Tuesday, October 20, 2020

Bengali Current Affairs 21st October, 2020

 


Bengali Current Affairs 21st October, 2020

1.Baja Allianz-এর সহযোগিতায় গাড়ি এবং বাইক ইন্স্যুরেন্স লঞ্চ করলো কোন প্ল্যাটফর্ম?

ⓐ Google Pay

ⓑ PhonePe✓

ⓒ PatyTm

ⓓ Amazon

হেডকোয়াটার- বেঙ্গালুরু

⚫ প্রতিষ্ঠা সাল- ডিসেম্বর, ২০১৫

বর্তমান CEO- সমীর নিগম


2.World Athletics Half Marathon Championships-এর অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হওয়া Constantina Dita, কোন দেশের বাসিন্দা?

ⓐ ইতালি

ⓑ রোমানিয়া✓

ⓒ ভিয়েতনাম

ⓓ সুইডেন

তিনি রোমানিয়ার প্রখ্যাত মহিলা দৌড়বিদ।

⚫ ২০০৮ সালে তিনি অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলেন।

⚫ রোমানিয়ার রাজধানী- বুখারেস্ট

⚫ মুদ্রার নাম- Romanian leu

⚫ বর্তমান রাষ্ট্রপতি- Klaus Iohannis (ক্লাউস ইওহান্নিস)


3.মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য ‘AAWAJ’-নামে ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ মহারাষ্ট্র

ⓒ রাজস্থান✓

ⓓ গোয়া

⚫ AAWAJ-এর পুরো অর্থ হল- Action Against Women-related crime and Awareness for Justice

⚫ রাজধানী- জয়পুর

⚫ মুখ্যমন্ত্রী- অশোক গেহলট

⚫ রাজ্যপাল- কালরাজ মিশ্র


4.BharatPe-র চিফ অপারেটিং অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Sachin Bansal

ⓑ Dhruv Bahl✓

ⓒ Sameer Agarwal

ⓓ Aryan Roy


5.রাজ্যের উপজাতি সম্প্রদায়ের জন্য ‘Tech for Tribals’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ ঝাড়খন্ড

ⓑ ছত্তিশগড়✓

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ ত্রিপুরা

উপজাতি সম্প্রদায়ের মধ্যে উদ্যোক্তা এবং ব্যবসায়ী দক্ষতা বৃদ্ধির জন্যই এই স্কিম।

⚫ এই স্কিমের বাস্তবায়নে সাহায্য করছে IIT, Kanpur

⚫ রাজধানী- রায়পুর

⚫ মুখ্যমন্ত্রী- ভুপেশ বাঘেল

⚫ রাজ্যপাল- Anusuiya Uikey


6.‘Deh Vechava Karani’-শিরোনামে বালাসাহেব ভিখে পাতিল-এর আত্মজীবনী রিলিজ করলেন কে?

ⓐ রামনাথ কোবিন্দ

ⓑ নরেন্দ্র মোদী✓

ⓒ ভেঙ্কাইয়া নাইডু

ⓓ অর্জুন মুন্ডা

⚫ বালাসাহেব ভিখে পাতিল ছিলেন ১৪তম লোক সভার সদস্য।

⚫ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলে নিযুক্ত ছিলেন।


7. ‘Indian Football – Forward Together’-শিরোনামে নতুন মোটো লঞ্চ করলো কোন ফুটবল সংস্থা?

ⓐ FIFA

ⓑ AIFF✓

ⓒ ICC

ⓓ BCCI

⚫ AIFF-এর পুরো কথা- All India Football Federation

⚫ হেডকোয়াটার- দ্বারকা, দিল্লি

⚫ প্রতিষ্ঠা সাল- ১৯৩৭ সালের ২৩শে জুন

⚫ বর্তমান প্রেসিডেন্ট- প্রফুল প্যাটেল


8.মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কাউন্সেলিং-এর জন্য ‘মন সংবাদ’ হেল্পলাইন নাম্বার লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ আসাম

ⓑ উড়িষ্যা

ⓒ রাজস্থান✓

ⓓ গুজরাট

⚫ এটি লঞ্চ করলেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা।

9.প্রথম ভারতীয় মহিলা হিসাবে 2020 Wildlife Photographer of the Year Award জিতলো কে?

ⓐ কৃতিকা পান্ডে

ⓑ ঐশ্বর্য্য শ্রীধর✓

ⓒ প্রীতি সেনগুপ্ত

ⓓ সীমা গুপ্ত

⚫ তিনি মুম্বাইয়ের বাসিন্দা।

⚫ তার ফটোর শিরোনাম ছিল- 'Lights of passion'

⚫ এছাড়াও তিনি Sanctuary Asia young naturalist award ও Princess Diana award প্রাপক।


10.সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া Umar Gul, কোন দেশের ক্রিকেটার?

ⓐ পাকিস্তান✓

ⓑ শ্রীলংকা

ⓒ আফগানিস্তান

ⓓ নিউজিল্যান্ড

⚫ তিনি পাকিস্তানের ফাস্ট বোলার।


11. কোন দুটি দেশের নৌবাহিনীর মধ্যে 8 তম বার্ষিক দ্বিপাক্ষিক সামুদ্রিক নৌ-মহড়া SLINEX-20 শুরু হল?

ⓐ ভারত-বাংলাদেশ

ⓑ ভারত - শ্রীলংকা✓

ⓒ ভারত- জাপান 

ⓓ চীন - শ্রীলঙ্কা

⚫ এই সামুদ্রিক নৌ-মহড়া 19 অক্টোবর শুরু হয়েছে চলবে 21 অক্টোবর পর্যন্ত।

⚫ এই সামুদ্রিক নৌ মহড়া অনুষ্ঠিত হচ্ছে শ্রীলংকার ত্রিকোণমেলি তে।


12. Global hunger index 2020 ভারতের স্থান কত?

ⓐ 64

ⓑ 94✓

ⓒ 84

ⓓ 34

⚫ 160 টি দেশের মধ্যে Global hunger index এ ভারতের স্থান 94


13. National Solidarity Day কবে পালিত হয়?

ⓐ 19 অক্টোবর

ⓑ 18 অক্টোবর

ⓒ 17 অক্টোবর

ⓓ 20 অক্টোবর✓

⚫ ভারত-চীন যুদ্ধের সময় চীনের বিরুদ্ধে ভারতীয়রা যে একতা দেখিয়েছিল তা স্মরণ করে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।


14.Jacinda Ardern কোন দেশের দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন?

ⓐ ফিনল্যান্ড

ⓑ রাশিয়া

ⓒ নিউজিল্যান্ড✓

ⓓ মালি

⚫ নিউজিল্যান্ডের রাজধানী- ওয়েলিংটন

⚫ নিউজিল্যান্ডের মুদ্রা -ডলার

⚫ ইনি নিউজিল্যান্ডের 40 তম প্রধানমন্ত্রী।


15. Delhi and District Cricket Association (DDCA) এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন?

ⓐ রোহন জেটলি✓

ⓑ জয় সাহা

ⓒ কপিল দেব

ⓓ অপূর্ব সিনহা

⚫ রোহন জেটলি  হলেন সম্প্রতি প্রয়াত ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি পুত্র।


16. সম্প্রতি DRDO কোথা থেকে পরমাণু অস্ত্র বহনকারী পৃথ্বী -2 এর সফলভাবে উৎক্ষেপণ করল?

ⓐ চাঁদিপুর ,উড়িষ্যা✓

ⓑ বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ

ⓒ লে, লাদাখ

ⓓ ভুবনেশ্বর , ওড়িশা

⚫ পরমাণু অস্ত্র বহনকারী পৃথ্বী -2 ক্ষেপণাস্ত্র surface to surface missile

⚫ 9 মিটার লম্বা ক্ষেপণাস্ত্র 500 থেকে 1000 কেজি ওজনের পরমাণু অস্ত্র বহন করতে পারে।

⚫ 250 থেকে 350 কিলোমিটার দূরে শত্রুপক্ষের ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম।

⚫ এটি ভারতের তৈরি প্রথম surface to surface missile


17. World osteoporosis day কবে পালিত হয়?

ⓐ 20 অক্টোবর✓

ⓑ 18 অক্টোবর

ⓒ 17 অক্টোবর

ⓓ 19 অক্টোবর

⚫ এই রোগ নির্ণয় , চিকিৎসা ও নিরাময় সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

⚫ 1996 সালে প্রথম এই দিনটি পালন করা হয়।













No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...