Friday, October 9, 2020

Bengali Current Affairs 10th October, 2020

 

Bengali Current Affairs 10th October, 2020

1.‘Indian Air Force Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ৭ই অক্টোবর
ⓑ ৮ই অক্টোবর✓
ⓒ ৮ই নভেম্বর
ⓓ ১৮ই মার্চ

দেশে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ভারতীয় বায়ু সেনাবাহিনীর গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
 এবছর 88 তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো।
 ইন্ডিয়ান এয়ার ফোর্সের হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ১৯৩২ সালের ৮ই অক্টোবর
 Commander -in- Chief : President Ram Nath kovind
 এয়ার স্টাফ প্রধান- রাকেশ কুমার সিং ভাদৌরিয়া
 Vice Chief of the Air Staff : Air Marshal Harjit Singh Arora


2. Reserve Bank of India এর ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন?

ⓐ ডি কে দীক্ষিত
ⓑ এম রাজেশ্বর রাও✓
ⓒ বিকাশ ত্রিপাঠী
ⓓ রাকেশ ভাদুরিয়া

 এম রাজেশ্বর রাও 7 অক্টোবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর পদে নিযুক্ত হলেন।
 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাকি তিনজন ডেপুটি গভর্নর হলেন-
এম.ডি পাত্র, বি.পি কানুনগো, এম.কে. জৈন
 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর- মুম্বাই
 বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস
 প্রতিষ্ঠিত : 1 এপ্রিল 1935


3.Bureau of Civil Aviation Security (BCAS)-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রাকেশ আস্থানা
ⓑ এম. এ. গনপথী✓
ⓒ করমবীর সিং
ⓓ মনোজ সিনহা

 BCAS-এর হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ১৯৭৮

4.মূক এবং বধির শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের শিখন উপকরণ তৈরী করছে কোন শিক্ষা সংস্থা?

ⓐ SSC
ⓑ NCERT✓
ⓒ SCERT
ⓓ WBCHSE

 NCERT-এর পুরো কথা-National Council of Educational Research and Training
 হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ১৯৬১
 ডিরেক্টর- হৃশিকেশ সেনাপতি
 প্রেসিডেন্ট- রমেশ পোখরিয়াল

5.নাগরিকদের সমস্ত উন্নয়নমূলক পরিষেবার সুবিধা পেতে ‘ডিজিটাল সেবা সেতু’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র
ⓑ গুজরাট✓
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ রাজস্থান

 গুজরাট রাজ্য সরকার গ্রামীণ অঞ্চলের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে "ডিজিটাল সেবা সেতু" কর্মসূচি চালু করেছে।
 রাজধানী- গান্ধীনগর
 মুখ্যমন্ত্রী- বিজয় রূপানি
 রাজ্যপাল- আচার্য দেবব্রত

6. World cotton day কবে পালিত হয়?

ⓐ 5 অক্টোবর
ⓑ 4 অক্টোবর
ⓒ 7 অক্টোবর✓

ⓓ 9 অক্টোবর

 The day was inaugurated by the World Trade Organisation (WTO) in Geneva on October 7, 2019


7.2020 সালে সাহিত্যে কাকে নোবেল পুরস্কার দেয়া হবে?

ⓐ Louise Gluck✓
ⓑ Kajio Ishu Guru
ⓒ Louise Simenz
ⓓ কোনটাই নয়

 সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, গ্লুককে এই পুরস্কার দেওয়া হয়েছে তার সরল ও সৌন্দর্য্যময় ভ্রান্তিহীন কাব্যিক কণ্ঠস্বরের জন্য, যা ব্যক্তির অস্বিত্বকে সর্বজনীন করে তোলে।
 প্রসঙ্গত, নোবেল পুরস্কারের ইতিহাসে ১৬তম মহিলা বিজেতা হলেন এই মার্কিন কবি।
 ২০১৮ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ওলগা তোকারচুক এবং ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন পেটার হান্ড‌কে

8.সম্প্রতি প্রয়াত Najeeb Tarakai(নাজিব তারকাই), কোন দেশের ক্রিকেটার ছিলেন?

ⓐ পাকিস্তান
ⓑ আফগানিস্তান✓
ⓒ শ্রীলংকা
ⓓ বাংলাদেশ

 পথ দুর্ঘটনায় মাত্র ২৯ বয়সে মারা গেলেন

9.ভারতের প্রথম দুটি ‘Organic Spices Seed Park’ প্রতিষ্ঠিত হবে কোন রাজ্যে?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ গুজরাট✓
ⓒ আসাম
ⓓ সিকিম

10.কলেজ শিক্ষার্থীদের জন্য ‘DISHTAVO’ -নামে ইউটিউব চ্যানেল লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ ত্রিপুরা
ⓑ গোয়া✓
ⓒ উড়িষ্যা
ⓓ মেঘালয়

 রাজধানী- পানাজি
 মুখ্যমন্ত্রী- প্রমোদ সাওয়ান্ত
 রাজ্যপাল- সত্য পাল মালিক

11. 2020 সালে সরলা পুরস্কার কে পেতে চলেছেন?

ⓐ নিত্যানন্দ নায়েক✓
ⓑ রাজ কিশর দাস
ⓒ বসন্ত কিশোর শাহ
ⓓ রজনীকান্ত মহান্তি

 বিখ্যাত উড়িয়া কবি নিত্যানন্দ নায়েক 2017 সালে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ " Setebelaku Nathiba " জন্য সরলা পুরস্কার পেতে চলেছেন।
 5 লক্ষ নগদ পুরস্কার এবং প্রশংসা পত্র প্রদান করা হবে।
 সরলা পুরস্কার উড়িষ্যার শীর্ষস্থানীয় সাহিত্য পুরস্কার হিসেবে স্বীকৃত।

12. সম্প্রতি কোন 16 বছর বয়সী কিশোরী ফিনল্যান্ডে একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিল?

ⓐ এন্নি মারিন
ⓑ আনিয়া মুর্ত
ⓒ আভা মুর্ত✓
ⓓ সানা মারিন

 ফিনল্যান্ডের রাজধানী : হেলসিংকি
 ফিনল্যান্ডের রাষ্ট্রপতি :শাউলি ণিইনিস্তও
ফিনল্যান্ডের মুদ্রা : ইউরো












No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...