Monday, October 26, 2020

Bengali Current Affairs 27th October, 2020

 


Bengali Current Affairs 27th October, 2020

1.সম্প্রতি দীর্ঘ ৩৫ বছর পর International Labour Organization (ILO)-এর গভার্নিং বডির চেয়ারম্যানশীপ পেল কোন দেশ?

ⓐ শ্রীলংকা

ⓑ ভারত✓

ⓒ বাংলাদেশ

ⓓ চীন

ILO-এর হেডকোয়াটার- জেনেভা, সুইজারল্যান্ড

 প্রতিষ্ঠা সাল- ১৯১৯

 বর্তমান হেড- Guy Ryder

 সদস্য রাষ্ট্রের সংখ্যা- ১৮৭টি


2. গ্লোবাল মোবাইল ইন্টারনেটের গতিতে ভারতের রেঙ্ক কত ?

ⓐ 125

ⓑ 128

ⓒ 131✓

ⓓ 110

 138 টি দেশের মধ্যে ভারত বর্ষ  131 তম স্থানে রয়েছে।

 প্রথম স্থানে আছে দক্ষিণ কোরিয়া।  speed 121 Mbps

 দ্বিতীয় স্থানে চীন, তৃতীয় স্থানে ইউনাইটেড আরব এমিরেটস, চতুর্থ স্থানে কাতার ,পঞ্চম স্থানে নেদারল্যান্ড। (মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে)

 ব্রডব্যান্ড এর ক্ষেত্রে প্রথম স্থানে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থান হংকং, তৃতীয় স্থান রোমানিয়া, চতুর্থ স্থান সুইজারল্যান্ড ,পঞ্চম স্থান থাইল্যান্ড।


3. চিনের তৈরী করোনার ভ্যাকসিন না কেনার সিদ্ধান্ত নিল কোন দেশের রাষ্ট্রপতি?

ⓐ আমেরিকা

ⓑ ইতালি

ⓒ ব্রাজিল✓

ⓓ ভারত

 রাজধানী- ব্রাসিলিয়া

 মুদ্রার নাম- ব্রাজিলিয়ান রিয়াল

 রাষ্ট্রপতি- Jair Bolsonaro (জাইর বলসোনারো)

 চিনের রাজধানী- বেজিং

 মুদ্রার নাম- রেনমিনবি

 রাষ্ট্রপতি- Xi Jinping


4. প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা(PMGSY)-র বাস্তবায়নে প্রথমস্থান অর্জনকারী মান্ডি জেলাটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ গুজরাট

ⓒ হিমাচলপ্রদেশ✓

ⓓ পশ্চিমবঙ্গ

 রাজধানী- শিমলা, ধর্মশালা

 মুখ্যমন্ত্রী- জয়রাম ঠাকুর

 রাজ্যপাল- Bandaru Dattatreya


5. ভারতের প্রথম স্যান্ড দুন পার্কের সূচনা হচ্ছে কোন রাজ্যে?

ⓐ উড়িষ্যা

ⓑ পশ্চিমবঙ্গ

ⓒ গোয়া✓

ⓓ অন্ধ্রপ্রদেশ


 গোয়াতে দেশের প্রথম বালুচরিত পার্ক গঠিত হতে চলেছে। বিশ্বব্যাংক রাজ্যের Biodiversity Board এর প্রস্তাব গ্রহণ করে এই প্রকল্পের জন্য তিন কোটি টাকা মঞ্জুর করেছে।

 গোয়া রাজ্যের রাজধানী - পানাজি

 গোয়া রাজ্যের রাজ্যপাল- ভগৎ সিং কশিয়ারী

 গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী- প্রমোদ সাওয়ান্ত


6.ভারতে ‘Digital First Program’-এর প্রসার ঘটাতে Atlantis কোম্পানির সঙ্গে পার্টনারশীপ গড়লো কোন কোম্পানী?

ⓐ Visa

ⓑ Mastercard✓

ⓒ Paypal

ⓓ Microsoft


 হেডকোয়াটার- Purchase, Harrison, New York, United States

 প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৬ই ডিসেম্বর

 বর্তমান CEO- Ajaypal Singh Banga


7. NATO কোন দেশে নতুন স্পেস সেন্টার তৈরী করতে চলেছে?

ⓐ চীন

ⓑ জার্মানী✓

ⓒ ভারত

ⓓ ব্রাজিল

 এটি জার্মানির Ramstein-তে তৈরী করা হবে।

  জার্মানির রাজধানী- বার্লিন

  জার্মানির মুদ্রার নাম- ইউরো

 NATO-র পুরো কথা- North Atlantic Treaty Organization

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৯ সালের ৪ঠা এপ্রিল

 হেডকোয়াটার- ব্রাসেলস, বেলজিয়াম


8. নিজস্ব Scheduled Caste Post Matric Scholarship Scheme লঞ্চ করছে কোন রাজ্য?

ⓐ হরিয়ানা

ⓑ পাঞ্জাব✓

ⓒ আসাম

ⓓ গুজরাট

 রাজধানী- চন্ডিগড়

 মুখ্যমন্ত্রী- Amarinder Singh

 রাজ্যপাল- V. P. Singh Badnore


9.সম্প্রতি প্রয়াত K. J. Mohammed Babu কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীত✓

ⓑ সাংবাদিকতা

ⓒ ক্রিকেট

ⓓ চিত্রশিল্প

 এছাড়াও তিনি অভিনয়েও কাজ করেছেন।

 তিনি প্রায় ৯০টি সিনেমাতে গান গেয়েছেন।

 তিনি সঙ্গীত নাটক একাডেমী অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮০ বছর।


10. ‘বিশ্ব পোলিও দিবস’ পালিত হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ২৫শে জুন

ⓑ ২৪শে অক্টোবর✓

ⓒ ১৫ই অক্টোবর

ⓓ ১৪ই ফেব্রুয়ারী

 ২০২০ সালের থিম ছিল- ‘A win against polio is a win for global health’

 পোলিও রোগ সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।


11. কোন রাজ্য সরকার ধ্রুপদী সঙ্গীত পুরস্কার এর নাম বদল করে সুনন্দা সম্মান পুরস্কার নাম রাখল?

ⓐ উড়িষ্যা✓

ⓑ কর্ণাটক

ⓒ কেরালা

ⓓ মধ্যপ্রদেশ

 সুনন্দা পট্টনায়ক ওড়িশার একজন গোয়ালিয়র ঘরানার উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। তার নাম অনুসারে এই পুরস্কারের নাম রাখা হয়।

 পুরস্কার মূল্য হিসেবে 2.5 লক্ষ টাকা এবং একটি শংসাপত্র দেওয়া হয়।

 উড়িষ্যার রাজধানী - ভুবনেশ্বর

 উড়িষ্যার রাজ্যপাল -গণেশী লাল

 উড়িষ্যার মুখ্যমন্ত্রী- নবীন পট্টনায়ক


12. কোন হাসপাতাল The Raksha Mantri Trophy 2019 জিতল?

ⓐ Command hospital Kolkata

ⓑ Command hospital Bengaluru

ⓒ Command hospital Chennai

Ⓓ AFMS Command hospital✓


13. কোন নেটওয়ার্ক কোম্পানি মেয়েদের সুরক্ষার জন্য My Ambar  অ্যাপ লঞ্চ করল?

ⓐ Jio

ⓑ Airtel

ⓒ BSNL

ⓓ VI✓

 ভারতে মেয়েদের সুরক্ষার কথা ভেবে এই অ্যাপটি তৈরি করা হয়েছে।

 My Ambar হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই উপলব্ধ।


14. World development information day কবে পালিত হয়?

ⓐ 22 অক্টোবর

ⓑ 23 অক্টোবর

ⓒ 24 অক্টোবর

ⓓ 25 অক্টোবর✓



15. সম্প্রতি " কিষাণ সূর্যোদয় যোজনা " কে লঞ্চ করলেন?

ⓐ রাজনাথ সিং

ⓑ নরেন্দ্র মোদি✓

ⓒ নরেন্দ্র সিং তোমার

ⓓ অমিত শাহ


 কিষাণ সূর্যোদয় যোজনা কৃষিক্ষেত্রের সাথে সম্পর্কিত ।

 এর উদ্দেশ্য সকাল সাড়ে ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সেচ উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহ করা।  


16. প্রধানমন্ত্রী বিশ্বের দীর্ঘতম মন্দির এর উদ্বোধন করেছেন এটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ উত্তরাখান্ড

ⓑ উড়িষ্যা

ⓒ গুজরাট✓

ⓓ অন্ধ্রপ্রদেশ


 গুজরাটের রাজধানী -গান্ধীনগর

 গুজরাটের রাজ্যপাল - আচার্য দেবব্রত

গুজরাটের মুখ্যমন্ত্রী - বিজয় রুপানি










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...