Thursday, November 5, 2020

General Science Topic - কোষের গঠন ও কাজ

 

General Science

   Topic - কোষের গঠন ও কাজ

১) কোন প্রাণী কোষে প্লাস্টিড থাকে?

ক) ইউগ্লিনা✓

খ) স্পঞ্জ

গ) হাইড্রা

ঘ) কৃমি



২) উদ্ভিদ কোষে ফ্রাগমোপ্লাস্ট কোথা থেকে উৎপন্ন হয়?

ক) কোষ পর্দা

খ) কোষ প্রাচীর

গ) গলগিবডি✓

ঘ) মধ্যচ্ছদা



৩) কোনটি ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু?

ক) লাইসোজোম

খ) রাইবোজোম✓

গ) গলগী বডি

ঘ) ER



৪) কোন কোষ অঙ্গাণুটি সকল প্রকার কোষে পাওয়া যায়?

ক) মাইক্রোকন্ডিয়া

খ) লাইসোজোম

গ) পার-অক্সিজোম

ঘ) রাইবোজোম✓



৫) নিচের কোনটিতে রাইবোজোম পাওয়া যায়?

ক) মাইট্রোকন্ডিয়া

খ) ক্লোরোপ্লাস্ট

গ) সাইটোপ্লাজম

ঘ) সবগুলো✓



৬) উদ্ভিদ কোষে গলগি বডি কে কি বলে?

ক) F1 কনা

খ) ডিকটিওজোম ✓

গ) মাইক্রো বডি

ঘ) কোনোটিই নয়


৭) নিচের কোনটিতে DNA পাওয়া যাবে?

ক) মাইট্রোকন্ডিয়া

খ) ক্লোরোপ্লাস্ট

গ) নিউক্লিয়াস

ঘ) সবগুলি✓



৮) ক্রোমোজোমের যে অংশ সক্রিয় জিন ধারণ করে তাকে কি বলে?

ক) হেটারোক্রোমাটিন

খ) ইউক্রোমাটিন✓

গ) ইউ ক্রোমোজোম

ঘ) রেসিডুয়াল ক্রোমোজোম



৯) সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদ কোষে?

ক) মিউ কর

খ) অফিওগ্লোসাম✓

গ) টেরিস

ঘ) নিটাম



১০) একটি কোষ মাইটোসিস বিভাজনের দ্বারা 128 টি কোষ তৈরি করলে, কতগুলি কোষ চক্রের প্রয়োজন হবে?

ক) দুইটি

খ) সাতটি✓

গ) আটটি

ঘ) দশটি



১১) নিচের কোনটি মাইটোসিসের বিভিন্ন দশা পর্যবেক্ষণের জন্য আদর্শ?

ক) মূলাগ্র✓

খ) মেসোফিল কলা

গ) পরাগধানী

ঘ) ভেসেল



১২) কোনটি মিয়োসিসের দীর্ঘতম দশা?

ক) প্রথম প্রফেজ✓

খ) দ্বিতীয় প্রফেজ

গ) প্রথম মেটাফেজ

ঘ) প্রথম অ্যানাফেজ



১৩) কোষ চক্রের কোন দশায় DNA এর সংশ্লেষ ঘটে?

ক) G1 দশা

খ) S দশা✓

গ) G2 দশা

ঘ) M দশা



১৪) রাফাইড কিসের ক্রিস্টাল?

ক) ক্যালসিয়াম অক্সালেট✓

খ) ক্যালসিয়াম কার্বনেট

গ) ক্যালসিয়াম ফসফেট

ঘ) ম্যাগনেসিয়াম কার্বনেট



১৫) কলার আণুবীক্ষণিক গঠন অধ্যায়ন করা হলো-

ক) ওয়লজি

খ) অস্টিওলজি

গ) হিস্টলজি✓

ঘ) সেরোলজি



১৬)  ক্রিস্টি কোন অঙ্গাণুতে পাওয়া যায়?

ক) প্লাস্টিড

খ) মাইক্রোকন্ডিয়া✓

গ) রাইবোজোম

ঘ) মাইক্রোটিবিউল



১৭) কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয়?

ক) ইন্টারফেজ✓

খ) অ্যানাফেজ

গ) প্রফেজ

ঘ) টেলোফেজ



১৮) প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি?

ক) স্নায়ু কোষ✓

খ) যকৃত কোষ

গ) রক্ত কোষ

ঘ) পেশী কোষ



১৯) পলিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায়?

ক) পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষ✓

খ) মানুষের যকৃত কোষ

গ) পতঙ্গের স্নায়ু কোষ

ঘ) এগুলি কোনটাই নয়



২০) মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত?

ক) 22 টি

খ) 23 টি✓

গ) 23 জোড়া

ঘ) 44 টি



২১) মানুষের স্বাভাবিক কোষে ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) 46✓

খ) 48

গ) 50

ঘ) 52



২২) নিচের কোনটি কোষ বিভাজন পদ্ধতি?

ক) হেটারোসিস

খ) ফিউশন

গ) মাইটোসিস✓

ঘ) কোনোটিই নয়



২৩) নিচের কোনটি নিউক্লিয়াসের অংশ নয়?

ক) ক্রোমোজোম

খ) নিউক্লিয়াস

গ) সাইটোপ্লাজম✓

ঘ) নিউক্লিয় পর্দা



২৪) ক্রসিং ওভার কাদের মধ্যে হয়?

ক) দুটি সিস্টার ক্রোমাটিড

খ) দুটি নন -সিস্টার ক্রোমাটিড✓

গ) ক্রোমোজোমের দুটি বাহু

ঘ) যেকোনো দুটি ক্রোমোজোম


২৫) নিচের কোনটি ক্রোমোজোমকে রঞ্জিত করতে ব্যবহৃত হয়?

ক) অরসিন✓

খ) ক্রিস্টাল ভায়োলেট

গ) লিটমাস

ঘ) ইন্ডিগো








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...