Thursday, October 8, 2020

Bengali Current Affairs 9th October, 2020

 


Bengali Current Affairs 9th October, 2020 

1. Wildlife week কবে পালিত হয়?

ⓐ 1 অক্টোবর -7 অক্টোবর

ⓑ 2 অক্টোবর- 8 অক্টোবর✓

ⓒ 3 অক্টোবর -9 অক্টোবর

ⓓ 4 অক্টোবর -10 অক্টোবর

ভারতের উদ্ভিদ ও প্রাণীজগৎ রক্ষা এবং সংরক্ষণের লক্ষ্যে বন্যজীব সপ্তাহটি প্রতিবছর ২ য় থেকে ৮ ই অক্টোবরের মধ্যে পুরো ভারত জুড়ে পালিত হয়।

 ১৯৫৭ সালে প্রথম বন্যজীব সপ্তাহ পালিত হয়েছিল।

  2020 সালে 66  তম বন্যজীবন সপ্তাহ উদযাপন করা হয়।

 Theme : RoaR (Roar and Revive) – Exploring Human-Animal Relationships.


2. "Bapu-The unforgettable" শিরোনামে বই রিলিজ করলেন মনীষ সিসদিয়া, তিনি কোন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার?

ⓐ দিল্লি✓

ⓑ গুজরাট

ⓒ মহারাষ্ট্র

ⓓ আসাম

বইটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়।

 দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিওয়াল

 দিল্লির রাজ্যপাল- অনিল বৈজাল


3.SBI এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

ⓐ দিনেশ কুমার খাড়া✓

ⓑ রজনীশ কুমার

ⓒ আদিত্য কুমার ধারা

ⓓ রণবীর চক্রবর্তী

এর আগে এই পদে নিযুক্ত ছিলেন রজনীশ কুমার।

 তার মেয়াদ শেষ হয় 6 অক্টোবর।

 7 অক্টোবর থেকে স্টেট ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেন দিনেশ কুমার খাড়া।

 SBI প্রতিষ্ঠাকাল- 1 জুলাই ,1955

 সদর দপ্তর- মুম্বাই মহারাষ্ট্র


4. এবছর BRICS Summit- এর কত তম সংস্করণ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে ১৭ই নভেম্বর?

ⓐ ১২ তম✓

ⓑ ১৩ তম

ⓒ ১৪ তম

ⓓ ১০ তম

BRICS এর দেশ গুলি হলো- Brazil, Russia, India, China and South Africa.

 ১২ তম BRICS Summit 2020 করণা ভাইরাসের কারণে এই প্রথম ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে 17 নভেম্বর2020

 এই বছরে সামিটে সভাপতিত্ব করবে রাশিয়া।


5. মধু মহাজন এবং বি. আর. বালাকৃষ্ণন কোন রাজ্যের বিধানসভা ভোটের স্পেশাল অবজার্ভার হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ বিহার✓

ⓑ ঝাড়খন্ড

ⓒ গুজরাট

ⓓ হরিয়ানা


 রাজধানী- পাটনা

 মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

 রাজ্যপাল- ফাগু চৌহান


6. পথ দুর্ঘটনার তালিকায় প্রথম স্থানে কোন রাজ্য?

ⓐ তামিলনাড়ু✓

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ উত্তর প্রদেশ

ⓓ দিল্লি


পর পর ৩ বছর তামিলনাড়ু প্রথম রয়েছে।

 প্রতিদিন গড়ে ১৫৬টি পথ দুর্ঘটনা ঘটে।

 এই তালিকায় দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে উত্তর প্রদেশ।

 তামিলনাড়ুর রাজধানী : চেন্নাই

 তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী: এডাপ্পাদি কে. পালানিসামি

 তামিলনাড়ুর রাজ্যপাল : বানওয়ারীলাল পুরোহিত


7. সম্প্রতি প্রয়াত Mulayam Singh Yadav (মুলায়ম সিং যাদব) কোন রাজনৈতিক দলের প্রাক্তন নেতা ছিলেন?

ⓐ ভারতীয় জনতা পার্টি

ⓑ সমাজবাদী পার্টি✓

ⓒ অকালি দল

ⓓ কংগ্রেস পার্টি


মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯২ বছর


8. কৃষকদের সাহায্য করতে আত্মনির্ভর অ্যাকশন প্ল্যান রিলিজ করলো কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ গোয়া✓

ⓒ উত্তর প্রদেশ

ⓓ পাঞ্জাব

 রাজধানী- পানাজি

 মুখ্যমন্ত্রী- প্রমোদ সাওয়ান্ত

 রাজ্যপাল- সত্য পাল মালিক

9. রাস্তায় খাবার বিক্রেতাদের অনলাইন প্লাটফর্মে আনার জন্য কোন কোম্পানির সঙ্গে চুক্তি করলো কেন্দ্র?

ⓐ Zomato

ⓑ Swiggy✓

ⓒ Uber

ⓓ Ola

 হেড কোয়াটার- ব্যাঙ্গালোর

 প্রতিষ্ঠা সাল- ২০১৪

 বর্তমান CEO - বিশাল ভাটিয়া


10. সম্প্রতি Omar Razzaz (ওমর রাজ্জাজ) কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?

ⓐ কুয়েত

ⓑ জর্ডান✓

ⓒ মালি

ⓓ লেবানন

 রাজধানী- Amman

 মুদ্রার নাম- জর্ডিয়ান দিনার


11. Naugarh railway station এর নাম পরিবর্তন করে কি রাখা হলো?

ⓐ অটল নগর রেলওয়ে স্টেশন

ⓑ আদিত্যনাথ রেলওয়ে স্টেশন

ⓒ কাশি গয়া রেলওয়ে স্টেশন

ⓓ সিদ্ধার্থ নগর রেলওয়ে স্টেশন✓

 এই রেল স্টেশনটি উত্তরপ্রদেশে।

 উত্তরপ্রদেশের রাজধানী :লখনউ

 উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল

 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ


12. সম্প্রতি DRDO কোথা থেকে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো (SMART) এর সফল ভাবে উড়ান পরীক্ষা করলো?

ⓐ বিশাখাপত্তনম

ⓑ মুম্বাই

ⓒ হুইলার আইল্যান্ড✓

ⓓ কোচিন

 শত্রুর জলযান নিমেষে ধ্বংস করার অত্যাধুনিক বন্দোবস্ত রয়েছে এই টর্পেডো তে।

 হুইলার আইল্যান্ড  আবদুল কালাম আইল্যান্ড নামে পরিচিত।

আবদুল কালাম আইল্যান্ড উড়িষ্যাতে অবস্থিত।












No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...