Thursday, October 22, 2020

Bengali Current Affairs 23rd October, 2020

 


Bengali Current Affairs 23rd October, 2020

1.ভারতে পুলিশ স্মরণ দিবস পালন করা হয় কোন দিন?

ⓐ ২২শে মার্চ
ⓑ ২১শে অক্টোবর✓
ⓒ ১লা জুন
ⓓ ২৩শে অক্টোবর

2.মহিলাদের সুরক্ষার জন্য ‘Safe City Project’  লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল?

ⓐ উত্তরপ্রদেশ✓
ⓑ গুজরাট
ⓒ পাঞ্জাব
ⓓ হরিয়ানা

এই ক্যাম্পেইনটি মোট ১৮০ দিন চলবে।
 এর জন্য লঞ্চ করা হয়েছে ১০০টি গোলাপী স্কুটার এবং ১০টি পুলিশ ভ্যান।
 রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল
 মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ
 কেন্দ্রীয় সরকার মহিলাদের সুরক্ষা জোরদার করার জন্য 194 কোটি টাকা বরাদ্দ করেছে।

3.2020 Asia Power Index-এ ভারতের স্থান কত?

ⓐ প্রথম
ⓑ পঞ্চম
ⓒ চতুর্থ✓
ⓓ তৃতীয়

 এই তালিকায় প্রথমস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয়স্থানে চীন এবং তৃতীয়স্থানে জাপান।

4. ‘Y20 Global Summit’-এ ভার্চুয়ালি অংশ গ্রহণ করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ কিরেন রিজিজু✓
ⓒ ড. জয়শংকর
ⓓ নির্মলা সিথারমন

 তিনি ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।
 এই সামিট হোস্ট করা হয়েছিল- সৌদি আরব থেকে
 এবারের থিম ছিল- 'Government – Youth dialogue on post-COVID-19 opportunities'

5.‘আয়ুষ্মান সহকার স্কিম’ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ নরেন্দ্র সিং তমার✓
ⓑ ড. হর্ষবর্ধন
ⓒ পরষোত্তম রূপালা
ⓓ নরেন্দ্র মোদী

 তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
 গ্রামীন অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্যই এই উদ্যোগ।

6.ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে সাথে এবছর ‘Malabar 2020 Naval Exercise’-এ অংশ নেবে কোন দেশের নেভি?

ⓐ ফ্রান্স
ⓑ অস্ট্রেলিয়া✓
ⓒ ইন্দোনেশিয়া
ⓓ ইংল্যান্ড

 ১৯৯২ সালে এই নৌসেনা মহড়া যৌথ্ভাবে শুরু করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।
 ২০১৫ সালে এই দুই দেশের সঙ্গে যোগ দেয় জাপান।
 এবারে আরব সাগর ও বঙ্গোপসাগরে এটি অনুষ্ঠিত হবে।
 Chief of Naval Staff : Admiral Karambir Singh
 Indian Navy Founded - 26 January, 1950

7.বৈদ্যুতিক বিপর্যয়জনিত কারণে হাতির মৃত্যু রোধে বিশেষ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ উড়িষ্যা
ⓑ আসাম
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ ত্রিপুরা

 এই ক্যাম্পেইনটি মূলত বক্সা টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া ও গরুমারা ন্যাশনাল পার্কের সংলগ্ন এলাকার জন্য।

8.সম্প্রতি Asan Conservation Reserve-টি কোন রাজ্যের প্রথম রামসার সাইটে পরিনত হল?

ⓐ কেরালা
ⓑ উত্তরাখণ্ড✓
ⓒ সিকিম
ⓓ জম্মু-কাশ্মীর

 Asan Conservation Reserve ভারতের 38 তম রামসার সাইটের মর্যাদা পেল। এটি উত্তরাখণ্ডে রামসার সাইট তকমা পাওয়া প্রথম জলাভূমি।
  Asan Conservation Reserve উত্তরাখণ্ডে দেরাদুন জেলায় যমুনা নদীর তীরে অবস্থিত।
 পশ্চিমবঙ্গের দুটো রামসার সাইট আছে। ইস্ট কলকাতা ওয়েট ল্যান্ড এবং সুন্দরবন জলাভূমি।
 রাজধানী- দেরাদুন(শীতকালীন), Gairsain(গ্রীষ্মকালীন)
 মুখ্যমন্ত্রী- ত্রিবেন্দ্র সিং রাওয়াত
 রাজ্যপাল- বেবী রানী মৌর্য্য

9.Parle Agro কোম্পানির B-Fizz প্রোডাক্ট-এর জন্য ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?

ⓐ পরিনীতি চোপড়া
ⓑ শিল্পা শেট্টি
ⓒ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস✓
ⓓ ক্যাটরিনা কাইফ

10.LG Signature-এর গ্লোবাল অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন রেসিং কার ড্রাইভার?

ⓐ Fernando Alonso
ⓑ Lewis Hamilton✓
ⓒ Jim Clark
ⓓ Graham Hill

 তিনি ব্রিটিশ রেসিং কার ড্রাইভার।

11. সম্প্রতি DRDO কোথা থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি stand off anti tank (SANT) ক্ষেপণাস্ত্রটি সফলভাবে পরীক্ষা করলো?

ⓐ উড়িষ্যা✓
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ তামিলনাড়ু
ⓓ মহারাষ্ট্র

 SANT is an air to surface missile.

12. সম্প্রতি নীতিন গড়করি কোন রাজ্যে মাল্টি মডেলের লজিস্টিক পার্কে ভিত্তিপ্রস্তর স্থাপন করল?

ⓐ রাজস্থান
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ আসাম✓
ⓓ কর্ণাটক

 মাল্টি মডেল লজিস্টিক পার্ক আসাম রাজ্যের বন্গায়গাঁও জেলার যোগীগোপা তে প্রতিষ্ঠিত হতে চলেছে।
 লজিস্টিক পার্টি আসামে উত্তর-পূর্বের অন্যান্য অঞ্চলের মানুষকে বিমান, সড়ক, রেল ও নৌ-পথে সরাসরি সংযোগ দেবে।
 আসামের মুখ্যমন্ত্রী - সর্বানন্দ সোনোয়াল
 আসামের রাজ্যপাল- জগদীশ মুখী
❍ Ministry of road transport and Highway Minister - Nitin Gadkari

13.  বিশ্বের মধ্যে প্রথম কোন দেশে face scan system চালু হলো?

ⓐ আমেরিকা
ⓑ সিঙ্গাপুর✓
ⓒ চীন
ⓓ জাপান

 সিঙ্গাপুরের রাজধানী - সিঙ্গাপুর
 সিঙ্গাপুরের রাষ্ট্রপতি - হালিমা ইয়াকুব
 সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী - লি সিয়েন লুং
 সিঙ্গাপুরের মুদ্রা- সিঙ্গাপুর ডলার

14. Asian Development Bank এবং ভারত সরকার কোন রাজ্যের 450 কিলোমিটার রাজ্য মহাসড়ক এবং প্রধান জেলা সড়ক গুলোকে উন্নীত করার জন্য 177 মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করলো?

ⓐ অন্ধ্রপ্রদেশ
ⓑ মহারাষ্ট্র✓
ⓒ কর্ণাটক
ⓓ রাজস্থান

 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী - উদ্ভব ঠাকরে
 মহারাষ্ট্রের রাজ্যপাল - ভগৎ সিং কশিয়ারি
 President of Asian Development Bank - Masatsugu Asakawa
 Asian Development Bank Headquarters - Mandaluyong, Metro Manila, Philippines
 Formation - 19 December 1966; 53 years ago
Abbreviation - ADB









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...