Thursday, November 5, 2020

Bengali Current Affairs 6th November, 2020

 


H/W 5th November

১) চিনের তৈরী করোনার ভ্যাকসিন না কেনার সিদ্ধান্ত নিল কোন দেশের রাষ্ট্রপতি?

ব্রাজিল

২) কোন রাজ্য সরকার ধ্রুপদী সঙ্গীত পুরস্কার এর নাম বদল করে সুনন্দা সম্মান পুরস্কার নাম রাখল?

উড়িষ্যা

Bengali Current Affairs 6th November, 2020

1. সংযুক্ত আরব আমিরাত দেশের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

ⓐ সৌরভ জৈন
ⓑ পবন কাপুর✓
ⓒ বিকাশ শুক্লা
ⓓ দীপক মেহেরা

☛ সংযুক্ত আরব আমিরাতের ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে পবন কাপুর কে। পবন কাপুর 1990 ক্যাডারের IAS অফিসার।
☛ যিনি গত তিন বছর ইজরায়েলে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
☛ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী -আবুধাবি
☛ সংযুক্ত আরব আমিরাতের বর্তমান রাষ্ট্রপতি- খলিফা বিন জাঈদ আল নাহিয়ান


2.সম্প্রতি F1 Emilia Romagna Grand Prix 2020 শিরোপা জয়ী Lewis Hamilton কোন দেশের রেসিং কার ড্রাইভার?

ⓐ আমেরিকা
ⓑ ব্রিটেন✓
ⓒ ফ্রান্স
ⓓ নরওয়ে

3.সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া Shane Watson কোন দেশের ক্রিকেটার?

ⓐ নিউজিল্যান্ড
ⓑ অস্ট্রেলিয়া✓
ⓒ জাপান
ⓓ ইংল্যান্ড

☛ তিনি ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ইন্টারন্যাশনাল এবং ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন।

4. ‘Pandemonium: The Great Indian Banking Tragedy’-শিরোনামে বই লিখলেন কে?

ⓐ চৈতি ঘোষ
ⓑ তমাল বন্দ্যোপাধ্যায়✓
ⓒ অরুন্ধতী রায়
ⓓ হরিহরণ দাস

☛ লেখক তমাল বন্দ্যোপাধ্যায় তাঁর নতুন বই Pandemonium: The Great Indian Banking Tragedy’ লিখেছেন।
☛ এই বইটি প্রকাশ করেছে Roli Books
☛ বইটি মুক্তি পাবে 9 নভেম্বর, 2020


5.‘2020 Ezhuthachan Puraskaram’-এর জন্য মনোনীত হলেন Paul Zacharia, তিনি কোন ভাষার লেখক?

ⓐ হিন্দি
ⓑ কন্নড়
ⓒ মালায়ালম✓
ⓓ তামিল

☛ দীর্ঘ ৫ পাঁচ দশক ধরে মালায়ালম সাহিত্যে অবদানের জন্যই এই পুরস্কার পাচ্ছেন।
☛ পুরস্কার স্বরূপ তিনি ৫ লক্ষ টাকা পাবেন।
☛ তিনি ১৯৭৯ সালে কেরালা সাহিত্য একাডেমী অ্যাওয়ার্ড এবং ২০০৪ সালে কেন্দ্রীয় সাহিত্য একাডেমী অ্যাওয়ার্ড পেয়েছেন।

☛ 2019 সালে Vallathol Award পান।

6. ব্যাটারিচালিত যানবাহনের ক্ষেত্রে ১০০% ট্যাক্স ছাড়ের ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ দিল্লি
ⓑ তামিলনাড়ু✓
ⓒ কেরালা
ⓓ উত্তরপ্রদেশ

☛ রাজধানী- চেন্নাই
☛ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami
☛ রাজ্যপাল- Banwarilal Purohit


7.ONGC Videsh Limited-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মনীষ ত্রিপাঠী
ⓑ এ.কে. গুপ্ত✓
ⓒ সুকুমার কুশল
ⓓ অক্ষয় দত্ত

8. শিশুদের জন্য কোথায় বিশ্বের প্রথম প্রযুক্তি চালিত পুষ্টি পার্কের (world's first ever Technology driven and nutrition park) উদ্বোধন করা হলো?

ⓐ গুজরাট✓
ⓑ তামিলনাড়ু
ⓒ মহারাষ্ট্র
ⓓ কর্ণাটক

☛ এই পাটি গুজরাট রাজ্যের নর্মদা জেলার কেভাদিয়া 35 হাজার বর্গফুট এলাকায় তৈরি করা হয়েছে।
☛ গুজরাটের রাজধানী - গান্ধীনগর
☛ গুজরাটের রাজ্যপাল - আচার্য দেবব্রত
☛ গুজরাটের মুখ্যমন্ত্রী - বিজয় রুপানি

9. গঙ্গা উৎসব 2020 আয়োজন করছে নিম্নের কোন সংস্থা?
 
ⓐ DVC
ⓑ GAP
ⓒ NMCG✓
ⓓ None

☛ The Ganga Utsav is being organised by the National Mission For Clean Ganga celebrating the 12th anniversary of declaring River Ganges as National river.
☛ Ganga was declared as the National River of India on 4th November 2008.


10. Airport authority of India 50 বছরের জন্য লখনউ বিমান বন্দরটিকে আদানি গোষ্ঠীর হাতে হস্তান্তর করল। Airports authority of India এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন?

ⓐ অতুল যাদব
ⓑ প্রমোদ শাওয়ান
ⓒ অরবিন্দ সিং✓
ⓓ কে দীক্ষিত

☛ কেন্দ্র সরকার মোট ছয়টি বিমানবন্দরকে 50 বছরের জন্য আদানি গ্রুপের হাতে হস্তান্তর করল।
☛ লখনও বিমানবন্দরটি 2 নভেম্বর হস্তান্তর করা হয়।
☛ এর আগে ম্যাঙ্গালুরু বিমানবন্দরটি 31 অক্টোবর হস্তান্তর করা হয়।তিরুবনন্তপুরম, গৌহাটি, জয়পুর বিমান বন্দরটি সেপ্টেম্বর মাসে হস্তান্তর করা হয়।
☛ আমেদাবাদ বিমানবন্দরটি 11 নভেম্বর হস্তান্তর করা হবে।


11. কোন রাজ্য সম্প্রতি ACE স্কিম চালু করেছে স্টার্টআপ উন্নতির জন্য?

ⓐ আসাম
ⓑ কেরালা✓
ⓒ কর্ণাটক
ⓓ মধ্যপ্রদেশ

☛ Kerala has launched a state-of-the-art Accelerator For Electronics Technology(ACE)
☛ কেরালার রাজধানী- তিরুবনন্তপুরম
☛ কেরালার মুখ্যমন্ত্রী- পিনারাই ভিজায়ান
☛ কেরালার রাজ্যপাল -আরিফ মহাম্মদ খান


12. WWF এর মতে কোন ভারতীয় শহর জল সংকটের শীর্ষে থাকবে?

ⓐ দিল্লি
ⓑ কানপুর
ⓒ জয়পুর✓
ⓓ কলকাতা

☛ According to world wide fund for nature report 30 Indian cities will face water risk 2050 Jaipur talked in least followed by Indore and Thane . Mumbai, Kolkata, Delhi
☛ WWF full form : World Wide Fund For Nature
☛ WWF এর মতে 2050 সালের মধ্যে ভারতের 30 টি শহর জল সংকটের সম্মুখীন হবে।
☛ এদের মধ্যে প্রথম স্থান জয়পুর।
☛ দ্বিতীয় ইন্দোর তৃতীয় থানে, চতুর্থ মুম্বাই, পঞ্চম কলকাতা, ষষ্ঠ স্থানে  দিল্লি।


13. জ্যোতির্বিদ্যায় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিকাশের জন্য ভারত ও কোন দেশের মধ্যে MoU স্বাক্ষর হয়েছে?

ⓐ আমেরিকা
ⓑ চীন
ⓒ স্পেন✓
ⓓ পাকিস্তান

☛ স্পেনের রাজধানী -মাদ্রিদ
☛ স্পেনের মুদ্রা - ইউরো
☛ স্পেনের Prime Minister  -Pedro Sánchez (পেড্রো সানচেজ)

14. ভারতের কোন রাজ্যের সীমান্তে 8000 মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ পার্ক প্রতিষ্ঠিত হয়েছে?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ উত্তর প্রদেশ
ⓒ রাজস্থান✓
ⓓ কেরালা

☛ রাজস্থানের সীমান্ত অঞ্চলে 4310 মেগাওয়াট বায়ুশক্তি, 3760 মেগা ওয়াট সৌর বিদ্যুৎ এবং 120 মেগাওয়াট বায়োমাস শক্তি সম্পন্ন একটি বিদ্যুৎ পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
☛ রাজস্থান সরকার 50000 কোটি টাকা বিনিয়োগ করে 10,000 মেগাওয়াট সবুজ শক্তি উৎপাদন করার লক্ষ্য করেছে যার অধীনে 7500 স্ব-কর্মসংস্থান হবে।
☛ রাজস্থানের রাজধানী - জয়পুর
☛ রাজস্থানের রাজ্যপাল-কলরাজ মিশ্রা
☛ রাজস্থানের মুখ্যমন্ত্রী- অশোক গেহলট

15. আশা কর্মীদের জন্য কোন রাজ্য 57 কোটি টাকা ঘোষণা করেছে?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ মহারাষ্ট্র ✓
ⓒ তেলেঙ্গানা
ⓓ উড়িষ্যা

☛ 2020সালের 3 নভেম্বর মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশটোপ আশা কর্মীদের জন্য 57 কোটি টাকা ঘোষণা করেছে।

☛ জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর আওতাধীন আশা কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য এই পরিমাণ টাকা ব্যবহার করা হবে।
☛ মহারাষ্ট্রের রাজধানী -মুম্বাই
☛ মহারাষ্ট্রের রাজ্যপাল- ভগৎ সিং কোশিয়ারি
☛ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী- উদ্ভব ঠাকরে

16. 2020সালের 5 নভেম্বর থেকে কোন রাজ্য সরকার সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স গুলি পুনরায় খোলার অনুমতি দিয়েছে?

ⓐ কেরালা
ⓑ দিল্লি
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ উত্তর প্রদেশ

☛ 2020সালের 5 নভেম্বর থেকে মহারাষ্ট্র সরকার 50 শতাংশ আসন সম্পন্ন সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স গুলি পুনরায় খোলার অনুমতি দিয়েছে।


Question of the Day

1. ‘Dr Tulsi Das Chugh Award-2020’-এ সম্মানিত হলেন কে?

2. মহিলা যাত্রীদের নিরাপত্তা দিতে সমস্ত জোনে কী নামে উদ্যোগ লঞ্চ করলো ইন্ডিয়ান রেলওয়ে?














No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...