Tuesday, October 27, 2020

Bengali Current Affairs 28th October, 2020

 


Bengali Current Affairs 28th October, 2020

1. কোন ভারতীয় সংস্থা 2020 সালের জন্য PSU's বিশ্বসেরা কর্মচারী পুরস্কার জিতেছে?

ⓐ NTPC✓

ⓑ ভেল

ⓒ এইচ এইল

ⓓ কোনটা না

ভারতের শক্তি উৎপাদনকারী সংস্থা NTPC ফোর্বস প্রকাশিত বিশ্বসেরা কর্মচারী পুরস্কারে ভূষিত হয়েছে।


2.‘UK Engineer Body Award’ জয়ী Mangdechhu hydroelectric Project-টি কোন দেশে অবস্থিত?

ⓐ নেপাল

ⓑ ভুটান✓

ⓒ পাকিস্তান

ⓓ বাংলাদেশ

এটি ভারতের সহায়তায় তৈরী।

  ভুটানের রাজধানী- থিম্পু

  ভুটানের মুদ্রার নাম- গুলট্রাম

 ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী-Lotay Tshering (লোটে শেরিং)


3. কোন ভারতীয় বিমান বন্দরকে বিশ্বের দ্বিতীয় নিরাপদ বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে?

ⓐচৌধুরী চরন সিং আন্তর্জাতিক বিমানবন্দর

ⓑ ডাব্লু এম আন্তর্জাতিক বিমানবন্দর

ⓒ সরদার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর

ⓓ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর✓

 নয়া দিল্লিতে অবস্থিত ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি বিশ্বের দ্বিতীয় নিরাপদ বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে।

 বিশ্বের 200 টি বিমানবন্দর এর মধ্যে সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর থেকে বিশ্বের প্রথম নিরাপদ বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে।


4. সম্প্রতি "পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স ২০২০" কে জিতলেন?

ⓐ সেবাস্তিয়ান ভেটেল

ⓑ মিশায়েল শুমাখার

ⓒ লুইস হ্যামিলটন✓

ⓓ কেউ না

 মার্সিডিস ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস  হ্যামিলটন "পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স ২০২০" জিতলেন।

 এটা অনুষ্ঠিত হয়েছিল 25 অক্টোবর, 2020।


5.সম্প্রতি প্রয়াত Nayini Narsimha Reddy (নয়িনী নরসিমহ রেড্ডি) , কোন রাজ্যের প্রথম হোম মিনিষ্টার ছিলেন?

ⓐ কর্নাটক

ⓑ তেলেঙ্গানা✓

ⓒ আসাম

ⓓ মহারাষ্ট্র

 ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৬ বছর

 তেলেঙ্গানার রাজধানী- হায়দ্রাবাদ

 মুখ্যমন্ত্রী- K. Chandrashekar Rao

 রাজ্যপাল- Tamilisai Soundararajan (তামিলিসই সৌন্দরারাজন)


6.২০২১ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত Financial Action Task Force (FATF)-এর ‘গ্রে লিস্ট’-এই থাকছে কোন দেশ?

ⓐ শ্রীলংকা

ⓑ ভারত

ⓒ পাকিস্তান✓

ⓓ বাংলাদেশ

 শুক্রবার ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের দেওয়া রায় অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাকিস্তান বিশ্ব সন্ত্রাসের অর্থায়নের তদারকির ধূসর তালিকাভুক্ত থাকবে। অর্থাৎ ২০২১ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিশ্ব ব্যাঙ্ক, এশিয়া  উন্নয়ন ব্যাঙ্ক  ইউরোপীয় ইউনিয়নয়ের থেকে আর্থিক সাহায্য পাবে না বললেই চলে। 

 FATF পাকিস্তানের সন্ত্রাস তহবিল তদন্তের জন্য সিদ্ধান্ত নিয়েছে।

 রাজধানী- ইসলামাবাদ

 মুদ্রার নাম- পাকিস্তানী রূপি

 বর্তমান মুখ্যমন্ত্রী- ইমরান খান

 রাষ্ট্রপতি- Arif Alvi (আরিফ আলভী)

 FATF-এর হেডকোয়াটার- প্যারিস, ফ্রান্স

 প্রতিষ্ঠা সাল- ১৯৮৯

 বর্তমান প্রেসিডেন্ট- Marcus Pleyer (মার্কাস প্লেয়ার)


7. ‘ভাগ্যলক্ষ্মী স্কিম’-এর বাস্তবায়নের জন্য LIC-এর পরিবর্তে ডাক বিভাগের সুকন্যা সমৃদ্ধি যোজনাকে বেছে নিল কোন রাজ্য?

ⓐ কেরালা

ⓑ কর্নাটক✓

ⓒ গুজরাট

ⓓ দিল্লি

 এটি স্কিমটি রাজ্যের বিপিএল পরিবারের কন্যা শিশুদের আর্থিক নিরাপত্তা প্রদান করবে।

 এই স্কিমের আওতায় ১৮ বছর সম্পূর্ণকারী কন্যা মোট ১ লক্ষ টাকা পাবে।

 কর্ণাটকের রাজধানী- বেঙ্গালুরু

 মুখ্যমন্ত্রী- B. S. Yediyurappa

 রাজ্যপাল- Vajubhai Vala


8.ঢাকা-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন পরিসেবা শুরু হবে ২০২১ সালের কোন মাসে?

ⓐ জানুয়ারী

ⓑ ফেব্রুয়ারী

ⓒ মার্চ✓

ⓓ জুন

 বাংলাদেশের রেলমন্ত্রী- Md. Nurul Islam Sujan

 ভারতের রেলমন্ত্রী- পিযুষ গোয়েল


9.CEO of the Year এবং Visionary  Leadership Award জিতলো কে?

ⓐ অমিতাভ চৌধুরী

ⓑ প্রবীর কৃষ্ণ✓

ⓒ আদিত্য কুমার

ⓓ রাজনিস কুমার

 তিনি Tribal Co-operative Marketing Federation of India-র ম্যানেজিং ডিরেক্টর।

 প্রতিষ্ঠা সাল- ১৯৮৭


10. ৪দিন ব্যাপী ইন্ডিয়ান আর্মির Biannual Commanders’ Conference অনুষ্ঠিত হচ্ছে কোথায়?

ⓐ দিল্লি✓

ⓑ বিশাখাপত্তনম

ⓒ মুম্বাই

ⓓ শ্রীনগর

 এটির সভাপতিত্ব করছেন আর্মি চিফ জেনারেল- MM Naravane


11. 24 অক্টোবর Indo Tibetan border Police কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল?

ⓐ 57

ⓑ 58

ⓒ 59✓

ⓓ 60

 Indo Tibetan border Police প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1962 সালে।

 Director-general সুরজিত সিং 

দেসওয়াল।


12. ভারত সরকারের Patents Ranking অনুসারে কোন বিশ্ববিদ্যালয়ে এক বছরে সর্বোচ্চ সংখ্যক পেটেন্ট  পূরণের জন্য ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন করল?

ⓐ দিল্লি

ⓑ মুম্বাই

ⓒ চন্ডিগড়✓

ⓓ লকনো


13. Phonepe কোন জীবন বীমা কোম্পানির সহযোগিতায় করোনা ভাইরাস  হসপিটালাই জেশন ইন্সুরেন্স পলিসি Corona Care লঞ্চ করলেন?

ⓐ Reliance Insurance

ⓑ Bajaj Allianz general Insurance✓

ⓒ Bharti axa general Insurance

ⓓ ICICI  Lombard general Insurance


 Phonepe Founded : December 2015

 Headquarters location:  Bengaluru

 CEO : Sameer Nigam

 Bajaj Allianz general Insurance CEO - Tapan Singhel

 Headquarter- Pune

Founded -2001


14. সম্প্রতি যোগিন্দর যুদ্ধ স্মৃতিসৌধ কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?

ⓐ উড়িষ্যা

ⓑ কর্ণাটক

ⓒ অরুণাচল প্রদেশ✓

ⓓ গোয়া

 অরুণাচল প্রদেশের বামলা তে যোগিন্দর যুদ্ধ স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে।

 অরুণাচল প্রদেশের রাজধানী - ইটানগর

 অরুণাচল প্রদেশের রাজ্যপাল-বি.ডি মিশ্র

 অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী- পেমা খান্দু


15. কোন রাজ্য সরকার e - vehicle ভর্তুকির জন্য ওয়েব পোর্টাল চালু করেছে?

ⓐ ত্রিপুরা

ⓑ গোয়া

ⓒ দিল্লি✓

ⓓ কর্ণাটক

 মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল

 রাজ্যপাল- অনিল বৈজাল


16. কোন কোম্পানি বিশ্বের প্রথম Rollable TV চালু করেছে?

ⓐ Samsung

ⓑ MI

ⓒ LG✓

ⓓ Sony 

 LG তার নিজের দেশ দক্ষিণ কোরিয়ায় 65 ইঞ্চি 4k ডিসপ্লে টিভি চালু করেছে।

TV র মূল্য 87 হাজার ডলার।  ভারতীয় মূল্য 63,51,000।


17. সম্প্রতি প্রয়াত  লি কুন - হি কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন?

ⓐ হুয়াওয়েই

ⓑ শাওমি

ⓒ রিয়েলমি

ⓓ স্যামসাং ✓

 মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর।


18. প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় ঋণ বিতরণে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য?

ⓐ উড়িষ্যা

ⓑ উত্তর প্রদেশ✓

ⓒ গোয়া

ⓓ মেঘালয়


 উত্তদুগ্ধর প্রদেশের রাজধানী-লকনো

 উত্তর প্রদেশের রাজ্যপাল-আনন্দিবেন প্যাটেল

 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী-যোগী আদিত্যনাথ


19. জাতীয় দুগ্ধ পরিকল্পনায় প্রথম ধাপে কটি রাজ্যে জাতীয় দুগ্ধ পরিকল্পনা চালু হয়েছে?

ⓐ ৫টি

ⓑ ৬টি

ⓒ৭ টি

ⓓ ৮ টি✓


20. কেরল রাজ্যটি কোন দেশের কাছে 500 টি নিম- জি অটোরিকশা বিক্রয় করার চুক্তি করেছে?

ⓐ নেপাল✓

ⓑ ভুটান

ⓒ বাংলাদেশ

ⓓ মায়ানমার

 কেরালার রাজ্য সরকার নেপালে 500 টি নিম- জি অটোরিকশা বিক্রয় করার চুক্তি করেছে। 

 সংস্থার তথ্য অনুসারে নিম- জি  3 ঘন্টা 50 মিনিট এর মধ্যেএকটি অটোরিকশায় চার্জ করে 100 কিলোমিটার অবধি মাইলেজ সরবরাহ করবে।

অটোরিক্সার দাম 2.85 লক্ষ টাকা ,তিন জন বসতে পারে এবং 600 কেজি বোঝা বহন করতে সক্ষম।










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...