Tuesday, October 20, 2020

MOCK TEST -12

 

MOCK TEST -12

১) বেকিং পাউডারের মিশ্রণে ক্ষার জাতীয়  পদার্থ কোনটি?

 ক) অ্যাসিটিক এসিড

 খ) সাইট্রিক এসিড

 গ) টারটারিক এসিড✓

 ঘ) অক্সালিক এসিড


২) কোয়ান্টাম ম্যাকানিক্স এর সাহায্যে নিচের কোনটি সম্ভব?

 ক) তত্ত্বীয় জ্ঞানার্জন

 খ) সূত্রপ্রদান ও গাণিতিক সম্পর্ক

 গ) পরমাণুর গঠন ব্যাখ্যা✓

 ঘ) মূলনীতির ব্যাখ্যা


৩) ব্যাকটেরিয়া যখন মানুষের মুখে লেগে থাকা খাবার খায় তখন কি উৎপন্ন হয়?

ক) ক্ষারক

খ) লবণ

গ) এসিড✓

ঘ) জীবাণু


৪) ধাতু ও লঘু এসিডের বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন হয়?

ক) নাইট্রোজেন

খ) হাইড্রোজেন✓

গ) অক্সিজেন

ঘ) ক্লোরিন


৫) কার্বনের তুলনায় হাইড্রোজেনের দাহ্যতা –

 ক) কম

খ) বেশি✓

গ) একই

ঘ) কোনটিই নয়

 

৬) কৃত্রিম কাপড় তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

ক) পলিপ্রোপিন

খ) টেফলন

গ) নাইলন✓

ঘ) PVC

      

৭) পেট্রোলিয়ামে শতকরা কতভাগ ন্যাপথা থাকে?

ক) 20 ভাগ

খ) 30 ভাগ

গ) 10 ভাগ✓

ঘ) 40 ভাগ


৮) সূর্যের আলো ও ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় যে পলিমার তাকে কী বলে?

ক) বায়োপলিমার✓

খ) কৃত্রিম পলিমার

গ) প্রাকৃতিক পলিমার

ঘ) কোনটিই নয়


৯) সাপ তাড়াতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক) বেনজিন 

খ) কার্বলিক এসিড✓

গ) ন্যাপথলিন 

ঘ) বিউটেন


১০) রাস্তা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

ক) ন্যাপথা

খ) বিটুমিন

গ) লুব্রিকেটিং তেল✓

ঘ) পেট্রোলিয়াম


১১) নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

ক) কয়লা 

খ) মাটি✓

গ) তেল 

ঘ) প্রাকৃতিক গ্যাস


১২) ন্যাপথলিন কোন ধরনের যৌগ?

ক) সম্পৃক্ত অ্যালিফেটিক

খ) অসম্পৃক্ত অ্যালিফেটিক

গ) অ্যারোমেটিক যৌগ✓

ঘ) সম্পৃক্ত অ্যালিসাইটিক


১৩) কোনটি চকচকে?

ক) নাইলন✓

খ) PVC

গ) টেফলন

ঘ) পলিপ্রোপিন


১৪) ব্রোমিন দ্রবণ পরীক্ষায় লাল বর্ণের ব্রোমিন অ্যালকিনের সাথে বিক্রিয়ায় কোন বর্ণ দেয়?

ক) কমলা 

খ) নীল

গ) বাদামি

ঘ) বর্ণহীন✓


১৫) অপরিশোধিত তেলকে ব্যবহার উপযোগী করার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

ক) কেলাসন

খ) পাতন

গ) আংশিক পাতন✓

ঘ) বাষ্পীভবন


১৬) ব্রোমিন কী বর্ণের তরল পদার্থ?

ক) সাদা

খ) লাল✓

গ) বেগুনি

ঘ) গোলাপী


১৭) বায়োপলিমারসমূহ জীবাণু দ্বারা বিযোজিত হতে কত বছর সময় নেয়?

ক) 20 থেকে 30 বছর✓

খ) 10 থেকে 20 বছর

গ) 20 থেকে 40 বছর

ঘ) 30 থেকে 40 বছর


১৮) ইনসুলিন নামক পলিমারে কয়টি অ্যামাইনো এসিড থাকে?

ক) 20টি

খ) 22টি✓

গ) 32টি

ঘ) 21টি


১৯) রেইনকোট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?

ক) পলিথিন

খ) পলিপ্রোপিন

গ) টেফলন

ঘ) পলিভিনাইল ক্লোরাইড✓

 

২০) কয়লাকে তাপ দিলে প্রাপ্ত অবশেষকে কী বলে?

ক) কয়লার আশ

খ) কোক✓

গ) খনিজ কয়লা

ঘ) কোনটিই নয়


২১) কোনটি মোম তৈরিতে ব্যবহৃত হয়?

ক) অ্যালুমিনিয়াম

খ) কার্বন✓

গ) অক্সিজেন

ঘ) সিলিকন


 ২২) LPG গ্যাসরূপে কী ব্যবহার করা হয়?

ক) কয়লা

খ) প্রাকৃতিক গ্যাস

গ) পেট্রোলিয়াম গ্যাস✓

ঘ) তেল


২৩) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?

ক) ইথেন

খ) প্রোপেন

গ) বিউটেন

ঘ) মিথেন✓


২৪) কোন ধাতুটি অ্যামালগাম তৈরিতে কাজে লাগে না?

ক) জিংক

খ) কপার

গ) ম্যাগনেসিয়াম

ঘ) আয়রন✓


২৫) নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা বক্সাইট আকরিক কে বিশুদ্ধ করা হয়?

ক) চুম্বকীয় পৃথকীকরণ

খ) তড়িৎ বিশ্লেষণ

গ) লিচিং✓

ঘ) ধৌতকরণ


২৬) আব্দুল কালামের জন্মবার্ষিকীতে কী শিরোনামে ডকুমেন্টারী স্ট্রিম করলো Films Division of India?

ক) Best President

খ) People’s President✓

গ) Dear Kalam

ঘ) Missile Man


২৭) ‘Red Light On, Gaadi Off’-নামে অভিযান লঞ্চ করলো কোন রাজ্য?

ক) মহারাষ্ট্র

খ) কর্নাটক

গ) দিল্লি✓

ঘ) তামিলনাড়ু














No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...