Wednesday, November 4, 2020

Bengali Current Affairs 5th November, 2020


Bengali Current Affairs 5th November, 2020

1. ভারতে গ্রাহক বৃদ্ধি করতে নেটফ্লিক্স কোন সংস্থার সাথে চুক্তি করেছে?

ⓐ Paytm

ⓑ VI

ⓒ Jio✓

ⓓ Airtel


❍ Netflix প্রতিষ্ঠা :২৯ আগস্ট ১৯৯৭; ২৩ বছর আগে

❍ সদরদপ্তর :   ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র

❍ পরিবেষ্টিত এলাকা : ১৯০টি দেশে 

 ❍ প্রতিষ্ঠাতা(গণ) : রিড হ্যাসটিংস ,মার্ক রেন্ডোল্ফ

 ❍  jio Founded : 15 February 2007; 13 years ago

 ❍ Founder : Mukesh Ambani

 ❍ Headquarters :  Mumbai, Maharashtra, India


2.যক্ষ্মা রোগাক্রান্ত ব্যক্তিদের সনাক্তকরণ করতে ১০ দিনের বিশেষ ক্যাম্পেইন লঞ্চ কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ উত্তরপ্রদেশ✓

ⓒ দিল্লি

ⓓ উত্তরাখণ্ড

❍ রাজধানী- লক্ষ্ণৌ

❍ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

❍ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


3. মুম্বাই পোর্ট ট্রাস্ট-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সঞ্জয় শিরোমনি

ⓑ রাজীব জালোটা✓

ⓒ অশোক লবাসা

ⓓ জিতেন্দর কুমার


❍ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন সঞ্জীব ভাটিয়া।

❍ সঞ্জীব ভাটিয়া 31 শে জুলাই অবসর গ্রহণ করেন।

❍ রাজিব জালোটা প্রথমে মহারাষ্ট্রের Goods and Service Tax (GST) কমিশনার পদে নিযুক্ত ছিলেন। বর্তমানে তিনি রাজ্য সরকারের উচ্চ প্রযুক্তিগত শিক্ষা বিভাগের অতিরিক্ত প্রধান সচিব পদে নিযুক্ত আছেন।


4.সম্প্রতি প্রয়াত R. Duraikannu, কোন রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন?

ⓐ কেরালা

ⓑ তামিলনাড়ু✓

ⓒ কর্নাটক

ⓓ গোয়া

❍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭২ বছর

❍ রাজধানী- চেন্নাই

❍ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami

❍ রাজ্যপাল- Banwarilal Purohit


5. Emilia-romagna Grand Prix 2020 কে জিতলেন?

ⓐ Valtteri Bottas

ⓑ Max Verstappen

ⓒ Lewis Hamilton✓

ⓓ S Peroz


❍ Valtteri Bottas দ্বিতীয় স্থান অর্জন করেছে।

❍ Daniel Ricciardo তৃতীয় স্থান অর্জন করেছে।


6.প্রথম মহিলা হিসাবে Alliance Air-এর CEO পদে নিযুক্ত হলেন কে?

ⓐ দূর্গা সিং

ⓑ হারপ্রীত সিং ✓

ⓒ হারমানপ্রীত কৌর

ⓓ শিবাঙ্গি শর্মা


❍ Alliance Air-এর হেডকোয়াটার- মুম্বাই

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৯৬


7.Syska Group-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেতা?

ⓐ আমির খান

ⓑ রাজকুমার রাও✓

ⓒ আয়ুষ্মান খুরানা

ⓓ অমিতাভ বচ্চন


8. ‘World’s Safest Banks 2020’ তালিকায় প্রথমস্থান পাওয়া KfW,কোন দেশের ব্যাঙ্ক?

ⓐ আমেরিকা

ⓑ জার্মানী✓

ⓒ ফ্রান্স

ⓓ চীন


❍ KfW-এর হেডকোয়াটার- ফ্র্যাঙ্কফ্রুট

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৪৮

❍ বর্তমান CEO- Günther Bräunig


9.গুজরাটের নতুন ভিজিলেন্স কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রনজয় রাঠোর

ⓑ সঙ্গীতা সিং✓

ⓒ পুষ্প মজুমদার

ⓓ গোপীনাথ গুরুং


❍ গুজরাটের রাজধানী- গান্ধীনগর'

❍ মুখ্যমন্ত্রী- বিজয় রূপানি

❍ রাজ্যপাল- Acharya Devvrat


10.ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ হেমন্ত সোরেন

ⓑ অমিতাভ চৌধুরী ✓

ⓒ চন্ডিচরণ পাঁজা

ⓓ ফাগু চৌহান


❍ ঝাড়খন্ডের রাজধানী- রাঁচি

❍ মুখ্যমন্ত্রী- হেমন্ত সোরেন

❍ রাজ্যপাল- দ্রৌপদী মুর্মু



11. কোন রাজ্যের কোন শহরে শহরকে প্লাস্টিক মুক্ত করতে প্লাস্টিক প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে?

ⓐ তিরুবনন্তপুরম ,কেরালা

ⓑ কলকাতা, পশ্চিমবঙ্গ

ⓒ ইন্দোর, মধ্যপ্রদেশ✓

ⓓ ভুবনেশ্বর ,ওড়িশা


❍ মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি চারবার cleanest city তকমা পেয়েছে।

❍ মোট চারটি দল এই প্লাস্টিক প্রিমিয়ার লীগে  অংশগ্রহণ করবে।

❍ 45 দিন ধরে এই প্রতিযোগিতা চলবে।

❍ মধ্যপ্রদেশের রাজধানী - ভূপাল

❍ মধ্যপ্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল

❍ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী - শিবরাজ সিং চৌহান


12. মহিলা বিজ্ঞানীদের সাহায্য করার জন্য কোন কেন্দ্রীয় মন্ত্রী SERB POWER স্কিম লঞ্চ করল?

ⓐ হর্ষবর্ধন✓

ⓑ নরেন্দ্র মোদি

ⓒ রাজনাথ সিং

ⓓ নীতিন গড়করি

❍ The Union Minister of Science and Technology, Harsh Vardhan has launched the 'SERB - POWER' schemes which aim to encourage and support emerging as well as eminent women researchers to undertake R&D activities in frontier areas of science and engineering. 


❍ SERB-POWER stands for Science and Engineering Research Board - Promoting Opportunities For Women in Exploratory Research.


13. ভারতের প্রথম ই-রিসোর্স কেন্দ্র এবং ভার্চুয়াল কোর্ট "ন্যায় কৌশল " এর উদ্বোধন করলেন?

ⓐ সুনিল আরোরা

ⓑ শারদ অরবিন্দ ববদে✓

ⓒ বিমল জুলকা

ⓓ কোনোটিই নয়

❍ Chief justice of India - শারদ অরবিন্দ ববদে

❍ Chief justice of India  শারদ অরবিন্দ ববদে  নাগপুরে মামলা দায়েরকারীদের দ্রুত বিচার করতে সক্ষম হওয়ার জন্য ট্রাফিক ও পরিবহনের জন্য প্রথমবারের মতো ই-রিসোর্স কেন্দ্র এবং ভার্চুয়াল আদালতের উদ্বোধন করেছে।


14. ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র ট্রেন কোথায় চালু হয়েছে?

ⓐ রাজস্থান

ⓑ কর্ণাটক

ⓒ কেরালা✓

ⓓ মনিপুর


❍ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন 2 নভেম্বর 2020  ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ক্ষুদ্র ট্রেন চালু করেছেন।

 এটি কেরালার ভেলি ট্যুরিস্ট ভিলেজে লঞ্চ করা হয়েছে।

❍ কেরালার রাজধানী -তিরুবনন্তপুরম

❍ কেরালার রাজ্যপাল - আরিফ মহাম্মদ খান


15. কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা নিউজিল্যান্ডের প্রথম মন্ত্রী হলেন?

ⓐ পূজা কাপুর

ⓑ প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণাণ✓

ⓒ মনিকা জৈন

ⓓ সঙ্গীতা বাহাদুর

❍ Priyanca Radhakrishnan MP (born  is a New Zealand politician who was elected to the New Zealand parliament at the 2017 general election as a representative of the New Zealand Labour Party.

 ❍ Community and Voluntary Sector-এ তিনি মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন।

❍ তিনি চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন।

❍ নিউজিল্যান্ডের রাজধানী - ওয়েলিংটন

❍ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী - জাসিন্ডা আর্ডার্ন

❍ নিউজিল্যান্ডের মুদ্রা - New Zealand dollar


16. সম্প্রতি প্রয়াত টি.এন. কৃষ্ণন কোন পেশায় যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীতজ্ঞ

ⓑ নৃত্য শিল্পী

ⓒ বেহালা বাদক✓

ⓓ খেলোয়াড়

❍ তিনি 1992 সালে পদ্মভূষণ পুরস্কার পান।

❍ তিনি 1973 সালে পদ্মশ্রী পুরস্কার পান।

❍ তিনি 1980 সালে Sangeetha Kalanidhi পুরস্কার পান।

❍ জন্ম -  6 October 1928, কোচিন

❍  মৃত্যু -2 নভেম্বর 2020

❍ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর।


17. Covid-19 এর জন্য কোন রাজ্যের স্বাস্থ্য বিভাগ স্কচ সোনার পুরস্কার জিতেছে?

ⓐ হরিয়ানা✓

ⓑ ত্রিপুরা

ⓒ উড়িষ্যা

ⓓ মহারাষ্ট্র


❍ Covid-19মহামারী চলাকালীন অসামান্য পরিষেবার জন্য হরিয়ানা রাজ্য স্বাস্থ্য বিভাগ স্কচ সোনার  পুরস্কার জিতেছে।

❍ স্কচ সোনার  পুরস্কার হল হরিয়ানা রাজ্যে দেওয়া 2020 সালের 67 তম পুরস্কার।

❍ হরিয়ানা রাজ্যের রাজধানী -চন্ডিগড়

❍ হরিয়ানা রাজ্যের গভর্নর- সত্য দেব নারায়ন আর্য

❍ হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী- মনোহর লাল খাট্টার


18. কে সম্প্রতি জম্মুতে মনসার লেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন?

ⓐ নরেন্দ্র মোদি

ⓑ ডক্টর জিতেন্দ্র সিং✓

ⓒ নরেন্দ্র মোদি

ⓓ রাজনাথ সিং


Question of the day

১) চিনের তৈরী করোনার ভ্যাকসিন না কেনার সিদ্ধান্ত নিল কোন দেশের রাষ্ট্রপতি?


২) কোন রাজ্য সরকার ধ্রুপদী সঙ্গীত পুরস্কার এর নাম বদল করে সুনন্দা সম্মান পুরস্কার নাম রাখল?










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...