Tuesday, November 3, 2020

Bengali Current Affairs 3rd November, 2020 1.‘Bye Bye Corona’ শিরোনামে বিশ্বের প্রথম সাইন্সটুন বই রিলিজ করলেন কে? ⓐ ড. হর্ষ বর্ধন ⓑ আনন্দিবেন প্যাটেল✓ ⓒ ড. প্রদীপ শ্রীবাস্তব ⓓ নরেন্দ্র মোদী ♛ তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ♛ এই বইটি লিখেছেন- ড. প্রদীপ শ্রীবাস্তব ♛ বইটির প্রকাশক- বিজ্ঞান প্রসার ♛ পরবর্তী কালে এই বইটি 3D ভার্সন লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। ♛ এই বইটিকে করোনা ভাইরাস সম্পর্কে যাবতীয় তথ্য আছে। 2. সম্প্রতি কে অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান নিযুক্ত হলেন? ⓐ প্রকাশ কুমার ⓑ অডিলে সুমির বালা✓ ⓒ দীনেশ বাগচী ⓓ রাজেশ খুল্লার ♛ AFI (Athletics Federation of India) এর পূর্বের নাম ছিল Amateur Athletic Federation of India (AAFI) ♛ AFI Founded: 1946 ♛ Headquarters location: New Delhi 3. T-20ক্রিকেটে সর্বপ্রথম 1000 টি ছক্কা মেরে কে রেকর্ড গড়লেন? ⓐ আন্দ্রে রাসেল ⓑ ইয়ন মরগান ⓒ ক্রিস গেইল✓ ⓓ এবি ডি ভিলিয়ার্স ♛ ক্রিস গেইল এর পূর্ণ নাম - ক্রিস্টোফার হেনরি গেইল ♛ ডাকনাম - গেইল-ফোর্স, গেইল-স্টর্ম, ওয়ার্ল্ড বস, ইউনিভার্স বস, মাস্টার স্টর্ম, ♛ তিনি বামহাতি ব্যাটসম্যান। ♛ তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেতৃত্ব দিয়েছেন। 4.ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে ভারত কোন দেশের সাথে সহযোগিতা স্মারক(MoC) স্বাক্ষর করলো? ⓐ জাপান✓ ⓑ আমেরিকা ⓒ রাশিয়া ⓓ চীন ♛ রাজধানী- টোকিও ♛ মুদ্রার নাম- জাপানিজ ইয়েন ♛ প্রধানমন্ত্রী- ইয়োশিহিদে সুগা ♛ MoC= Memorandum of Cooperation 5. 30 অক্টোবর গুজরাটের কেভাদিয়াতে ‘সর্দার বল্লভভাই প্যাটেল জুলজিক্যাল পার্ক’-এর উদ্বোধন করলেন কে? ⓐ বিজয় রূপানি ⓑ নরেন্দ্র মোদী✓ ⓒ রামনাথ কোবিন্দ ⓓ রাজনাথ সিং ♛ গুজরাটের রাজধানী- গান্ধীনগর ♛ গুজরাটের রাজ্যপাল - আচার্যদেব ব্রত ♛ গুজরাটের মুখ্যমন্ত্রী- বিজয় রুপানি 6.6th LAHDC (Ladakh Autonomous Hill Development Council), Leh-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে? ⓐ পঙ্কজ যাদব ⓑ তাসি গ্যালটসন✓ ⓒ সুভাষ কুমার ⓓ যদু ভার্গভ 7.মোট কত জনকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ প্রদান করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা? ⓐ ১০ ⓑ ৮✓ ⓒ ৫ ⓓ ১২ 8. সম্প্রতি মেঘালয়ের ইউরেনিয়াম বিরোধী আন্দোলনের নেত্রী Spelity Lyngdoh Langrin (স্পিলিটি ল্যাংডোহ ল্যাংগ্রিন),কত বছর বয়সে মারা গেলেন? ⓐ ৮৮ ⓑ ৯৫✓ ⓒ ৭৯ ⓓ ৭৫ 9.Public Affairs Index-2020-তে ‘Best Governed State’-এর তকমা পেল কোন রাজ্য? ⓐ কর্নাটক ⓑ কেরালা✓ ⓒ গুজরাট ⓓ মহারাষ্ট্র ♛ রাজধানী- তিরুবন্তপুরম ♛ মুখ্যমন্ত্রী-Pinarayi Vijayan ♛ রাজ্যপাল- Arif Mohammad Khan ♛ কেরালার পর দ্বিতীয় স্থানে তামিলনাড়ু তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ এবং চতুর্থ স্থানে কর্ণাটক রাজ্য। ♛ একেবারে শেষে আছে উত্তর প্রদেশ। ♛ ‘Best Governed Territory'- Chandigarh 10.‘World Vegan Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন? ⓐ ৩১শে অক্টোবর ⓑ ১লা নভেম্বর✓ ⓒ ১৫ই জুন ⓓ ১৮ই মার্চ ♛ ওয়ার্ল্ড ভেগান দিবস হ'ল একটি বার্ষিক অনুষ্ঠান যা প্রতি 1 নভেম্বর সারা বিশ্বে Vegan দ্বারা পালিত হয়। ♛ অনুষ্ঠানটি 1994 সালে লুই ওয়ালিস প্রতিষ্ঠা করেছিলেন। 11. কোন দেশ কোভিড ১৯ ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের কাছে 500 মিলিয়ন মার্কিন ডলার অর্থ সমর্থন চাইল? ⓐ বাংলাদেশ✓ ⓑ পাকিস্তান ⓒ নেপাল ⓓ ভুটান ♛ বাংলাদেশের প্রধানমন্ত্রী- শেখ হাসিনা ♛ বাংলাদেশের রাজধানী -ঢাকা 12. ভারতের সঙ্গে কোন দেশের BECA (basic exchange and cooperation agreement for Geo-Spatial cooperation) চুক্তি স্বাক্ষর হল? ⓐ ইউনাইটেড স্টেট✓ ⓑ ইটালি ⓒ শ্রীলংকা ⓓ মালয়েশিয়া ♛ দুটি চুক্তি স্বাক্ষরিত হয়- The Logistic Exchange Memorandum of Agreement (LEMOA ) and the Communications Compatibility And Security Agreement (COMCASA) 13. ভারতের প্রথম "টায়ার পার্ক "নির্মাণ করা হবে পশ্চিমবঙ্গের কোথায়? ⓐ হাওড়া ⓑ কলকাতা✓ ⓒ সিঙ্গুর ⓓ দুর্গাপুর ♛ এটি কলকাতার এসপ্ল্যানেড এলাকায় স্থাপিত হবে ♛ এটি লঞ্চ করছে West Bengal Transport Corporation ♛ হেডকোয়াটার- কলকাতা ♛ প্রতিষ্ঠা সাল- ১৯৪৮ সালের ৩১শে জুলাই ♛ চেয়ারম্যান- রচপাল সিং ♛ ম্যানেজিং ডিরেক্টর- রাজনবীর সিং কাপুর 14. সম্প্রতি কোন রাজ্যে টাটা গ্রুপ 5 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে? ⓐ পশ্চিমবঙ্গ ⓑ মধ্যপ্রদেশ ⓒ তামিলনাড়ু ✓ ⓓ গুজরাট ♛ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই ♛ তামিলনাড়ুর রাজ্যপাল ;বানোয়ারী লাল পুরোহিত ♛ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী - এডাপাদ্দী .কে. পালানিস্বমি 15. প্রয়াত হলেন অস্কার বিজেতা অভিনেতা সিন কোনারি (Sean Conneri) ,কোন চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিখ্যাত? ⓐ হ্যারি পটার ⓑ লুই ফিলিপ ⓒ মার্ক হেনরি ⓓ জেমস বন্ড✓ ♛ সিন কোনারি 1988 সালে Best Supporting Actor হিসেবে অস্কার পুরস্কার পান। ♛ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। 16. 3 নভেম্বর থেকে শুরু হবে মালাবার নৌসেনা অভ্যাস। এ অভ্যাস কোথায় আয়োজিত হবে? ⓐ আটলান্টিক মহাসাগর ⓑ বঙ্গোপসাগর✓ ⓒ আরব সাগর ⓓ করমন্ডল উপকূল 17. পান্না টাইগার রিজার্ভ ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ এর মর্যাদা পেয়েছে এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ⓐ মধ্যপ্রদেশ✓ ⓑ উত্তর প্রদেশ ⓒ গুজরাট ⓓ মহারাষ্ট্র ♛ The Panna Tiger Reserve of Madhya Pradesh has been included in the 'World Network of Biosphere Reserves' list of UNESCO. ♛ মধ্যপ্রদেশের রাজধানী: ভোপাল ♛ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী -শিবরাজ সিং চৌহান ♛ মধ্যপ্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল 18. সম্প্রতি প্রয়াত মেসুত ইলমাজ কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? ⓐ ইরান ⓑ লিবিয়া ⓒ তুরস্ক✓ ⓓ ইরাক ♛ তুরস্কের রাজধানী - আঙ্কারা ♛ তুরস্কের রাষ্ট্রপতি -রিসেপ তায়িপ এরদোয়ান ♛ তুরস্কের প্রধানমন্ত্রী - বিনালি ইলদিরিম ♛ তুরস্কের মুদ্রা - তুর্কি লিরা 19. কোন রাজ্য স্কুল ছাড়ার হার কমানোর শীর্ষে? ⓐ মহারাষ্ট্র ⓑ পশ্চিমবঙ্গ✓ ⓒ উত্তর প্রদেশ ⓓ মধ্যপ্রদেশ ♛ According to the Annual State Of Education Report (ASER) 2020 West Bengal occupies the top place in the decline of dropout rate among school students during 2018 - 2020

 

Bengali Current Affairs 3rd November, 2020

1.‘Bye Bye Corona’ শিরোনামে বিশ্বের প্রথম সাইন্সটুন বই রিলিজ করলেন কে?

ⓐ ড. হর্ষ বর্ধন
ⓑ আনন্দিবেন প্যাটেল✓
ⓒ ড. প্রদীপ শ্রীবাস্তব
ⓓ নরেন্দ্র মোদী

♛ তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল
♛ এই বইটি লিখেছেন- ড. প্রদীপ শ্রীবাস্তব
♛ বইটির প্রকাশক- বিজ্ঞান প্রসার
♛ পরবর্তী কালে এই বইটি 3D ভার্সন লঞ্চ করার পরিকল্পনা রয়েছে।
♛ এই বইটিকে করোনা ভাইরাস সম্পর্কে যাবতীয় তথ্য আছে।


2. সম্প্রতি কে অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান নিযুক্ত হলেন?

ⓐ প্রকাশ কুমার 
ⓑ অডিলে সুমির বালা✓
ⓒ দীনেশ বাগচী
ⓓ রাজেশ খুল্লার

♛ AFI (Athletics Federation of India) এর পূর্বের নাম ছিল Amateur Athletic Federation of India (AAFI)
♛ AFI Founded: 1946
♛ Headquarters location: New Delhi

3. T-20ক্রিকেটে সর্বপ্রথম 1000 টি ছক্কা মেরে কে রেকর্ড গড়লেন?

ⓐ আন্দ্রে রাসেল
ⓑ ইয়ন মরগান
ⓒ ক্রিস গেইল✓
ⓓ এবি ডি ভিলিয়ার্স

♛ ক্রিস গেইল এর পূর্ণ নাম - ক্রিস্টোফার হেনরি গেইল
♛ ডাকনাম - গেইল-ফোর্স, গেইল-স্টর্ম, ওয়ার্ল্ড বস, ইউনিভার্স বস, মাস্টার স্টর্ম,
♛ তিনি বামহাতি ব্যাটসম্যান।
♛ তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেতৃত্ব দিয়েছেন।

4.ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে ভারত কোন দেশের সাথে সহযোগিতা স্মারক(MoC) স্বাক্ষর করলো?

ⓐ জাপান✓
ⓑ আমেরিকা
ⓒ রাশিয়া
ⓓ চীন

♛ রাজধানী- টোকিও
♛ মুদ্রার নাম- জাপানিজ ইয়েন
♛ প্রধানমন্ত্রী- ইয়োশিহিদে সুগা
♛ MoC= Memorandum of Cooperation

5. 30 অক্টোবর গুজরাটের কেভাদিয়াতে ‘সর্দার বল্লভভাই প্যাটেল জুলজিক্যাল পার্ক’-এর উদ্বোধন করলেন কে?

ⓐ বিজয় রূপানি
ⓑ নরেন্দ্র মোদী✓
ⓒ রামনাথ কোবিন্দ
ⓓ রাজনাথ সিং

♛ গুজরাটের রাজধানী- গান্ধীনগর
♛ গুজরাটের রাজ্যপাল - আচার্যদেব ব্রত
♛ গুজরাটের মুখ্যমন্ত্রী- বিজয় রুপানি

6.6th LAHDC (Ladakh Autonomous Hill Development Council), Leh-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ পঙ্কজ যাদব
ⓑ তাসি গ্যালটসন✓
ⓒ সুভাষ কুমার
ⓓ যদু ভার্গভ

7.মোট কত জনকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ প্রদান করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

ⓐ ১০
ⓑ ৮✓
ⓒ ৫
ⓓ ১২

8. সম্প্রতি মেঘালয়ের ইউরেনিয়াম বিরোধী আন্দোলনের নেত্রী Spelity Lyngdoh Langrin (স্পিলিটি ল্যাংডোহ ল্যাংগ্রিন),কত বছর বয়সে মারা গেলেন?

ⓐ ৮৮
ⓑ ৯৫✓
ⓒ ৭৯
ⓓ ৭৫

9.Public Affairs Index-2020-তে ‘Best Governed State’-এর তকমা পেল কোন রাজ্য?

ⓐ কর্নাটক
ⓑ কেরালা✓
ⓒ গুজরাট
ⓓ মহারাষ্ট্র

♛ রাজধানী- তিরুবন্তপুরম
♛ মুখ্যমন্ত্রী-Pinarayi Vijayan
♛ রাজ্যপাল- Arif Mohammad Khan
♛ কেরালার পর দ্বিতীয় স্থানে তামিলনাড়ু তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ এবং চতুর্থ স্থানে কর্ণাটক রাজ্য।
♛ একেবারে শেষে আছে উত্তর প্রদেশ।
♛ ‘Best Governed Territory'- Chandigarh


10.‘World Vegan Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ৩১শে অক্টোবর
ⓑ ১লা নভেম্বর✓
ⓒ ১৫ই জুন
ⓓ ১৮ই মার্চ

♛ ওয়ার্ল্ড ভেগান দিবস হ'ল একটি বার্ষিক অনুষ্ঠান যা প্রতি 1 নভেম্বর সারা বিশ্বে Vegan দ্বারা পালিত হয়।

♛ অনুষ্ঠানটি 1994 সালে লুই ওয়ালিস প্রতিষ্ঠা করেছিলেন।

11. কোন দেশ কোভিড ১৯ ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের কাছে 500 মিলিয়ন মার্কিন ডলার অর্থ সমর্থন চাইল?

ⓐ বাংলাদেশ✓
ⓑ পাকিস্তান
ⓒ নেপাল
ⓓ ভুটান

♛ বাংলাদেশের প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
♛ বাংলাদেশের রাজধানী -ঢাকা

12. ভারতের সঙ্গে কোন দেশের BECA (basic exchange and cooperation agreement for Geo-Spatial cooperation) চুক্তি স্বাক্ষর হল?

ⓐ ইউনাইটেড স্টেট✓
ⓑ ইটালি
ⓒ শ্রীলংকা
ⓓ মালয়েশিয়া

♛ দুটি চুক্তি স্বাক্ষরিত হয়-  The Logistic Exchange Memorandum of Agreement (LEMOA ) and the Communications Compatibility And Security Agreement (COMCASA)

13.  ভারতের প্রথম "টায়ার পার্ক "নির্মাণ করা হবে পশ্চিমবঙ্গের কোথায়?

ⓐ হাওড়া
ⓑ কলকাতা✓
ⓒ সিঙ্গুর
ⓓ দুর্গাপুর

 এটি কলকাতার এসপ্ল্যানেড এলাকায় স্থাপিত হবে

 এটি লঞ্চ করছে West Bengal Transport Corporation

 হেডকোয়াটার- কলকাতা

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৮ সালের ৩১শে জুলাই

 চেয়ারম্যান- রচপাল সিং

 ম্যানেজিং ডিরেক্টর- রাজনবীর সিং কাপুর


14. সম্প্রতি কোন রাজ্যে টাটা গ্রুপ 5 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ তামিলনাড়ু ✓
ⓓ গুজরাট

♛ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
♛ তামিলনাড়ুর রাজ্যপাল ;বানোয়ারী লাল পুরোহিত
♛ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী - এডাপাদ্দী .কে. পালানিস্বমি

15. প্রয়াত হলেন অস্কার বিজেতা অভিনেতা সিন কোনারি (Sean Conneri) ,কোন চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিখ্যাত?

ⓐ হ্যারি পটার
ⓑ লুই ফিলিপ
ⓒ মার্ক হেনরি
ⓓ জেমস বন্ড✓

♛ সিন কোনারি 1988 সালে Best Supporting Actor হিসেবে অস্কার পুরস্কার পান।
♛ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর।

16. 3 নভেম্বর থেকে শুরু হবে মালাবার নৌসেনা অভ্যাস। এ অভ্যাস কোথায় আয়োজিত হবে?

ⓐ আটলান্টিক মহাসাগর
ⓑ বঙ্গোপসাগর✓
ⓒ আরব সাগর
ⓓ করমন্ডল উপকূল

17. পান্না টাইগার রিজার্ভ ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ এর মর্যাদা পেয়েছে এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ⓐ মধ্যপ্রদেশ✓
ⓑ উত্তর প্রদেশ
ⓒ গুজরাট
ⓓ মহারাষ্ট্র

♛ The Panna Tiger Reserve of Madhya Pradesh has been included in the 'World Network of Biosphere Reserves' list of UNESCO.
♛ মধ্যপ্রদেশের রাজধানী: ভোপাল
♛ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী -শিবরাজ সিং চৌহান
♛ মধ্যপ্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল


18. সম্প্রতি প্রয়াত মেসুত ইলমাজ কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?

ⓐ ইরান
ⓑ লিবিয়া
ⓒ তুরস্ক✓
ⓓ ইরাক

♛ তুরস্কের রাজধানী - আঙ্কারা 
♛ তুরস্কের রাষ্ট্রপতি -রিসেপ তায়িপ এরদোয়ান 
♛ তুরস্কের  প্রধানমন্ত্রী - বিনালি ইলদিরিম
♛ তুরস্কের মুদ্রা - তুর্কি লিরা

19. কোন রাজ্য স্কুল ছাড়ার হার কমানোর শীর্ষে?

ⓐ মহারাষ্ট্র
ⓑ পশ্চিমবঙ্গ✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ মধ্যপ্রদেশ

♛ According to the Annual State Of Education Report (ASER) 2020 West Bengal occupies the top place in the decline of dropout rate among school students during 2018 - 2020


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...