Sunday, October 4, 2020

Bengali Current Affairs 5th October, 2020

 





Bengali Current Affairs 5th October, 2020

1.ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করতে ‘Make Small Strong’ ক্যাম্পেইন লঞ্চ করছে কোন কোম্পানী?

ⓐ Facebook India

ⓑ Microsoft India

ⓒ Google India✓

ⓓ Apple India


Google-হেডকোয়াটার- মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া

প্রতিষ্ঠা সাল- ১৯৯৮ সালের ৪ঠা সেপ্টেম্বর

 বর্তমান CEO- সুন্দর পিচাই


2.ভারতীয় স্টেট ব্যাঙ্কের চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রাজনিস কুমার

ⓑ চিরঞ্জিত আত্রা✓

ⓒ অশ্বিনী তেয়ারী

ⓓ সুকমল শর্মা

 হেডকোয়াটার- মুম্বাই

 প্রতিষ্ঠা সাল- ১৯৫৫ সালের ১লা জুলাই

 বর্তমান চেয়ার পারসন- রাজনিস কুমার


3.কোন দেশের সহযোগিতায় ২০২৫ সালে ‘শুক্র মিশন’ লঞ্চ করবে ISRO?

ⓐ জাপান

ⓑ রাশিয়া

ⓒ ফ্রান্স✓

ⓓ আমেরিকা

রাজধানী- প্যারিস

 মুদ্রার নাম- ইউরো

 বর্তমান প্রেসিডেন্ট- Emmanuel Macron

 ISRO-এর পুরো কথা- Indian Space Research Organisation

 হেডকোয়াটার- বেঙ্গালুরু

 প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট

 প্রতিষ্ঠাতা- বিক্রম সারাভাই

 বর্তমান চেয়ারম্যান- Kailasavadivoo Sivan (কৈলাসবাদিভু সিভান)


4.‘Tribes India E-Marketplace’ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ অর্জুন মুন্ডা ✓

ⓒ স্মৃতি ইরানী

ⓓ প্রকাশ জাভেদকর

তিনি কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী।

 এই মার্কেট প্লেসে উপজাতি সম্প্রদায়ের তৈরী বিভিন্ন পণ্য বিক্রি হবে।


5.গ্রহাণু থেকে খনিজ সম্পদ সংগ্রহ বিশ্বে প্রথম মহাকাশে রোবট পাঠাচ্ছে কোন দেশ?

ⓐ জাপান

ⓑ চীন✓

ⓒ ভারত

ⓓ ইজরায়েল

 রাজধানী- বেজিং

 মুদ্রার নাম- রেনমিনবি

 বর্তমান রাষ্টপতি- সি জিনপিং


6.হিমাচল প্রদেশের রোটাং-এ ‘অটল টানেল’-এর উদ্বোধন করলেন কে?

ⓐ রামনাথ কোবিন্দ

ⓑ নরেন্দ্র মোদী✓

ⓒ নিতিন গাদকারী

ⓓ অমিত শাহ

টানেলের গড় উচ্চতা ১০ হাজার ফুট। এমন উচ্চতায় এটিই বিশ্বের দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গ।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত টানেলের। 

 ৯.০২ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি মানালী এবং লাহাউল-স্পিতি ভ্যালিকে যুক্ত করছে।

 এর মাধ্যমে মানালি থেকে লেহ্‌র মধ্যে দূরত্ব ৪৬ কিলোমিটার কমে যাবে। যাতায়াতের সময়ও কমবে অন্তত চার ঘণ্টা। এড়ানো যাবে তুষারপাত জনিত সমস্যা।


7.National Crime Records Bureau (NCRB)-এর তথ্য অনুযায়ী, মহিলাদের বিরুদ্ধে অপরাধের তালিকায় প্রথমস্থানে কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র

ⓑ দিল্লি✓

ⓒ গুজরাট

ⓓ উত্তরপ্রদেশ

২০১৯ সালে দিল্লিতে এই অপরাধের সংখ্যা ১২,৯০২টি।

 এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে মহারাষ্ট্র, যেখানে এই অপরাধের সংখ্যা ৬৫১৯টি

 NCRB-এর হেডকোয়াটার- মহিপাল, দিল্লি

 প্রতিষ্ঠা সাল- ১৯৮৬ সালের ১১ই মার্চ

 বর্তমান হেড- Ramphal Pawar


8.National Institute of Nutrition (NIN) ভারতীয় পুরুষ এবং মহিলাদের আদর্শ ওজনের নতুন মাত্রা কত প্রকাশ করলো?

ⓐ ৬৫ কেজি এবং ৫৫ কেজি✓

ⓑ ৫০ এবং ৪৫ কেজি

ⓒ ৬০ এবং ৫০ কেজি

ⓓ ৫৫ এবং ৫০ কেজি

এবং ভারতীয় পুরুষ এবং নারীর আদর্শ উচ্চতার নতুন মাত্রা যথাক্রমে ৫ফুট ৮ ইঞ্চি এবং ৫ফুট ৩ইঞ্চি।

 NIN-এর মূল প্রতিষ্ঠান- হায়দ্রাবাদে অবস্থিত

 বর্তমান ডিরেক্টর- Dr. R. Hemalatha


9.সম্প্রতি Devyani Khobragade (দেবায়ণী খোবরগাদে) কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ ডেনমার্ক

ⓑ জার্মানী

ⓒ কম্বোডিয়া✓

ⓓ ব্রাজিল

রাজধানী- Phnom Penhb(নম পেন)

 মুদ্রার নাম- Cambodian riel

 বর্তমান প্রধানমন্ত্রী- Hun Sen (১৯৯৮ সাল থেকে)


10.কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের নতুন সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অংশুমান শর্মা

ⓑ শ্রী অপূর্ব চন্দ্র✓

ⓒ রমেশ গুপ্ত

ⓓ সঞ্জয় সিনহা


11. সড়ক মেরামতের জন্য কোন রাজ্য সরকার "পথশ্রী" অভিযান প্রকল্প চালু করেছে?

ⓐ পশ্চিমবঙ্গ✓

ⓑ গুজরাট

ⓒ রাজস্থান

ⓓ মহারাষ্ট্র

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী : মমতা ব্যানার্জি

 পশ্চিমবঙ্গের রাজ্যপাল : জাগদীপ ধনকার


12. কোন ব্যাংক কর্ণাটক রাজ্যের 100টি গ্রামে WASH (water ,sanitation and hygiene) এর সাক্ষরতা প্রচারের একটি sanitation literacy campaign চালু করল?

ⓐ ADB

ⓑ AIIB

ⓒ World Bank

ⓓ NABARD✓

2 অক্টোবর থেকেই প্রচার শুরু হয় এই প্রচার চলবে 2021 সালের 26 জানুয়ারি পর্যন্ত।

 Nabard full form : National Bank for Agriculture and Rural Development.

 Chairman : G.R Chinthala

 কর্নাটকের রাজ্যপাল : বাজুভাই বালা

 কর্নাটকের মুখ্যমন্ত্রী : বি এস ইয়েদুরাপ্পা

 কর্নাটকের রাজধানী : বেঙ্গালুরু


13. জল শক্তি মন্ত্রণালয় এর গরিব কল্যাণ যোজনার অধীনে কোন রাজ্য সরকার আটটি পদক জিতল?

ⓐ উত্তর প্রদেশ✓

ⓑ ত্রিপুরা

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ কেরালা

Ministry of jal Shakti Minister : Gajendra Singh Shekhawat

 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ

 উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল

 উত্তর প্রদেশের রাজধানী: লখনও (লখনও শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত)


14. কোন মহিলা world most admired women 2020 এর তালিকায় শীর্ষস্থান দখল করেছে?

ⓐ অ্যাঞ্জেলিনা জোলি

ⓑ মিশেল ওবামা✓

ⓒ দ্বিতীয় রানী এলিজাবেথ

ⓓ মালালা ইউসুফজাই

world most admired women 2020 এর তালিকায় শীর্ষস্থানদখল করেছে মিশেল ওবামা ,দ্বিতীয় স্থানে আছে অ্যাঞ্জেলিনা জোলি ,তৃতীয় স্থানে আছে দ্বিতীয় রানী এলিজাবেথ

 14 তম স্থানে আছে মালালা ইউসুফজাই

 15 তম স্থানে আছে প্রিয়াঙ্কা চোপড়া

 16 তম স্থানে আছেন দীপিকা পাড়ুকোন

 18 তম স্থানে আছে গ্রেটা থানবার্গ


15. Alexander De crop কোন দেশের ৫৩ তম প্রধান মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন?

ⓐ বেলারুশ 

ⓑ বেলজিয়াম✓

ⓒ ক্রোয়েশিয়া

ⓓ মালয়েশিয়া

এর আগে এই পদে নিযুক্ত ছিলেন : 

সোফি উইলমেস

 বেলজিয়ামের রাজধানী : ব্রাসেল্‌স

 বেলজিয়ামের মুদ্রা: ইউরো


16. কোন এশীয় দেশ গরু হত্যা নিষিদ্ধ করল?

ⓐ ভারত

ⓑ আফগানিস্তান

ⓒ বাংলাদেশ

ⓓ শ্রীলংকা✓

 শ্রীলংকার প্রধানমন্ত্রী : মাহিন্দা রাজাপক্ষ

 শ্রীলংকার রাষ্ট্রপতি : গোতাবায়া রাজাপক্ষ

 শ্রীলংকার রাজধানী : শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে (প্রশাসনিক) এবং কলম্বো (বাণিজ্যিক)

 শ্রীলংকার মুদ্রা : শ্রীলঙ্কা রুপি








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...