Monday, October 19, 2020

Bengali Current Affairs 20th October, 2020

 


Bengali Current Affairs 20th October, 2020

1.সম্প্রতি Dr Michael Irani কোন সংস্থার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ IWF✓

ⓑ IMF

ⓒ ICC

ⓓ BCCI

IWF-এর পুরো কথা- International Weightlifting Federation

 হেডকোয়াটার- বুদাপেস্ট, হাঙ্গেরী

 প্রতিষ্ঠা সাল- ১৯০৫


2.UNESCO-তে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ বিশাল শর্মা✓

ⓑ সুধীর ব্যানার্জী

ⓒ অশ্বিনী কুমার

ⓓ আশীষ ভাটিয়া

 এনার আগে এই পদে ছিলেন- Jawed Ashraf

 UNESCO-এর পুরো কথা- United Nations Educational, Scientific and Cultural Organization

 হেডকোয়াটার- প্যারিস, ফ্রান্স

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ১৬ই নভেম্বর

 বর্তমান হেড- Audrey Azoulay (অড্রে আজোলে)


3. 16th October National Security Guard  (NSG) এর কত তম প্রতিষ্ঠা দিবস পালিত হল?

ⓐ 35 তম

ⓑ 36 তম✓

ⓒ 34 তম

ⓓ 32 তম

 National Security Guard হেডকোয়ার্টার : নিউ দিল্লি

 DG of National Security Guard: অনুপ কুমার সিং

 Founded on :15 October 1984

 Motto : सर्वत्र सर्वोत्तम सुरक्षा (Sanskrit)

Omnipresent omnipotent security


4.বিভিন্ন সরকারী পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে ‘My Town My Pride’ প্রোগ্রাম লঞ্চ করছে কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র

ⓑ জম্মু-কাশ্মীর✓

ⓒ লাদাখ

ⓓ সিকিম

 লেফটেন্যান্ট গভর্নর- মনোজ সিনহা


5. National Thermal Power Corporation (NTPC) Ltd, Chairman and managing director পদে পুনরায় কে নিযুক্ত হলেন?

ⓐ সন্দীপ শর্মা

ⓑ বিশাল বাক্ষি

ⓒ দীনেশ খুল্লার

ⓓ গুরদিপ সিং✓

 কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে 21 জুলাই 2025 সাল পর্যন্ত।

 Founded : 7 November 1975; 44 years ago

 Headquarters : New Delhi, 


6. কোন রাজ্য সরকার মাপুসা এবং পন্ডা নামে দুটি নতুন পুলিশ জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে?

ⓐ হিমাচল প্রদেশ

ⓑ উত্তর প্রদেশ

ⓒ গোয়া✓

ⓓ রাজস্থান

 গোয়ার মুখ্যমন্ত্রী: প্রমোদ সাওয়ান্ত

 গোয়ার রাজ্যপাল : ভগৎ সিং কষিয়ারী


7.সম্প্রতি বিদেশ থেকে এয়ার কন্ডিশনার আমদানীর উপর নিষেধাজ্ঞা জারি করলো কোন দেশ?

ⓐ বাংলাদেশ

ⓑ ভারত✓

ⓒ পাকিস্তান

ⓓ শ্রীলংকা


8.Indian Banks’ Association (IBA)-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ অমিতাভ ব্যানার্জী

ⓑ আদিত্য পুরী

ⓒ রাজকিরণ রাই✓

ⓓ রাজনিস কুমার

 তিনি Union Bank of India-র CEO

 IBA-এর হেডকোয়াটার- মুম্বাই

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৬ সালের ২৬শে সেপ্টেম্বর


9. কোন রাজ্য সরকার প্রতিটা পুলিশ স্টেশনে women help desk প্রতিষ্ঠিত করল?

ⓐ উত্তর প্রদেশ✓

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ অন্ধ্রপ্রদেশ

ⓓ হিমাচল প্রদেশ

 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ

 উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল


10. Global handwashing day কবে পালিত হয়?

ⓐ 16 অক্টোবর

ⓑ 15 অক্টোবর✓

ⓒ 14 অক্টোবর

ⓓ 18 অক্টোবর


 হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

 2008 সাল থেকেই এই দিনটি পালিত হচ্ছে।

Theme : " Hand Hygiene for All "








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...