Sunday, October 18, 2020

Bengali Current Affairs 19th October, 2020

 

Bengali Current Affairs 19th October, 2020

1.সম্প্রতি প্রয়াত মালায়ালাম কবি আক্কিথাম আচুথান নাম্বুথিরি 2019 সালে কত তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন?

ⓐ 55✓
ⓑ 52
ⓒ 50
ⓓ 51

⦿ তিনি 2017 সালে পদ্মশ্রী পুরস্কার পান।
⦿ 1973 সালে সাহিত্য একাডেমী পুরস্কার পান।

2. কোন রাজ্য সরকার 2023 সাল পর্যন্ত
রাগবি ইন্ডিয়ার সাথে চুক্তি করলো?

ⓐ মহারাষ্ট্র
ⓑ উড়িষ্যা✓
ⓒ কেরালা
ⓓ মধ্যপ্রদেশ

⦿ এর জন্য উড়িষ্যা সরকার 3 কোটি টাকা দিচ্ছে।
⦿ উড়িষ্যার মুখ্যমন্ত্রী - নবীন পট্টনায়ক
⦿ উড়িষ্যার রাজ্যপাল - গণেশী লাল

3.গ্রাহকদের জন্য ‘The Healthy Life Programme’ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ Axis Bank
ⓑ HDFC Bank✓
ⓒ ICICI Bank
ⓓ Exim Bank

⦿ এই প্রোগ্রামের জন্য সহায়তা করছে Apollo Hospitals
⦿ HDFC Bank-এর হেডকোয়াটার- মুম্বাই
⦿ প্রতিষ্ঠা সাল- আগস্ট, ১৯৯৪
⦿ ট্যাগ লাইন- We Understand Your World.
⦿ বর্তমান CEO- আদিত্য পুরী

4.‘থ্যালাসেমিয়া বাল সেবা যোজনা’-র দ্বিতীয় পর্ব লঞ্চ করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ ড. হর্ষ বর্ধন✓
ⓒ স্মৃতি ইরানী
ⓓ রামবিলাস পাসওয়ান

⦿ তিনি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
⦿ এই যোজনার প্রথম পর্ব লঞ্চ করা হয়েছিল ২০১৭ সালে।

5.মহিলা ব্যবসায়ী হিসাবে ‘GOLD Stevie Award’ পেলেন কে?

ⓐ কৃতি শর্মা
ⓑ শ্রীমা গুপ্তা✓
ⓒ মৌসুমী গুণধর
ⓓ গীতা গোপীনাথ

⦿ Power grid corporation of India Limited director শ্রীমা গুপ্তা GOLD Stevie Award’ ( lifetime achievement business category) 2020 পেলেন।
⦿ এবছর এটা 17 তম Stevie Award

6.সম্প্রতি প্রয়াত ভানু আথাইয়া, প্রথম ভারতীয় হিসাবে কোন পুরস্কার পেয়েছিলেন?

ⓐ নোবেল
ⓑ অস্কার✓
ⓒ অ্যাবেল
ⓓ রামন ম্যাগসেসে

⦿ তিনি একজন কস্টিউম ডিজাইনার।
⦿ ১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবার্গ পরিচালিত 'গান্ধী' ছবির সৌজন্যে তিনি সন্মানিত হন।
⦿ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯১ বছর

7.প্যালেস্টাইন রিফিউজিদের জন্য ‘United Nations Relief and Works Agency’ ১ মিলিয়ন ডলার দান করলো কোন দেশ?

ⓐ শ্রীলংকা
ⓑ আমেরিকা
ⓒ ভারত✓
ⓓ বাংলাদেশ

⦿ UNRWA (United Nations Relief and Works Agency’) -এর হেডকোয়াটার- আম্মান, জর্ডান
⦿ কমিশনার জেনারেল- Philippe Lazzarini (ফিলিপ লাজারিনি)

8.বায়ুদূষণ কমাতে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার নিষিদ্ধ করলো কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র
ⓑ দিল্লি✓
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ কেরালা

⦿ মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল
⦿ রাজ্যপাল- অনিল বৈজাল

9.Cello Group-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা?

ⓐ আমির খান
ⓑ অমিতাভ বচ্চন✓
ⓒ জন আব্রাহাম
ⓓ আয়ুষ্মান খুরানা

10. 2020 Global Passport Index-এ ভারতের স্থান কত?

ⓐ ২১
ⓑ ৫৮✓
ⓒ ৪৭
ⓓ ৩২

⦿ এই তালিকায় প্রথমস্থানে নিউজিল্যান্ড এবং দ্বিতীয়স্থানে জাপান।
⦿ আমেরিকার স্থান ২১

11. কোন কেন্দ্রীয় মন্ত্রী KAPILA Kalam প্রোগ্রাম লঞ্চ করল?

ⓐ রমেশ পক্রিয়াল✓
ⓑ নীতিন গড়করি
ⓒ নরেন্দ্র মোদি
ⓓ ধর্মেন্দ্র প্রধান

⦿ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পক্রিয়াল এই প্রোগ্রামটি ভার্চুয়ালি লঞ্চ করলেন।
⦿ KAPILA -Kalam  program for intellectual property literary and awareness campaign
⦿ এপিজে আবদুল কালামের 89 তম জন্মবার্ষিকীতে এটা লঞ্চ করা হয়।
⦿ এই প্রোগ্রামটি পালিত হবে 15 ই অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত।

12. কোন রাজ্য সরকার 2023 সাল পর্যন্ত
রাগবি ইন্ডিয়ার সাথে চুক্তি করলো?

ⓐ মহারাষ্ট্র
ⓑ উড়িষ্যা✓
ⓒ কেরালা
ⓓ মধ্যপ্রদেশ

⦿ এর জন্য উড়িষ্যা সরকার 3 কোটি টাকা দিচ্ছে।
⦿ উড়িষ্যার মুখ্যমন্ত্রী - নবীন পট্টনায়ক
⦿ উড়িষ্যার রাজ্যপাল - গণেশী লাল

13. "The battle of belonging" বইটির লেখক কে?

ⓐ অরুন্ধতী রায়
ⓑ চেতন ভগত
ⓒ শশী থারুর✓
ⓓ বিমল জালান

⦿ এই বইটি প্রকাশিত হবে 2020 সালের নভেম্বর মাসে।

14. International Day for the eradication of poverty (আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ) দিবস কবে পালিত হয়?

ⓐ 15 অক্টোবর
ⓑ 16 অক্টোবর
ⓒ 17 অক্টোবর✓
ⓓ 18 অক্টোবর

⦿ দারিদ্র দূরীকরণ করে সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে এই দিনটি পালন করা হয়।
⦿ Theme : " Acting together to achieve social and environmental justice for all".

15. সম্প্রতি প্রয়াত শোভা নাইডু কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত ছিলেন?

ⓐ নৃত্যশিল্পী✓
ⓑ সঙ্গীত
ⓒ লেখিকা
ⓓ শিক্ষিকা

⦿ তিনি একজন কুচিপুরি নৃত্য শিল্পী।
⦿ 2001 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান।
⦿ 1991 সালে তিনি সংগীত নাটক একাডেমী পুরস্কার পান।








.


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...