একনজরে ভারতের ইতিহাস
পর্ব-৩
হরপ্পা সভ্যতা
১) লাঙ্গল দেওয়া জমির প্রমাণ পাওয়া গেছে কোন কেন্দ্র থেকে?
ক) লোথাল
খ) কালিবঙ্গান✓
গ) ঢলাভিরা
ঘ) বনওয়ালী
২) হরপ্পা সভ্যতা কোন সালে আবিষ্কৃত হয়েছিল? SSC CGL-২০১৪
ক) 1935
খ) 1942
গ) 1921✓
ঘ) 1922
৩) নিচের কোনটি হরপ্পার লোকেদের অজানা ছিল?
ক) কুয়ো নির্মাণের পদ্ধতি
খ) স্তম্ভ নির্মাণের পদ্ধতি✓
গ) পয়: প্রণালী নির্মাণের পদ্ধতি
ঘ) ধনুকের কাঠামো তৈরির পদ্ধতি
৪) হরপ্পা যুগে একটি তামার রথ আবিষ্কৃত হয়েছে কোন কেন্দ্র থেকে?
ক) কুন্তল
খ) রাখিগারহি
গ) দাইমাবাদ✓
ঘ) বনওয়ালি
৫) নিম্নের কোন পশু টিকে হরপ্পার সিল অথবা পোড়ামাটি শিল্পে খুঁজে পাওয়া যায় না?ssc-২০১৫
ক) গরু✓
খ) হাতি
গ) গন্ডার
ঘ) বাঘ
৬) হরপ্পা সভ্যতার কোথায় "স্বস্তিকা চিহ্ন " পাওয়া গিয়েছে ?
ক) হরপ্পায়
খ) মহেঞ্জোদারোতে✓
গ) চানহূদারোতে
ঘ) কালিবঙ্গানে
৭) হরপ্পা সভ্যতার কোথায় ড্রেন ব্যবস্থা ছিল না ?
ক) বানওয়ালি ✓
খ) ঢোলাবিরা
গ) লোথাল
ঘ) রাখিগড়ি তে
৮) হরপ্পা সভ্যতায় কোথায় যজ্ঞ - বেদি পাওয়া গিয়েছে?
ক) আলমগীরপুরে
খ) কালিবঙ্গানেে ✓
গ) বানওয়ালিতে
ঘ) কুনওয়ালে
৯) হরপ্পা সভ্যতায় উটের হাড় পাওয়া গিয়েছে ?
ক) কালিবঙ্গান ✓
খ)লোথাল
গ) হরপ্পা
ঘ) মহেঞ্জোদারো
১০) হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় শহর হল ---
ক) বানওয়ালি
খ) রূপার
গ) লোথাল
ঘ) রাখিগড়ি ✓
১১) কোন ঐতিহাসিক যুগের অন্তর্গত হিসেবে হরপ্পা সভ্যতা কে চিহ্নিত করা যায়?
ক) প্রাগৈতিহাসিক
খ) ঐতিহাসিক
গ) আদি ঐতিহাসিক✓
ঘ) কোনোটিই নয়
১২) সিন্ধু সভ্যতার অর্থনৈতিক শক্তি কি ছিল?
Ssc- ২০১৪
ক) কৃষি✓
খ) ব্যবসা
গ) মৃৎশিল্প
ঘ) গৃহস্থালির কাজে ব্যবহৃত চিনা মাটির তৈরি বাসনপত্র
১৩) হরপ্পার কোন কেন্দ্রে থেকে এক টুকরো বোনা কাপড় পাওয়া গেছে?
ক) হরপ্পা
খ) লোথাল
গ) বনওয়ালী
ঘ) মহেঞ্জোদারো✓
১৪) হরপ্পা থেকে প্রাপ্ত শিলালেখ এর মোট সংখ্যা হল-
ক) 3000 টি✓
খ) 3500 টি
গ) 2500 টি
ঘ) 2500 এরকম
১৫) বৃহৎ প্রস্তর যুগের সমাধি রীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ সমাধি কোথায় পাওয়া গেছে?
ক) ঢলাভিরা✓
খ) বনওয়ালী
গ) লোথাল
ঘ) হরপ্পা
১৬) হরপ্পা সভ্যতায় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বণিকদের কি বলা হত?
ক) পনি✓
খ) শত অরিত্র
গ) ভিষক
ঘ) শতপথি
১৭) তুলোর বাণিজ্যের জন্য সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র "Manchester at Harappan civilization" নামে পরিচিত ছিল?
ক) কালিবঙ্গান
খ) রংপুর
গ) রোপার
ঘ) লোথাল✓
১৮) হরপ্পার হস্তশিল্পে এক অদ্ভুত একত্ব লক্ষ্য করা যায়। এর পেছনে সম্ভাব্য কারণ কি?
ক) স্থানীয় স্তরে কাঁচামালের প্রাচুর্য✓
খ) হস্তশিল্পের কেন্দ্রীভূত বাজার
গ) শিল্পীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র
ঘ) রাষ্ট্রের নিয়ন্ত্রণ
১৯) কোন ঐতিহাসিক হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে বহিঃশত্রুর আক্রমণ কে দায়ী করেছেন?
ক) স্যার মর্টিমার হুইলার✓
খ) ল্যাম্বরিক
গ) রাইকেস
ঘ) জে এফ টেলস
২০) হরপ্পার মৃৎশিল্পের কোন ধরন টি বিশ্বের একেবারে গোড়ার দিকে মৃৎশিল্পের নমুনা হিসেবে স্বীকৃত? WBCS (main) ২০১৫
ক) বহুবর্ণ
খ) চকচকে✓
গ) ছিদ্রযুক্ত
ঘ) হাতলযুক্ত
২১) হরপ্পার ইটগুলো মূলত-
ক) করাত জাতীয় যন্ত্র দ্বারা কর্তিত
খ) হস্তনির্মিত
গ) উন্মুক্ত ছাঁচে তৈরি✓
ঘ) বাটালির সাহায্য কর্তিত
২২) কে মনে করেছিলেন ব্রোঞ্জ যুগের উৎপন্ন সামগ্রীর মধ্যে হরপ্পা হস্তশিল্প প্রযুক্তিগতভাবে বাকিদের তুলনায় উৎকৃষ্ট?WBCS (main) ২০১৬
ক) গর্ডন চাইল্ড
খ) শিরিন রত্নাগার✓
গ) আর এস বিস্ত
ঘ) আসকো পারপোলা
২৩) সম্প্রতি কোন প্রত্নতত্ত্ববিদ হরপ্পার ইট নির্মিত চিত্তাকর্ষক কাঠামোকে শস্যাগার হিসেবে শনাক্তকরণ এর বিরোধিতা করেছেন? WBCS (main) ২০১৬
ক) আর. ই. এম হুইলার
খ) ব্রিজেট অল চীন
গ) রেমন্ড অল চীন
ঘ) জি. এম .কেনোয়ার✓
২৪) হরপ্পা সভ্যতার শহরকেন্দ্রিক অঞ্চলগুলোর উৎকৃষ্টতা ম্লান হতে শুরু করে-WBCS (main) ২০১৭
ক) 2200 খ্রিস্টপূর্বাব্দ
খ) 2100- 2000 খ্রিস্টপূর্বাব্দ
গ) 2000 - 1930 খ্রিস্টপূর্বাব্দ
ঘ) 1 800 - 1750 খ্রিস্টপূর্বাব্দ✓
২৫) স্থায়ী কৃষিব্যবস্থার গোড়ার দিকে নিদর্শন পাওয়া গেছে- WBCS (main) ২০১৭
ক) মেহেরগড়
খ) আমরি
গ) কালিবঙ্গান✓
ঘ) ঢলাভিরা
২৬) হরপ্পা সভ্যতা ধ্বংসের কথা প্রথম কে প্রত্যক্ষ করেন?WBCS (main) ২০১৭
ক) এম এস ভাট
খ) এম.হুইলার✓
গ) বি বি লাল
ঘ) চার্লস ম্যাসন
২৭) হরপ্পার কোন অঞ্চলে ধান চাষ হতো?WBCS (pre) ২০১৬
ক) কালিবঙ্গান
খ) লোথাল✓
গ) কোটদিজি
ঘ) রোপার
২৮) নিম্নলিখিত হরপ্পার প্রত্নস্থল গুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়?WBCS (pre) ২০১৮
ক) সুরকটোদা
খ) লোথাল
গ) ঢলাভিরা
ঘ) বানওয়ালী✓
২৯) রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?WBCS (pre) ২০১৮
ক) মহেঞ্জোদারো
খ) সুরকটোদা
গ) কালিবঙ্গান✓
ঘ) লোথাল
৩০) বৃহৎ স্নানাগার টি কোথায় পাওয়া গেছে?WBCS (pre) ২০১৩
ক) লোথাল
খ) হরপ্পা
গ) মহেঞ্জোদারো✓
ঘ) কালিবঙ্গান
৩১) নিম্নলিখিত কোন হরপ্পা কেন্দ্রদ্বয় ভারতে অবস্থিত?
ক) মহেঞ্জোদারো হরপ্পা
খ) বানওয়ালী -চানহুদারও
গ) লোথাল -কালিবঙ্গান ✓
ঘ) লোথাল -কোটদিজি
৩২) হরপ্পার কোন কেন্দ্রে সম্ভবত ল্যাপিস লাজুলি কেনাবেচার ঘাঁটি হিসেবে চিহ্নিত ছিল? WBCS (main)-২০১৮
ক) শর্তুঘাই✓
খ) মুসাখেল
গ) মুনদীগাক
ঘ) ডাম্ব সাদাত
৩৩) হরপ্পা সভ্যতার পয়:প্রণালী ব্যবস্থাকে বিশ্বের কোন সভ্যতার সঙ্গে তুলনা করা হয়?
ক) রোমান✓
খ) গ্রিক
গ) সুমেরীয়
ঘ) ব্যাবিলনীয়
৩৪) হরপ্পা সভ্যতা থেকে প্রাপ্ত সবচেয়ে সুদৃশ্য স্থাপত্যটি কি ছিল?
ক) যগ্যবেদি
খ) পোতাশ্রয়
গ) মন্দির
ঘ) বৃহৎ স্নানাগার✓
৩৫) হরপ্পায় নিম্ন লিখিত নিদর্শন স্থান গুলির মধ্যে কোনটি তে প্রোতাশ্রয় ছিল?WBCS (pre)-২০১৩
ক) হরপ্পা
খ) লোথাল✓
গ) মহেঞ্জোদারো
ঘ) আলমগীর পুর
No comments:
Post a Comment