Saturday, October 3, 2020

Bengali Current Affairs 4th October, 2020

 





Bengali Current Affairs 4th October, 2020

1."Hurun India Rich List"- এ শীর্ষস্থানে রয়েছেন কে?

ⓐ রতন টাটা

ⓑ মুকেশ আম্বানি✓

ⓒ অমিতাভ কান্ট

ⓓ মি. বাজাজ

তিনি পর পর ৯ বছর এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন।

 তাঁর মোট সম্পত্তির পরিমাণ- ৬,৫৮,৪০০ কোটি টাকা।


❍Hurun Global Rich List 2020:

1. Jeff Bezos

2. Bernard Arnault

3.  Bill gates

4. Warren Buffett

5.  Mark Zuckerberg

6. Armancio Ortega

7. Carlo Slim Helu & family

8. Sergey Brin

9.  Larry Page  

9. Mukesh Ambani

10. Steve Ballmer


2.সম্প্রতি ভারতে কার্যক্রম বন্ধ করলো কোন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা?

ⓐ World Health Organization

ⓑ Amnesty International✓

ⓒ Human Right Organization

ⓓ Kailash Group

ভারত সরকার তাদের ব্যাঙ্ক একাউন্ট স্থগিত করার কারণেই তারা তাদের পরিষেবা বন্ধ করে দিল।

 হেডকোয়াটার- লন্ডন

 প্রতিষ্ঠা সাল- জুলাই, ১৯৬১

 প্রতিষ্ঠাতা- Peter Benenson (পিটার বেনেনসন)


3.রাজ্যের জল সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি ও সহযোগিতার জন্য কোন দেশের সঙ্গে সমঝোতা চুক্তি(MoU) স্বাক্ষর করলো গুজরাট?

ⓐ ইজরায়েল

ⓑ ডেনমার্ক✓

ⓒ রাশিয়া

ⓓ মালদ্বীপ

মূলত ডেনমার্কের 'Danish Water Forum'-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হল।

 হেডকোয়াটার-Hørsholm (হার্শলম), Denmark

 ডেনমার্কের রাজধানী : Copenhagen

 ডেনমার্কের মুদ্রা : Danish krone (DKK)

 ডেনমার্কের প্রধানমন্ত্রী : মিটে ফ্রেদ্রিখসেন

 গুজরাটের রাজধানী- গান্ধীনগর

 মুখ্যমন্ত্রী- বিজয় রূপানি

 রাজ্যপাল- Acharya Devvrat


4. সম্পূর্ণ কাগজহীন ব্যবস্থা তৈরীতে ‘IB-eNote’-নামে একটি উদ্যোগ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?

ⓐ Central Bank of India

ⓑ Indian Bank✓

ⓒ ICICI Bank

ⓓ HDFC Bank

 হেডকোয়াটার- চেন্নাই

 প্রতিষ্ঠা সাল- ১৯০৭ সালের ১৫ই অগাস্ট

 বর্তমান CEO- Padmaja Chunduru


5.প্রথম কোন রাজ্য ১ কোটি করোনা টেস্ট সম্পূর্ণ করল?

ⓐ উত্তরপ্রদেশ✓

ⓑ গুজরাট

ⓒ মহারাষ্ট্র

ⓓ কেরালা

রাজধানী- লক্ষ্ণৌ

 মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

 রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


6.Indo-American Chamber of Commerce (IACC)-এর ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ সৌমিত্র খাঁ

ⓑ পূর্ণচন্দ্র রাও✓

ⓒ সুধীর কুমার

ⓓ অক্ষয় পালিজা

তিনি Global Infovision- এর ম্যানেজিং ডিরেক্টর।


7.টুইটার কোম্পানির নতুন ইনফরমেশন সিকিউরিটি হেড হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সুপ্রভা যাদব

ⓑ রিংকি শেঠি✓

ⓒ শ্রীমতী পদ্মজা

ⓓ কৃতিকা পান্ডে

হেডকোয়ারটার- সানফ্রান্সিকো

 প্রতিষ্ঠা সাল - ২০০৬ সালের ২১ শে মার্চ

 বর্তমান CEO- Jack Dorsey(জ্যাক ডরসি)


8. 2020 সালের 29 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের মাধ্যমে নমামি গঙ্গা মিশন এর আওতায় উত্তরাখণ্ডে কয়টি মেগা প্রকল্পের উদ্বোধন করলেন?

ⓐ 5

ⓑ 6✓

ⓒ 4

ⓓ 9

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী : ত্রিবেন্দ্র সিং রাওয়াত

 উত্তরাখণ্ডের রাজ্যপাল : বেবি রানী মৌর্য

 শীতকালীন রাজধানী  : Dehradun

 গ্রীষ্মকালীন রাজধানী : Gairsain 


9.আগত ৩ বছরের মধ্যে রাজ্যকে বস্তি মুক্ত করার ঘোষণা করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ ত্রিপুরা

ⓑ উড়িষ্যা✓

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ আসাম

এই ঘোষণা করলেন উড়িশ্যার মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক

 রাজধানী- ভুবনেশ্বর

 রাজ্যপাল- গণেশী লাল


10.দরিদ্র কৃষকের সহয়তা করতে 'YSR Jala Kala' স্কিম লঞ্চ করতে চলেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ অরুনাচলপ্রদেশ

ⓒ পাঞ্জাব

ⓓ হরিয়ানা

২ লক্ষ কূপ খোলা হবে চাষের জন্য।

 মোট ৪ বছরের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ২৩৪০ কোটি টাকা।

 বর্তমান মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি

 রাজ্যপাল- বিশ্বভুষণ হরিচন্দন


11. ড্রাগ আবিষ্কার ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য CDRI award 2020 কে পেল?

ⓐ Dr. Bushra Ateeq

ⓑ Dr. Surajit Ghosh

ⓒ Dr Ravi Manjithaya

ⓓ উপরের সব কটি✓

❍ CDRI- Central drug Research institute (Lucknow) এই পুরস্কারটি প্রদান করে থাকে।

এই পুরষ্কারগুলি প্রতি বছর 45 বছরের কম বয়সী ভারতীয় নাগরিকদের দেওয়া হয় যারা ওষুধ গবেষণা এবং বিকাশের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে চিত্তাকর্ষক গবেষণা কাজ করেছে।

কেমিক্যাল সায়েন্সেস এবং লাইফ সায়েন্সেসের জন্য পৃথক পৃথক দুটি ক্ষেত্রে পুরষ্কার দেওয়া হয়।

 প্রতিটি পুরষ্কারে নগদ 20,000 টাকা এবং একটি প্রশংসাপত্র  দেওয়া হয়।  

 বয়স হতে হবে 45 বছরের নিচে,17 ফেব্রুয়ারি  গণনা করা হিসাবে।

 ভারতের নাগরিক হতে হবে।

 Dr. Bushra Ateeq, Dr. Surajit Ghosh এরা দুজন বায়োলজিক্যাল সাইন্স এর জন্য এবং Dr Ravi Manjithaya কেমিক্যাল সাইন্স এর জন্য পান।


12. কোন মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি Upgraded microgravity toilet  চালু করতে চলেছে?

ⓐ NASA✓

ⓑ ISRO

ⓒ JAXA

ⓓ ROSCOSMOS

❍ NASA: National Aeronautics and Space Administration 

Formed : July 29, 1958; 62 years ago

 Founder: Dwight D. Eisenhower (ডুইট ডি আইজেনহওয়ার)

 Headquarters : Washington, D.C.

 Motto : For the Benefit of All

 Administrator : Jim Bridenstine (জিম ব্রাইডেনস্টাইন)


13. গঙ্গায় দেশে প্রথম জাদুঘরটি কে উদ্বোধন করেন?

ⓐ নরেন্দ্র মোদি✓

ⓑ রামনাথ কোবিন্দ

ⓒ যোগী আদিত্যনাথ

ⓓ অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 29 সেপ্টেম্বর গঙ্গায় দেশের প্রথম জাদুঘর উদ্বোধন করেন।

 জাদুঘরটি হরিদ্বারের চন্ডী ঘাটে অবস্থিত।













No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...