Tuesday, November 3, 2020

Bengali Current Affairs 4thNovember, 2020

 


H/W 3rd November

১) 14th Asian Film Awards-এ সেরা ছবি কোনটি?

প্যারাসাইট

২) সম্প্রতি কোন মহাকাশ এজেন্সির একটি বিমান চাঁদের যেসব স্থানে সূর্যালোক পৌঁছায় সেই সব স্থানে জল এর সন্ধান পেয়েছে?

NASA

৩) সম্প্রতি কোন দেশ 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যমাত্রা রেখেছে?

 জাপান


Bengali Current Affairs 4thNovember, 2020

1.ESSCI-এর নতুন CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সত্যরূপ ঘোষ

ⓑ পি.ভি.জি. মেনন✓

ⓒ মনীষ শ্রীবাস্তব

ⓓ শঙ্কর কাঠারী

❐ এনার আগে এই পদে ছিলেন- এন.কে. মহাপাত্র

❐ ESSCI-এরপুরো কথা- Electronic Sector Skills Council Of India

❐ হেডকোয়াটার- নিউ দিল্লি

❐ চেয়ারম্যান- অজয় চৌধুরী


2.আসামের নতুন চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সঞ্জয় কুমার

ⓑ জিষ্ণু বড়ুয়া✓

ⓒ শম্ভু বটব্যাল

ⓓ আকাশ ভট্টাচার্য্য


❐ এনার আগে এই পদে ছিলেন- কুমার সঞ্জয় কৃষ্ণ

❐ আসামের রাজধানী- দিসপুর

❐ মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

❐ রাজ্যপাল- জগদীশ মুখী


3.সম্প্রতি UNESCO-র ‘ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ’ তালিকায় অন্তুর্ভুক্ত হওয়া পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ আসাম

ⓑ মধ্যপ্রদেশ✓

ⓒ গুজরাট

ⓓ পশ্চিমবঙ্গ

❐ এর আগেও মধ্যপ্রদেশের পাঁচমারী ও অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকায় অন্তুর্ভুক্ত হয়েছে

❐ পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রটিতে বর্তমানে মোট ৫৪টি বাঘ রয়েছে

❐ UNESCO-র পুরো কথা- United Nations Educational, Scientific and Cultural Organization

❐ হেডকোয়াটার- প্যারিস, ফ্রান্স

❐ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ১৬ই নভেম্বর

❐ বর্তমান হেড- Audrey Azoulay(অড্রে আজোলে)


4.চাঁদের উত্তর ও দক্ষিন মেরু পৃষ্ঠে জলের উপস্থিতি নিশ্চিত করলো ‘SOFIA’ টেলিস্কোপ, এটি কোন মহাকাশ গবেষণা সংস্থার অন্তর্গত?

ⓐ ISRO

ⓑ NASA✓

ⓒ JAXA

ⓓ ESA

❐ SOFIA-র পুরো কথা- Stratospheric Observatory for Infrared Astronomy

❐ NASA-র পুরো কথা- National Aeronautics and Space Administration

❐ হেডকোয়াটার- ওয়াশিংটন

❐ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর

❐ প্রতিষ্ঠাতা- Dwight D. Eisenhower


5. BCCI's women T20 challenge 2020 এর title sponsor কে হল?

ⓐ Unacademy

ⓑ Biju's

ⓒ Jio✓

ⓓ VI

❏ Jio women T20 challenge 2020 4 নভেম্বর থেকে 9 নভেম্বর শারজায় অনুষ্ঠিত হবে।

❏ BCCI President - Sourav Ganguly

❏ BCCI headquarter - Mumbai ,Maharashtra

❏ Founded -December 1928


6.সম্প্রতি সঞ্জিত এবং আশীষ কুমারের সাথে সাথে French Boxing Tournament-এ সোনা জিতলেন কে?

ⓐ বিজেন্দর সিং

ⓑ অমিত পান্ঘাল✓

ⓒ শিবা থাপা

ⓓ সতীশ কুমার

❐ অমিত পান্ঘাল 52 কেজি ক্যাটেগরিতে, আশীষ কুমার 75 কেজি ক্যাটেগরিতে এবং সনজিৎ 91 ক্যাটেগরিতে স্বর্ণপদক জয় করলেন।


7. K K Sharma কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের election commissioner পদে নিযুক্ত হলেন?

ⓐ জম্মু-কাশ্মীর✓

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ অন্ধ্রপ্রদেশ

ⓓ দিল্লি

❏ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর -মনোজ সিনহা

❏ জম্মু-কাশ্মীর 31 অক্টোবর 2019 সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।

❏ জম্মু-কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু,  গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর।


8. ‘Nation Brand Index 2020’-তে ভারতের স্থান কত?

ⓐ ৫৩

ⓑ ৩৪✓

ⓒ ২৩

ⓓ ১১

❐ এই তালিকায় প্রথম স্থানে আছে- জার্মানী

❐ দ্বিতীয়স্থানে আমেরিকা যুক্তরাষ্ট্র, তৃতীয়স্থানে কানাডা।


9.Wellversed কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ⓐ বিরাট কোহলি

ⓑ যুবরাজ সিং✓

ⓒ রাহুল দ্রাবিড়

ⓓ শচীন তেন্ডুলকর


10.রাজ্যে অনলাইন গেমিং-বেটিং-জুয়ার ওয়েবসাইট এবং অ্যাপ ব্যান করলো কোন রাজ্য?

ⓐ কেরালা

ⓑ অন্ধ্রপ্রদেশ✓

ⓒ উত্তর প্রদেশ

ⓓ গুজরাট

❐ এই নিষিদ্ধ তালিকায় রয়েছে মোট ১৩২টি অ্যাপ এবং ওয়েবসাইট।

❐ অন্ধ্রপ্রদেশের রাজধানী -হায়দ্রাবাদ

❐ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল - বিশ্ব ভূষণ হরিচন্দন

❐ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী-ওয়াই এস জগনমোহন রেড্ডি


11. কে স্ট্যাচু অফ ইউনিটির কাছে " Ekta Mall" নামে নতুন বিশেষ স্টোর উদ্বোধন করলেন?

ⓐ রাজনাথ সিং

ⓑ হর্ষবর্ধন

ⓒ নরেন্দ্র মোদি✓

ⓓ নীতিন গড়করি

❏ নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটির কাছে " Ekta Mall" নামে নতুন বিশেষ স্টোর উদ্বোধন করলেন, যেখানে পর্যটকরা এক জায়গায় বিভিন্ন রাজ্যে হস্ত শিল্প পণ্য কিনতে পারবে।


12. 7 নভেম্বর ISRO নিম্নের কোন স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে?

ⓐ SOS-X

ⓑ EOS-1✓

ⓒ LVX- 2

ⓓ PVS - 1

❏ The Indian space Research Organisation (ISRO) will be launching earth observation satellite EOS -01 as primary satellite and 9 customer satellites abroad PSLV -C 49 on November 7, 2020


13. Indo American Chamber of Commerce (IACC) তরফ থেকে ভারত মার্কিন ব্যবসায়ীক সম্পর্কের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা এবং গ্লোবাল লিডারশিপ আজীবন কৃতিত্বের জন্য কাকে lifetime achievement award এ ভূষিত করা হলো?

ⓐ আজিম প্রেমজি

ⓑ মুকেশ আম্বানি

ⓒ রতন টাটা✓

ⓓ গৌতম আদানি

❏ রতন টাটা পদ্মবিভূষণ পুরস্কার পান 2008 সালে।

❏ পদ্মভূষণ পুরস্কার পান 2000 সালে

❏ Tata sons and Tata Group chairman -Ratan Tata


14. সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম ডাবল ডেকার ফ্লাইওভার নির্মাণ করা হবে?

ⓐ বিহার✓

ⓑ উত্তর প্রদেশ

ⓒ মহারাষ্ট্র

ⓓ পশ্চিমবঙ্গ

❏ বিহারের ছাপরায় ভারতের বৃহত্তম ডাবল ডেকার ফ্লাইওভার নির্মাণ করা হবে।

❏ বিহারের রাজধানী -পাটনা

❏ বিহারের মুখ্যমন্ত্রী - নীতীশ কুমার

❏ বিহারের রাজ্যপাল - ফাগু চৌহান


15.1 নভেম্বর কোন কোন রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন করল?

ⓐ পাঞ্জাব

ⓑ হরিয়ানা

ⓒ মধ্যপ্রদেশ

ⓓ সবগুলি✓

❏ 1 নভেম্বর মোট 6টি রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন করল। 

❏ এই 6 টি রাজ্য হল পাঞ্জাব ,হরিয়ানা, মধ্যপ্রদেশ, কেরালা ,কর্ণাটক ,অন্ধপ্রদেশ।

❏ এই 6 টি রাজ্য 1 নভেম্বর 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

❏ ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ।


16. সম্প্রতি 225 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঘূর্ণিঝড় গোনি কোন দেশে আছড়ে পড়ল?

ⓐ আমেরিকা

ⓑ ফিলিপিনস✓

ⓒ জাপান

ⓓ ইটালি

❏ ফিলিপিনস এর রাজধানী - ম্যানিলা

❏ ফিলিপিন্সের রাষ্ট্রপতি-  Rodrigo Duterte (রদ্রিগো ডুটারে)

❏ ফিলিপিন্সের মুদ্রা - পেসো


17. সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ করতে দেওয়া প্রথম রাজ্যের নাম কি?

ⓐ আসাম✓

ⓑ ত্রিপুরা

ⓒ রাজস্থান

ⓓ গুজরাট

❏ আসামের রাজধানী- দিসপুর

❏ আসামের মুখ্যমন্ত্রী -সর্বানন্দ সোনোয়াল

❏ আসামের রাজ্যপাল - জগদীশ মুখী


18. সম্প্রতি ভারত ও কানাডার ঐতিহাসিকগণ কোন সভ্যতায় দুগ্ধ উৎপাদন কেন্দ্রের খোঁজ পেয়েছেন?

ⓐ হরপ্পা সভ্যতা

ⓑ মেসোপটেমিয়া সভ্যতা

ⓒ সিন্ধু সভ্যতা✓

ⓓ মহেঞ্জোদারো সভ্যতা


19. কোন রাজ্য সরকার কোভিড -১৯ এর মধ্যে পটকাবাজি বিক্রি নিষিদ্ধ করেছে?

ⓐ ত্রিপুরা

ⓑ রাজস্থান✓

ⓒ উড়িষ্যা

ⓓ পশ্চিমবঙ্গ

❏ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট 2020 সালের 2 নভেম্বর জানিয়েছেন যে তিনি রাজ্যে পটকাবাজি বিক্রি নিষিদ্ধ করার নির্দেশনা জারি করেছেন।

❏ রাজস্থানের রাজধানী - জয়পুর

❏ রাজস্থানের রাজ্যপাল-  কলরাজ মিশ্রা


20. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী "Fit India Walkathon" চালু করলেন?

ⓐ নরেন্দ্র মোদি

ⓑ অমিত শাহ

ⓒ কিরেন রিজিযু✓

ⓓ নরেন্দ্র সিং তোমার

❏ Union Sports Minister Kiren Rijiju flagged of a 200 km long " Fit India walkathon"  organised by Indo Tibetan Border Police in Rajasthan's Joisalmer.


21. কোন রাজ্য মাস্ক বাধ্যতামূলক আইন করছে?

ⓐ আসাম

ⓑ গুজরাট

ⓒ রাজস্থান✓

ⓓ মধ্যপ্রদেশ

❏ ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে রাজস্থানমাস্ক বাধ্যতামূলক আইন করতে চলেছে।

❏ রাজস্থানের রাজধানী - জয়পুর

❏ রাজস্থানী মুখ্যমন্ত্রী - অশোক গেহলট

❏ রাজস্থানের রাজ্যপাল-  কলরাজ মিশ্রা


22. সম্প্রতি নিম্নের কোন টাইগার রিজার্ভে মহিলাদের প্রথমবারের মতো গাইড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে?

ⓐ দুধওয়া টাইগার রিজার্ভ

ⓑ কানহা টাইগার রিজার্ভ

ⓒ করবেট টাইগার রিজার্ভ✓

ⓓ কোনোটিই নয়

❏ জিম করবেট জাতীয় উদ্যানটি ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান ।

❏ এটি উত্তরাখন্ডে রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত।

❏ ১৯৩৬ সালে বিপন্ন বাংলার বাঘকে রক্ষার জন্য জাতীয় উদ্যান হিসাবে প্রতিষ্ঠিত হয়।


23. কোন শহরে রানী পদ্মাবতীর একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে?

ⓐ কারনাল

ⓑ জয়সলমীর

ⓒ ভূপাল✓

ⓓ জয়পুর

❏ মধ্য প্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভূপালে রানী পদ্মাবতী স্মরণে একটি স্মৃতিসৌধ স্থাপনের ঘোষণা দিয়েছেন।

❏ রাজ্য সরকার ভূপালের মানুকাভনের টেকরি তে একটি জমি সংরক্ষণ করেছেন যেখানে এই দুর্দান্ত স্মৃতিসৌধ নির্মিত হবে।


24. 100 মিলিয়ন বছরের পুরনো "এনিগমাচান  গোলাম"  মাছটি কোন রাজ্যে দেখা গেছে?

ⓐ কেরালা✓

ⓑ কর্ণাটক

ⓒ উত্তর প্রদেশ

ⓓ গুজরাট

❏ কেরালা রাজ্যে 100 মিলিয়ন বছরের পুরনো ড্রাগন স্নেকহেড প্রজাতির "এনিগমাচান গোলাম"  মাছটি পাওয়া গেছে।

❏ কেরালার রাজধানী- তিরুবনন্তপুরম

❏ কেরালার  মুখ্যমন্ত্রী - পিনারাই বিজয়ন

❏ কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান


25. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে একতা ক্রুজ পরিষেবা চালু করেছে?

ⓐ ত্রিপুরা

ⓑ উত্তর প্রদেশ

ⓒ গুজরাট✓

ⓓ ত্রিপুরা

❏ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের কেভাদিয়ার সেরা ভারত ভবন থেকে স্ট্যাচু অফ ইউনিটি মধ্যে একতা ক্রুজ পরিষেবা চালু করেছে।

❏ ফেরি বোট সার্ভিসের মাধ্যমে সেরা ভারত ভবন এবং স্ট্যাচু অফ ইউনিটির মধ্যে ছয় কিলোমিটার দূরত্বের পরিষেবা চালু করেছে।

❏ একতা ক্রুজ পরিষেবা নৌকা 200 যাত্রীদের মাত্র 40 মিনিটে যাত্রা দেবে।


26. এই বছরের কোন মাসে ভারতের GST রাজস্ব আদায়ে সর্বোচ্চ?

ⓐ অক্টোবর✓

ⓑ জুলাই

ⓒ জুন

ⓓ সেপ্টেম্বর

❏ কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে যে 2020  সালের অক্টোবরে প্রায় 1,05 ,155 কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।


27. চেন্নাই সুপার কিংস এর কোন ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন?

ⓐ এমএস ধোনি

ⓑ শেন ওয়াটসন✓

ⓒ ডোয়াইন ব্রাভো

ⓓ ফাফ দু প্লেসিস

❏ চেন্নাই সুপার কিংস এরঅস্ট্রেলিয়ান ওপেনার কিংস ইলেভেন পাঞ্জাবকে 1 নভেম্বর 2020 কুড়ি সালে 9 উইকেটে হারিয়ে সকল প্রকার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।



Question of the day

১) কোন রাজ্যে দেশের প্রথম রাজ্য হিসেবে শাকসবজির সরকারি মূল্য ধার্য করল?

২) সম্প্রতি আমেরিকায় কোন ঘূর্ণিঝড় আছড়ে পড়লো?









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...