Friday, October 16, 2020

SLST/ NET/SET HISTORY MCQ প্রাচীন ভারতীয় ইতিহাস Set-12

 


SLST/ NET/SET HISTORY MCQ

              প্রাচীন ভারতীয় ইতিহাস

                          Set-12

১) হুন্ দের শাসন থেকে মধ্য ভারতকে কে মুক্ত করেন?

ক) মহেন্দ্র

খ) অমোঘ বর্ষ

গ) নরসিংহ বালাদিত্য✓

ঘ) হর্ষবর্ধন


২) সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল?

ক) নদীয়া✓

খ) বাংলাদেশ

গ) আসাম

ঘ) উড়িষ্যা


৩) সেন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?

ক) শৈব

খ) বৌদ্ধ

গ) জৈন

ঘ) ব্রাহ্মণ্য✓


৪) পাল রাজারা কোন লিপি রচনা করেন?

ক) গঞ্জাম

খ) খালিমপুর✓

গ) গরুর ধ্বজ

ঘ) কোনোটিই নয়


৫) " দায় ভাগ " গ্রন্থের রচয়িতা কে?

ক) বিজ্ঞানেশ্বর

খ) জীমূতবাহন✓

গ) সন্ধ্যাকর নন্দী

ঘ) শান্তিরক্ষিত


৬) " মিতাক্ষরা " গ্রন্থের রচয়িতা কে?

ক) শীল রক্ষিত

খ) জীমূতবাহন

গ) বিজ্ঞানেশ্বর✓

ঘ) শূরপাল


৭) " রামাবতী" নামক রাজধানী স্থাপন করেন কে?

ক) দেবপাল

খ) ধর্মপাল

গ) মহিপাল

ঘ) রামপাল✓


৮) নিম্নের কোনটি সঠিক নয়?

ক) পাল যুগের একজন বিখ্যাত বৌদ্ধ পন্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর।

খ) অতীশ দীপঙ্করের আসল নাম চন্দ্রগর্ভ।

গ) উত্তরাপথ স্বামী নামে পরিচিত ছিলেন দেবপাল।✓

ঘ) দেবপাল উৎকল ও আসাম দখল করেন


৯) পাল যুগের একজন বিখ্যাত আরব বণিক কে ছিলেন?

ক) সুলেমান✓

খ) রহমত আলী

গ) নাসির

ঘ) রিয়াজ খান


১০) কোন সেন রাজা " গৌড়েশ্বর "উপাধি নেন?

ক) বল্লাল সেন

খ) বিজয় সেন

গ) লক্ষণ সেন✓

ঘ) সামন্ত সেন


১১) নিম্নের কোনটি সঠিক নয়?

ক) হর্ষবর্ধন প্রথম জীবনে শৈব ছিলেন

খ) হর্ষবর্ধন শেষ বয়সে বৌদ্ধধর্ম গ্রহণ করেন

গ) বাংলার প্রথম সার্বভৌম নরপতি ছিলেন গৌড় বংশের প্রতিষ্ঠাতা

ঘ) শশাঙ্ক এলাহাবাদে পঞ্চবার্ষিকী মেলার প্রবর্তন করেন✓


১২) শশাঙ্ক কে গৌড় ভুজঙ্গ কে বলেছেন?

ক) ভিন্সেন্ট স্মিথ

খ) বানভট্ট✓✓

গ) আর মজুমদার

ঘ) হিউ এন সাং


১৩) মালবের কোন রাজা শশাঙ্কের মিত্র ছিলেন?

ক) দেব গুপ্ত✓

খ) মহেন্দ্র গুপ্ত

গ) গ্রহ বর্মা

ঘ) মহেন্দ্র দিত্য


১৪) হর্ষবর্ধন কে পঞ্চভারতের অধিপতি কে বলেছেন?

ক) বানভট্ট

খ) হিউয়েন সাং✓

গ) শশাঙ্ক

ঘ) ফা হিয়েন

১৫) হর্ষবর্ধন কোন রাজার সাথে তার কন্যার বিবাহ দেন?

ক) দেব গুপ্ত

খ) তৃতীয় গোবিন্দ

গ) ধ্রুব সেন✓

ঘ) মহেন্দ্র বর্মন


১৬) কম্বোজ রাজ্যের রেয়ন মন্দির টি কোন দেবতার?

ক) বিষ্ণু

খ) হনুমান

গ) ইন্দ্র

ঘ) শিব✓

১৭) " কুটুম্বিন" কাদের বলা হত?

ক) চোল

খ) রাষ্ট্রকূট✓

গ) পল্লব

ঘ) চালুক্য


১৮) বাংলার সুলতানি যুগের একমাত্র হিন্দু শাসক গণেশ এর প্রকৃত নাম কি?

ক) দনুজ মর্দন✓

খ) দানি মর্দন

গ) রবি বর্মন

ঘ) রাজ বর্ধন


১৯) গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে কোন চৈনিক ভাষাতত্ত্ববিদ ভারতে আসেন?

ক) ইয়েলুভ

খ) চামুয়ান

গ) মাহুয়ান✓

ঘ) হিভ - লুৎ

২০) ইলিয়াস শাহী বংশের রাজত্বকালে প্রধান বন্দর কোনটি?

ক) ঢাকা

খ) কলকাতা

গ) তাম্রলিপ্ত

ঘ) চট্টগ্রাম✓







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...