Saturday, October 3, 2020

গান্ধীজী সম্পর্কিত তথ্য


গান্ধীজী সম্পর্কিত তথ্য

 ১) কোন দিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়ে থাকে?

ক) 1অক্টোবর

খ) 2 অক্টোবর✓

গ) 3 অক্টোবর

ঘ) 4 অক্টোবর


২) গান্ধিজী কত সালে জন্মগ্রহণ করেন?

ক) 1859

খ) 1869✓

গ) 1879

ঘ) 1889


৩) গান্ধীজীর জন্মস্থান কোথায়?

ক) পোরবন্দর✓

খ) এলাহাবাদ

গ) অমৃতসর

ঘ) দিল্লি


৪) শৈশবে গান্ধীজীর ডাক নাম কি ছিল?

ক) মনু

খ) মানু বা মনিয়া✓

গ) সোনা

ঘ) মহু


৫) গান্ধিজির পিতার নাম কি?

ক) করমচাঁদ উত্তম চাঁদ গান্ধী✓

খ) ধরম চাঁদ উত্তম চাঁদ গান্ধী

গ) চরম চাঁদ উত্তম চাঁদ গান্ধী

ঘ) উত্তম চাঁদ করমচাঁদ গান্ধী


 ৬) গান্ধীজীর পিতা কোন পেশার সাথে যুক্ত ছিলেন?

ক) কৃষক

খ) দেওয়ান✓

গ) দোকানদার

ঘ) তেহসিলদার


৭) গান্ধীজী তার প্রাথমিক শিক্ষা কোথায় পেয়েছিলেন?

ক) সুদাম পুর

খ) বিকানির

গ) পোরবন্দর

ঘ) রাজকোট✓


৮) স্কুল ইনস্পেক্টর ক্লাসে যখন ডিক্টেশন দিচ্ছিলেন তখন গান্ধীজী কোন বানানটি ভুল করেছিলেন?

ক) School

খ) Kettle✓

গ) Uniform

ঘ) Umbrella


৯) গান্ধিজী কত বছর বয়সে বিবাহ করেন?

ক) ১২

খ) ১৩

গ) ১৪✓

ঘ) ১৫


১০) গান্ধীজীর পত্নীর নাম কি ছিল? 

ক) লিলা গান্ধী

খ) মিরা গান্ধী

গ) কস্তুরবা গান্ধী✓

ঘ) সরোজ গান্ধী


১১) গান্ধীজীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি?

ক) দেবদাস

খ) রামদাস

গ) মনিলাল

ঘ) হরিলাল✓


১২) গান্ধিজী কত সালে দক্ষিণ আফ্রিকায় গমন করেন?

ক) ১৮৯২

খ) ১৮৯৩✓

গ) ১৮৯০

ঘ) ১৮৮৮


১৩) গান্ধীজিকে মিকি মাউস বলেছিলেন কে?

ক) সরোজিনী নাইডু✓

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) চার্চিল

ঘ) জনগণ


১৪) গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দেন?

ক) সরোজিনী নাইডু

খ) রবীন্দ্রনাথ ঠাকুর✓

গ) চার্চিল

ঘ) জনগণ


১৫) গান্ধীজির ডান্ডি অভিযানে কতজন সঙ্গী ছিলেন?

ক) 68

খ) 78 ✓

গ) 88

ঘ) 98


১৬) কে গান্ধীজির ডান্ডি মার্চ সম্পর্কে বলেছিলেন যে " রামচন্দ্রের লঙ্কা অভিযানের মত গান্ধীজীর মিছিল স্মরণীয় হয়ে থাকবে"?

ক) মতিলাল নেহেরু✓

খ) সরোজিনী নাইডু

গ) জহরলাল নেহেরু

ঘ) বল্লভ ভাই প্যাটেল


১৭) গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন?

ক) স্বামী বিবেকানন্দ

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) গোপালকৃষ্ণ গোখলে✓

ঘ) এদের কেউ নন


১৮) গান্ধিজী কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন?

ক) 1940

খ) 1942✓

গ) 1944

ঘ) 1946


১৯) গান্ধীজী নিম্নের কোন দুটি কে তার দুটি ফুসফুসের সাথে তুলনা করেছিলেন?

ক) অহিংসা ও সত্য✓

খ) অহিংসা ও শান্তি

গ) সত্য ও শান্তি

ঘ) অহিংসা ও ত্যাগ


২০) গান্ধীজী ভারতের কোন অঞ্চলে প্রথম সত্যাগ্রহ অনুষ্ঠিত করেন?

ক) লাহোর

খ) দিল্লি

গ) চম্পারন✓

ঘ) কলকাতা


২১) গান্ধীজীর পুরো নাম কি?

ক) মোহনদাস করমচাঁদ গান্ধী✓

খ) মোহনদাস চরমচাঁদ গান্ধী

গ) মোহনদাস ধরমচাঁদ গান্ধী

ঘ) মদনমোহন করমচাঁদ গান্ধী


২২) গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে বলেছেন?

ক) সরোজিনী নাইডু

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) চার্চিল✓

ঘ) জনগণ


২৩) মহাত্মা গান্ধীর 1942 সালের 8 ই আগস্ট গৌলিয়া ট্যাংক ময়দানে ভারত ছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান "Do or Die" প্রথমবারের জন্য ব্যবহার করেন। গৌলিয়া ট্যাংক ময়দানের সাথে ভারতের কোন শহর যুক্ত?

ক) অমৃতসর

খ) মুম্বাই✓

গ) দিল্লি

ঘ) সুরাট


২৪) নিম্নলিখিত কোন আন্দোলনে মহাত্মা গান্ধী মন্তব্য করেছিলেন "নতজানু হয়ে আমি চেয়েছিলাম রুটি কিন্তু পরিবর্তে পেলাম পাথর"?

ক) খিলাফত আন্দোলন

খ) অসহযোগ আন্দোলন

গ) ডান্ডি মার্চ✓

ঘ) ভারত ছাড়ো আন্দোলন


২৫) কোন পৌরাণিক চরিত্রটি জীবনে চলার পথে গান্ধীজিকে সবথেকে বেশি প্রভাবিত করেছিল?

ক) হরিশচন্দ্র✓

খ) অশোক

গ) বিক্রমাদিত্য

ঘ) কৃষ্ণ


২৬) ভারতে ব্যবহৃত নোটে দেখা যায় গান্ধীজীর ছবি। কোন বছর থেকে ভারতের নোটে গান্ধীজীর ছবির ব্যবহারের প্রচলন শুরু হয়?

ক) ১৯৯৬✓

খ) ১৯৯৫

গ) ১৯৯৪

ঘ) ১৯৯৩


২৭) মহাত্মা গান্ধী কে সম্মান জানিয়ে কত সালে জাতিসংঘ তাকে উৎসর্গ করে পোস্টকার্ড প্রকাশ করে?

ক) ২০০৮

খ) ২০০৯✓

গ) ২০১০

ঘ) ২০১১


২৮) গান্ধীজিকে উৎসর্গ করে ভারতের দুটি মন্দির আছে- একটি নিদাঘট্ট গ্রাম, চিকমাগালুর, কর্ণাটক। অপরটি কোথায়?

ক) ভুবনেশ্বর

খ) কটক

গ) সম্বলপুর✓

ঘ) গাজিয়াবাদ


২৯) গান্ধীজীর আত্মজীবনীমূলক গ্রন্থ "My Experience with Truth  ", যেটিতে তার বাল্যকালের থেকে 1921 সাল পর্যন্ত জীবনের কথা বর্ণিত আছে সেটি কোন সাপ্তাহিক পত্রিকায় লেখা হতো?

ক) নবজীবন পত্রিকা✓

খ) নবকুমার পত্রিকা

গ) নব সমাজ পত্রিকা

ঘ) নবযুগ পত্রিকা


৩০) নোবেল শান্তি পুরস্কারের জন্য বহুবার মনোনীত হয়েও সেটি অর্জন করতে পারেননি মহাত্মা গান্ধী।তিনি মোট কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন?

ক) ৩

খ) ৪

গ) ৫✓

ঘ) ৬


৩১) গান্ধীজীর অনিচ্ছাসত্ত্বেও 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু অংশগ্রহণ করেন এবং তিনি গান্ধীজী মনোনীত প্রার্থীকে 203 টি ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন। গান্ধীজী মনোনীত প্রার্থী কে ছিলেন?

ক) দাদাভাই নওরোজি

খ) রাজেন্দ্র প্রসাদ

গ) পট্টভি সীতারামাইয়া✓

ঘ) জহরলাল নেহেরু


৩২) গান্ধীজী তারা আত্মজীবনীমূলক গ্রন্থ "The Story of my Experience with Truth"  গুজরাটি ভাষায় লিখেছিলেন। এটিকে কে ইংরেজিতে অনুবাদ করেন?

ক) বি আর আম্বেদকর

খ) মহাদেব দেশাই ✓

গ) পট্টভি সীতারামাইয়া

ঘ) দাদাভাই নওরোজি


৩৩) কবে জাতিসংঘের সাধারণ সভায় ২রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে?

ক) ২০০৭ সালের ১৫ই জুন✓

খ) ২০০৬ সালের ১৫ই জুন

গ) ২০০৮ সালের ১৫ই জুন

ঘ) ২০০৫ সালের ১৫ই জুন


৩৪) গান্ধীজিকে কে হত্যা করেছিলেন?

ক) নাথুরাম গডসে✓

খ) লর্ড মাউন্টব্যাটেন

গ) গোপালকৃষ্ণ গোখলে

ঘ) এদের কেউ নন


৩৫) গান্ধিজী কত সালে মারা যান?

ক) 1946

খ) 1948✓

গ) 1950

ঘ) 1952


৩৬) গান্ধীজী 1948 সালের কত তারিখে মারা যান?

ক) 30 জানুয়ারি✓

খ) 30 মার্চ

গ) 30 এপ্রিল

ঘ) 30 মে







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...