Sunday, November 1, 2020

Bengali Current Affairs 2nd November, 2020

 

Bengali Current Affairs 2nd November, 2020

1.14th Asian Film Awards-এ ‘বেস্ট অরিজিনাল স্কোর’ সম্মান পেল ভারতের কোন সিনেমা?

ⓐ Saand Ki Aankh

ⓑ Gully Boy✓

ⓒ Street Dancer

ⓓ Thappad

◓ এই সিনেমাটির ডিরেক্টর হলেন-জোয়া আখতার

2.কোন কোম্পানী তাদের প্লাটফর্মে ‘ডিজিটাল গোল্ড’ লঞ্চ করলো?

ⓐ PhonePe

ⓑ BharatPe✓

ⓒ GooglePay

ⓓ Paytm

◓ হেডকোয়াটার- নিউ দিল্লি

◓ প্রতিষ্ঠা সাল- ২০১৮

◓ বর্তমান CEO- Ashneer Grover


3.‘Global Art Competition’-এ বিশেষ পুরস্কার জিতলো ৬ বছর বয়সী আনজার মুস্তাইন আলী, সে কোন দেশের বাসিন্দা?

ⓐ নেপাল

ⓑ ভারত

ⓒ বাংলাদেশ✓

ⓓ শ্রীলংকা

◓ পুরস্কার হিসাবে সে মোট ১০০০ মার্কিন ডলার জিতলো।

◓ এই কম্পিটিশন আয়োজন করেছিল -Indian Council of Cultural Relations (ICCR)

◓ হেডকোয়াটার- নিউ দিল্লি

◓ প্রেসিডেন্ট- বিনয় সহস্রবুদ্ধে

◓ ডিরেক্টর-জেনারেল- শ্রী দীনেশ কে. পটনায়েক


4. 29 অক্টোবর 2020, 8th Joint Commission  meeting ভারতের সঙ্গে কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?

ⓐ ফ্রান্স

ⓑ জাপান

ⓒ মেক্সিকো✓

ⓓ ইটালি

◓ বৈঠকে সহ- সভাপতিত্ব করেন Indian External Affairs Minister -Dr. S. Jaishankar এবং  Meico's Foreign Affairs Minister - Marcelo Ebrard

◓ বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি ক্ষেত্র বানিজ্য-বিনিয়োগ শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়।


5.ভূমি এবং সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য ‘Dharani’ পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ তেলেঙ্গানা✓

ⓒ আসাম

ⓓ মহারাষ্ট্র

◓ রাজধানী- হায়দ্রাবাদ

◓ মুখ্যমন্ত্রী- কে. চন্দ্রশেখর রাও

◓ রাজ্যপাল- Tamilisai Soundararajan


6.14th Asian Film Awards-এ সেরা ছবি কোনটি?

ⓐ A Sun

ⓑ ১৯১৭

ⓒ গালি বয়

ⓓ প্যারাসাইট✓


7.Dr. Trust হেলথকেয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ⓐ শচীন তেন্ডুলকর

ⓑ রোহিত শর্মা✓

ⓒ এম.এস ধোনী

ⓓ সৌরভ গাঙ্গুলী


8.দূষণের বিরুদ্ধে জনগনের অংশগ্রহণ বাড়াতে ‘Green Delhi’ অ্যাপ লঞ্চ করলেন কে?

ⓐ অনিল বৈজাল

ⓑ অরবিন্দ কেজরীয়াল✓

ⓒ নরেন্দ্র মোদী

ⓓ রামবিলাস পাসওয়ান

◓ তিনি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী

◓ রাজ্যপাল- অনিল বৈজাল


9.সম্প্রতি প্রয়াত সুকুমার হাঁসদা, কোন রাজনৈতিক দলের MLA?

ⓐ কংগ্রেস

ⓑ তৃনমূল কংগ্রেস✓

ⓒ বিজেপি

ⓓ সিপিএম

◓ তিনি ঝাড়গ্রামের MLA

◓ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৬৫ বছর


10. কোন ব্যাংক এশিয়া সর্বশ্রেষ্ঠ ব্যাংকের তকমা পেয়েছে?

ⓐ DBS Bank ✓

ⓑ SBI

ⓒ HDFC Bank 

ⓓ পাঞ্জাব নেশনাল ব্যাঙ্ক


◓ DBS Bank- The Development Bank of Singapore Limited

◓  Founded : 16 July 1968; 52 years ago

◓ Headquarters : Marina Bay, Singapore

◓ CEO -  Piyush Gupta

◓ Chairman -  Peter Seah


11. কোন রাজ্যের রাজ্যপাল রাজ্য সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য মেডিকেলে ভর্তি 7.5% সিট সংরক্ষণ করার একটি বিল পাস করল?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ তামিলনাড়ু✓

ⓒ মহারাষ্ট্র

ⓓ উত্তর প্রদেশ

◓ তামিলনাড়ুর  রাজধানী - চেন্নাই

◓ তামিলনাড়ুর  রাজ্যপাল- বানওয়ারীলাল পুরোহিত

◓ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী - এডাপ্পাদি কে. পালানিসামি

◓ প্রতিষ্ঠিত : 26 January, 1950


12. ভারত কোন দেশের সশস্ত্র বাহিনী থেকে 11,000 ঠান্ডা আবহাওয়ায় পোশাক ব্যবস্থা [extended cold weather clothing system is (ECWCS )] ক্রয় করল?

ⓐ ইতালি

ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র✓

ⓒ চীন

ⓓ জাপান

◓ আমেরিকার রাজধানী -ওয়াশিংটন ডিসি

◓ আমেরিকার মুদ্রা- ডলার

◓ আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


13. কেন্দ্রীয় মন্ত্রিসভা 2020 সালের 29 অক্টোবর স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার সমপ্রসারণের জন্য ভারত ও কোন দেশের মধ্যে Mou সাক্ষর করার অনুমোদন দিল?

ⓐ মালি

ⓑ মালয়েশিয়া

ⓒ কম্বোডিয়া✓

ⓓ জাপান

◓ কম্বোডিয়ার রাজধানী -নমপেন

◓ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী  - Hun Sen

◓ কম্বোডিয়ার মুদ্রা - Riel 


14. চীন কোথায় world's highest -altitude cloud computing data centre তৈরি করতে চলেছে?

ⓐ সাং হাই

ⓑ হংকং

ⓒ তিব্বত✓

ⓓ বেজিং

◓ চীনের রাজধানী -বেজিং

◓ চীনের মুদ্রা- রেনমিনবি

◓ চীনের রাষ্ট্রপতি - শি জিনপিং


15. IIFFB তে কাকে lifetime achievement award দ্বারা পুরস্কৃত করা হলো?

ⓐ ওম পুরী✓

ⓑ অমিতাভ বচ্চন 

ⓒ ধর্মেন্দ্র কাপুর

ⓓ শাহরুখ খান 

◓ তাঁর হয়ে এই পুরস্কার গ্রহণ করলেন তাঁর স্ত্রী- নন্দিতা পুরী।

◓ IIFFB এর fulform  - India International film festival of Boston

◓ Pride of India Award- Chef Viaks Khanna

◓ Best Male Actor - Victor Banerjee

◓ Best Female Actor - Shylaja Ambu


16. IIT Kanpurএবং Archaeological Survey of India স্মৃতিসৌধ পুনরুদ্ধারের জন্য কোন দেশের ইনস্টিটিউটের সঙ্গে MoUস্বাক্ষর করলো?

ⓐ ইতালি✓

ⓑ আমেরিকা

ⓒ ফ্রান্স

ⓓ বাংলাদেশ


◓ Director General: V. Vidyavathi, IAS

◓ Founder: Alexander Cunningham

◓ Founded: 1861

◓ Headquarters- New Delhi

◓ ইতালির রাজধানী- রোম

◓ ইতালির মুদ্রা - ইউরো

◓ ইতালির  রাষ্ট্রপতি -সের্জো মাত্তারেল্লো 

◓ ইতালির প্রধানমন্ত্রী- জুসেপ্পে কন্তে



সম্প্রতি কোন রাজ্যের কবরতাল ঝিল কে রামসার সাইট এর তকমা দেওয়া হয়েছে?








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...