Friday, October 23, 2020

Bengali Current Affairs 24th October, 2020

 



Bengali Current Affairs 24th October, 2020

1.বিশ্বে প্রথম দেশ হিসাবে ট্যাক্স মেটানোর সময় ‘ফেসিয়াল রেকগনিশন সিস্টেম’ ব্যবহার করবে কোন দেশ?

ⓐ মালেশিয়া

ⓑ সিঙ্গাপুর✓

ⓒ থাইল্যান্ড

ⓓ আমেরিকা

⦿ এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে-'SingPass Face Verification'

⦿ রাজধানী- সিঙ্গাপুর সিটি

⦿ মুদ্রার নাম- সিঙ্গাপুর ডলার

⦿ বর্তমান প্রধানমন্ত্রী- Lee Hsien Loong


2.বিদ্যুৎ গ্রাহকদের জন্য ‘Mo Bidyut’-নামে পোর্টাল এবং অ্যাপ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ উড়িষ্যা✓

ⓑ আসাম

ⓒ ত্রিপুরা

ⓓ মহারাষ্ট্র

⦿ এই পোর্টালটির ফলে রাজ্যের 89 লক্ষ বিদ্যুৎ গ্রাহকের খুব সুবিধা হবে।

⦿ রাজধানী- ভুবনেশ্বর

⦿ মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক

⦿ রাজ্যপাল- গনেশী লাল


3.চাঁদে 4G LTE মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন কোম্পানীকে নির্বাচন করলো আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা NASA?

ⓐ Microsoft

ⓑ Nokia✓

ⓒ JIO

ⓓ Airtel

⦿ Nokia র হেডকোয়াটার- Espoo, Finland

⦿ Nokia র বর্তমান চেয়ারম্যান- Sari Baldauf (সারী বালদৌফ)

⦿ NASA-র পুরো কথা- National Aeronautics and Space Administration

⦿ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর

⦿ NASA-র বর্তমান অ্যাডমিনিস্টেটর- Jim Bridenstine

⦿ NASA-র হেডকোয়াটার-Washington D.C ,United States


4.OECD International Migration Outlook রিপোর্টে ভারতের স্থান কত?

ⓐ প্রথম

ⓑ দ্বিতীয়✓

ⓒ তৃতীয়

ⓓ চতুর্থ

⦿ এই রিপোর্টে প্রথম স্থানে আছে- চীন

5.বাংলাদেশে অনুষ্ঠিত 2020 Sheikh Russel International Air Rifle Championship-এ সোনার মেডেল জিতলো কোন ভারতীয় শ্যুটার?

ⓐ Abhinav Bindra

ⓑ Elavenil Valarivan (ইলাভেনিল ভালারিওয়ান)✓

ⓒ Gagan Narang

ⓓ Jitu Rai

⦿ এছাড়াও জাপানের Naoya Okada (নওয়া ওকাদা) সোনার মেডেল জিতেছেন।

⦿ এটির আয়োজন করেছিল- Bangladesh Shooting Sport Federation (BSSF)

⦿ মোট ৬টি রাষ্ট্র এতে অংশ নিয়েছিল- বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া ও ভুটান।

⦿ বাংলাদেশের প্রধানমন্ত্রী - শেখ হাসিনা

⦿ বাংলাদেশের রাজধানী - ঢাকা


6. ‘Portraits Of Power’-শিরোনামে আত্মজীবনী লঞ্চ করলেন কোন প্রখ্যাত অর্থনীতিবিদ?

ⓐ অভিজিত ব্যানার্জী

ⓑ নন্দ কিশোর সিং✓

ⓒ অমর্ত্য সেন

ⓓ নির্মলা সিথারামন

⦿ তিনি বর্তমানে ভারতের পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান।

⦿ The book is published by Rupa Publication India.


7.বিশাখাপত্তনমের AP Express-এ মহিলা যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য কী নামে উদ্যোগ নিল Railway Protection Force (RPF)?

ⓐ Meri Saheli✓

ⓑ Meri Bahen

ⓒ MY Sister

ⓓ Safe Travel

⦿ বিশাখাপত্তনম থেকে নিউ দিল্লি পর্যন্ত যাতায়াত করে এই এক্সপ্রেস ট্রেন।


8. C is for cat D is for depression শিরোনামে বইটি লিখেছেন কে?

ⓐ কইরভি ভারত রাম✓

ⓑ নিলেশ ত্রিপাঠী

ⓒ বিনয় খুল্লার

ⓓ অরুন্ধতী রায়

⦿ ২২ বছর বয়সী লেখক, কৈরবী ভারত রাম  বাচ্চাদের  বিশেষত ছোট বাচ্চাদের মধ্যে হতাশা সম্পর্কে এই বইটি লিখেছেন।


9.Anemia Mukt Bharat Index-এ দেশের মধ্যে প্রথমস্থান অধিকার করলো কোন রাজ্য?

ⓐ দিল্লি

ⓑ হরিয়ানা✓

ⓒ কর্নাটক

ⓓ পশ্চিমবঙ্গ

⦿ রাজধানী- চন্ডিগড়

⦿ মুখ্যমন্ত্রী- মনোহরলাল খট্টার

⦿ রাজ্যপাল- সত্যদেব নারায়ন আর্য


10.সলোমন দ্বীপপুঞ্জে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ শ্রীমতি পদ্মজা

ⓑ সুশীল কুমার সিংহল✓

ⓒ গৌরীশংকর

ⓓ প্রদীপ কুমার

⦿ রাজধানী- Honiara

⦿ মুদ্রার নাম-Solomon Islands dollar


11. National Police commemoration day কবে পালিত হয়?

ⓐ 20 অক্টোবর

ⓑ 21 অক্টোবর✓

ⓒ 18 অক্টোবর

ⓓ 22 অক্টোবর

⦿ যে সকল পুলিশ কর্মী তাদের কর্তব্যরত অবস্থায় মারা যান তাঁদের স্মরণ করার জন্য প্রতিবছর এই দিনটি পালিত হয়।


12. কোন IIT করোনা ভাইরাসের ডায়াগনোস্টিক  টেস্টের জন্য " COVIRAP " প্রযুক্তি তৈরি করল?

ⓐ IIT Bombay

ⓑ IIT Kharagpur✓

ⓒ IIT Delhi

ⓓ IIT Madras

⦿  এই প্রযুক্তি ব্যবহার করা খুব সহজ এবং সাশ্রয়ী মূল্যের এবং এক ঘণ্টার মধ্যে ফলাফল আনতে পারে।

⦿ Director IIT Kharagpur: Professor Virendra Kumar Tiwari


13. সম্প্রতি ভারত সরকার কোন দেশের সাথে ডিজিটাল স্বাস্থ্যসুবিধা এবং সুরক্ষা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করলো?

ⓐ জাপান

ⓑ নেদারল্যান্ড✓

ⓒ আমেরিকা

ⓓ ফ্রান্স

⦿ নেদারল্যান্ডের রাজধানী- অ্যামস্টারডাম

⦿ নেদারল্যান্ডের মুদ্রা - Euro

⦿ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী-  Jan Peter Balkenende


14. নিম্নের কোন রাজ্যের প্রথম জল ট্যাক্সি পরিষেবা চালু হয়েছে?

ⓐ কর্ণাটক

ⓑ কেরালা✓

ⓒ অন্ধ্রপ্রদেশ

ⓓ রাজস্থান

⦿ কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান

⦿ কেরালার মুখ্যমন্ত্রী- পিনারাই বিজয়ন

⦿  কেরালার রাজধানী - তিরুবনন্তপুরম


15. সম্প্রতি আত্মনির্ভর ভারত প্রশিক্ষণ কেন্দ্র কোন রাজ্য চালু করেছে?

ⓐ অন্ধ্রপ্রদেশ

ⓑ মধ্যপ্রদেশ✓

ⓒ কর্ণাটক

ⓓ উড়িষ্যা

⦿ মধ্যপ্রদেশের রাজধানী- ভূপাল

⦿ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান

⦿ মধ্যপ্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল


16. পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত ভারতীয় পর্যটন পরিসংখ্যান রিপোর্ট 2020 অনুযায়ী কোন রাজ্যের পর্যটক সংখ্যা সর্বোচ্চ?

ⓐ বিহার

ⓑ কর্ণাটক

ⓒ উত্তর প্রদেশ✓

ⓓ ত্রিপুরা

⦿  উত্তর প্রদেশের রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল

⦿ উত্তর প্রদেশের  মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

⦿ উত্তর প্রদেশের রাজধানী -লখনউ


17. "On the Trails of Buddha : A journey to the East " শিরোনামে বইটিকে প্রকাশ করলেন?

ⓐ রামনাথ কোবিন্দ

ⓑ জাগদীপ ধনকার ✓

ⓒ পার্থ চ্যাটার্জি

ⓓ কেউ নয়

⦿ A book titled "On the Trails of Buddha : A journey to the East " authored by Deepankar Aaron IRS officer is released by the West Bengal Governor- Jagdeep Dhankar


18. কোন রাজ্য সরকার রেলওয়ে চত্বরে থুথু ফেলার জন্য 500 টাকা জরিমানা ধার্য করেছে?

ⓐ গুজরাট

ⓑ মধ্যপ্রদেশ✓

ⓒ কর্ণাটক

ⓓ কেরালা

⦿ মধ্যপ্রদেশের রাজধানী- ভূপাল

⦿ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান

⦿ মধ্যপ্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল

⦿ মধ্যপ্রদেশে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান গুলি হল সাতপুরা জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান।










19. সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম বার হিং চাষ শুরু করেছে?

ⓐ কেরালা

ⓑ তামিলনাড়ু

ⓒ হিমাচল প্রদেশ✓

ⓓ রাজস্থান

⦿ হিমাচল প্রদেশের রাজধানী : শিমলা

ধর্মশালা(শীতকালে দ্বিতীয় রাজধানী)

⦿ হিমাচল প্রদেশের রাজ্যপাল - বান্দারু দত্তাত্রেয়

⦿ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী - জয় রাম ঠাকুর


20. ধোবি সম্প্রদায় কে সাহায্য করতে  "Hausala Program" লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ Paytm

ⓑ Philips✓

ⓒ Nokia

ⓓ Samsung


21. সম্প্রতি কোন ভারতীয় রাজ্য ২২টি পর্যটন প্রকল্প শুরুর ঘোষণা করেছে?

ⓐ বিহার

ⓑ মেঘালয়

ⓒ কেরালা✓

ⓓ উড়িষ্যা

⦿ Kerala government decides to launch 22 tourism projects.

⦿ কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান

⦿ কেরালার মুখ্যমন্ত্রী- পিনারাই বিজয়ন

⦿  কেরালার রাজধানী - তিরুবনন্তপুরম


22. কোন রাজ্য সম্প্রতি বিনামূল্যে ডিজিটাল অনলাইন মোবাইল গ্রন্থাগার চালু করেছে?

ⓐ অন্ধ্রপ্রদেশ

ⓑ মহারাষ্ট্র✓

ⓒ কর্ণাটক

ⓓ রাজস্থান

⦿ "Free digital online mobile education Library" launched in Maharashtra for students struggling with online classes Amid COVID-19

⦿ মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই

⦿ মহারাষ্ট্রের রাজ্যপাল : ভগৎ সিং কসিয়ারী

⦿ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী : উদ্ভব ঠাকরে

⦿ মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান গুলি হল চান্দলি জাতীয় উদ্যান, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান, তাডোবা জাতীয় উদ্যান।









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...