দিবস কবে পালন করা হয়?

ⓐ 29 অক্টোবর
ⓑ 15 অক্টোবর
ⓒ 13 অক্টোবর✓
ⓓ 10 অক্টোবর

 প্রতিবছর 13 অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ হ্রাস দিবস টি বিশ্বব্যাপী জাতিসংঘ দ্বারা পালন করা হয়।

 এই দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যেই ঝুঁকি সচেতনতা এবং দুর্যোগ হ্রাসের একটি বিশ্বব্যাপী সংস্কৃতি প্রচার করা।

16. গ্লোবাল non-violent ফিলম ফেস্টিভাল কানাডা 2020 সেরা অভিনেত্রী কে হয়েছেন?

ⓐ নিক্কি নেগি✓
ⓑ দীপিকা নারায়ণ
ⓒ পারুল শেখাওয়াত
ⓓ কোনোটিই নয়

 হিমাচল প্রদেশের কিন্নরের 22 বছর বয়সি নিক্কি নেগি গ্লোবাল non-violent ফিলম ফেস্টিভাল কানাডা 2020 সেরা অভিনেত্রী  হয়েছেন।

 এই চলচ্চিত্র উৎসব টির জন্য সারা বিশ্ব থেকে কেবল 30টি শর্টফিল্ম নির্বাচিত হয়েছিল।

17. কোন রাজ্যের মেয়ে সানভি এম প্রজিতএক ঘণ্টার মধ্যে 33 টি খাবার তৈরির রেকর্ড করেছে?

ⓐ গুজরাট
ⓑ আসাম 
ⓒ মহারাষ্ট্র
ⓓ কেরালা✓

 কেরালার সানভি এম প্রজিত এক ঘণ্টারও কম সময়ের মধ্যে 33 টি খাবার তৈরির রেকর্ড করেছেন। যার জন্য এর নাম এশিয়া ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠে এসেছে।

18. কেন্দ্র রেল এর মাধ্যমে ফলমূল ও শাকসবজি পরিবহনে কত শতাংশ ভর্তুকি দিয়েছে?

ⓐ 20%
ⓑ 30%
ⓒ 50%✓
ⓓ 60%



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...