H/W 24th November, 2020
১) মহাত্মা গান্ধীর 151 তম জন্ম দিবস উপলক্ষে কোন দেশ "The Gandhi As I Understood" নামক সংহিতা উন্মোচন করলেন?
- নেপাল
২) বন্যপ্রাণী উদ্ধারের জন্য ‘Wildlife Rescue’-নামে মোবাইল অ্যাপ লঞ্চ করা হলো কোথায়?
- চন্ডিগড়
Bengali Current Affairs 25th November, 2020
1.ভারতের প্রথম মস গার্ডেনের উদ্বোধন করা হলো কোন রাজ্যে?
ⓐ আসাম
ⓑ উত্তরাখন্ড✓
ⓒ নাগাল্যান্ড
ⓓ ঝাড়খন্ড
❍ এটি উত্তরাখন্ডের নৈনিতাল জেলার খুরপাতালে উদ্বোধন করলেন রাজেন্দ্র সিং
❍ রাজধানী- দেরাদুন, Gairsain
❍ মুখ্যমন্ত্রী- ত্রিবেন্দ্র সিং রাওয়াত
❍ রাজ্যপাল- বেবীরানী মৌর্য্য
2. ‘মহা আবাস যোজনা’-নামে গ্রামীন আবাসন প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ গুজরাট
ⓑ বিহার
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ পাঞ্জাব
❍ এই যোজনার আওতায় মোট ৮.৮২ লক্ষ বাড়ি তৈরী করা হবে
❍ রাজধানী- মুম্বাই
❍ মুখ্যমন্ত্রী- Uddhav Thackeray
❍ রাজ্যপাল- Bhagat Singh Koshyari
3.উত্তরাখন্ড পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল বা DGP হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ ভি.এস. যাদব
ⓑ অশোক কুমার✓
ⓒ অধীর চৌধুরী
ⓓ গগনেন্দ্র কুমার
4.Indiabulls Housing Finance Ltd.-এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
ⓐ মাইকেল পাত্র
ⓑ দীনবন্ধু মহাপাত্র✓
ⓒ ব্রজেশ কান্ত
ⓓ গৌরব কুমার
❍ আগামী ৩ বছরের জন্য তিনি এই পদে নিযুক্ত হলেন।
❍তিনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO ছিলেন।
❍ Indiabulls-এর হেডকোয়াটার- গুরুগ্রাম
❍ প্রতিষ্ঠা সাল- ২০০৫
5. ‘Best Marine District’ অ্যাওয়ার্ড জিতলো কৃষ্ণা জেলা, এটি কোন রাজ্যে অবস্থিত?
ⓐ গুজরাট
ⓑ অন্ধ্রপ্রদেশ✓
ⓒ কেরালা
ⓓ কর্নাটক
❍ মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি
❍ রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন
6.উত্তরপ্রদেশে ‘হার ঘর নল যোজনা’ লঞ্চ করলেন কে?
ⓐ যোগী আদিত্যনাথ
ⓑ নরেন্দ্র মোদী✓
ⓒ আনন্দিবেন প্যাটেল
ⓓ গজেন্দ্র সিং সেখায়াত
❍ এই যোজনার আওতায় উত্তরপ্রদেশের মোট ৩০০০টি গ্রামীন অঞ্চলে পানীয় জল সরবরাহ করা হবে।
❍ রাজধানী- লক্ষ্ণৌ
❍ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ
❍ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল
7.সম্প্রতি প্রয়াত বাঙালী লেখক অলোকরঞ্জন দাশগুপ্ত, কোন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন?
ⓐ পদ্মশ্রী
ⓑ সাহিত্য একাডেমী✓
ⓒ জ্ঞানপীঠ
ⓓ ভারতরত্ন
❍ তিনি ১৯৯২ সালে 'মরমী করাত' শিরোনামে কবিতা গ্রন্থের জন্য এই পুরস্কার পেয়েছিলেন।
❍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৭ বছর।
8.জেনেভাতে Inter-Parliamentary Union (IPU)-এর এক্সটার্নাল অডিটর হিসাবে নির্বাচিত হলেন কে?
ⓐ মনোজ সিনহা
ⓑ গিরিশচন্দ্র মূর্মু✓
ⓒ ভেনু গোপাল
ⓓ নির্মলা সিথারামন
❍ তিনি ভারতের বর্তমান Comptroller and Auditor General
❍ IPU-এর হেডকোয়াটার- জেনেভা, সুইজারল্যান্ড
❍ প্রতিষ্ঠা সাল-১৮৮৯
❍ বর্তমান প্রেসিডেন্ট- Gabriela Cuevas Barron
❍ সেক্রেটারী জেনারেল- Martin Chungong
9.16th Airtel Delhi Half Marathon-এর ইভেন্ট অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন প্রখ্যাত শ্যুটার?
ⓐ জিতু রাই
ⓑ অভিনব বিন্দ্রা✓
ⓒ বিজয় কুমার
ⓓ গগন নারাং
10.Crickslab কোম্পানীর ডিরেক্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন পাকিস্তানী ক্রিকেটার?
ⓐ শোয়েব মালিক
ⓑ ওয়াসিম আক্রাম✓
ⓒ শাহীন আফ্রিদি
ⓓ হায়দার আলী
11. 2020 সালে World's Most Expensive Cities তালিকার প্রথম স্থান অধিকার করেছে কোন শহর?
ⓐ হংকং✓
ⓑ লন্ডন
ⓒ প্যারিস
ⓓ জুরিখ
❍ 2020 সালে World's Most Expensive Cities তালিকার প্রথম স্থান অধিকার করেছে হংকং।
❍ দ্বিতীয় স্থানে আছে প্যারিস ও তৃতীয় স্থানে আছে জুরিখ।
❍ এটি 133 টি দেশের মধ্যে হয়ে থাকে।
12. কোন বলিউড অভিনেতা ২০২০ সালে "আদিত্য বিক্রম বিড়লা কলাশিখর" পুরস্কারে ভূষিত হলেন?
ⓐ শক্তি কাপুর
ⓑ নাসিরুদ্দিন শাহ✓
ⓒ জনি লিভার
ⓓ সানি দেওয়াল
❍ অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন শাহ কে
২০২০ সালে আদিত্য বিক্রম বিড়লা কলাশিখর পুরস্কারে ভূষিত করা হলো।
❍ এছাড়া দুই উদীয়মান নাট্যব্যক্তিত্ব নীল চৌধুরী এবং ইরাবতী করণিক এই পুরস্কারে ভূষিত হলেন।
❍ এই পুরস্কারটি থিয়েটার এবং অভিনয়ের শ্রেষ্ঠ সম্মান।
13.কোন দেশে বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ডবল ডেকার বাস চালু হলো?
ⓐ শ্রীলংকা
ⓑ দুবাই
ⓒ স্কটল্যান্ড✓
ⓓ আমেরিকা
❍ স্কটল্যান্ড এর রাজধানী - এডিনবরা
❍ স্কটল্যান্ড এর মুদ্রা -পাউন্ড স্টার্লিং
14. কে Insurance Regulatory and Development Authority of India (IRDAI)এর সদস্য পদে নিযুক্ত হলেন?
ⓐ বিমল জালান
ⓑ দীনেশ খারে
ⓒ এস এন রাজেশ্বরী✓
ⓓ আদিত্য চোপড়া
❍ IRDAI founded- 1999
❍ Headquarter - Hyderabad
❍ Chairperson : Subhash Chandra khuntia
15. ভারত সিঙ্গাপুর থাইল্যান্ড এর মধ্যে কোথায় ত্রিপক্ষীয় নৌ-মহড়া SITMEX20 দ্বিতীয় সংস্করণ টি অনুষ্ঠিত হলো?
ⓐ আন্দামান সাগর✓
ⓑ বঙ্গোপসাগর
ⓒ ভারত মহাসাগর
ⓓ আটলান্টিক মহাসাগর
❍ ২০২০ সালের ২১ থেকে ২২ নভেম্বর অবধি দেশীয়ভাবে নির্মিত অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (এএসডাব্লু) corvette Kamorta এবং missile corvette Karmuk সহ ভারতীয় নৌবাহিনী জাহাজ ভারত, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের ত্রিপক্ষীয় মেরিটাইম এক্সারসাইজ SITMEX20 এর দ্বিতীয় সংস্করণে অংশ নিয়েছিল।
❍ থাইল্যান্ডের রাজধানী : ব্যাংকক
❍ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী :প্রযুত চান-ও-চা
❍ থাইল্যান্ডের মুদ্রা : বাট
❍ সিঙ্গাপুরের মুদ্রা : সিঙ্গাপুর ডলার
❍ সিঙ্গাপুরের রাজধানী: সিঙ্গাপুর
❍ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী: লি সিয়েন লুং
Question of the Day
১) 'Till We Win' বইটির লেখক কে?
২) ভারতীয় সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারাভানে কে কোন দেশের সেনাবাহিনীর জেনারেল পদে সম্মানিত করা হল?
No comments:
Post a Comment