Sunday, November 29, 2020

WBP/KP/Abgari Special পর্ব-৮

 


WBP/KP/Abgari Special
পর্ব-৮

১) কোন স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব-WBCS pre ২০১১

ক) দক্ষিণ মেরুর সাপেক্ষে
খ) নিরক্ষরেখার সাপেক্ষে✓
গ) উত্তর মেরুর সাপেক্ষে
ঘ) পৃথিবীর অক্ষরেখা সাপেক্ষে

২) ডেকান ট্রাপ গঠিত হয়েছে- WBCS ( main) ২০১৮

ক) ধারওয়ার অগ্ন্যুদগম এর ফলে
খ) মেসোজোয়িক অগ্ন্যুদগম এর ফলে
গ) ক্রিটেশিয়াস অগ্ন্যুদগম এর ফলে✓
ঘ) প্যালিওজয়ীক অগ্ন্যুদগম এর ফলে

৩) কোন কেন্দ্র থেকে হরপ্পা যুগে তাম্র নির্মিত রথ পাওয়া গেছে?

ক) কুনাল
খ) রাখিগারহি
গ) দাইমাবাদ✓
ঘ) বানওয়ালি 


৪) মুঘল যুগের প্রথম হিন্দি সাহিত্যের প্রাজ্ঞ ব্যক্তি কে ছিলেন?

ক)মালিক মোহাম্মদ জায়সী
খ)আব্দুল রহিম ✓
গ)মোল্লা ওয়াজি
ঘ)চাঁদবরদাই 


৫) শেরশাহের জীবনের সর্বশেষ যুদ্ধ কোথায় হয়েছিল?

ক) কালিঞ্জর দুর্গ অবরোধকালে √
খ) বিল গ্রামের যুদ্ধ
গ) সিরহিন্দের যুদ্ধ
ঘ) কোনোটিই নয়

৬) নীচের কোনটি একটি আংশিক মূল পরজীবী ?

ক) ছত্রাক
খ) সাইকাস
গ) বাঁশ গাছ
ঘ) চন্দন গাছ ✓

৭) ফার্মি (F) এককের সাহায্যে মাপা হয়-

ক) রাস্তার দূরত্ব
খ) সমুদ্রের গভীরতা
গ) পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ✓
ঘ) দুটি নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব


৮) নিচের কোন রাশিটির কোন একক নেই?

ক) আপেক্ষিক তাপ
খ) আপেক্ষিক গুরুত্ব✓
গ) রোধ
ঘ) আপেক্ষিক রোধ


৯) রাফাইড কিসের ক্রিস্টাল?

ক) ক্যালসিয়াম অক্সালেট✓
খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) ক্যালসিয়াম ফসফেট
ঘ) ম্যাগনেসিয়াম কার্বনেট


১০) কোনটিকে রক্ত শর্করা বলে?

ক) গ্লুকোজ✓
খ) ফ্রুক্টোজ
গ) গ্যালাকটোজ
ঘ) স্টার্চ


১১) আমাদের প্রয়োজনীয় শক্তির 50% এর উৎস হল-

ক) ফ্যাট
খ) প্রোটিন
গ) কার্বোহাইড্রেট✓
ঘ) গ্লিসারাইড


১২) ডিমের সাদা অংশে প্রোটিন হল-

ক) অ্যালবুমিন✓
খ) গ্লোবিউলিন
গ) কেসিন
ঘ) কেরাটিন


১৩) নিচের কোনটি রেশম তন্তুর প্রধান উপাদান?

ক) কেরাটিন
খ) ফাইব্রয়েন✓
গ) কোলাজেন
ঘ) ইলাস্টিন

১৪) ইস্ট কি?

ক) ছত্রাক✓
খ) ভাইরাস
গ) শৈবাল
ঘ) ফার্ন

১৫) নিচের কোনটিতে সবুজ কণা আছে?

ক) ব্যাকটেরিয়া
খ) শৈবাল✓
গ) ভাইরাস
ঘ) ছত্রাক


১৬) ক্ষুদ্রতম রক্তবাহী নালীকা কে কি বলে?

ক) শিরা
খ) ধমনী
গ) রক্তজালক✓
ঘ) মহাধমনী


১৭) টিংচার আয়োডিনে কি থাকে?

ক) জলে আয়োডিনের পতন
খ) খাঁটি আয়োডিন
গ) পটাশিয়াম আয়োনাইডে  আয়োডিনের দ্রবন
ঘ) অ্যালকোহল আয়োডিনের দ্রবণ✓

১৮) তড়িৎ লেপনের সময় অ্যানোডে কোন বিক্রিয়া হলো-

ক) জারণ ✓
খ) বিজারণ
গ) জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিয়োজন
ঘ) রাসায়নিক ক্রিয়ার জল যোজন


১৯) "নট" কিসের একক?

ক) আলো
খ) গতিবেগ✓
গ)  দূরত্ব
ঘ) আয়তন

২০) ডট ক্লাউড থিওরি কিসের সঙ্গে যুক্ত?

ক) ধুমকেতু ✓
খ) মঙ্গল
গ) বৃহস্পতি
ঘ) শনি


২১) গ্যাসের মধ্যে মলিকিউল-এর গতি কিসের উপর নির্ভর করে ?

ক) ভর এবং চাপ
খ) চাপ এবং তাপমাত্রা
গ) ভর এবং তাপমাত্রা✓
ঘ) কোনোটিই নয়


২২) দীপ্তি প্রবাহের একক কি ?

ক) কুলম্ব
খ) লুমেন ✓
গ) লাক্স
ঘ) হার্টজ


২৩) নিচের কোন পদার্থটি সর্বাধিক প্রবাহ প্রতিরোধ শক্তি সম্পন্ন ?

ক) অ্যালকোহল
খ) জল
গ) মধু ✓
ঘ) গ্যাসোলিন


২৪) মাইক্রোফোনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
খ) শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি  ✓

 গ) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি 

ঘ) যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি

২৫) ভারতের রাজ্যগুলির রাজ্যপাল  নিযুক্ত হন কার দ্বারা ?

ক) রাজ্য আইনসভার সদস্য বৃন্দ
খ) লোকসভার স্পিকার
গ) ভারতের রাষ্ট্রপতি√
ঘ) রাজ্যের মুখ্যমন্ত্রী


২৬) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে?

ক) 33
খ) 14
গ) 37
ঘ) 300 A√


২৭) ফ্লপি ডিস্ক একটি -

ক) ইনপুট ডিভাইস
খ) আউটপুট ডিভাইস ✓
গ) স্টোরেজ ডিভাইস
ঘ) সফটওয়্যার


২৮) ডিস্কের তথ্য সংগ্রহ করা হয় কোন প্রযুক্তিতে?

ক) রাসায়নিক
খ) অপটিক্যাল
গ) চৌম্বকীয়✓
ঘ) বৈদ্যুতিক

২৯) টেলিফোনের সঙ্গে কম্পিউটারে সংযোগ ঘটায় নিচের কোনটি ?

ক) স্ক্যানার
খ) মডেম ✓
গ) রম
ঘ) প্রিন্টার


৩০) হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টি কর্তা কে ?

ক) সুকুমার রায়
খ) সত‍্যজিৎ রায়
গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ) নারায়ণ দেবনাথ ✓


৩১) "ডায়নামো" কে আবিষ্কার করে ন?

ক) ক্রিষ্টিয়ান হিউ কেন্স
খ) টমাস আলভা এডিসন
গ) টাইপোলাইট পিক্সি ✓
ঘ) সি ব্যকরেল



৩২) 2020 সালের 7 মে ভাইজাগে (বিশাখাপত্তনম) মধ্যরাত্রিতে এলজি পলিমার কারখানা থেকে বিষাক্ত কোন গ্যাস লিক হয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল?

ক) মিথাইল আইসোসায়ানেট
খ) স্টাইরিন✓
গ) মিথেন গ্যাস
ঘ) অ্যামোনিয়াা


৩৩) বিশ্বের সবথেকে বড়ো ‘Elephant Rehabilitation Centre’ স্থাপিত হতে চলেছে কোথায়?

ক)  কর্নাটক
খ) তামিলনাড়ু
গ) কেরালা✓
ঘ) পশ্চিমবঙ্গ



৩৪) নিম্নের কোন ভারতীয় শর্ট ফিল্ম অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে?

ক)  শকুন্তলা দেবী
খ) নিহার
গ) নটখট ✓
ঘ) কোনোটিই নয়


৩৫) কোন রাজ্যের "tezpur litchi" জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ (GI) পেল?

ক)  উড়িষ্যা
খ) অন্ধ্রপ্রদেশ
গ) আসাম✓
ঘ) মেঘালয়










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...