H/W 29th November,2020
১) সম্প্রতি ভারতের কোথায় হনুমানের উচ্চতম মূর্তি স্থাপন করা হবে?
- হাম্পি
২) British Fashion Council-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী?
- প্রিয়াঙ্কা চোপড়া
Bengali Current Affairs 30th September, 2020
1.সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার 2021 এর জন্য মনোনীত হয়েছেন ?
ⓐ অস্ট্রেলিয়া
ⓑ ব্রিটেন
ⓒ ইসরাইল ✓
ⓓ তুরস্ক
❍ ইসরাইলের প্রধানমন্ত্রী - বেঞ্জামিন নেতানিয়াহু
❍ ইসরাইলের মুদ্রা- সেকেল
❍ ইজরায়েলের রাজধানী- জেরুজালেম
2.Volleyball Federation of India-র প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?
ⓐ অচ্যুত সামন্ত✓
ⓑ অর্ণব গোস্বামী
ⓒ এস. বাসুদেবন
ⓓ কৌশিক মাইতি
❍ হেডকোয়াটার- চেন্নাই
❍ প্রতিষ্ঠা সাল- ১৯৫১
3.রাজ্যের মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে নাম্বার লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ গোয়া✓
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ দিল্লি
❍ নাম্বারটি হল- 7875756177
❍ মুখ্যমন্ত্রী- প্রোমোদ সাওয়ান্ত
❍ রাজ্যপাল- ভগৎ সিং কস্যারী
4.ইন্ডিয়ান আর্মির ইঞ্জিনিয়ার-ইন-চিফ হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ করমবীর সিং
ⓑ হারপাল সিং✓
ⓒ রাকেশ আস্থানা
ⓓ বিশ্বজিত দাশগুপ্ত
❍ ইঞ্জিনিয়ার-ইন-চিফ পদে এখন আছেন Lt general SK Srivastava . এই পথ থেকে পদত্যাগ করবেন তিনি 1 ডিসেম্বর এবং তার জায়গায় Lt general Harpal Singh দায়িত্ব গ্রহণ করবেন ।
❍ Lt general Harpal Singh border road organisation এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত আছেন। তিনি পদ থেকে পদত্যাগ করবেন 1 ডিসেম্বর তার জায়গায় এ পদে নিযুক্ত হবেন major general Rajeev Chaudhary
❍ ইন্ডিয়ান আর্মির হেডকোয়াটার-নিউ দিল্লি
❍ প্রতিষ্ঠা সাল- ১৮৯৫ সালের ১লা এপ্রিল
❍ সেনা প্রধান- মনোজ মুকুন্দ নারভানে
5.3rd Global renewable energy investment meeting and expo (RE-invest 2020) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কে উদ্বোধন করলেন?
ⓐ নরেন্দ্র মোদি ✓
ⓑ রাজনাথ সিং
ⓒ অমিত শাহ
ⓓ রমেশ পক্রিয়াল
❍ Organised by- Ministry of new and renewable energy.
❍ Theme 2020 - innovation for sustainable energy transition
6.ভারতের গ্রামীন মহিলাদের প্রশিক্ষণ এবং চাকরী দিতে ‘সখী দৃষ্টিকোন’ নামে উদ্যোগ লঞ্চ করলো কোন কোম্পানী?
ⓐ Coursera
ⓑ Capgemini✓
ⓒ Microsoft
ⓓ IBM
❍ হেডকোয়াটার- প্যারিস
❍ প্রতিষ্ঠা সাল- ১৯৬৭ সালের ১লা অক্টোবর
❍ বর্তমান CEO- Aiman Ezzat
7.২০২১ সালে ‘APEC Meeting’ হোস্ট করবে কোন দেশ?
ⓐ মালেশিয়া
ⓑ নিউজিল্যান্ড✓
ⓒ ভারত
ⓓ শ্রীলংকা
❍ রাজধানী- ওয়েলিংটন
❍ মুদ্রার নাম- নিউজিল্যান্ড ডলার
❍ প্রধানমন্ত্রী- Jacinda Ardern
8.সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘নিভার’ নামটি দিয়েছে কোন দেশ?
ⓐ বাংলাদেশ
ⓑ ইরান✓
ⓒ শ্রীলংকা
ⓓ পাকিস্তান
❍ এটি একটি পার্সি শব্দ, যার অর্থ ‘আলো’
9.কে Exim Bank's BRICS Economic Research Award 2020 পেলেন?
ⓐ Dr. Adam Yao Liu✓
ⓑ Dinesh Kumar khara
ⓒ Rajnish Kumar
ⓓ Aditya Puri
❍ export import Bank of India (India exim Bank) BRICS Economic Research Award 2020 পেলেন Dr. Adam Yao Liu
❍ এই পুরস্কার প্রদান করলেন David Rasquinha (CEO India exim Bank)
10.পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে বিশ্বের মধ্যে কততম স্থান অর্জন করলো ভারত?
ⓐ তৃতীয়
ⓑ চতুর্থ ✓
ⓒ পঞ্চম
ⓓ দ্বিতীয়
11. Mercedes Benz গ্রাহকদের গাড়ি কেনার আর্থিক সুবিধা দেওয়ার জন্য কোন ব্যাংকের সঙ্গে চুক্তি করলো?
ⓐ State Bank of India ✓
ⓑ Punjab National Bank
ⓒ HDFC Bank
ⓓ ICICI Bank
❍ এই সহযোগিতার ফলে SBI Yono প্ল্যাটফর্ম এর মাধ্যমে Mercedes Benz যানবাহন বুকিং করার ক্ষেত্রে গ্রাহকরা আরো 25 হাজার টাকা অতিরিক্ত সুবিধা পাবে ।
12. ভারতের কোথায় বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে?
ⓐ লাদাখ✓
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ রাজস্থান
ⓓ পশ্চিমবঙ্গ
❍ লাদাখের লেহ তে সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে।
❍ 31 মার্চ 2021 এর মধ্যে কাজ সম্পূর্ণ হবে।
❍ লাদাখের লেফটেন্যান্ট গভর্নর - রাধাকৃষ্ণ মাথুর
13. প্রয়াত হলেন James Wolfensohm কোন ব্যাংকের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন ?
ⓐ ADB
ⓑ World Bank ✓
ⓒ RBI
ⓓ Bank of America
❍ World Bank Headquarters: Washington, D.C., United States
❍ President: David Malpass
❍ MD and CFO : Anshula Kant
❍ Founded: July 1944
14.কোন ভারতীয় ক্রিকেটার কে ICC Cricketer Of The Decade Award এর জন্য মনোনীত করা হয়েছে?
ⓐ বিরাট কোহলি
ⓑ রবীচন্দ্রন অশ্বিন
ⓒ বিরাট কোহলি এবং রবীচন্দ্রন অশ্বিন ✓
ⓓ রোহিত শর্মা
15. কোন দেশ Hypersonic Cruise Missile এর সফল পরীক্ষা করলো?
ⓐ ভারত
ⓑ রাশিয়া ✓
ⓒ চীন
ⓓ জাপান
❍ রাশিয়ার রাজধানী - মস্কো
❍ রাশিয়ার মুদ্রা- রুবেল
❍ রাশিয়ার প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন
16. সম্প্রতি অন্তর্দেশীয় মৎস্য পালন রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করল ?
ⓐ উত্তর প্রদেশ ✓
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ মহারাষ্ট্র
ⓓ গুজরাট
❍ উত্তর প্রদেশের রাজধানী - লখনউ
❍ উত্তর প্রদেশের রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল
❍ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
17. প্রয়াত হলেন সাদিক আল মেহেদী। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
ⓐ ইরাক
ⓑ আফগানিস্তান
ⓒ সুদান ✓
ⓓ পাকিস্তান
❍ সুদানের রাজধানী - খার্তুম
❍ সুদানের মুদ্রা- পাউন্ড
❍ Prime Minister - Abdalla Hamdok
18. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী Indian Climate Portal লঞ্চ করলেন ?
ⓐ রাজনাথ সিং
ⓑ নরেন্দ্র মোদি
ⓒ রমেশ পক্রিয়াল
ⓓ প্রকাশ জাভড়েকর ✓
❍ Minister of Environment, Forest and Climate - প্রকাশ জাভড়েকর
19. FIFA ranking 2020 অনুযায়ী ভারতের রেঙ্ক কত?
ⓐ 102
ⓑ 104 ✓
ⓒ 106
ⓓ 107
❍ প্রথম স্থানে আছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে ফ্রান্স এবং তৃতীয় স্থানে ব্রাজিল ।
❍ Founded - 21 May 1904; 116 years ago
❍ Founded at - Paris, France
❍ Headquarters - Zürich, Switzerland
❍ President - Gianni Infantino
Question of the Day
১) নতুন আইসিসির নীতি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা কত হতে হবে?
২) প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম বার্ষিকী কবে পালিত হল?
No comments:
Post a Comment