ভারতের ভূপ্রকৃতি
১) ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার-WBCS ( prelim) ২০১৯
ক) বায়ু প্রবাহ দ্বারা সঞ্জিত বালির তরঙ্গায়িত ভূমি✓
খ) পুরাতন পলি
গ) নতুন পলি
ঘ) কর্দমাক্ত অঞ্চল
২) লাক্ষা দ্বীপপুঞ্জ হলো-WBCS ( prelim) ২০১৯
ক) প্রবাল দ্বীপপুঞ্জ✓
খ) আগ্নেয় দ্বীপপুঞ্জ
গ) টেকটনিক দ্বীপপুঞ্জ
ঘ) পলি গঠিত দ্বীপপুঞ্জ
৩) মানস সরোবর কোথায় অবস্থিত?WBCS ( prelim) ২০১৯
ক) কারাকোরাম পর্বত শ্রেণী তে
খ) পিরপাঞ্জাল পর্বত শ্রেণীতে
গ) কৈলাস পর্বত শ্রেণী তে✓
ঘ) আন্দিজ পর্বতশ্রেণী তে
৪) শিলং শহর কোথায় অবস্থিত?WBCS ( prelim) ২০১৯
ক) নাগা পর্বতে
খ) গারো পর্বতে
গ) খাসি পর্বতে✓
ঘ) মিকির পর্বতে
৫) ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত- WBCS ( prelim) ২০১৮
ক) বেলে পাথর, চুনা পাথর, ও শেল দ্বারা
খ) গ্রানাইট ,চুনাপাথর ও ডলোমাইট এর দ্বারা
গ) আরকিয়ান যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা✓
ঘ) গন্ডোয়ানা কয়লা ,বেলে পাথর ও চুনা পাথর দ্বারা
৬) ভারতের উচ্চতম শৃঙ্গ k2 এই নামেও পরিচিত- WBCS ( prelim) ২০১৮
ক) কারাকোরাম
খ) আন্দিজ
গ) গডউইন অস্টিন✓
ঘ) হিমালয়
৭) গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের এই স্থানে রয়েছে- WBCS ( prelim) ২০১৮
ক) নদিয়া ,উত্তর 24 পরগনা ও হাওড়া
খ) সুন্দরবন অঞ্চল✓
গ) উত্তর ও দক্ষিণ 24 পরগনা
ঘ) পূর্ব মেদিনীপুর ও হাওড়া
৮) ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? WBCS ( prelim) ২০১৮
ক) লুসাই✓
খ) নামচাবারোয়া
গ) খাসি
ঘ) তুরা
৯) রহিলখান্ড অঞ্চলটি কোথায় অবস্থিত?WBCS ( prelim) ২০১৮
ক) গুজরাট সমভূমি তে
খ) আরাবল্লীর পশ্চিম পাদদেশে
গ) উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে✓
ঘ) বিহারে
১০) আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? WBCS ( prelim) ২০১৮, UPSC-২০০৯
ক) স্যাডেল পিক✓
খ) ডায়াবোল শৃঙ্গ
গ) কার নিকোবর
ঘ) কোনোটিই নয়
১১) ভারতে কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে- WBCS ( prelim) ২০১৮
ক) জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়✓
খ) বিহারের পূর্ণিয়া জেলা
গ) রাজস্থানের জয়সলমীর অঞ্চলে
ঘ) কর্নাটকের মাইসোর পাহাড়ে
১২) ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? WBCS ( prelim) ২০১৮
ক) আন্দামান দ্বীপ
খ) নিকোবর দ্বীপ
গ) ব্যারেন দ্বীপ✓
ঘ) পামবন দ্বীপ
১৩) ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী হল- WBCS ( main) ২০১৮
ক) লুনি নদী✓
খ) নর্মদা নদী
গ) কৃষ্ণা নদী
ঘ) বিপাশা নদী
১৪) সুন্দরবন কোথায় অবস্থিত? WBCS ( main) ২০১৮
ক) কচ্ছ উপকূলে
খ) পশ্চিমঘাট এ
গ) কঙ্কন উপকূলে
ঘ) পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে✓
১৫) দুটি বৃহৎ ভূখণ্ডকে যুক্তকারী একটি সরু ফালির মত ভূমিকে কি বলে?WBCS ( main) ২০১৮
ক) প্রণালী
খ) উপদ্বীপ
গ) অন্তরীপ
ঘ) ইস্তমাস ( isthmus)✓
১৬) ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? WBCS ( main) ২০১৮
ক) চাপড়া সৈকত
খ) দিউ সৈকত
গ) আকসা সৈকত
ঘ) মেরিনা সৈকত✓
১৭) সাল্টোরা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত?WBCS ( main) ২০১৮
ক) লাদাখ
খ) বিন্ধ পর্বত বরাবর
গ) কারাকোরাম পর্বত শ্রেনীর অংশ✓
ঘ) পশ্চিমঘাট এর অংশ
১৮) পশ্চিম রাজস্থানে বালিয়াড়ির তৈরীর জন্য নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি দায়ী?WBCS ( main) ২০১৮
ক) বায়ুর ক্ষয়কার্য
খ) জলের ধারা ক্ষয়
গ) বায়ুর সঞ্চয়✓
ঘ) যান্ত্রিক আবহবিকার
১৯) হিমালয়ের কোন অংশটি পূর্ব থেকে পশ্চিমে বিস্তার সর্বাধিক? WBCS ( main) ২০১৮
ক) কুমায়ুন হিমালয়
খ) অসম হিমালয়
গ) পাঞ্জাব হিমালয়
ঘ) নেপাল হিমালয়✓
২০) নাগা ,খাসি এবং গারো পাহাড় গুলি কোথায় অবস্থিত? WBCS ( main) ২০১৮
ক) পূর্বাচল পর্বতশ্রেণীতে✓
খ) কারাকোরাম পর্বতশ্রেণীতে
গ) জাস্কার পর্বতশ্রেণীতে
ঘ) হিমালয় পর্বত শ্রেণী তে
২১) নাথুলা এমন একটি স্থান যেখানে 44 বছর পর ভারত -চীন সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হয়েছে, সেটি ভারতের কোন রাজ্য সীমান্তে অবস্থিত? WBCS ( main) ২০১৮
ক) সিকিম✓
খ) অরুণাচল প্রদেশ
গ) হিমাচল প্রদেশ
ঘ) জম্মু ও কাশ্মীর
২২) ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য প্রায়- WBCS ( main) ২০১৮
ক) 5500 কিলোমিটার
খ) 6000 কিলোমিটার
গ) 6500 কিলোমিটার
ঘ) 7517 কিলোমিটার ✓
২৩) বাল্টরো হিমবাহটি কোথায় অবস্থিত? WBCS ( main) ২০১৮, WBCS(prelims) ২০০৫
ক) কারাকোরাম পর্বত শ্রেণীতে✓
খ) পামির মালভূমিতে
গ) শিবালিকে
ঘ) আল্পস এ
২৪) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কে পরস্পর থেকে পৃথক করেছে- WBCS ( main) ২০১৮
ক) 10 ডিগ্রি চ্যানেল✓
খ) গ্রেট চ্যানেল
গ) বঙ্গোপসাগর
ঘ) আন্দামান সাগর
২৫) ডেকান ট্রাপ গঠিত হয়েছে- WBCS ( main) ২০১৮
ক) ধারওয়ার অগ্ন্যুদগম এর ফলে
খ) মেসোজোয়িক অগ্ন্যুদগম এর ফলে
গ) ক্রিটেশিয়াস অগ্ন্যুদগম এর ফলে✓
ঘ) প্যালিওজয়ীক অগ্ন্যুদগম এর ফলে
২৬) কোন রাজ্যে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলী অবস্থিত? WBCS ( main) ২০১৮
ক) অরুণাচল প্রদেশ
খ) অসম✓
গ) ত্রিপুরা
ঘ) মিজোরাম
২৭) আবু পাহাড়ের উপর গুরুশিখর কোন পর্বত শ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গ? WBCS ( main) ২০১৮
ক) সহ্যাদ্রি
খ) পূর্বাচল
গ) আনাই মালাই
ঘ) আরাবল্লী✓
২৮) কেরালার উপকূল কি নামে পরিচিত? WBCS ( main) ২০১৮, SSC Data entry operator-২০০৯
ক) কঙ্কন উপকূল
খ) মালাবার উপকূল✓
গ) করমন্ডল উপকূল
ঘ) কানাড়া উপকূল
২৯) পক প্রণালী দেখা যায় কার মধ্যে? WBCS ( main) ২০১৮
ক) বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগর✓
খ) আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ
গ) কচ্ছের রন এবং খাম্বাত উপসাগর
ঘ) লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ
৩০) নিম্নলিখিত কোন রাজ্যগুলি কে পালঘাট যুক্ত করেছে? WBCS ( main) ২০১৮
ক) সিকিম এবং পশ্চিমবঙ্গ
খ) মহারাষ্ট্র এবং উড়িষ্যা
গ) কেরালা এবং তামিলনাড়ু✓
ঘ) অরুণাচল প্রদেশ এবং সিকিম
৩১) উপদ্বীপীয় ভারতের মধ্যে উচ্চভূমি গঠিত হয়- WBCS ( main) ২০১৮
ক) পাললিক এবং রূপান্তরিত শিলা দ্বারা
খ) আগ্নেয় এবং পাললিক শিলা দ্বারা
গ) আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা ✓
ঘ) পাললিক শিলা দ্বারা
৩২) হিমালয়ের কোন শৃঙ্গ কে 'সাগরমাথা ' বলা হয়?
WBCS ( main) ২০১৮, SSC MTS-২০১৩
ক) নাঙ্গা পর্বত
খ) ধৌলাগিরি
গ) মাউন্ট এভারেস্ট✓
ঘ) কাঞ্চনজঙ্ঘা
৩৩) ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চল গুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত? WBCS ( prelims) ২০১১
ক) হিমালয় পর্বত
খ) সিন্ধু গাঙ্গেয় সমভূমি
গ) আরাবল্লী পর্বত✓
ঘ) শিবালিক পর্বত
৩৪) ভারতের আকৃতি মোটামুটি ভাবে- WBCS ( Mains) ২০১৪
ক) বর্গাকৃতি
খ) ত্রিভুজাকৃতি
গ) চতুর্ভুজাকৃতি✓
ঘ) বৃত্ত আকৃতি
৩৫) নিম্নলিখিত কোনটি কে মধ্যে ভারত পাথার বলা হয়?
ক) মধ্য উচ্চভূমি✓
খ) বুন্দেলখন্ড উচ্চভূমি
গ) মারওয়ার উচ্চভূমি
ঘ) ছোটনাগপুর মালভূমি
৩৬) লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?
ক) ভারত মহাসাগর
খ) আরব সাগর✓
গ) বঙ্গোপসাগর
ঘ) কোনোটিই নয়
৩৭) ভারতের দক্ষিণতম দ্বীপ হল-
ক) আন্দামান
খ) গ্রেট নিকোবর✓
গ) মিনিকয়
ঘ) কাভারাত্তি
৩৮) ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ গুলির মধ্যে সেন্সাস কমিশন 1951 অনুযায়ী কোন বিভাগটির পরিমাণ সর্বাধিক?
ক) পর্বত
খ) মালভূমি
গ) সমভূমি✓
ঘ) পাহাড়
৩৯) ভারতের দক্ষিণতম একক বৃহত্তম দ্বীপপুঞ্জ টি হল-
ক) রামেশ্বরম দ্বীপপুঞ্জ
খ) মিনিকয় দ্বীপপুঞ্জ
গ) কার নিকোবর দ্বীপপুঞ্জ
ঘ) বৃহৎ নিকোবর দ্বীপপুঞ্জ✓
৪০) শিবালিক হিমালয়ের দক্ষিণ ঢাল কি নামে পরিচিত?
ক) ডাফলা
খ) মিরি
গ) অ্যাবোর
ঘ) চোস✓
৪১) ভারতের জলবায়ু প্রধানত ক্রান্তীয় প্রকৃতির কারণ-
ক) উত্তরে হিমালয় পর্বতের অবস্থান
খ) ভারতের অধিকাংশ অঞ্চল ক্রান্তীয় মন্ডলে অবস্থিত✓
গ) ভারত মহাসাগরের মাত্রাতিরিক্ত প্রভাব
ঘ) জেট স্ট্রিম এর ঋতুগত প্রভাব
৪২) ভারতের দুটি আগ্নেয় দ্বীপপুঞ্জের নাম হল-
ক) কাভারাত্তি এবং নিউমুর
খ) বিটা এবং কাভারাত্তি
গ) পাম্বান এবং ব্যারেন
ঘ) নারকোনডাম এবং ব্যারেন✓
৪৩) কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থি- FCI - ২০১২
ক) নেপাল
খ) সিকিম✓
গ) পশ্চিমবঙ্গ
ঘ) হিমাচল প্রদেশ
৪৪) নিচের কোন হিমালয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ গুলি রয়েছে?
ক) লেসার হিমালয়
খ) গ্রেট হিমালয়✓
গ) শিবালিক রেঞ্জ
ঘ) ট্রান্স হিমালয়
৪৫) নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক পতিত জমি রয়েছে?
ক) গুজরাট
খ) মধ্যপ্রদেশ
গ) জম্মু ও কাশ্মীর
ঘ) রাজস্থান✓
৪৬) গডউইন অস্টিন কে চীনারা কি নামে ডাকেন?
ক) চোমোলুংমা
খ) সাগর মাথা
গ) কোগির✓
ঘ) গাংদিশ
৪৭) কঙ্কন উপকূল কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
ক) গোয়া ও দমন
খ) গোয়া ও মহারাষ্ট্র✓
গ) গুজরাট ও উড়িষ্যা
ঘ) চেন্নাই ও কেরালা
৪৮) পূর্বঘাট এর সর্বোচ্চ বিন্দু কোন জেলায় অবস্থিত?
ক) গঞ্জাম
খ) বিশাখাপত্তনম✓
গ) কুর্ণুল
ঘ) উত্তর আর্কট
৪৯) কুলু উপত্যকা কোন পর্বত শৃঙ্গের মধ্যে অবস্থিত? CPO (SSC)-২০১২
ক) ধওলাধর ও পিরপাঞ্জাল✓
খ) সাতপুরা ও নাঙ্গা পর্বত
গ) লাদাখ ও পিরপাঞ্জাল
ঘ) নিম্ন হিমালয় ও শিবালিক
৫০) "সহ্যাদ্রি" নামটি কোনটি সঙ্গে সম্পর্কিত? SSC (LDC -২০১২)
ক) একটি বৃষ্টিবহুল বায়ু
খ) হিমালয়ের শৃঙ্গ
গ) পশ্চিমঘাট✓
ঘ) ঘূর্ণবাত জনিত বিপর্যয়
No comments:
Post a Comment