General Science
Topic - রসায়নবিদ্যা (পরমাণুর গঠন)
Atomic structure
১) নিউট্রনের আবিষ্কারক কে?
ক) জে জে টমসন
খ) স্যাডউইক ✓
গ) রাদারফোর্ড
ঘ) প্রিস্টলি
২) একই পরমাণুতে সমান পরিমাণ কি বর্তমান থাকে?
ক) প্রোটন এবং ইলেকট্রন✓
খ) নিউট্রন এবং ইলেকট্রন
গ) প্রোটন এবং নিউট্রন
ঘ) প্রোটন এবং পজিট্রন
৩) ক্যাথোড রশ্মি তে বর্তমান-
ক) ভর
খ) চার্জ
গ) ভর এবং চার্জ কোনোটিই নয়
ঘ) ভর এবং চার্জ উভয়✓
৪) একটি পরমাণুর দুটি কোয়ান্টাম নম্বরের মান কখনোই এক হয় না। এই তত্ত্বকে বলা হয়-
ক) হুন্ডের সূত্র
খ) পাওলির অপ বর্জন নীতি✓
গ) অনিশ্চয়তা নীতি
ঘ) কোনোটিই নয়
৫) নিউক্লিয়ন হলো-
ক) প্রোটন এবং নিউট্রন✓
খ) নিউটন এবং ইলেকট্রন
গ) প্রোটন এবং ইলেকট্রন
ঘ) প্রোটন ,নিউট্রন এবং ইলেকট্রন
৬) কার্বন পরমাণু তে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত?
ক) 2✓
খ) 4
গ) 1
ঘ) 3
৭) "ইলেকট্রনের মত ছোট কণার বেগ এবং অবস্থান একই সঙ্গে নির্ণয় করা অসম্ভব " এটিকে বলে-
ক) হাইসেনবার্গের অনিশ্চয়তা সূত্র✓
খ) পাওলির অপ বর্জন নীতি
গ) আওবাও নীতি
ঘ) কোনোটিই নয়
৮) নিস্তড়িত পরমাণু থেকে পজিটিভ আয়ন সৃষ্টি হয় কিভাবে?
ক) নিউট্রন ত্যাগের দ্বারা
খ) প্রোটন ত্যাগের দ্বারা
গ) নিউক্লিয়ার চার্জের দ্বারা
ঘ) ইলেকট্রন ত্যাগের দ্বারা✓
৯) পরমাণুর কোন ধর্ম টা পূর্ণ সংখ্যার হয়?
ক) পরমাণুর ভর
খ) পরমাণু ক্রমাঙ্ক✓
গ) পরমাণুর ব্যাসার্ধ
ঘ) পরমাণুর আয়তন
১০) পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন কে?
ক) নীলস বোর
খ) রাদারফোর্ড✓
গ) স্যাডউইক
ঘ) টমসন
১১) পরমাণুর কক্ষ হলো-
ক) ইলেকট্রনের বৃত্তাকার পথ
খ) উপবৃত্তাকার কক্ষপথ
গ) নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক ক্ষেত্র
ঘ) যে অঞ্চলটিতে সর্বাধিক পরিমাণ ইলেকট্রন খুঁজে পাওয়া যায়✓
১২) তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য হল-
ক) UV রশ্মি
খ) রেডিও তরঙ্গ✓
গ) X রশ্মি
ঘ) IR রশ্মি
১৩) কোন কক্ষের আকৃতি ডাম্বেল এর মত?
ক) S কক্ষ
খ) P কক্ষ✓
গ) d কক্ষ
ঘ) f কক্ষ
১৪) আর্গনের শেষ কক্ষের ইলেকট্রন হলো-
ক) 2
খ) 6
গ) 8✓
ঘ) 18
১৫) একটি পরমাণুর আইসোটোপ এ-
ক) সম সংখ্যক নিউট্রন বর্তমান
খ) সম সংখ্যক প্রোটন বর্তমান✓
গ) সম সংখ্যক ভর
ঘ) বিভিন্ন রাসায়নিক ধর্ম
১৬) কোন পরমাণুর K কক্ষে শুধু মাত্র দুটি ইলেকট্রন বর্তমান?
ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম✓
গ) নিয়ন
ঘ) সালফার
১৭) আলোক কোন কণার গতি নির্দেশ করে?
ক) ফোটন✓
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) ইলেকট্রন
১৮) নিচের কোন বর্ণের দৃশ্যমান রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ শোষিত হয় সবুজ গাছ দ্বারা?
ক) সবুজ এবং হলুদ
খ) লাল ও নীল✓
গ) সবুজ ও লাল
ঘ) নীল ও হলুদ
১৯) একটি পরমাণুর চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার প্রকাশ করে পরমাণু টির -
ক) সজ্জা✓
খ) আকৃতি
গ) আকার
ঘ) স্পিন
২০) ক্যাথোড রশ্মি কে প্রভাবিত করে-
ক) শুধুমাত্র চুম্বকীয় ক্ষেত্র
খ) শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র
গ) চুম্বক এবং তড়িৎ ক্ষেত্র উভয়✓
ঘ) কোনোটিই নয়
২১) নিচের কোন কোন কনা সমূহ দ্বারা নিউক্লিয়াস তৈরি হয়?
ক) ইলেকট্রন ও প্রোটন
খ) প্রোটন ও নিউট্রন✓
গ) ইলেকট্রন ও নিউট্রন
ঘ) ইলেকট্রন ,প্রোটন ও নিউট্রন
২২) শূন্য মাধ্যমের মধ্য দিয়ে কোন তরঙ্গ বিস্তারিত হয়?
ক) রেডিও তরঙ্গ
খ) আলোক তরঙ্গ✓
গ) এক্স রশ্মি
ঘ) আল্ট্রাসনিক তরঙ্গ
২৩) নিচের কোনটির সর্বোচ্চ কম্পাঙ্ক বর্তমান?
ক) কসমিক রশ্মি✓
খ) এক্স রশ্মি
গ) রেডিও তরঙ্গ
ঘ) মাইক্রো তরঙ্গ
২৪) যেসব পরমাণু বা আয়নে সমসংখ্যক ইলেকট্রন বর্তমান তাদের বলা হয়-
ক) আইসোটোপ
খ) আইসোবার
গ) আইসো ইলেকট্রনিক✓
ঘ) আইসোটোন
২৫) যেসব পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভরসংখ্যা আলাদা তাদের বলা হয় -
ক) আইসোবার
খ) আইসোইলেকট্রন
গ) আইসোটোপ✓
ঘ) কোনোটিই নয়
২৬) যদি দুটি পরমাণুর সমানসংখ্যক নিউট্রন বর্তমান থাকে তাকে বলে-
ক) আইসোবার
খ) আইসোটোপ
গ) আইসোটোন✓
ঘ) কোনোটিই নয়
২৭) যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের বলা হয়-
ক) আইসোটোপ
খ) আইসোবার✓
গ) আইসোটোন
ঘ) আইসোমার
২৮) নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়?
ক) প্রোটিয়াম
খ) এরিটিয়াম ✓
গ) ডয়টেরিয়াম
ঘ) ট্রিটিয়াম
২৯) হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি?
ক) প্রোটিয়াম
খ) ডয়টেরিয়াম
গ) ট্রিটিয়াম✓
ঘ) সবগুলো
৩০) ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহী কে ভূ-সংলগ্ন করা হলো- কি ঘটবে? WBCS (Prelim) ২০১২
ক) পরিবাহী থেকে ভূপৃষ্ঠে ইলেকট্রন প্রবাহিত হবে
খ) পরিবাহী থেকে ভূপৃষ্ঠে প্রোটন প্রবাহিত হবে
গ) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে✓
ঘ) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে প্রোটন প্রবাহিত হবে
৩১) আইসোটোপ নেই এমন একটি মৌল হলো-psc cleark-২০০৭
ক) সোডিয়াম✓
খ) ইউরেনিয়াম
গ) কার্বন
ঘ) ক্লোরিন
৩২) একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে-
Misc-২০১৩
ক) নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার উপর✓
খ) নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার উপর
গ) ইলেকট্রনের যোজ্যতার ওপর
ঘ) নিউক্লিয়াসের বাইরে প্রোটনের সংখ্যার উপর
৩৩) ক্লোরিনের কয়টি আইসোটোপ আছে?Misc-২০০৮
ক) একটিও নেই
খ) দুটি✓
গ) তিনটি
ঘ) চারটি
৩৪) নিউক্লিয়ন সংখ্যাটি হল- WBCS (Main) ২০১৮
ক) কেন্দ্রে উপস্থিত প্রোটন সংখ্যা
খ) কেন্দ্রে উপস্থিত নিউট্রন সংখ্যা
গ) কেন্দ্রে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল✓
ঘ) পরমাণুর মোট ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা
No comments:
Post a Comment